বাড়ল ব্যাংক লেনদেনের সময়

করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির বর্ধিত দিনগুলোতে ব্যাংক লেনদেনের সময় বাড়ানো হয়েছে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দ্বিতীয় ধাপের সাধারণ ছুটির দিনগুলোতে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কাজ সম্পন্নের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সময়ে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন।

২৬ মার্চ থেকে সরকারি-বেসরকারি সব অফিস আদালত বন্ধের ঘোষণা দেয় সরকার। ৪ এপ্রিল ছুটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ৯ এপ্রিল পর্যন্ত ছুটির সময় বাড়ানো হয়।

প্রথম দফা সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত লেনদেন এবং পরবর্তী কাজ সম্পন্নের জন্য দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল।

বরিশালে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অন্যান্য দিনের ন্যায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল নগরীতে ২ টি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম করা থেকে বিরত থাকার নির্দেশনা পালনের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষে।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা এবং মোঃ মারুফ দস্তেগীর।

এসময় নগরীর সদর রোড, নতুল্লাবাদ, বিউটি রোদ ও কাশীপুর এলাকায় মোবাইল কোর্টের পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা। এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। এসময় নথুল্লাবাদ এলাকায় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে যাত্রী পরিবহন করার দায়ে চালক নাইম রহমান কে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউসন অফিসার হিসাবে সহযোগিতা করেন ডাক্তার মুবিন সিভিল সার্জনের কার্যালয় বরিশাল। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রমে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের লেঃ ইয়াসির আরাফাত সহ তার টিম। অপরদিকে করোনা ভাইরাস পরিস্থিতিতে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল মহানগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মারুফ দস্তেগীর।

এসময় তিনি নগরীর নতুনবাজার ও হাসপাতাল রোড সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ ধারা লংঘনের অভিযোগে পপুলার সু কে ৩ হাজার টাকা এবং অন্য একটি দোকানকে ৫০০ টাকা। সর্বমোট ২ টি দোকানে ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।তাছাড়াও নগরীর নথুল্লাবাদ, আমানতগঞ্জ, কাশীপুর, চৌমাথা, রূপাতলী এলাকায় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

দেশের প্রত্যেক উপজেলা থেকে দুজনের নমুনা পরীক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস নিয়ে প্রকৃত পরিস্থিতি জানতে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দুজন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফ করেন স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা থেকে অন্তত দুজনের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরইমধ্যে তার নির্দেশনা অনুসারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিভিন্ন বিভাগীয় পরিচালককে নমুনা সংগ্রহের নির্দেশনা দিয়েছেন।

আজ সারাদেশ থেকে এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. মো. হাবিবুর রহমান।

হাবিবুর রহমান বলেন, ‘আজ একটা নির্দেশনা পেয়েছি আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে। ইতিমধ্যে আমাদের মহাপরিচালক, ঢাকাসহ প্রত্যেকটা বিভাগের পরিচালক, সব সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন যেন আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা সংগ্রহ করা হয়। আমরা যেন অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলো পরীক্ষা করতে পারি।’

ডা. হাবিবুর রহমান বলেন, রাজধানীসহ সারাদেশে পিসিআর মেশিনের মাধ্যমে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। ঢাকায় ছয়টি এবং ঢাকার বাইরে চারটি প্রতিষ্ঠানে এরইমধ্যে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে।

এদিকে দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার জন্য সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনার ঝুঁকি এড়াতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন।

আমতলীতে অসহায় এবং দুস্থদের পাশে পৌর ছাত্রলীগের সাংগঠনিক অমিত রসুল অপি এবং আল সাকিব

আরিফ রহমান:
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে মানুষের জীবনযাত্রা সীমিত রাখা হয়েছে। এতে আর্থিকভাবে দূর্বল, গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে হিমশিম খাচ্ছেন।

এ ধরনের মানুষের সাহায্যার্থে আমতলী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-অমিত রসুল অপি এবং পৌর ছাত্রলীগ কর্মী আল সাকিব,নিজ উদ্যোগে দফায় দফায় আমতলী পৌরসভা এবং চাওড়া ইউনিয়ন ও বিভিন্ন দিনমজুর রিক্সাচালকদের এবং মসজিদে ফ্লোর ক্লিনারসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় কিছু পরিবারের মধ্যে ৮ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেজিপিয়াজ,১ লিটার তেল, ও ১ কেজি মুড়ি,৪ কেজি আলু,২ প্যাকেট বিস্কুট এবং ২ টি করে সাবান সম্বলিত খাদ্য সামগ্রী তুলে দেন। আমতলী পৌর ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক -অমিত রসুল অপি বলেন- করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ-সম্পাদক লেখক ভট্টচার্য্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক এর নির্দেশনায় আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

দেশের পরিস্থিতি অনুযায়ি এ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পৌর ছাত্রলীগ নেতা আল সাকিব বলেন -দেশের এই ক্রান্তিলগ্নে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী৷ সাহায্য করে যাচ্ছি এর সাথে তিনি সমাজের বিত্তবানদের দুস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।

তারা ত্রান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান এবং লাকি সরোয়ার, মুবদি সরোয়ার এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত ত্রান কার্যক্রম পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্ত ৫৬

নিজস্ব প্রতিবেদক :

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জন। বৈশ্বিক মহামারী নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান এমন তথ্য দিয়েছেন।

আক্রান্ত দুজনের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করলে দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০-৮০ বছর বয়সের মধ্যে।

তবে কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ডা. হাবিবুর রহমান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেয়া হয়েছে পাঁচজনকে। বর্তমানে ৭৮ জন আইসোলেশনে আছেন।

হাবিবুর রহমান বলেন, দেশে করোনা পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে। ঢাকাসহ দেশের আরও ৪টি প্রতিষ্ঠানে এখন কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রতিটি উপজেলায় কমপক্ষে দুইজন করে ২৪ ঘণ্টায় ১ হাজার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করার।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এর পর ১৮ মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।

বুধবার প্রথম সংস্থাটি জানায়, ঢাকায় সীমিত আকারে কমিউনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি মাসেই আসছে তাপপ্রবাহ, কালবৈশাখী-ঘূর্ণিঝড়

আবহাওয়া ডেস্ক: 
মার্চ-এপ্রিল থেকে জুন-জুলাই। এই তিন মাস বাংলায় প্রকৃতি নেয় রূঢ় রূপ। কালবৈশাখী, খরা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহসহ বন্যার মুখোমুখি হয় সারাদেশ। এবারও এপ্রিলে তেমনি কালবৈশাখীর সঙ্গে ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও অধিদফতরের পরিচালক সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার সভা শেষে এমন তথ্য জানানো হয়েছে।
সামসুদ্দিন আহমেদ জানান, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি ও এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

‘এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র ৪-৬ দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।’

সামসুদ্দিন আহমেদ আরও জানান, এপ্রিলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১টি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

‘এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়া অফিস জানায়, গেল মার্চ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬০ দশমিক ১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে রংপুর বিভাগে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ু প্রবাহের সংযোগ ঘটার ফলে চার দফায় বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

আর বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় তাপীয় লঘুচাপের উপস্থিতির কারণে ২৭-৩১ মার্চ বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ মার্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয় ফরিদপুর ও ২৮ মার্চ চাঁদপুরে। এ মাসে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ মার্চ রেকর্ড করা হয় টেকনাফে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, ফেনী, রাঙামাটি, মাইজদীকোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে আগামী ৫ দিনের পূর্বাভাসে আবহাওয়া পরিবর্তন হয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে অধিদফতর।

 

 

থামছে না মৃত্যুর মিছিল, একদিনে ঝড়ল তাজা ৪৬০০ প্রাণ

ডেস্ক রিপোর্ট:

প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে এই ভাইরাসে বিশ্ব্যব্যাপী আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩৪ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৯০০ জনের।

ভাইরাসটির বিষাক্ত ছোবলে একদিনে (বুধবার) ৪ হাজার ৬১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ৬৭৮ জন।
বুধবার ইতালিতে মৃত্যু হয়েছে ৭২৭ জনের। এছাড়া যুক্তরাষ্ট্রে ৭৮৮, স্পেনে ৯২৩, যুক্তরাজ্যে ৫৬৩, ফ্রান্সে ৫০৯, নেদারল্যান্ডসে ১৩৪, বেলজিয়ামে ১২৩, ইরানে ১৩৮ ও জার্মানিতে ১৫৬জনের মৃত্যু হয়েছে। সূত্র: ওয়ার্ল্ডওমিটার

করোনা কেড়ে নিল দেড় মাসের শিশুর প্রাণ

অনলাইন ডেস্ক: 
প্রাণঘাতী করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে দীর্ঘ হচ্ছে লাশের সারি। ভাইরাসটি এর উৎপত্তিস্থল চীনের উহানে তাণ্ডব চালিয়ে আঘাত হানে ইউরোপজুড়ে। ইতালি-স্পেনকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস।

এই ভাইরাসের ছোবলে মানুষ মরছে আমেরিকাতেও। যদিও করোনাভাইরাসে বয়স্করাই সবচেয়ে বেশি মারা যাচ্ছেন। তবে তরুণরাও ঝুঁকিমুক্ত নয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত হচ্ছে শিশুরাও। এবার যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল মাত্র দেড় মাস বয়সী এক শিশুর।
বুধবার কানেক্টিকাটের গভর্নর নেড ল্যামন্ট এক টুইটে জানান, গত সপ্তাহে হার্টফোর্ড এলাকায় ছয় সপ্তাহ বয়সী অসুস্থ এক শিশুকে হাসপাতালে নেয়া হয়েছিল। অনেক দেরি করে নেয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। গতকাল জানা গেছে, শিশুটি করোনা পজেটিভ ছিল।

গভর্নর বলেন, এটি খুবই হৃদয়বিদারক। আমাদের বিশ্বাস, এখন পর্যন্ত যেকোনও জায়গায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে সবচেয়ে কম বয়সীর প্রাণহানি এটাই।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ইতোমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে, মারা গেছেন চার হাজারেরও বেশি। দেশটিতে করোনায় সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও মিশিগান।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৮ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজারেরও বেশি। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ২৫ হাজার ৬৭৬ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনায় ভুক্তভোগী নিউ ইয়র্ক। গোটা দেশের প্রায় ৪০ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। বুধবার এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯১৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭১২ জন। এদিন সেখানে মারা গেছেন আরও ৩১৯ জন। ফলে শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১ জন। সূত্র: সিএনএন

বাউফলে ত্রান বিতরণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নিদের্শনায় উপজেলা প্রশাসন কর্তৃক ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কেশাবপুর ইউনিয়ন পরিষদে ওই ত্রান বিতরণ করেন অত্র ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু।
সংশ্লিষ্ট সূত্র মতে, ইউনিয়নের ৯০টি পরিবারের মাঝে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল ও একটি সাবান বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম তাদারকি করেন বাউফল উপজেলা বিআরডিপি অফিসার ও কেশাবপুর ইউপি ট্যাগ অফিসার তুলার পরামানিক।
এব্যাপরে কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক ক্রান সামগ্রী কেশাবপুর ইউনিয়নে করোনা সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকায় কর্মহীন গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন এছাড়াও স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের পক্ষ থেকে ১হাজার মাস্ক এবং ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসনে বলেন,‘ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাচাই করে প্রকৃত অসহায় কর্মহীন মানুষের মাঝে সরকারের ত্রান সহায়তা ইউনিয়নে ইউনিয়নে বিতরণ কার্যক্রম চলছে।

করোনায় তরমুজ চাষীর মাথায় হাত

বাউফল:
দক্ষিণাঞ্চলে উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় রাজধানীতে। এমনকি পাশের দেশ ভারত’সহ বিভিন্ন দেশে যায় এ তরমুুজ।
গত মৌসুমে অনেক চাষী লাভের মুখ দেখেনি। এবারও ক্ষতিকর কারন হয়ে দাড়িয়েছে করোনা। মরণঘাতি করোনার থাবায় বিশ্ব অচল। এর প্রার্দূভাব প্রতিরোধে সারাদেশের মত পটুয়াখালী জেলাও লকডাউন।
চাষীরা মনে করেন, তরমুজের বড় বাজার ঢাকা। করোনার কারনে পুরো রাজধানী ফাঁকা অপরদিকে পরিবহণ ব্যবস্থাও বন্ধ। একদিকে চাহিদা কম আরেক দিকে পরিবহণ সংকট। অনেকে বলেন, এবার ফলনও কম। বৃষ্টির কারনে ঝড়ে গেছে ফুল/ কড়া। সব মিলিয়ে মাথায় হাত তরমুজ চাষীর।
তথ্য মতে, এবছর উপজেলার কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশাবপুর ও ধুলিয়া ইউনিয়নে চরাঞ্চলে ৭৫০ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে।
কালাইয়ার চর শৌলায় সরেজমিনে দেখা যায়- ব্যস্ত সময় পার করছে শ্রমিকেরা। শেষ সময় চলছে সার পানি কীটনাশক প্রয়োগ। কোথাও কোথাও ফল কাটা শুরু হয়েছে। দিন পাঁচেক পরেই হরধমে শুরু হবে তরমুজ সংরক্ষণ ও বাজারজাত প্রক্রিয়া। এসময় যে মুখে হাসি থাকার কথা সে মুখে হতাশার ছাপ।
সার্বিক বিষয়ে আলাপ কালে তরমুজ চাষী মো. শাহ-আলম’সহ নিজাম পালপান, জাহাঙ্গীর মাঝি, হানিফ ও আলমগীর মাঝি জানায়, ‘প্রতি কানি জমিতে সার কীটনাশক, শ্রমিক ও জমি খরচ হয় প্রায় ১লাখ ২০হাজার টাকা। করোনা কারনে বাজার মন্দা। গত বছর ফলনে লস এবার করোনায় লস। তারা মনে করে, খরচের অর্ধেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

এছাড়াও তরমুজ শ্রমিক পাভেল (১৭), লিমন(২৪) ও আকবর (৩৮) বলেন,‘আমরা মাসিক বেতনে কাজ করি। জনপ্রতি বেতন ভিন্ন ভিন্ন। সরদারের ১৬হাজার আর আমরা আমাকে ১০ থেকে ১২হাজার টাকা করে বেতনে কাজ করি।,

এবিষয়ে বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান (হিমু) বলেন, ‘এ মৌসুমে শিলা বৃষ্টি না হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন মোটামুটি ভালো। করোনার কারনে লাভ হওয়ার সম্ভাবনা কম তবে ক্ষতি হবে না।
তিনি আরো বলেন- তরমুজ ঢাকাতে আমদানী করতে সকল ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত।