বরিশালে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরীঘাটে পন্টুন ও গ্যাংওয়ে অতিরিক্ত বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাক সহ ডুবে গেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় এই দুর্ঘটনার পর থেকে ওই অঞ্চলের রুটে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।

 

মীরগঞ্জ ফেরীঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাকটি ফেরী থেকে উঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে পন্টুনে গিয়ে ঠেকে যায়।

 

এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে পানি ঢুকে যায়। এ সময় ট্রাকের পেছনের অংশ সহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার নিরাপদে বের হয়ে পালিয়ে যায়। ফেরী থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিনের স্টার্ট বন্ধ না হলে এই দুর্ঘটনা ঘটতো না বলে মনে করেন রফিকুল ইসলাম।

 

এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল ফেরী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, ট্রাকটি অতিরিক্ত মাল বোঝাই হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের খাম্বাগুলো আগে উত্তোলন করে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধারের চেস্টা চলছে।

 

একই সাথে দ্রুত সময়ের মধ্যে সরাসরি যান চলাচল শুরুর জন্য ওই ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে নির্মান সহ একটি পন্টুন প্রতিস্থাপনের কাজ চলছে। সড়ক ও জনপথ বিভাগ এবং ফেরী বিভাগ যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

আগৈলঝাড়ায় চেয়ারম্যান শ্যালকের মোটরসাইকেল রহস্যজনক কারনে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

শামীম আহমেদ:
বরিশাল জেলার আগৈলঝাড়ায় রাতের আধারে পেট্রোল দিয়ে চেয়ারম্যান শ্যালকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পোড়া মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

পুড়িয়ে দেয়া মোটসাইকেলের মালিক আমিন আহম্মেদ নিরব সাংবাদিকদের জানান, অন্যান্য দিনের মতো শুক্রবার সন্ধ্যার পরে নিজের ব্যবহৃত হিরো হাং ১৫৫সিসি মোটরসাইকেল নিয়ে বাকাল এলাকায় তার দুলাভাই আগৈলঝাড়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের চাষ করা মাছের ঘের দেখতে যান তিনি।

বাকাল গোবিন্দ মন্দির সংলগ্ন স্থানীয় উত্তমের বাড়ির পাশে রাস্তার উপর মোটরসাইকেল রেখে মাছের ঘেরে গেলে এই সুযোগে দুর্বিত্তরা তার মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিরবসহ স্থানীয়রা আগুন দেখে দৌড়ে ছুটে আসলেও আগুনের লেলিহান শিখার কারনে কাছে গিয়ে আগুন নেভাতে না পারায় চোখের সামনেই মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রাতেই এসআই তৈয়বুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসআই তৈয়বুর রহমান বলেন, ঘটনাটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এরকম ঘটনা এর আগে আগৈলঝাড়া থানা এলাকায় ঘটেনি জানিয়ে আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আমিন আহম্মেদ নিরব বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৬শ পরিবারকে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ ৬শ শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে ৬শ দুঃস্থ শীতার্ত পরিবার সদস্যদের কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জিয়াউর রহমান সিমুলের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মাহবুব চোকদার, আনন্দ টিভির ব্যুরো চীফ কাজী আল আমিন, বাংলা টিভির প্রতিনিধি এফএম নাজমুল রিপন, ৭১ টিভির প্রতিনিধি স্বপন দাস প্রমুখ।

বরিশালে মাদক ব্যবসায়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মাদক ব্যবসায়ি সানিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব ফুল্লশ্রী এলাকার নূর-এ-মদিনা মসজিদের সামনের রাস্তা থেকে ১২পিচ ইয়াবাসহ সানি (২১)কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সানি মোল্লা রাজবাড়ি জেলার গোয়লন্দ থানার পাটুরিয়া এলাকার লিটন মোল্লার ছেলে। সানি বর্তমানে ঢাকার মোহম্মদপুর থানার রায়ের বাজার এলাকার ৩২/২৯ নম্বর সাদেক খান রোডের মুক্তি মিয়ার বাসার ভারাটিয়া বাসিন্দা ও ওই এলাকার অন্যতম মাদক ব্যবসায়ি।

 

এঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে ওই রাতে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের হাসান মিয়ার ছেলে কোটালীপাড়া থানার জিআর ১৩৫/১৯ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাহাবুদ্দিন মিয়া (২৪) কে এসআই নাসির নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের শনিবার বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আমতলীতে ৪০ দিনের কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছে পাষন্ড বাবা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে স্ত্রীর পুত্র সন্তান না হওয়ার ক্ষিপ্ত হয়ে ৪০ দিন বয়সী জিদনী নামের এক কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা করেছে পাষন্ড বাবা জাহাঙ্গীর সিকদার।

 

বাবার হাতে শিশু কন্যা সন্তানের হত্যার ঘটনার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সঠিক বিচার দাবী করেছেন। শনিবার পুলিশ পাষন্ড বাবাকে গ্রেফতার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবা জাহাঙ্গির শিশু কন্যা হত্যার কথা স্বীকার করেছে বলে জানান ওসি আবুল বাশার।

 

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের জাহাঙ্গীর সিকদার ও সীমা দম্পতির সোহাগী (৯) এবং জান্নাতী (৩) বছরের দুইটি কন্যা সন্তান রয়েছে। গত ৮ ডিসেম্বর ওই দম্পতির জিদনী নামের আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। বাবা জাহাঙ্গির কন্যা সন্তান জন্মের বিষয়টি মেনে নিতে পারেনি। তিনি একটি পুত্র সন্তানের আশা করেছিলেন।

 

এ কন্যা শিশু জন্মের পর থেকেই জাহাঙ্গির তার স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। প্রতিবেশীদের অভিযোগ কন্যা সন্তান জন্মের পর থেকেই জাহাঙ্গির স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং কন্যা সন্তানটি ছুয়েও দেখেননি তিনি।

 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাবা জাহাঙ্গীর সিকদার জিদনিকে নিয়ে ঘরে শুয়ে ছিল। এ সময় তার স্ত্রী সীমা বেগম এবং তার শ্বাশুরী পারুল বেগম ঘরের বাহিরে গৃহস্থলী কাজ করছিলেন। শিশুটির মা সীমা বেগম এবং নানী পারুল বেগম কাজ শেষে রাত ১১টার দিকে ঘরে প্রবেশ করে শিশু জিদনি ও তার বাবাব জাহাঙ্গিরকে দেখতে না পেয়ে ডাক চিৎকার দেয়।

 

এতে প্রতিবেশীরা এবং বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসে। পরে স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে ঘরের পিছনের ডোবা থেকে কাঁথায় মোড়ানো বিছানাপত্রসহ জিদনির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ রাত ৩ টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেন।

 

এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে পাষন্ড বাবা জাহাঙ্গীর সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে পাষন্ড বাবা জাহাঙ্গির শিকদার কন্যা শিশুকে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার কথা স্বীকার করায় শনিবার পুলিশ বাবা জাহাঙ্গিরকে গ্রেফতার করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, পাষন্ড বাবাকে জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। হত্যার কথা স্বীকার করায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বরিশালে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ব কর” এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে সঞ্চয় ব্যুরো অফিস কর্তৃক আয়োজনে র‌্যালি ও আলো চনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ই) জানুয়ারী সকাল ১০ টায় নগরীর আশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বেড় করে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ করেন।

বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে সঞ্চয় ব্যুরোর র‌্যালি শেষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া,বরিশাল সঞ্চয় ব্যুরোর উপ-পরিচালক আবু তালহা।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস।

পধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার,মোঃ জাকারিয়া বলেন, সঞ্চয় করলে আপনারা লাভবান হবেন সে সাথে দেশও লাভবান হবে।

আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে রাখেন এতে আপনারা দুঃ সময়ে সেই সঞ্চয়ের অর্থ কাজে লাগাতে পারবেন। এই মুজিব বর্ষে সঞ্চয় অধিদপ্তর দেশের উন্নয়নে ২৬ হাজার কোটি টাকার টার্গেট নিয়ে কাজ করবে।
সে কারনেই আপনারা সঞ্চয় রাখলে সরকার তার কাজের গতিশীল বাড়াতে পারবে পাশাপাশি দেশ দেখবে আলোর মুখ।

বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
আর্ত মানবতার সেবায় নিয়োজিত জেলার গৌরনদী উপজেলার সৈয়দ জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত পরিবারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার মোল্লাবাড়ী বাসষ্ট্যান্ডে চাঁদশী ইউনিয়নের পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জিয়াউর রহমান শিমুল। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান, মুক্তিযোদ্ধা মাহাবুব চোকদারসহ অন্যান্যরা।

বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
জেলার উজিরপুর উপজেলার শোলক গ্রামে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
মৃত শিশুর পরিববার সূত্রে জানা গেছে, শনিবার সকালে শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের পুত্র আরাফাত ছানী (৫) ও মারিয়া আক্তার (৩) সবার অজান্তে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আরাফাত ও মারিয়াকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি আরাফাতের পিতা ওবায়দুল হক নিশ্চিত করেন।

বরিশালে ঢাকা সিটি নির্বাচন পেছানোর দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: 
নির্বাচন ও স্বরস্বতী পূজা দুটো এক সাথে চলবে এই শ্লোগান নিয়ে সরস্বতী পূজার দিন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে এগারটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সংগঠনের জেলা কমিটির সভাপতি শুভ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণফোরাম জেলা কমিটির সভাপতি হিরণ কুমার দাস মিঠু, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট এ. কে আজাদ, মিহানগর ছাত্র ঐক্য সাধারন সম্পাদক পিয়াংকা পাল,গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিপংকর পাল, বরিশাল বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী অদিতি দাস,বিএম কলেজ শিক্ষার্থী সুমন কুমার দাস,ববি শিক্ষার্থী জয়ন্ত কর্মকার,যুগ্ম সম্পাদক সঞ্জয় পাল,মিথুন দাস,জয়ন্ত আচার্য,সহ অন্যান্যরা। এসময় বক্তারা সরস্বতী পূজার দিন সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবী জানান।

জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ

নিজস্ব প্রতিবেদক:
ভাতিজা রাহগির আল মাহি সাদ এরশাদকে দলের যুগ্ম মহাসচিব করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। যুগ্ম মহাসচিবদের তালিকায় রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদের নাম রয়েছে ৯ নম্বরে। জাপার আগের কমিটিতেও যুগ্ম মহাসচিব ছিলেন তিনি।

অন্য যুগ্ম মহাসচিবরা হলেন গোলাম মোহাম্মদ রাজু (মুন্সীগঞ্জ), ইয়াহ হিয়া চৌধুরী (সিলেট), নুরুল ইসলাম দীপু (গাজীপুর), মো. নোমান মিয়া (মুন্সীগঞ্জ), এস এম ইয়াসির (রংপুর), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ), আমির উদ্দিন আহমেদ ঢালু (ঢাকা), শাহিদা রহমান রিংকু (ঢাকা), মো. শামসুল হক (ঢাকা), আবদুল হামিদ ভাসানী (বি.বাড়িয়া), এম এ মুনিম চৌধুরী বাবু (হবিগঞ্জ), মো. আমির হোসেন (কুমিল্লা) এবং ইকবাল হোসেন তাপস (বরিশাল)।
জাতীয় পার্টির ২৯৯ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নিয়োগের জন্য পার্টি চেয়ারম্যান ২০ জানুয়ারি থেকে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন।