বাউফলে সমাপনী পরীক্ষার ফি’র নামে অর্থ আদায়

এম.এ হান্নান, বাউফল:
বাউফলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজিস্ট্রেশন ফির নামে নগদ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১১মে)  সকালে  উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বন্ধের মধ্যে বিদ্যালয় প্রধান মো. মামুন প্রাথমিক সমাপনী পরীক্ষার রেজিস্ট্রেশন ফির নামে পঞ্চম শ্রেণীর  শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে।  এবছর বিদ্যালয় থেকে ৩১জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিবে। প্রত্যেকজনের কাছ থেকে নেওয়া হয়েছে ৩শ টাকা করে। যা সম্পূর্ন বেআইনি ও অবৈধ। সরকারের নীতিমালা অনুযায়ী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশন ফি/ ফরম ফিলাপ ফি নেওয়া যাবে না।
করোনায় সরকার কর্তৃক বন্ধ বিদ্যালয় খুলে এই অনৈতিক অর্থ আদায়ের ঘটনায় ওই প্রধান শিক্ষকের উপরে ক্ষুব্ধ এলাকাবাসী।
অপরদিকে সুজন ও জান্নাত এই বিদ্যালয়র পুরানো শিক্ষার্থী। কিছুদিন অনুপস্থিতি থাকায় তাদের নাম কেটে দেওয়া হয় বিদ্যালয় হাজিরা খাতা থেকে। পরে আজ (সোমবার)  ১হাজার টাকা দিয়ে নতুন করে ভর্তি করানো হয় তাদের।
অভিযোগ এখানেই শেষ নয়। প্রধান শিক্ষক মামুন উপ-বৃত্তির নামের বিনিময় শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন,’ আমাগো হেড স্যার (মামুন) ফরম ফিলাপের জন্য ৩শ’ করে টাকা দিতে বলছে। আমরা সবাই (৩১জন শিক্ষার্থী) ৩’শ করে টাকা দিছি।
 প্রতিবেদকের হাতে আসে অভিযোগের সত্যতা। দেখা যায় অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের বারান্দায় খালি গায়ে বসে আছে।  চার পাশে ভীড় আছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। করোনা পরিস্থিতিতে নেই সামাজিক দূরত্ব। খোদ শিক্ষকসহ কারো মুখে নেই মাস্ক।  প্রধান শিক্ষকে হাতপাখা দিয়ে বাতাস দিচ্ছে এক শিক্ষার্থী। চোখে পড়ে নগদ টাকা নেওয়ার দৃশ্য।
এবিষয়ে কথা হয় অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মামুন হোসেনের সাথে। তিনি রেজিস্ট্রেশন ফি বাবদ ৩শ করে  টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
তবে পুরানো শিক্ষার্থীকে নতুন করে ভর্তির বিষয়ে স্বীকার করেন বিদ্যালয় প্রধান মো. মামুন।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল হক বলেন,’ আপনার (প্রতিবেদক) কাছে বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজাপুরে পাষন্ড ছেলের পিটুনিতে বাবার মৃত্যু, মা আহত: ঘাতক ছেলে আটক

রহিম রেজা, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে জুয়া খেলতে বাধা দেয়ায় জুয়াড়ি মাদকাসক্ত পাষন্ড ছেলের পিটুনিতে বাবা ইসমাইল আকনের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা রোকেয়া বেগমও আহত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন। পুলিশ ঘাতক ছেলে মাহফুজ আকনকে আটক করেছে। সোমবার সকালে বরিশাল শেবাচিমে চিকিৎসধাীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ মৃত্যুর খবর পেয়ে তার ছেলেকে আটক করেছে।

রোববার রাত ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মধ্য কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত আব্দুল হামিদ আকনের ছেলে নিহত ইসমাইল আকন ঢাকায় একটি গার্মেন্টস কোম্পানীতে চাকুরি করতেন। তিনি করোনার ছুটিতে সম্প্রতি বাড়িতে এসেছিলেন। রাজাপুর থানার ওসি/তদন্ত) আবুল কালাম জানান, ছেলে মাহফুজ আকন জুয়ারী ও মাদকাসক্ত ছেলেকে রক্ষার জন্য মা ও বাবা জুয়া খেলতে নিষেধ করেন এবং ঘর থেকে জুয়ার কোড ও গুটি ফেলে দেন। রবিবার রাত ৮টার দিকে ছেলে মাহফুজ জুয়া খেলার জন্য জুয়ার কোড ও গুটি নিতে ঘরে আসলে বাবা-মা দুজনেই ছেলেকে বাধা দেয় ও জুয়া খেলার সরঞ্জাম ঘরের বাইরে ফেলে দেয়ার কথা জানালে ক্ষিপ্ত হয়ে বাবা-মা দুজনকেই দরজার লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত বাবা-মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে বাবা ইসমাইল আকনের মৃত্যু হয়।

আটক ঘাতক মাহফুজ কাউখালির কাঠালিয়া পিজিএস বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের বিএম শাখার ১ম বর্ষের ছাত্র। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত ইসমাইল আকনের ছোট শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র আল আমিন আকন ও স্থানীয়রা জানান, লোকজন নিয়ে মাহফুজ জুয়া লেখতো।

কোড ও গুটি বাসায় এনে রাখতো। বাবা বাড়িতে আসার পর বহু বার দিনে ও রাতে বাসার বাহিরে বাহিরে থাকতে বারন করতো কিন্তু মাহফুজ শোনতো না। নিরুপায় হয়ে ঘটনার দিন মাহফুজ বাহিরে থাকার সময় বাবা ইসলামাইল জুয়ার কোড ও গুটি ঘর থেকে খুজে বের করে বাহিরে ফেলে দেয়। পরে মাহফুজ রাতে বাসায় এসে গুডি ও কোড খুজতে থাকে এবং বাবা মাকে জানতে চায় কোড আর গুটি কই। এর পর বাবা ইসমাইল আকন ছেলে মাহফুজকে জানান আর জুয়া খেলা যাবে না এসব বাদ দিতে হবে। কোড ও জুয়ার গুটি ফেলে দেয়া হয়েছে।

এ কথা শুনেই বাকবিতন্ডার এক পর্যায়ের ঘরের দরজার তাল গাছের লাঠ (সাইজ করা লাঠি) বাবাকে পিটুনী শুরু করলে তাকে রক্ষার জন্য মা এগিয়ে এলে তাকে বেদম মারধর করে জখম করে। তাদের ডাক চিৎকারে আশপাশের আশপাশের লোকজন এসে তাদের অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মাহফুজের মা আহত রোকেয়া বেগম (৩৮) বরিশাল শেবাচিমে ভর্তি। তিনিও শঙ্কামুক্ত নয়।

মাহফুজ প্রতিদিন রাত ৮ টার দিকে বাসা থেকে জুয়ার কোড ও গুটি নিয়ে ওই এলাকার কোন এক নির্জন বাগানে অন্য জুয়ারীদের নিয়ে মাদক সেবন ও জুয়ার আসর চালাতো এবং গভীর রাত বা শেষে রাতে বাসায় ফিরতো। সম্প্রতি প্রশাসন অভিযান চালিয়ে ৪ জুয়ারীকে কারাদন্ড দেয়ায় ছেলেকে রক্ষার জন্য পিতা জুয়ার কোড ও গুটি ফেলে দেয় এবং তাকে জুয়া খেলতে নিষেধ করেছিলো। স্থানীয়দের আরও অভিযোগ করেন, করোনা ভাইরাসে সবাই যখন প্রশাসনসহ সকলে ব্যস্ত ও ঘরে থাকার সুযোগে মাহফুজ যে চক্রটির সাথে মাদক সেবন ও জুয়ার আসরে বসতো, তারা বেপরোয়া হয়ে গেছিলো। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি জুয়ারী ও মাদক চক্র এলাকার যুব সমাজকে জুয়া ও মাদকে আসক্ত করে আসছে।

দ্রুত তাদের খুজে বের করে আইনের আওতার দাবিও জানান স্থানীয়রা। রাজাপুর থানার ওসি/তদন্ত) আবুল কালাম জানান, হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ভান্ডারিয়া ও কাউখালীর ব্যাংক গ্রাহক পর্যায়ে মানা হচ্ছে না সমাজিক দুরত্ব!

ভান্ডারিয়া ও কাউখালী (পিরোজপুর):
আঞ্চলিক সংবাদ দাতা করোনা ভাইরাস সংক্রমণের কারনে সবএ ই বিভিন্ন দপ্তর ও সরকারি বে সরকারি সংস্থা গুলো গন মানুষ কে সচেতনতা মূলক বিভিন্ন প্রচার পএ বিলি সহ মাইকিং করে, সবএ যার যার অবস্থান থেকে বিরতি হীন ভাবে কাজ করে চলছে ইতি মধ্যে গতকাল করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত সংক্রমনের রেকর্ড ভয়ংকর রুপধারন করছে!

ইতিমধ্যে ই সর্তকতা আরো যোরদার করতে বলা হচ্ছে, অন্য দিকে কিছু ব্যাংক গুলো মানছেনা সমাজিক দুরত্ব ও শারিরীক দুরত্ব, কাউখালী উপজেলা শাখা সোনালী ব্যাংক লিঃ এর বর্হি ভাগে দেখা গেল অদ্ভুত দৃশ্য, শতাধিক গ্রাহক তারা যে যার মতো করে দাড়িয়ে থাকতে দেখা গেছে! ভান্ডারিয়া বাংলাদেশ ইসলামি ব্যাংক লিঃ এর ভান্ডারিয়া উপজেলা শাখার বাহিরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যারতার খেয়াল খুশী মতো। বিভিন্ন কাপরের দোকানেও একই পরিস্থিতি বিরাজ করছে।

কাউখালি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার বিরামবিহীন গতিতে হ্যান্ডমাইক নিয়ে দিবারাত্র ছুটে বেড়াচ্ছেন, মানুষের দারে দারে, কে শুনে কার কথা, ভান্ডারিয়ার উপজেলার নির্বাহী অফিসার ও সবএ ছুটে বেড়াচ্ছেন মানুষকে সচেতন করতে! মানুষ যদি তার নিজের নিরাপত্তার বিষয়টি না বুজেন তাহলে সকল পরিশ্রম ই হবে পন্ডশ্রম।

ভাঙ্গা ঘরে দিন কাটছে খাদেম আলীর

কামাল হাসান রনি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের লতিফপুরে বসবাস করেন খাদেম আলী। এক মেয়ে সন্তানকে বিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে মানবতার জীবনযাপন করছে তিনি। মানুষের মৌলিক চাহিদার অন্যতম বাসস্থান। ষাটোর্ধ খাদেম আলীর জীবদ্দশায় সেই সুখ ভোগ করতে পারেননি।

ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা। দিনমজুরের কাজ করে দু’বেলা  খেয়ে দিন চলে যাচ্ছে এই পরিবারের। দিন দিন শারীরিক  অবস্থা খারাপ হওয়াতে এখন আর কাজে ডাকে না কেউ। বাম হাতের ব্যাথার চিকিৎসা করাতে পারছেন না টাকার অভাবে।২০০৭ সালের সিডরের পর বহু প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু ঘর জোটেনি খাদেম আলীর ভাগ্যে। সামনে বর্ষা মৌসুম,বৃষ্টিতে মাথা গোছবার জায়গায় নেই। জীবনে দোচালা টিনের ঘরের যে স্বপ্ন দেখেছে খাদেম আলী তা আর পূরন করতে পারেনি।

কলাপাড়ার পোস্ট গ্রাজুয়েট ক্লাব ইতিমধ্যে এগিয়ে এসেছে খাদেম আলীর পাশে। সমাজের বিত্তশালী,সমাজসেবক,জনপ্রতিনিধিরা এগিয়ে আসলে খাদেম আলী পাবে নতুন ঘর।

দেশে করোনা আক্রান্তের রেকর্ড: একদিনে শনাক্ত ১০৩৪জন

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১০৩৪ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল বোববার ১৪ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৮৮৭ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৮৮৭।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৩৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৫৬৯১ জন।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,  গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ২৬৭টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৬৫টি। দেশে এখন ৩৭টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের জোরালো ভূমিকায় জনগণের স্বস্তি

দেশ ও জাতির ক্লান্তিলগ্নে করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ নগরের তিনটি প্রবেশমুখে দিনরাত চেকপোস্ট করে যাচ্ছে।
অন্য জেলা থেকে প্রবেশ করতে গেলে চেকপোষ্টে তারা জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে।

তাছাড়া অযথা যারা ঘোরাফেরা করে রাস্তায় বের হচ্ছে তারা জবাবদিহিতার মুখে পড়েন।
এসব অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এর নির্দেশনা ক্রাইম ডিভিশন ও ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাকির হোসেন’র জোরালো ভূমিকায় করোনার ক্লান্তিলগ্নে শহরকে লকডাউন কার্যকারিতার জন্য ব্যাপক তৎপরতার কাজ শুরু করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিশেষ করে অন্য জেলা থেকে যাঁরা নগরীতে প্রবেশ মুখ হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন।

দূর দূরান্ত ও বিভিন্ন জেলা থেকে লকডাউন মুখী আটকে পড়া যারা বরিশালের ঢোকার চেষ্টা করছেন তারা প্রবেশমুখে চেকপোস্ট থাকার কারণে জবাবদিহিতা মুখে পড়ছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ করে ট্রাফিক বিভাগ করোনার প্রাদুর্ভাব এ সামাজিক যোগাযোগ দূরত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশের এমন উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।