দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৮, শনাক্ত ১৫৩২

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৫৩২ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৭০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩৩৬১০জন।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ১৮৪টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আমির হোসেন আমু এমপি’র ঈদ শুভেচ্ছা

আরিফুর রহমান আরিফ:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঝালকাঠীবাসীসহ সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপি।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা।পরস্পর পরস্পরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে উদযাপন করার প্রত্যাশা ব্যাক্ত করেছেন তিনি।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাস্থবিধি ও সরকারী নির্দেশনা মেনে নিরাপদে থেকে এবারের ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন।তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বস্তরের জনসাধারনের জন্য দোয়া করছেন পাশাপাশি সকলের নিকট তিনিও দোয়া কামনা করছেন।

কলাপাড়ায় আলহাজ্ব মনিরুজ্জামান মনির এর উপহার সামগ্রী বিতরণ

কামাল হাসান রনি:
জাতীয়তাবাদী দল  (বিএনপি) র পক্ষ থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ধুলাসার ইউনিয়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়।  করোনা পরিস্থিতিতে দেশের মধ্যবিত্ত, নিন্ম আয়ের মানুষদের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে উপহার সামগ্রী বিতরণ করেন  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  সাবেক সহ-সাধারন সম্পাদক, পটুয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মনিরুজ্জামান মনির।  আজ মোয়াজ্জেম হোসেন সৃতি সংসদ এর ধুুুলাসার ইউনিয়ন  শাখার কার্যলয়ে  প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণের  উদ্বোধন করেন

জাতীয়তাবাদী  ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ম-আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। আরও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, মহিপুর থানা বিএনপির নেতৃবৃন্দ,ধুলাসার ইউনিয়ন বিএনপির  নেতৃবৃন্দ।  কামরুজ্জামান কামরুল বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে আপোষহীন নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতিপূর্বে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভায় প্রায় পাচঁ হাজার পরিবারকে সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতে দেশ ও  মানুষের জন্য কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাবের ঈদ উপহার বিতরন

কামাল হাসান রনি:
দীর্ঘ সিয়াম সাধনার পর আসছে ঈদুল ফিতর। মহিমান্বিত রমজানের পরে ধর্মপ্রান মুসলমানদের আনন্দ খুশির ঈদ। বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রকোপে স্বাভাবিক জীবন আজ থমকে গেছে। লক ডাইনের নিষেধাজ্ঞায় কর্মহীন, উপার্জনহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। আনন্দ বার্তা নিয়া আসা ঈদ যেন আজ কষ্ট আর দুশ্চিন্তার অপর নাম।

অসহায়,দুস্থ, খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে এবার ঈদকে সার্বজনীন করার পরিকল্পনা করে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার স্নাতকোত্তর শিক্ষিত মানুষদের নিয়ে এই গ্রুপটি  প্রায়  দুই শতাধিক পরিবারের মাঝে “ঈদ উপহার” বিতরন করে। কলাপাড়ার দুইটি পৌরসভা এবং নয়টি ইউনিয়ন এই কার্যক্রম গ্রহন করে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব। ঈদ উপহার হিসেবে শাড়ি,লুঙ্গি,সেমাই, চিনি,দুধ,কিচমিচ,বাদাম এসব প্রয়োজনীয় সামগ্রী পৌছেঁ দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই গ্রুপটি ইতিমধ্যে গৃহহীন মানুষের জন্য কাজ করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নগত অর্থ, বিভিন্ন বিদ্যালয়ের নন-এমপিও ভুক্ত শিক্ষকদের সন্মানী প্রদান,করোনা মহামারীতে প্রায় পাচঁ শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,তেল,আলু,পেয়াজ,চিনি,সাবান বিতরণ করেছে।