মেয়র প্রার্থী আতিকুলকে শোকজের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে শোকজ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
এর আগে শনিবার (৪ জানুয়ারি) বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচন কমিশনে আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, রিটার্নিং কর্মকর্তাকে বলেছি যেন তাকে শোকজ করা হয়। একইসঙ্গে কেন এ ধরনের ঘটনায় ঘটেছে, সেটি যেনো জানতে চাওয়া হয়।

তাবিথ তার অভিযোগপত্রে বলেন, শনিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরোশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তরের গুলশান-১ এলাকার গুলশান পার্কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী মঞ্চ করে। এসময় মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন ও ভোটারদের কাছে যাওয়ার জন্য কর্মীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। যা সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা-২০১৬’র স্পষ্ট লঙ্ঘন ও গর্হিত অপরাধ।

কমিশনার রফিকুল ইসলাম বলেন, প্রথমত হইতেছে যে, নির্বাচনী আচরণবিধি যদি কেউ লঙ্ঘন করে প্রার্থী হইয়া, এখন পর্যন্ত প্রার্থী কেউ হয়নি। প্রার্থী হবে যেদিন প্রতীক বরাদ্দ হবে। সেদিন থেকে আমরা প্রার্থী ওপর প্রযোজ্য করতে পারবো। রিটার্নিং কর্মকর্তাকে বলবো, যেই হোক না কেন, আইন লঙ্ঘন করলে যেন ব্যবস্থা নেয়। আইনে যা সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য।

ক্রমশ কমছে তাপমাত্রা

আবহাওয়া ডেস্ক:

গত দু’দিন থেকে নীলফামারীতে বেড়েছে শীতের প্রকোপ। আজ সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বেড়ে গেছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে চলচলা করছে যানবাহন।
এদিকে কোল্ড ইনজুরিতে পড়েছে বোরো বীজতলা। এছাড়া মড়ক রোগ (লেট ব্রাইট) দেখা দিয়েছে আলু ক্ষেতে। জেলার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রেখেছেন বোরো চাষিরা। এদিকে আলু ক্ষেতে মড়ক রোগ (লেট ব্রাইট) রোগ থেকে রক্ষা পেতে ঘন ঘন কীটনাশক প্রয়োগে সুফল পাচ্ছেন না এ অঞ্চলের আলু চাষিরা।

নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিস সূত্র জানায়, রবিবার সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবারের (৪ জানুয়ারি) চেয়ে ২ দশমিক ১ ডিগ্রি কমেছে।

ইরানেও কাসেম সোলাইমানির জানাজায় মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির মরদেহ ইরাক থেকে ইরানে আনা হয়েছে। রবিবার ভোর রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দরে তার লাশ পৌঁছায়। এরপর সকালে সেখানে তার আরও একবার জানাজা অনুষ্ঠিত হয়।

ইরান প্রেসের বরাত দিয়ে বিবিসি জানায়, ইরানের আহভাজ শহরে অনুষ্ঠিত সোলাইমানির এই জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন।
ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, এরপর সোলাইমানির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ নগরীতে। সেখানে দুপুরে ইমাম রেজা (আ.)’র মাজার প্রাঙ্গণে আরেক দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর যথাক্রমে তেহরান, কোম ও জেনারেল সোলায়মানির জন্মস্থান দক্ষিণ ইরানের কেরমান শহরে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জেনারেলের ওসিয়ত অনুযায়ী কেরমানেই তাকে দাফন করা হবে।

এর আগে, শনিবার ইরাকে কয়েকটি শহরে সোলাইমানির প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও অংশ নিয়েছিলেন হাজার হাজার মানুষ।

বাগদাদে শোক মিছিলে অংশ নেয়া মানুষজন ইরাকি এবং মিলিশিয়া বাহিনীর পতাকা বহন করে এবং শ্লোগান দেয়, ‘আমেরিকার মৃত্যু চাই’।

শহরের অনেকগুলো রাস্তা জুড়ে মিছিল চলে। তাদের অনেকের হাতে ছিল সোলেইমানি এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি। তার মৃত্যুতে কয়েকদিন ধরে শোক পালন করতে যাচ্ছে ইরান ও ইরাকের সমর্থকরা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মার্কিন এক ড্রোন হামলায় কাসেম সোলেইমানিসহ ৬ জন নিহত হন। তাদের মধ্যে রয়েছেন আবু মাহদি আল-মুহানদিস, যিনি ইরানের সমর্থনপুষ্ট খাতিব হেজবুল্লাহ গ্রুপের কমান্ডার এবং ইরাকি মিলিশিয়াদের একটি জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের নেতা ছিলেন।

তালতলীর সোনাকাটায় ঔষধ ব্যবসায়ী কে অপহরনের অভিযোগ

বরগুনার তালতলী সোনাকাটা ইউনিয়নের বাঁধ ঘাটে পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ী সাইফুল ইসলাম শাহজাহান ( ৩৫ ) কে তার ব্যবসা প্রতিষ্ঠানের পিছন দিকে  সিঁধ কেটে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। তিনি  গত বৃহস্পতিবার রাত থেকে নিখোজ তার স্বজন ও এলাকাবাসী সূত্রে ঘটনার বর্ননায় জানা গেছে তিনি ঘটনার রাতে তার বড় ভাই স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ফারুক খানের বাড়িতে রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যায় কিন্তু সকালে মামুন নামের স্থানীয় একজন ক্রেতা দোকানে ঔষধ নিতে আসলে দোকানের মালিক শাহজাহান  কে না পেয়ে ডাকাডাকি করে এবং সীঁধ কাটা দেখে কাছাকাছি লোকজন ও তার স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে বলেন তাদের কোন শত্রু পক্ষ পূর্ব বিরোধের কারনে তাকে অপহরন করে নিয়ে গেছে এমনি ধারনা করেন। বর্তমানে আত্বীয় স্বজন ও স্থানীয় লোকজনের মনে অতঙ্কবিরাজ করছে।

এ বিষয়ে তালতলী ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ করলে ভারপ্রাপ্তা কর্মকর্তা জনাব শাহিনুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন এবং উক্ত ঘটনার মূল রহস্য খুজে বের করার আশ্বাস দেন।