নির্বাচনী প্রচারনায় ৩২৫ কিলোমিটার হেটেছেন তাবিথ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের ৫৪টি ওয়া‌র্ডের প্রায় ৩২৫ কি‌লো‌মিটা‌রেরও বে‌শি পথ হেঁটে গণসং‌যো‌গে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

তা‌বিথ আউয়াল ব‌লেন, প্রচারণার সময় জনগ‌ণের কা‌ছে গি‌য়ে‌ছি। গণসং‌যো‌গে ব্যাপক গণজোয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আমা‌দের প্র‌তিপক্ষ গণ‌জোয়ার দে‌খে হামলা কর‌ছে। এতে কিছু কিছু প্রার্থী আহত হ‌য়ে‌ছেন। সরকারদলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। জনগণকে ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছি। জনগণ বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা নির্বাচন ক‌মিশ‌নের আশ্বাস নয় দৃশ্যমান পদ‌ক্ষেপ দেখ‌তে চাই।

পথসভায় যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি এমাজউদ্দীন আহমদ ব‌লেন, এই ধা‌নের শীষ খা‌লেদা জিয়া-তা‌রেক রহমা‌নের ধা‌নের শীষ, জনগ‌ণের ধা‌নের শীষ। আপনারা তা‌বিথ আউয়াল‌কে ভোট দি‌য়ে জয় যুক্ত করুন।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন- বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন, স্বেচ্ছা‌সেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো.মাসুম খান রা‌জেশ, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল ম‌তিন, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি, অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

বরিশালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

মোঃ শাহাজাদা হীরা:
আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে, জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরিশাল এর আয়োজনে। জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এস, অজিয়র রহমান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সুপারিনটেডেন্ড সাগরদী পিটিআই বরিশাল দীনা ইয়াসমিন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারি, ১০ টি উপজেলার টিম ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করে পরে বেলুন ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। পরের সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

 

উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা খেলা একি সময় আলাদা দুটি মাঠে অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা খেলা অনুষ্ঠিত হয়। ৬ টি গ্রুপে তিনদিন ২৩, ২৪, ২৫ তারিখ এ খেলা চলবে আগামী ২৫ তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পদ্মা সেতুতে বসছে ২২তম স্প্যান

নিজস্ব প্রতিবেদক:

পদ্মাসেতুর ২২তম স্প্যান সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের উপর বসানোর কার্যক্রম শুরু হয়েছে। কারিগরি কোনো সমস্যা দেখা না দিলে কয়েক ঘণ্টার মধ্যেই স্প্যানটি বসানো সম্ভব হবে।

মাওয়া প্রান্তের এই দুই পিলারের উপর স্থায়ীভাবে স্প্যানটি বসলে দৃশ্যমান হবে সেতুর ৩ হাজার ৩০০ মিটার। ২১তম স্প্যান বসানোর নয় দিনের মাথায় বসতে যাচ্ছে ২২তম স্প্যানটি। ২২তম স্প্যানটি ২৫ জানুয়ারি বসানোর কথা থাকলেও সেদিন চীনা নববর্ষের কারণে তা দুইদিন এগিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙয়ের ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন স্প্যানটিকে বহন করে রওয়ানা করে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন। সকাল সোয়া ৯টায় নির্ধারিত পিলারের সামনে এসে পৌঁছায় ক্রেনটি।

পদ্মাসেতুর প্রকৌশল সূত্র জানায়, বর্তমানে স্প্যান বহনকারী ক্রেনটি পজিশনিং করে নোঙর করার প্রস্তুতি চলছে। নির্ধারিত দুই পিলারের মধ্যবর্তী স্থানে অবস্থান নিয়ে ইঞ্চি ইঞ্চি মেপে তোলা হবে পিলারের উচ্চতায়। রাখা হবে দুই পিলারের বেয়ারিং এর উপর। এরপর পাশের স্প্যানের একটি অংশের সঙ্গে ঝালাই করা হবে।

৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টীল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

পাথরঘাটায় আগুনে পুড়লো ৯ ব্যবসা প্রতিষ্ঠান

চট্টগ্রাম নগরের পাথরঘাটা ফিশারিঘাটে আগুনে পুড়ে গেছে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার স্টেশন থেকে ৪টি গাড়ি গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, বিভিন্ন হোটেল ও দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।

ফেসবুক স্ট্যাটাস দিয়ে গুলি করে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য নিজের বুকে গুলি চালিয়ে আত্মাহত্যা করেছেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের বহরা রসুলপুরে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক। শাহ মো. কুদ্দুস হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা।

কুদ্দুস ফেসবুকে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না।’

স্ট্যাটাস প্রসঙ্গে ওসি জানান, তার ফেসবুক স্ট্যাস্টাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। গতকাল বুধবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী আবুল আলিম জানান, শ্রীমঙ্গলে রেকর্ড করা ৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত দু’দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা চলছে শ্রীমঙ্গলে।
বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।