তের দিনে করোনা জয়

বাউফল: গতকাল বুধবার (৬মে) তৃতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তের দিনেই করোনা জয় করে বাউফলের কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া গ্রামের ৫জন বাসিন্দা। বৃহস্পতিবার (৭মে) সকাল ১১টার দিকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে তাঁদের আনুষ্ঠানিক ভাবে করোনা মুক্ত ঘোষণা করা হয়। এসময় করোনা জয়ী পাঁচব্যক্তিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ। মোবাইল কনফারেন্সে এ শুভেচ্ছা জানান তিনি।

এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান, সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বালি, বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পি.কে সাহা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (বাউফল সার্কেল) ফারুক হোসেন, থানা কর্মকর্তা মোস্তাফিজুর রহমন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা। করোনা যুদ্ধে জয়ী হওয়া পাঁচ ব্যক্তিরা হলেন- মোসা. হনুফা বেগম (৪০), মোসা. ফারজানা (১৪), মোসা. হাওয়া বেগম (৫০), মো. সিদ্দিকুর রহমান (২২) ও মোসা. আজিমন বিবি (৮০)। স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ বলেন, গত মাসের ২০তারিখ তাঁরা ঢাকা থেকে আসার পর সাবেক চীফ হুইপ মহোদয়ের নির্দেশনায় তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করি।

এরপর করোনা শনাক্ত হওয়ার পর প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখি। আজ তাঁরা করোনা মুক্ত। এটা আমাদের জন্য অনেক আনন্দের। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা পি.কে সাহা বলেন, তাঁদের প্রথম নমুনা পরিক্ষায় করোনা পজেটিভ আসে। পরের দু’বারের নমুনা পরিক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় তাঁরা পুরোপুরি সু্স্থ্য। তারা এখন বাড়ি ফিরে যাবে। তবে তাদের আরো ১৪দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ বলেন,’ এই বিজয়ের আমাদের স্বাস্থ্য বিভাগের।

তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তাঁরা সুস্থ্য। তিনি আরো বলেন , করোনা আক্রান্ত হলে আতংকিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্য বিধি মেনে চললেই করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন। উল্লেখ্য, গত মাসের ২০ তারিখ (সোমবার) ঢাকার নারায়ণগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স যোগে এলাকায় আসেন। এই খবর জানার পর স্থানীয় চেয়ারম্যানের সহযোগীতা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন।

ওইদিনই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে ২৪তারিখ তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে ওই প্রতিষ্ঠানে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয় তাদের। পরবর্তী দুই টেষ্টে তাদের করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

বাংলাদেশে ২১ দিনে তৈরি হলো বৃহত্তম করোনা হাসপাতাল

লন্ডনের এক্সেল এক্সিবিশন সেন্টারের ‘নাইটিঙ্গেল হাসপাতাল’ ও মাদ্রিদের আইএফইএমএ কনভেনশন সেন্টারের আদলে কনভেনশন সেন্টারকে রূপান্তরিত করে বাংলাদেশেও তৈরি হচ্ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। এর আগে উহান শহরে দশ দিনে হাসপাতাল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলো চীনের কর্তৃপক্ষ। কিন্তু ঢাকার এই হাসপাতালটি হলো একুশ দিনে। অবকাঠামো অবশ্য আগেই বানানো ছিলো। শুধু বসানো হয়েছে শয্যা ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি।
বেসরকারি উদ্যোগ বসুন্ধরা গ্রুপ তাদের জমি ও অবকাঠামো ব্যবহার করতে দিলেও হাসপাতাল বানানোর মূল কাজটি করছে বাংলাদেশের সরকারই।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে আইসিসিবি- ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার চারটি কনভেনশান সেন্টার এবং একটি প্রদর্শনী তাঁবুতে গড়ে উঠছে দেশের সবেচেয়ে বড় এই কোভিড-১৯ হাসপাতাল।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর জানান, এই হাসপাতাল নির্মাণের জন্য প্রায় আড়ই লক্ষ বর্গফুট জায়গা তারা সরকারকে অস্থায়ীভাবে ব্যবহার করতে দিয়েছেন।

অস্থায়ী হাসপাতালটি নির্মাণের দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান জানান, তিনটি কনভেনশন সেন্টার ও একটি প্রদর্শনী তাঁবুতে দুই হাজার তেরটি শয্যা পাতা হয়েছে।

তিনি বলেন- ‘এখানে আসলে আইসোলেশন করে রাখা হবে আর পোর্টেবল অক্সিজেন দেয়ার ব্যবস্থা থাকবে। দুই বেডের মাঝখানে আমরা বিদ্যুতের লাইন টেনে দিয়েছি ওখানে সকেট আছে। কোন রোগীর যদি পোর্টেবল অক্সিজেন লাগে অথবা অন্য কিছু লাগে যাতে বিদ্যুৎ সংযোগ দেয়া যায় এবং ডাক্তাররা যেন তার রুমে বসে প্রত্যেকটা রোগীকে দেখতে পারেন তার জন্য সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। মনিটরটা ডাক্তারের রুমে থাকবে উনি দেখতে পাবেন।

দুই হাজারের বেশি শয্যা পাতা হলেও কোভিড-১৯ আক্রান্ত রোগীর জন্য জরুরি আইসিইউ ইউনিট ও ভেন্টিলেশন সুবিধা এখনো সংযোজন করা হয়নি।

তবে এসব সুবিধার জন্য বসুন্ধরা কনভেনশন সেন্টারের একটি ইউনিটে ৪৫ হাজার বর্গফুট জায়গা প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত না পাওয়ায় এখনো এটি আটকে আছে, বলছেন কর্মকর্তারা।

১৪ এপ্রিল থেকে কাজ শুরু করে এরই মধ্যে দুই হাজারের বেশি শয্যা পাতা হলেও কবে থেকে রোগীদের সেবা দেয়া হবে তা চূড়ান্ত হয়নি।

এই বিষয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর জানান, তারা সরকারকে তাদের কনভেনশন সেন্টারগুলো এবং এর সাথে বিভিন্ন সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস পানি ইত্যাদি ব্যবহার করতে দিচ্ছেন। ডাক্তার, নার্স বা যন্ত্রপাতি এসবের ব্যবস্থা সরকার নিজে করবে।

আনভীর বলেন, আমাদের দায়িত্ব হলো, জায়গাটা দেয়া, এখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। গ্যাস, বিদ্যুৎসহ সব ধরনের বন্দোবস্ত আছে। ডাক্তার, নার্স আর মেডিকেল যন্ত্রপাতি ছাড়া সবই আছে। ডাক্তার এবং নার্সের দায়িত্ব সরকারের এটা আমাদের দায়িত্ব না।

অস্থায়ী হাসপাতালটি পরিচালনার জন্য এরই মধ্যে একজন পরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল পরিচালনার খুঁটিনাটি বিষয়গুলো এখনো চূড়ান্ত না হওয়ায় কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

তবে এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দৈনিক আট ঘণ্টা করে তিন ধাপে দায়িত্ব পালনের জন্য ৩১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৬৩০ জন মেডিকেল অফিসার, ১২৬০ জন সিনিয়র নার্স ও ২৫২০ জন স্টাফ নার্সের জন্য চাহিদাপত্র প্রস্তুত করেছেন তারা।

চাহিদাপত্র অনুযায়ী ডাক্তার নার্স ও অন্যান্য সেবাকর্মী পেলে তবে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া শুরু করা যাবে। সূত্র: বিবিসি বাংলা।

রাঙ্গাবালীতে দুস্থদের পাশে দাড়ালেন কবি নজরুল কলেজ ছাত্রলীগ নেতা সোহেল

মনজু সরদার,রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে প্রতি মুহূর্তে আক্রান্ত ও মৃত্যু হচ্ছে বহু সংখ্যক মানুষের লকডাউনে পড়া যে সব লোক কাজকর্ম করতে পারেনা তাদের মাঝে খাদ্য ও পবিত্র রমজানের ইফতার সামগ্রী বিতারন করলেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের সন্তান, কবি নজরুল সরকারি কলেজের যুগ্ন সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সোহেল। মঙ্গলবার( ৫মে) বিকাল ৩:৩০ মিঃ সাজিদুল ইসলাম সোহেল তার নিজ উদ্যোগে ৫০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে আলু পিয়াজ বুট মুড়ি চিনি চিড়া খাদ্য ও ইফতারি সামগ্রী বিতরণ করেন।

এ বিষয় জানতে চাইলে সাজিদুল ইসলাম সোহেল বরিশাল অবজারভার কে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি,আল-নাহিয়ান খাঁন জয় ভাই ও বিপ্লবী সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আমার সাধ্য অনুযায়ী অসহায়, দুস্থ মানুষের জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে মানুষকে এই দূর্যোগকালে ঘরে থাকতে উদ্ভূদ্ধ করেছি।

দেশে একদিনে নতুন শনাক্ত ৭০৬ জন, মোট আক্রান্ত ১২৪২৫

নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২৪২৫ জন।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,  গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৩৮২টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩টি।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৯১০ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।