বরিশাল নগরীর পুরান পাড়ায় করোনা শনাক্ত, ৪ বাড়ি লকডাউন

বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডস্থ পূর্ব পুরানপাড়া এলাকায় এক গৃহবধূর (২০) করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার তার করোনা পজেটিভ আসলে রাতে কাউনিয়া থানা পুলিশ ওই রোগীর বাড়িটি লকডাউন করা হয়েছে। ওই বাড়ির ৪ টি ঘর লকডাউন করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি (অপারেশন) হিরন্ময় সরকার জানান, করোনা শনাক্ত হওয়া ওই গৃহবধূর শারীরিক ভাবে অসুস্থ বোধ করলে ও বাচ্চা প্রসবের জন্য গত ৯ মে তাকে বরিশাল সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এবং ১০ মে বাচ্চা প্রসব করে। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী রোগীর বাড়িটি লকডাউন করা হয়েছে। তার মধ্যে তেমন কোন উপসর্গ নেই। রোগী বর্তমানে নিজ বাড়িতেই রয়েছে।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই নারীর অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তার অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটিতে যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি উপজেলার গোপালপুর গ্রামের শেরে বাংলা এলাকায় ইদ্রিস খান (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রেমের ফাঁদে ফেলে প্রতিবেশী মা ও মেয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে ওই যুবকের মৃত্যুর পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মঙ্গলবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। জানা যায়, শেরে বাংলা এলাকার মৃত ইউসুফ খানের ছেলে ইদ্রিস খান বিএ পাস করার পরে চাকরির জন্য ঢাকায় ওঠে। করোনা সংক্রমণের ভয়ে এক মাস আগে সে গ্রামের বাড়িতে আসে। পাশের বাড়ির রুহুল আমিন বেপারীর মেয়ে ঝুমুর আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইদ্রিসের। বিষয়টি ঝুমুরের মা ফিরোজা বেগমও জানতেন। সোমবার বাড়িতে ইফতার শেষে সে ঝুমুরদের বাড়িতে যায়। ঝুমুর রাত ৯টার দিকে ইদ্রিসের বাড়িতে গিয়ে স্বজনদের জানায়, ইদ্রিস অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে ইদ্রিসের ভাই নাঈম খান গিয়ে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইদ্রিসের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। ইদ্রিসের ভাই নাঈম খান অভিযোগ করেন, আমার ভাই রোজা রেখে ইফতার করে সুস্থ অবস্থায় বাড়ি থেকে ঝুমুরদের বাড়িতে যায়। ঝুমুর ও তাঁর মা ফিরোজা বেগম বিষাক্ত কিছু খাইয়ে অথবা শ্বাসরোধ করে আমার ভাইকে হত্যা করেছে। আমি ভাই হত্যার বিচার চাই। এ ব্যাপারে ফিরোজা বেগম বলেন, আমার মেয়ের সঙ্গে ইদ্রিসের কোন প্রেমের সম্পর্ক ছিল না। সে প্রতিবেশী বিধায়, আমাদের বাড়িতে এসেছিল। এখানে এসে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে আমরা কিছু খেতে দেইনি, যাতে তাঁর কোন সমস্যা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ওই যুবকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রাঙ্গাবালীতে হত দরিদ্র ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

মনজু সরদার,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। (১৩ই মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করেণ ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম আবদুল মান্নান হাওলাদার । এতে ছোটবাইশদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯০০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ট্যাগ অফিসার মোঃ কামাল হোসেন, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী।

বাউফলে মান্তা সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ

বাউফল:
পটুয়াখালীর বাউফলে নদীতে ভাসমান মান্তা সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩মে) দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী খালে নৌকায় বসবাসরত ওই মান্তা সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করেন বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো.আক্তার জামিল।
এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বালি, কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ মৃধা।
বাউফল উপজেলা  প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ৩৩টি পরিবারের প্রত্যেক পরিবারকে ১০কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি  তৈল ও ১কেজি লবন বিতরণ করা হয়।

চলমান সাধারণ ছুটি বাড়ানোর ব্যাপারে কাল সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আরও বাড়বে নাকি অফিস খুলে দেয়া হবে- সেই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

তবে ১৬ মের পর ঈদের ছুটির আগে মাত্রা চারটি কর্মদিবস থাকায় ছুটি আরও বাড়ছে বলেই মনে করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন। আগামীকালও প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স রয়েছে। ছুটির বিষয়টিও তিনি সেখানে জানাবেন বলে আমরা জেনেছি।

প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেই অনুযায়ী আদেশ জারি করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের ভিডিও কনফারেন্সের দিকে আমরা নজর রাখব। তার দেয়া সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও ছয় দফায় ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। কিন্তু দেশে এখনও করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই, বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মঙ্গলবারও এ ভাইরাসে নতুন করে ৯৬৯ জনের আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে।

১৬ মে ও ঈদের ছুটির মাঝখানে কর্মদিবস মাত্র চারটি- ১৭, ১৮, ১৯, ২০ মে। এরপর ২১ মে শবে কদরের ছুটি। এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি। আবার রমজান মাস ৩০ দিন ধরে ২৪ মে (রবিবার) থেকে শুরু ঈদের ছুটি। ২৫ ও ২৬ মে’ও (সোম ও মঙ্গল) ঈদের ছুটি থাকবে। সরকারি ছুটির তালিকায় এভাবেই নির্ধারিত আছে।

তবে রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদের ছুটি থাকবে ২৩, ২৪ ও ২৫ মে (শনি, রবি ও সোম)।

ইতোমধ্যে জরুরি সেবা সংশ্লিষ্ট সরকারি অফিস সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে দোকান, শপিংমল, কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হয়েছে। তবে বন্ধ রয়েছে গণপরিবহন।

তবে এর আগের ছুটি বাড়ানোর নির্দেশনায় বলা হয়েছিল, ঈদের সময়ে আন্তঃজেলা পরিবহন বা দূরপাল্লার কোনো যানবাহন চালাচল করবে না। এছাড়া ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

বাউফলে ব্যবসায়িদের সাথে ওসি’র মতবিনিময়

বাউফল প্রতিনিধি:

করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা এবং  ব্যবসায়ি প্রতিষ্ঠানে আসা খদ্দেরদের সুরক্ষা  নিশ্বিত করে কী ভাবে  ব্যাবসা পরিচালনা করা যায় সে বিষয়ে  বাউফলেরর ব্যাবসায়িক প্রাণকেন্দ্র কালাইয়া বন্দরের বিভিন্ন শ্রেণির ব্যাবসায়িদের সাথে মত বিনিময় করেছেন বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান। বুধবার বিকেল ৪ টায় কালাইয়া পূরাতণ ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান এস. এম. ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সামাজিক/ শারীরিক দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার নিশ্বিত করা, স্যানিটাইজড নিশ্চিত করাসহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য বিধান মেনে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।  মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য সিনিয়র সাংবাদিক অতুল পাল, ব্যবসায়ি জাকির হোসেন, শিবানন্দ রায় বনিক, গোপাল দেবনাথ প্রমূখ। এসময় স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কালাইয়া হাটের দিন পুলিশের সহযোগিতা চাওয়া হলে ওসি পুলিশের স্বল্পতার দোহাই দিয়া বিষয়টি এরিয়ে যান।

বরিশালে ঝড়ের আশঙ্কা

আবহাওয়া ডেস্ক:

দেশে অনেক দিন ধরে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। এবার ঝড়-বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহও শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১০ মে) পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। পাশাপাশি সাতটি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছে, নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, সীতাকুণ্ড এবং রাঙ্গামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশে করোনা রোগী শনাক্তের রেকর্ড, নতুন শনাক্ত ১ হাজার ১৬২, মৃত্যু ১৯ জনের

নিজস্ব প্রতিবেদক:

দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন প্রাণ হারিয়েছেন। ভাইরাসটি হানা দেয়ার পর দেশে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯-এ। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৬২ জন। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৮২২ জনে।

বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় সাত হাজার ৯০০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৪৪ হাজার ৫৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৯ জন, এটিও সর্বোচ্চ রেকর্ড। মৃত ১৯ জনের ১২ জন পুরুষ ও সাত জন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৯-এ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩৬১ জন।

গত মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে জানানো হয়, করোনায় বিগত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। ছয় হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৯৬৯ জনের দেহে। সে হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় তো মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা তো বেড়েছেই, দুই দিক থেকেই নতুন রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বুধবারের আগ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৫ জনের। সেটা ১৭ এপ্রিলের বুলেটিনে জানানো হয়। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল এক হাজার ৩৪ জনের। ওই তথ্য জানানো হয় গত ১১ মের বুলেটিনে।

বুধবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ১৫০ জনকে এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিন হাজার ৪৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৬ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন এক হাজার ৩৩২ জন।

দেশে করোনায় নতুন ১৯ জনের মৃত্যু, মোট মৃত্যু ২৬৯

আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশের ৪১টি ল্যাবে ৭হাজার ৯শ’ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১হাজার ১শ’ ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮শ’ ২২ জনে। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২১৪জন এ নিয়ে মোট সুস্থ ৩হাজার ৩শ’ ৬১জন।

দেশে করোনা শনাক্তের ৬৭তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বুধবার দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সেই সঙ্গে স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

যাদের বাড়িতে বিশেষ শিশু, বয়স্ক ব্যক্তি এবং সংক্রামন ব্যাধিতে ভুগছেন এমন সদস্য রয়েছেন তাদের প্রতি বিশেষ যত্ম নিতে পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়। সেই সঙ্গে মানষিক স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলা হয়।

প্রসঙ্গত গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ই মার্চ।

গত ২৫শে মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

একজন সৎ ও কর্তব্য পরায়ণ এসপি ফাতিহা

আরিফুর রহমান আরিফ : পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলে ও ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। একজন ব্যতিক্রমধর্মী পুলিশ সুপার।প্রতিনিয়ত তিনি কাজ করে যাচ্ছেন জনগন ও দেশের কল্যাণে । “পুলিশ জনগণের বন্ধু” তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন।তিনি অন্যতম একজন আদর্শ পুলিশ সুপার যিনি তার দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিকতা, প্রযুক্তি ও সততা এবং মেধার দক্ষতা দিয়ে অপরাধ দমন করার চেষ্টা করেন দেশের কল্যাণে।

“পুলিশ জনতার, জনতা পুলিশের” এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছেন এসপি ফাতিহা ইয়াসমিন। তিনি মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ সুপার ।

তিনি তার সততা, ন্যায়নিষ্ঠা ও তার বিচক্ষণ বুদ্ধিমত্তা এবং মেধার বিকাশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করেছেন। তার চোখে ধনী-গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বেশে মানুষের মাঝে উপস্থিত হয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন। তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও অবদান রেখেছেন।

ঝালকাঠিবাসী বলেন, তিনি একজন সৎ ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ অফিসার। তিনি আমাদের বন্ধু তার অক্লান্ত পরিশ্রমে আজ মাদক, চাদাঁবাজ, ইভটিজার, মুক্ত। তারা আরো বলেন, তাঁর মতো একজন সৎ, ন্যায়নিষ্ঠা পুলিশ অফিসার পেয়ে আমরা সত্যিই ধন্য।

ফাতিহা ইয়াসমিন বলেন , বর্তমান সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখেহাসি ফোটাতে তাদেরকে হেফাজত করতে , মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখভাগাভাগি করে নিতে। আমরা মানুষের অতন্ত্র প্রহরী আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা।

আমার কাছে ধনী-গরিব, রিক্সাচালকসহ সব শ্রেণিপেশার মানুষ সমান। একজন নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। আর আমরা যদি তাদের আশ্রয় এবং তাদের সমস্যা নিরসন না করি তাহলে কে করবে। “পুলিশ জনতার এবং জনতা পুলিশের” আমি এই স্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে মাদক, সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে যাব।

আমি একটি কথা বলবো জনগণের উদ্দেশ্যে-আপনারা পুলিশ কে নিজের বন্ধু ভাবুন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশজনগণের শুধু বন্ধুই নয়, সেবকও। পুলিশ সব সময়ই জনগণের বন্ধুহিসেবে জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। জনগণের আন্তরিক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে ব্যাপক জনগোষ্ঠীর সেবা দেয়া সম্ভব নয়।

ঝালকাঠিবাসীর অভিমত ফাতিহা ইয়াসমিনের সততা ও ন্যায়নিষ্ঠায় মুগ্ধ হয়ে বলেন, জীবন সংগ্রামকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য প্রয়োজন সঠিক মানুষের সঠিক পুলিশ অফিসারের । যে দিন বাংলাদেশের প্রতিটা জেলায় একজন করে এমন পুলিশ সুপার থাকবেন সেদিনই বাংলাদেশ হয়ে উঠবে নিরাপদ, সুন্দর এবং শান্তিময় দেশ।

গত ২০ জুন ২০১৯ ঝালকাঠিতে যোগদান করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন । তিনি ঝালকাঠি যোগ দিয়েই পাল্টিয়ে দিতে শুরু করেছেন এখানকার সমাজ ব্যবস্থা। বিরল অসাধ্যটিকেই সত্যিতে পরিনত রুপরেখা করতে যাচ্ছেন । এর আগে তিনি চট্রগ্রাম মেট্রো পলিটন পুলিশের উপকমিশনার ছিলেন। সেখানকার সমাজ ব্যবস্থাপনা ও অস্থির জনপদে শান্তির সু-বার্তা ছড়িয়ে দিয়ে ঝালকাঠি এসেছেন। ইতিমধ্যেই মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি মাদক নির্মূলসহ জেলার শান্তি-শৃঙ্খলা রাক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন।এছাড়া প্রতিটি পরিবারের সন্তানরা কে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কখন ঘরে ফিরছে এসব বিষয়ে সকল পিতা-মাতাকে নজরদারী করার পরামর্শ দেন ।লেখাপড়া ফাকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংসের পথে পা বাড়াতে না পারে সে দিকে খেয়াল রেখে বিভিন্ন অভিযান পরিচালনা করেন।