বরিশালে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর কাউনিয়া থানার ভাটিখানা বাজারের পান্থ সড়কে অভিযান চালিয়ে ১৩৫পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮। শনিবার রাতে র‌্যাবের অভিযানে আটক পিযুষ কুমার দাস (৪০) পটুয়াখালীর লাউকাঠী এলাকার দিলিপ কুমার দাসের ছেলে।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাবের একটি বিশেষ দল ভাটিখানা বাজারের পান্থ সড়কে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও পিযুষকে হাতেনাতে আটক করে তারা। এ সময় তার দেহ তল্লাশি করে ১৩৫পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।
জিজ্ঞাসাবাদ শেষে পিযুষকে ওই রাতেই নগরীর কাউনিয়া থানায় সোপর্দ করে র‌্যাব-৮’র ডিএডি মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানানো হয়েছে।

বৃষ্টিসহ শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক:
ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া সোমবারের পর থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, আগামীকাল সোমবার থেকে এ বৃষ্টি কমে যাবে। সোমবারের পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। সেটা শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বরিশালবাসীর স্বপ্নের পদ্মাসেতুর ৮৫ দশমিক ৫ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা বহুমুখী মূলসেতুর ৮৫ দশমিক ৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটি। আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়। পদ্মা সেতুসহ ফাস্ট ট্র্যাকভুক্ত ১০টি প্রকল্পের প্রতিটির অগ্রগতির চিত্র তুলে ধরা হয় এ সভায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্পের পুরো কাজের ৭৬ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছে বলেও জানানো হয় সভায়।
পদ্মা বহুমুখী প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরে সভায় জানানো হয়, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ-৯১%, মাওয়া প্রান্তে এপ্রোচ রোডের কাজ-১০০%, সার্ভিস এরিয়া(২)-১০০%, মূল সেতু নির্মাণ কাজ ৮৫.৫০% এবং নদীশাসনের কাজ ৬৬% শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৬.৫০% শেষ হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাস্ট ট্র্যাক প্রজেক্টের প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে জানেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

পদ্মাসেতুর কাজের অগ্রগতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ঝামেলা গেছে আপনারা জানেন। আমরা আনন্দিত অর্ধেকের বেশি হয়ে গেছে। প্রায় সাড়ে তিন কিলোমিটারের মতো হয়ে গেছে।’

ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির পঞ্চম সভায় ফাস্ট ট্র্যাক ভুক্ত ১০টি প্রকল্পেরই অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ৩টি প্যাকেজের প্রি-ইন্সপেকশন শেষ হয়েছে। প্রকল্পের ভৌত কাজকে ৩৪৪টি অঙ্গে বিভক্ত করে কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে।

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) প্রকল্পের ভৌত অগ্রগতি ৪৬ দশমিক ৯ শতাংশ, আর্থিক অগ্রগতি ৪১ দশমিক ৭৫ শতাংশ শেষ হয়েছে।

মহেশখালি-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম (এমআইডিআই) প্রকল্পে-বেজার উদ্যোগে গড়ে ওঠা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরী (ফেনী অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, সীতাকুন্ড অর্থনৈতিক অঞ্চল), মহেশখালি-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ও সাবরাং ইকো ট্যুরিজম পার্ক এবং জাইকা ও সরকারের সমন্বিত প্রয়াসে মহেশখালি-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত।

বর্তমানে এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ২০টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বন্দর নির্মাণ, এলএনজি ও এলপিজি টার্মিনাল নির্মাণ অন্যতম। ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪০.০২ শতাংশ।

এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পের আওতায় মহেশখালীতে দৈনিক ৫০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন ফ্লোয়েটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ Built Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং গত বছরের ১৯ আগস্ট থেকে বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ শুরু করেছে।

ফার্স্ট ট্র্যাকভুক্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের প্রারম্ভিক কার্যাবলি ও মালামাল সংগ্রহের কাজ ইতোমধ্যে ১০০ ভাগ শেষ হয়েছে। তাছাড়া, ভূমি অধিগ্রহণ ও ভূমি হুকুম দখলের কার্যক্রম গড়ে ৯০.৩৩ শতাংশ শেষ হয়েছে এবং আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্পের পাইপ লাইন নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। অবশিষ্ট দু’টি প্রকল্পের পাইপ লাইন নির্মাণ কাজ গড়ে ৯০ ভাগ শেষ হয়েছে।

গভীর সমুদ্র বন্দর (সোনাদিয়া) প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ নষ্ট হবে এ জন্য এ প্রকল্প বাতিল করেছেন প্রধানমন্ত্রী। সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওখানে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। অনেক প্রাকৃতিক সম্পদ আমরা হারাবো।

পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের ভৌত অগ্রগতি ৫৮.৮৪ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৬২.৫৫ শতাংশ শেষ হয়েছে। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ভৌত অগ্রগতি ২১.৯৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৩০.২২ শতাংশ।

দোহাজারী-রামু হয়ে কক্সবাজার এবং রামু-মায়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের ভৌত অগ্রগতি ৩৩ শতাংশ, আর্থিক অগ্রগতি ২৩.৯৩ শতাংশ। প্রকল্পগুলোর অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

দেশের যেকোন নদীতে সেতু নির্মাণের আগে সেই নদীর চরিত্র সম্পর্কে জানার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নদীতে ব্রিজ বা কোনো কিছু করতে গেলে আমাদের কিন্তু নদীর চরিত্রটা কেমন বর্ষাকালে কি রুপ ধারণ করে, শীতকালে কি রূপ ধারণ করে এগুলো জেনে নিয়ে করা উচিত।’

‘নদীকে শাসন করতে গেলে সে শাসন মানবে না। সব নদী সব শাসন মানে না। সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।’

এ প্রসঙ্গে পদ্মানদীর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সেতুটা করার সময় নদীশাসন করে আমি কিন্তু নদী ছোট করতে দেইনি। পদ্মা নদীর চরিত্র সম্পর্কের কারো জানা নেই। এই নদীটা অসম্ভব ভাঙনপ্রবণ। এখানে বাঁধ দিয়ে ছোট করতে গেলে এই নদী মানবে না। আমাদের ব্রিজটাই বড় করতে হবে। এখানে জায়গাও রাখতে হবে বাপার জোনও থাকবে। যাতে বন্যার পানিটা ধারণ করতে পারে।’

ফাস্ট ট্র্যাকভুক্ত ১০টি প্রকল্প ছাড়াও অন্যান্য বড় প্রকল্পগুলো মনিটর করতে ‘ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটি’ কে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কতগুলো বড় বড় প্রজেক্ট আছে। সেগুলোর কয়েকটা আমরা ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করেছি। আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট গুরুত্বপূর্ণ। আমরা প্রাথমিকভাবে কিছু ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হিসেবে অন্তর্ভুক্ত করেছি এবং মনিটরিং করে যাচ্ছি। আমরা সেগুলোতো মনিটর করবোই ভবিষ্যতে আমার মনে হয় এই কমিটি থেকে শুধু এ কয়েকটা দেখলে হবে না, আরও অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো দেখতে হবে।’

সরকারের ধারাবাহিকতার সুফল তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি কাজ যখন সরকারের ধারাবাহিকতা থাকে না তখন কাজগুলো নষ্ট হয়।’

দশম বারের মতো বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এম এম মাহমুদ হাসান

আরিফুর রহমান আরিফ :: বরিশাল রেঞ্জের দশম বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ঝালকাঠি জেলার সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান ।

মানুষের কল্যাণে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পদক প্রদান করা হয়।

রবিবার বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে ডিসেম্বর ২০১৯ মাসের মাসিক ও ৪র্থ ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তাকে এ পুরস্কার দেওয়া হয়। তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

এসময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

মাহমুদ হাসান রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ সকল সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ।তিনি বলেন পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা ঝালকাঠি জেলার প্রত্যেক পুলিশ সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছি। পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে ও সকলের সহযোগিতায় একটি অপরাধমুক্ত ঝালকাঠি গড়াই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

মাহমুদ হাসান যোগদান করার পর থেকে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে । ইভটিজিং, কিশোর গ্যাং, সামাজিক দ্বন্দসহ সমাজের সকল অনাচার নিরসন করে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে ঝালকাঠি জেলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন

কুয়াকাটা সৈকতে অর্ধগলিত যুবকের লাশ

 

এস এম আলমাস, কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার বেলা বারোটার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের মাঝি বাড়ির পয়েন্টের সী-বিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থাণীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে সৈকতে উল্টো হয়ে বালির সাথে মিশে থাকা অর্ধগলিত লাশটি দেখতে পায় পর্যটকরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীদের ধারনা, লাশটি সাগর থেকে সৈকতের তীরে ভেসে এসেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। তবে লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

পিছিয়ে গেল বইমেলা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য অমর একুশে বইমেলা পেছানো হয়েছে। গ্রন্থমেলা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। রবিবার বিকালে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানান, আগামী ২ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন হবে। তবে এবার সিটি নির্বাচনের কারণে বইমেলা একদিন পিছিয়েছে।
ভাষার মাস ফেব্রুয়ারি। আর প্রতি বছরই এই মাসের প্রথম দিন থেকেই শুরু হয় অমর একুশে বইমেলা। কিন্তু এবার ১ ফেব্রুয়ারিতে দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় একদিন পেছানো হয়েছে বইমেলা।

মাসব্যাপী একুশে বইমেলা উদ্বোধন করে থাকেন বাংলাদেশের সরকার প্রধান।

ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন ছিল না: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:
ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করার প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আবুধাবিতে গত শনিবার গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি শনিবার প্রকাশ করা হয়।

ভারতীয়দের একাংশের প্রবল আপত্তি এবং বিক্ষোভ-আন্দোলনের মধ্যেই গত ১০ জানুয়ারি ভারতের কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করার কথা জানানো হয়। সংশোধিত এই নাগরিকত্ব আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অ-মুসলমানরা (হিন্দু, শিখ, পার্সি, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন) ভারতের নাগরিকত্ব পাবে।

ভারতের এই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গালফ নিউজের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (ভারত সরকার) কেন এটা (নাগরিকত্ব আইন সংশোধন) করল আমরা বুঝি না। এর প্রয়োজন ছিল না।’

তবে একই সঙ্গে নাগরিকত্ব আইন সংশোধনের বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময়ই বলে এসেছে যে, সিএএ ও এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারত সরকারও বারবার তাদের পক্ষ থেকে আশ্বস্ত করেছে যে এনআরসি তাদের অভ্যন্তরীণ একটি বিষয়।

২০১৯ সালের অক্টোবরে নয়াদিল্লি সফরকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবেও এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে এ সময় উল্লেখ করেন শেখ হাসিনা।

এ ছাড়া এনআরসি বা সিএএ’র কারণে ভারত থেকে কারও বাংলাদেশে ফিরে আসার কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত থেকে কোনো অভিবাসী ফিরে আসছে না। তবে ভারতের ভেতরে মানুষ অনেক ধরনের সমস্যা মোকাবিলা করছে।’

বাংলাদেশের মোট জনসংখ্যা ১০ দশমিক ৭ শতাংশ হিন্দু এবং দশমিক ৬ শতাংশ বৌদ্ধ- এ তথ্য উল্লেখ করে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় নিপীড়নের কারণে এ দেশের নাগরিকদের ভারতে অভিবাসনের বিষয়টি বাংলাদেশ বরাবরই অস্বীকার করে আসছে।

এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিনোদন ডেস্ক:

ক্যান্সারে ভুগছেন দেশের বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশার। সিঙ্গাপুরে চলছে তার চিকিৎসা। এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রবিবার সিঙ্গাপুর দূতাবাসকে শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য  সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে শারীরিক কিছু জটিলতার কারণে গত এক মাস এন্ড্রু কিশোরকে কেমোথেরাপি দেওয়া বন্ধ রেখেছিলেন চিকিৎসক। জরুরি ভিত্তিকে কয়েক ব্যাগ রক্তও দিতে হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর জানা গেল শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এন্ড্রু কিশোরের। গতকাল শনিবার থেকে আবারও কেমোথেরাপি দেওয়া শুরু করেছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের স্নেহভাজন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

তিনি বলেন, চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি। আশা করা হচ্ছে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন দাদা। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঝালকাঠিতে উদ্ভোধন হলো ইয়ামাহা মোটর সাইকেলের শো-রুম

ঝালকাঠি প্রতিনিধি::ঝালকাঠিতে চালু হলো ইয়ামাহা কোম্পানীর মোটর সাইকেল’র বিক্রয় ও সেবা কেন্দ্র। ১৯জানুয়ারী রোববার দুপুরে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে কেক ও ফিতা কেটে শো-রুমটির আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, শিল্প ও বনিক সমিতির সভাপতি সালাহউদ্দিন সালেক, ব্যবসায়ী নেতা মাহাবুব হোসেন এবং এসিআই মটর এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। জেলা প্রশাসক বলেন, বাইক রাইডাররা সড়ক নিয়ন্ত্রন আইন যাহাতে মেনে চলে সে বিষয়ে মোটর সাইকেল ক্রয়ের সময় গ্রাহকদেরকে উদ্ভুদ্ধ করার জন্য শো-রুম কতৃপক্ষকে ভুমিকা রাখতে হবে। কোম্পানীটির ঝালকাঠির ডিলার মেসার্স চৌধূরী মটরস্ এর ব্যবস্থাপনা পরিচালক নিউটন চৌধূরী এ প্রতিনিধিকে বলেন, গোটা ঝালকাঠি জেলা ও উপজেলা শহরের বাইকারদের দাবী অনুযায়ী চাহিদা পুরণ এবং সার্ভিসিং সেবা দেয়াই আমাদের মুল লক্ষ্য। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন বাইক রাইডার গ্রুপ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

বাউফলে পুলিশের ‘অভিযোগ বক্স’ স্থাপন

এম.এ হান্নান, বাউফল:
‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ স্লোগানে জনগণকে নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করার লক্ষ্যে বাউফল উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ‘তথ্য/অভিযোগ বক্স’ স্থাপণ করে পুলিশ। অভিযোগ বক্সে পরিচয় গোপন রেখে সকল ধরনের অপরাধের তথ্য জানাতে পারবে জনসাধারন। সাত দিন পরপর বক্সের তথ্য সংগ্রহ করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

গতকাল রবিবার সকালে উপজেলার কালাইয়া ইউপি কার্যালয়ের সামনে বক্স স্থাপণ করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ আলম হাওলাদার, ইউপি সদস্য মো. ফকরুল ইসলাম ফোরকান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক প্রমূখ।