দেশে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩, মৃত্যু একজনের

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। অর্থাৎ মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। আর আগে থেকে যারা আক্রান্ত ছিলেন, তাদের মধ্যে আরও একজন মারা গেছেন। ফলে মোট মারা গেছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও একজন। এ নিয়ে মোট ২৬ জন সুস্থ হলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও নয়জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৭৩ জন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার জনগণকে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করলেও অনেকে এ নির্দেশনা মানছেন না। রাজধানীসহ সারাদেশে অনেকেই রাস্তায় বের হচ্ছেন, বাজারে ঘোরাফেরা করছেন ও চায়ের স্টলে আড্ডা মারছেন। বিশেষ করে ঢাকা থেকে যারা গেছেন তারাই ঘোরা-ফেরা বেশি করছেন। দেশকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

রাজধানীসহ সারাদেশে করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরির সংখ্যা বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই না কেউ পরীক্ষার বাইরে থাকুক। কারও মধ্যে করোনার উপসর্গ থাকলে নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের প্রায় দুইশ দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৮ লাখ ৫৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় ৪২ হাজার ৩২২ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫৪ জন, মারা গেছেন ছয়জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ জন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।

ঝালকাঠিতে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী দিচ্ছেন জেলা প্রশাসক

আরিফুর রহমান আরিফ:: প্রাণঘাতী করোনা বিস্তার রোধে ‘লকডাউন’ ঘোষণায় কর্মহীনসহ বিপাকে পড়া নিম্ন আয়ের ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাবার ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃজোহর আলী।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে শহরের কৃষ্ণকাঠি ও কলেজ মোড় এলাকার বেদে সম্প্রদায়ের ৭০টি পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এসময় জেলা প্রশাসক কর্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী দেওয়ার সময় জেলা প্রশাসক প্রতিটি পরিবারের সদস্যদের করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

মহিপুর থানার ছিন্নমূল,অসহায় মানুষের পাশে পিপল ফর দ্যা পিপল টিম

কামাল হাসান রনি:
বিশ্বব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৫১ জন,সুস্থ ২৫,মৃত্যু ০৫,নতুন আক্রান্ত ০২ জন।গত ২৫তারিখ সরকারী,আধা-সরকারী,শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষনা করা হয়।গুরুত্বপূর্ণ শহরগুলো লকডাউন করে দেয়া হয়।সবাই হোম কোয়ান্টাইনে থাকা এবং WHO স্বাস্থ্যবার্তা অনুযায়ী সতর্কতা অবলম্বন করার স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশ দেয়া হয়।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মহিপুর,আলিপুর,কুয়াকাটা,চাপলীসহ গুরুত্বপূর্ণ,মৎসবন্দর,বাজার,পর্যটন এলাকা বন্ধ হয়ে যায়।পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো,কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে যায়।
এতে করে ছিন্নমূল মানুষ,বুদ্ধিপ্রতিবন্ধী,খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়ে।এসব অসহায় মানুষগুলোর কথা ভেবে এগিয়ে আসে পিপল ফর দ্যা পিপল(people for the people)।গত ২৭ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের কর্ম পরিকল্পনা তুলে ধরলে সাড়া দেন সমাজের সব শ্রেনীর পেশাজীবি মানুষ।ছিন্নমূ, বুদ্ধিপ্রতিবন্ধীদের খাবারের ব্যবস্থা করা হলে তা দৃষ্টিগোচর হয় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত শহিদুল হক এর।তিনি পরবর্তী দিনগুলোতে খাবার নিশ্চিত করেন এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতিকে দ্বায়িত্ব দেন।people for the people  ছিন্নমূল, বুদ্ধিপ্রতিবন্ধীদের খাবার দেয়ার পাশাপাশি অসহায় দুস্থ ৩৭ পরিবারের হাতে তুলে দেয় চাল,ডাল,তেল,আলু,পেয়াজ,সাবান এবং  অসুস্থ মানুষের বাড়িতে ঔষধ পৌছে দেবার মত উদ্যোগ গ্রহন করে।পরবর্তীতে সরকারি ত্রান-সাহায্য এবং বিভিন্ন সংগঠন এগিয়ে আসে।people for the people মানুষের কল্যানে কাজ করার যে দৃষ্টান্ত রেখে তা শিক্ষনীয় বলে মন্তব্য করেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

নলছিটিতে ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ

নলছিটি প্রতিনিধি:

নলছিটি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন হওয়া মানুষজনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। নলছিটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানার নেতৃত্বে নলছিটি পৌরসভা ৪ ও ৫ নং ওয়ার্ডের সবুজ বাগ, খাদ্য গুদাম সড়ক, খাসমহল বস্তি এলাকা, নান্দিকাঠী সহ কিছু জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আজ মঙ্গলবার (৩১ মার্চ) দিনভর অসচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ ও সাবান বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ত্রান দেয়ার বিষয়ে জানতে চাইলে রায়হান জানান, বৈশ্বিক এই মহামারিতে অসহায় মানুষের পাশে থাকার জন্যই কোনো কর্মহীন ব্যক্তি যেন না খেয়ে থাকতে হয় সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত সবার মুখে অন্ন পৌঁছে দেয়ার স্লোগান ধারণ করে সাবেক সফল খাদ্য মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু ভাইয়ের দিকনির্দেশনা মেনে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করিছি।

যেখানে ফটোসেশান বা লোকদেখানো কিছু ছিল না। মানবতার সেবায় এগিয়ে আশা ই উদ্দেশ্য। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক না হয় তত দিন সমর্থন অনুযায়ী এই ধরনের মানববিক সহায়তা চলবে এবং সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময়ে এই মহৎকাজের অংশগ্রহণ করেছেন, কাওসার হোসেন সালমান, মাইনুল হাসান, সুব্রত দাস,খালিদ হাসান, জহিরুল ইসলাম সহ দলমত নির্বিশেষে একঝাঁক তরুণ ছাত্র।

ছিন্নমূল,অসহায় মানুষের পাশে পিপল ফর দ্যা পিপল টিম

কামাল হাসান রনি:
বিশ্বব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৫১ জন,সুস্থ ২৫,মৃত্যু ০৫,নতুন আক্রান্ত ০২ জন।গত ২৫তারিখ সরকারী,আধা-সরকারী,শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষনা করা হয়।গুরুত্বপূর্ণ শহরগুলো লকডাউন করে দেয়া হয়।সবাই হোম কোয়ান্টাইনে থাকা এবং WHO স্বাস্থ্যবার্তা অনুযায়ী সতর্কতা অবলম্বন করার স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশ দেয়া হয়।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মহিপুর,আলিপুর,কুয়াকাটা,চাপলীসহ গুরুত্বপূর্ণ,মৎসবন্দর,বাজার,পর্যটন এলাকা বন্ধ হয়ে যায়।পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো,কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে যায়।
এতে করে ছিন্নমূল মানুষ,বুদ্ধিপ্রতিবন্ধী,খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়ে।এসব অসহায় মানুষগুলোর কথা ভেবে এগিয়ে আসে পিপল ফর দ্যা পিপল(people for the people)।গত ২৭ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের কর্ম পরিকল্পনা তুলে ধরলে সাড়া দেন সমাজের সব শ্রেনীর পেশাজীবি মানুষ।ছিন্নমূ, বুদ্ধিপ্রতিবন্ধীদের খাবারের ব্যবস্থা করা হলে তা দৃষ্টিগোচর হয় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত শহিদুল হক এর।তিনি পরবর্তী দিনগুলোতে খাবার নিশ্চিত করেন এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতিকে দ্বায়িত্ব দেন।people for the people  ছিন্নমূল, বুদ্ধিপ্রতিবন্ধীদের খাবার দেয়ার পাশাপাশি অসহায় দুস্থ ৩৭ পরিবারের হাতে তুলে দেয় চাল,ডাল,তেল,আলু,পেয়াজ,সাবান এবং  অসুস্থ মানুষের বাড়িতে ঔষধ পৌছে দেবার মত উদ্যোগ গ্রহন করে।পরবর্তীতে সরকারি ত্রান-সাহায্য এবং বিভিন্ন সংগঠন এগিয়ে আসে।people for the people মানুষের কল্যানে কাজ করার যে দৃষ্টান্ত রেখে তা শিক্ষনীয় বলে মন্তব্য করেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।