দৌলতদিয়াতে বাড়ছে যানবাহন-যাত্রীর চাপ

প্রতিদিনই রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটের যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যাও।

দীর্ঘদিন সীমিত আকারে ৫টি ফেরি চললেও যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার (১১ মে) রাত থেকে ১০টি ফেরি চালু রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ভোর থেকেই যাত্রীর প্রচুর চাপ। ব্যক্তিগত ছোট গাড়ির সংখ্যাও বেড়েছে। গণপরিবহন এখন পর্যন্ত বন্ধ থাকায় ছোট যান বিশেষ করে মোটরসাইকেলের চাপ রয়েছে চোখে পড়ার মতো।

অন্যদিকে পণ্যবাহী ট্রাকও নদী পারের জন্য অপেক্ষা করছে। বেশ কিছুদিন ধরে ঘাটে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে বলে জানান ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার রাত থেকে ১০টি ফেরি চালু করা হয়েছে


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, ১০ মে থেকে সীমিত আকারে দেশের বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল খুলে দেওয়ার পর থেকেই ঘাটে অতিরিক্ত চাপ রয়েছে।

করোনার কারণে এই নৌরুটে দীর্ঘদিন সীমিত আকারে শুধু জরুরি যানবাহনের জন্য কয়েকটি ফেরি চলাচল করছে। সোমবার রাতে যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় ১০টি ফেরি চালু করা হয়েছে।

বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৬টি ফেরি চলাচল করছে। যানবাহন ও যাত্রীর চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

বরিশালে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত, সুস্থ ৬

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ জন। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

নতুন করে আক্রান্ত হওয়া ৪ জনসহ এ পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১৬০ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৩শ’ ৪৩ জনের। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। এ পর্যন্ত চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৩ জন। যার মধ্যে সব শেষ গত ২৪ ঘন্টায় বাড়ি ফিরেছেন ৬ জন।

আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন ছিলো করোনা আক্রান্ত ৭১ জন রোগী। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১০জন রোগী। যার মধ্যে ইতিমধ্যে ৫ জনের করোনা সনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এবং শের-ই বাংলা মেডিকেলের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

খাদ্য সহায়তা দিলেন পটুয়াখালী সরকারি কলেজে ছাত্রলীগ সভাপতি আবুল বাশার

মনজু সরদার:
মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় হয়ে পড়া পরিবার কে খাদ্য সহায়তা দিলেন পটুয়াখালী সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি আবুল বাশার আরজু৷ করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া ১০০ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য হিসেবে ছিলেন চাল, ঢাল, আলু, তেল, সাবান ইত্যাদি৷

এব্যাপারে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল বাশার আরজুর কাছে জানতে চাইলে তিনি বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতার মা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই লেখক ভট্টাচার্য দাদা এবং পটুয়াখালী জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি হাসান সিকদার ভাইয়ের নির্দেশে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় হয়ে পড়া পরিবার কে খাদ্য সহায়তা দেয়া হয়েছে এবং দেশের এই পরিস্থিতিতে আমাদের খাদ্য সহায়তা অব্যাহত থাকবে৷

আমতলীতে বন্যা নিয়ন্ত্রন বাঁধের মাটি ইটভাটায়, হুমকিতে ২০ হাজার মানুষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা সদর ইউনিয়নের সেকান্দারখালী এলাকার প্রভাবশালী বারেক হাওলাদার ও খলিলুর রহমান হাওলাদার বন্যা নিয়ন্ত্রন বাঁধের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।। বন্যা নিয়ন্ত্রন বাঁধ কেটে মাটি বিক্রি করায় হুমকিতে পরেছে আমতলী সদর ইউনিয়নের ২০ হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ জলোচ্ছাস হলে এই বাঁধ ভেঙ্গে এলাকা তলিয়ে যাবে। দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করছেন তারা।
জানাগেছে, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন ৪৩/১ পোল্ডারে ১৯৬৬ সালে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ করে। ওই বাঁধের কারনে জলোচ্ছাসের হাত থেকে আমতলী সদর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ নিরাপদে জীবন যাপন করছে। গত ১০ দিন ধরে সেকান্দারখালী গ্রামের প্রভাবশালী বারেক হাওলাদার ও খলিলুর রহমান হাওলাদার বন্যা নিয়ন্ত্রন বাঁধের নদীর বিপরীত পাশ ও খাস জমির মাটি কেটে হাসান মৃধাসহ বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাশের মাটি কাটায় হুমকিতে পরেছে আমতলী সদর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। খবর পেয়ে সোমবার ইউএনও মনিরা পারভীন লোক পাঠিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছেন।
সোমবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, সেকান্দারখালী এলাকার বন্যা নিয়ন্ত্রন বাঁধের নদীর বিপরীত পাশ ও খাস জমির মাটি অবৈধ ভেকু মেশিন দিয়ে কেটে বিশাল গর্ত করে রেখেছেন। ট্রলিতে করে মাটি ইটভাটায় নিয়ে যাচ্ছে।যেকোন সময় বন্যা নিয়ন্ত্রন বাঁধ ধসে বাঁধ দেবে যেতে পারে।
সেকান্দারখালী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী বলেন, “মোরা কি হরমু, বারেক হাওলাদার ও খলিলুর রহমান হাওলাদার বান্দের মাটি কাইট্টা লইয়্যা যাইতে আছে। হ্যাগো তো কেউ কিছু হরতে পারে না।
সেকান্দারখালী এলাকার হেমায়েত হোসেন বলেন, বারেক হাওলাদার ও খলিলুর রহমান হাওলাদার বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাশের মাটি ইট ভাটার বিক্রি করে দিয়েছে। তিনি আরো বলেন বন্যা হলে এই বাধ ভেঙ্গে এলাকা পানিতে তলিয়ে যাবে।
এ বিষয়ে বারেক হাওলাদার বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাটার কথা স্বীকার করে বলেন, যতটুকু কেটেছি ততটুকু বেঁধে দেয়া হবে। তিনি আরো বলেন, ইটভাটার মালিক হাসান মৃধা সরকারী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে।
আমতলী সদর ইউনিয়ন ভুমি উপ-সহকারী মোঃ কামরুল হাসান বলেন, ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছি। তিনি আরো বলেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি নেয়া হচ্ছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান সুজন বলেন, কোন মতেই বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাটা যাবে না। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ঘটনাস্থলে লোক পাঠিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।