পটুয়াখালীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

পটুয়াখালী ॥ পটুয়াখালীতে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার, অক্সিলারি ক্র্যাস বিতরনের মধ্য দিয়ে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এডিডি ইন্টারন্যাশনালের সহযোগিতায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজনে এক র‌্যালি বের করে ডিসি মঞ্চে শেষ হয়।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে “দিবসের প্রতিপাদ্য “অভিগম্য আগামীর পথে” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম শিপন, জেলা সিপিব সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জাসদ সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, প্রতিবন্ধী ।

পরে অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অক্সিলারি ক্র্যাস প্রদান করেন। সভামঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ব্যস্ত বিসিবি, টিকিটের খবর কি?

স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানই যেন এখন টক অব দ্য কান্ট্রি। বলিউডের দুই সুপার স্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ এখানে পারফর্ম করবেন। সবচেয়ে বড় কথা, এবারের টুর্নামেন্ট উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ৭ম বিপিএল আসরের।

জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলকে বঙ্গবন্ধুর নামেই উৎসর্গ করা হলো। সে কারণেই মূলতঃ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং সে কারণেই উদ্বোধনী অনুষ্ঠানকে জমজমাটভাবে আয়োজনের সর্বোচ্চ প্রস্তুতিক চলছে এখন মিরপুরে।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গেলেই আপনার চোখে পড়বে সাজ সাজ রব। তারদিকে কর্মব্যস্ততা। অ্যাকাডেমি মাঠ কিংবা শেরে বাংলার দুই পাশে কিছু ক্রিকেটারের অনুশীলন চোখে পড়বে আপনার। তবে তার চেয়েও যেটা বেশি চোখে পড়বে তা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি।

BCB-1

আর মাত্র ৭২ ঘণ্টা পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেজে উঠবে বিপিএলের জমজমাট লড়াইয়ের নাকাড়া। যদিও টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। তার তিনদিন আগেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ছাড়াও সালমান, ক্যাটরিনা, অরিজিৎ সিং, অনুপম খের, সনু নিগমরে দিয়ে চার থেকে ৫ ঘণ্টার জমকালো উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে বোর্ড।

এখন দলগুলো মাঠে নামার কাজে ব্যাস্ত। বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল ব্যস্ত উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। তবে, উদ্বোধনী অনুষ্ঠানের ৭২ ঘণ্টা আগেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কত টিকিট ছাড়া হবে দর্শকদের জন্য এবং টিকিটের মূল্যই বা কত হবে। যদিও শোনা যাচ্ছে ১০ হাজার, ৫ হাজার ও ১ হাজার টাকার টিকিট ছাড়া হবে।

Stage

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে মাঠের পূর্ব দিকের সাধারণ গ্যালারিকে পেছনে রেখে, অথ্যাৎ পূর্ব দিকের গ্যালারির পুরোটাই ঢাকা পড়ে যাবে মঞ্চের পেছনের পর্দার কারণে। সে কারণেই সাধারণ গ্যালারিতে কোনো ধরনের কোনো টিকিট থাকছে না, কেউ যেতেও পারবে না।

যেহেতু সাধারণ গ্যালারিই পড়ে গেছে মঞ্চের পেছনে, তাই সেখান থেকে কিছুই দেখা যাবে না বিধায় উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব গ্যালারি থাকবে বন্ধ। মাঠের পূর্ব দিকে নির্মীয়মাণ মঞ্চের একদম সামনে প্রধানমন্ত্রীর বসার জন্য বিশেস ব্যবস্থা করা হবে। এবং মাঠের ভেতরেই তিন স্তরে চেয়ার বসানো হবে।

অর্থ্যাৎ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হলে হয়তো মাঠে বসেই দেখতে হবে। উল্টো দিকের ক্লাব হাউজ ও গ্র্যান্ড স্ট্যান্ড থেকে হয়তো দেখা যাবে, তবে সেটা মঞ্চ থেকে অন্তত দেড়শ গজেরও বেশি দুরে। কাজেই ১০ হাজার এবং ৫ হাজার টাকার যে টিকিট ছাড়ার কথা শোনা যাচ্ছে, সেটা নিশ্চিতভাবেই মাঠের ভেতরে যে বসার ব্যবস্থা করা হবে তাদের জন্য।

নৌবাহিনীতে ৮৬ জনের চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীতে ২০টি পদে ৮৬ জন বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের বিবরণ

navy-in-01

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২-৪০ বছর

আবেদনপত্র সংগ্রহ

navy-in-01

আবেদনের ঠিকানা: পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদফতর, নৌবাহিনী সদর দফতর, বনানী, ঢাকা-১২১৩।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০১৯

 

হলে গাঁজা খাওয়ায় দুই ছাত্রীর সিট বাতিল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গাঁজা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আবাসিক ছাত্রীর সিট বাতিল করা হয়েছে। একই কারণে ও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে হলে অবস্থান করায় এক ছাত্রীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত চিঠি টাঙানো হয়। এর আগে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ওই তিন ছাত্রীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় হল প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে আবাসিক ছাত্রী হলের প্রভোস্ট বলেন, গত ১৫ নভেম্বর হলের তিনজন আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তিন ছাত্রীকে গাঁজা সেবনকালে আটক করা হয়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তকালে ওই ছাত্রীদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

এরপর কমিটির সুপারিশের আলোকে গত ২৭ নভেম্বর জরুরি বৈঠক করে জড়িত তিন ছাত্রীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয় হল প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী হলে অবস্থানকারী দুই ছাত্রীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়। পাশাপাশি এক ছাত্রীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

খালেদার জামিন শুনানি পেছানোয় রাজধানীতে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি পেছানোর প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোর আদেশ দেওয়া হলে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমুখ।

bnp-01

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য ছিল ৫ ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ে এ প্রতিবেদন তৈরি না হওয়ায় তা আজ আদালতে দাখিল করেনি রাষ্ট্রপক্ষ। সেজন্য বিএনপি চেয়ারপারসনের জামিন শুনানি ফের পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন আপিল বিভাগ।

১২ ডিসেম্বরের মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীর ‘শারীরিক অবস্থার সবশেষ অবস্থা’ জানিয়ে প্রতিবেদন দাখিল করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জামিন শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

এবার আসছে ২৩৮ কিলোমিটার পাতাল রেল

নিউজ ডেস্ক:

রাজধানীতে বর্তমানে মেট্রোরেলের তিনটি লাইনের কাজ চলমান। যানজট সমস্যা নিরসনে সরকার এবার ২৩৮ কিলোমিটার পাতাল রেল (সাবওয়ে বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল) নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘ঢাকা শহরে সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড মেট্রো) নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা (প্রথম সংশোধন)’ প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সেতু বিভাগ।

এ প্রকল্পের আওতায় মোট ২৩৮ কিলোমিটার অংশের সম্ভাব্যতা সমীক্ষা এবং ৯০ কিলোমিটার অংশের প্রাথমিক নকশা প্রণয়ন করা হবে।
অন্যদিকে বর্তমানে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন- ৬)’ ২০ দশমিক ১০ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল লাইন নির্মাণকাজ চলমান। সম্প্রতি ২০ কিলোমিটার দৈর্ঘ্যের ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) : নর্দান রুট’ এবং ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দৈর্ঘ্যের ‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্প দুটি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। মেট্রোরেলের নতুন এই দুই লাইনের বড় অংশই মাটির নিচ দিয়ে যাবে। এর বাস্তবায়ন কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে।

‘ঢাকা শহরে সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড মেট্রো) নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা (প্রথম সংশোধন)’ প্রকল্পটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়/সেতু বিভাগের উদ্যোগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) বাস্তবায়ন করবে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, এর সম্ভাব্যতা যাচাইয়ে সরকার খরচ করবে ৩২১ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা। মূল প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ২২৪ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার টাকা।

২০১৮ সালের ১ জানুয়ারি শুরু হওয়া এ সম্ভাব্যতা যাচাই ২০২০ সালের ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে সংশোধনে সময় বাড়িয়ে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

প্রকল্প সূত্র জানায়, মূল অনুমোদিত প্রকল্পে পাতাল রেল বা সাবওয়ে নির্মাণের জন্য প্রাথমিকভাবে চারটি রুট চিহ্নিত ছিল, যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। পরে পরামর্শক প্রতিষ্ঠান ইন্টেরিম (অন্তর্বর্তীকালীন) প্রতিবেদন উপস্থাপন করলে স্টেকহোল্ডার ও প্যানেল অব এক্সপার্টরা মোট ২৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ করেন।

পরামর্শক প্রতিষ্ঠান বর্তমানে আরএসটিপিতে (কৌশলগত পরিবহন পরিকল্পনা) প্রস্তাবিত এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৬ এর এলাইনমেন্টের সাথে সামঞ্জস্য রেখে ঢাকা শহরে সাবওয়ে, পূর্ণ যোগাযোগ স্থাপন করতে মোট ২৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের সাবওয়ে নির্মাণের প্রয়োজনীয়তা উপস্থাপন করে বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।

এ সম্ভাব্যতা যাচাই প্রকল্পের গত জুন পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় ১০১ কোটি ৩৭ লাখ ৪২ হাজার টাকা, যা অনুমোদিত ব্যয়ের ৩১ দশমিক ৪৯ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ৩৫ শতাংশ।

যে কারণে ২৩৮ কিমি পাতাল রেলের উদ্যোগ

সেতু বিভাগ বলছে, ঢাকা শহরে বর্তমান জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। এখানে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ৭ হাজার ৯৫০ জন। মোট সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৮৬ কিলোমিটার, সড়কের ঘনত্ব ৯ দশমিক ১ শতাংশ। অথচ মেট্রোপলিটন শহরে সড়কের আদর্শ মান ২০ থেকে ২৫ শতাংশ। এখানে ফাঁকা জায়গা ৩ দশমিক ০৯ শতাংশ অথচ আদর্শ মান ১৫ থেকে ২০ শতাংশ। ঢাকা শহরে যানজটের কারণে প্রতি বছর প্রায় ৫৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে সেতু বিভাগ ঢাকা শহরে পাতাল রেল (পাতাল মেট্রোরেল) নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।

সেতু বিভাগ আরও বলছে, সড়কপথে যেখানে ১০০ বাসে ঘণ্টায় ১০ হাজার যাত্রী চলাচল করতে পারে, সেখানে সাবওয়েতে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল সম্ভব। তবে বিদ্যমান সড়কের ওপর মেট্রো বা সাবওয়ে নির্মাণ করা হলে সড়কের কিছু অংশ দখলের ফলে যানজট কমার ক্ষেত্রে তেমন প্রভাব ফেলবে না এবং নির্মাণকাজ চলার সময় ব্যাপক যানজটের সৃষ্টি হবে। মাটির নিচে সাবওয়ে বা আন্ডারগ্রাউন্ড মেট্রো নির্মাণ করা হলে জনসংখ্যার একটি বিরাট অংশ মাটির নিচ দিয়ে চলাচল করবে। ফলে ভূমির উপরিভাগ যাতায়াতকারী জনসংখ্যা কমবে এবং যানজটও অনেকাংশে কমবে।

যা বলছে পরিকল্পনা কমিশন

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের মত, সংশোধিত প্রস্তাবে আরও ১৪৮ কিলোমিটার বেশি দৈর্ঘ্য যুক্ত করে মোট ২৩৮ কিলোমিটার সাবওয়ে নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এত বেশি দৈর্ঘ্যের সাবওয়ে নেটওয়ার্ক নির্মাণের কারণ সেতু কর্তৃপক্ষ প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভাকে অবহিত করতে পারে।

একই সঙ্গে সম্ভাব্য নতুন রুট এবং আরএসটিপির সাথে সামঞ্জস্যপূর্ণ কি-না, সে বিষয়ে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) পিইসি সভাকে অবহিত করতে পারে।

৯০ কিলোমিটার সাবওয়ে নেটওয়ার্ক স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষার জন্য ৮৯০ জনমাস পরামর্শক সেবার সংস্থান ছিল। আরও ১৪৮ কিলোমিটার (১৬৪ শতাংশ) বেশি দৈর্ঘ্যের সম্ভাব্যতা সমীক্ষার জন্য মোট ১০২৯ জনমাস পরামর্শক সেবার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ মাত্র ১৬ শতাংশ জনমাস বৃদ্ধি করে আরও অতিরিক্ত ১৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের সাবওয়ে নেটওয়ার্ক স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা করা সম্ভব কি-না, সে বিষয়টিও সেতু কর্তৃপক্ষ যেন পিইসি সভাকে নিশ্চিত করে, সেই সুপারিশও করেছে পরিকল্পনা কমিশন।

নলছিটিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নলছিটিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলায় সজল দেওয়ান (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৫ ডি‌সেম্বর) ভোরে দুর্বৃত্তরা সজলকে গলাকেটে হত্যা করেছে। সকালে ৮টার দিকে উপজেলার মালিপুর গ্রামে সজলের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সজল দেওয়ান ওই উপজেলার মালিপুর গ্রামের বা‌সিন্দা ও মালিপুর দরবার শরীফের সাবেক উপদেষ্টা মৃত আমির দেওয়ানের ছেলে। স্থানীরা জানিয়েছে, নিহত সজল দেওয়ান বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, সকালে নিহত সজলের বোন সফি বেগম ঘরের সামনে গেলে রক্তাক্ত অবস্থায় তার মর‌দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে জানিয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, তদন্তের পরই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

মহান বিজয় দিবসের পোস্টার গ্রহণ করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান

মোঃ শাহাজাদা হীরা:
পহেলা ডিসেম্বর বাঙালি জাতির বিজয়ের মাস আর কিছুদিন পরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ৩০ লাখ শহীদের রক্ত ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ৯ মাস রক্তক্ষয়ি যুদ্ধের মধ্যদিয়ে এসেছে এই স্বাধীনতা। আর যে মহান মানুষটির ডাকে সাড়া দিয়ে এদেশের মুক্তিকামী বীর সন্তানেরা যুদ্ধে ঝাপিয়ে পড়েছে। তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গতকাল ৪ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায়, জেলা প্রশাসক বরিশালের অফিস কক্ষে। তথ্য মন্ত্রণালয় এর পক্ষ থেকে এবার মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরের পোস্টার গ্রহন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় পোস্টার হস্তান্তর করেন উপ-পরিচালক বিভাগীয় তথ্য অফিস বরিশাল, মুহাম্মদ হামীরুল আজম। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই পোস্টার মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে লাগানোর জন্য বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল জেলার ১০ টি উপজেলায় পোস্টার বিতরণ করা হবে।

বরিশালে দখলের পথে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়

অমর একুশের গান হিসেবে খ্যাত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুরকার সংস্কৃতিকর্মী ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের নামে বরিশালে প্রতিষ্ঠিত ‘শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের’ জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বরিশালের প্রভাবশালী এক শিল্পপতি ‘শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের’ জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে একাধিক সঙ্গীতপ্রেমী, সাংস্কৃতিক সংগঠক ও স্থানীয় সামাজিক আন্দোলনের নেতারা জানিয়েছেন। তারা যে কোনো মূল্যে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের জমি রক্ষার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি সঙ্গীত বিদ্যালয়ের জমি রক্ষার জন্য বরিশালের জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেছেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানকে বিদ্যালয়টি যথাযথভাবে পরিচালনার জন্য সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছেন।

‘শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের’ সঙ্গীত শিক্ষক বীনা সেন জানান, ১৯৭২ সালে স্থানীয় সঙ্গীতপ্রেমীদের উদ্যোগে অমর ‘একুশে’ গানের সুরকার শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের নামে একটি সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে বরিশাল নগরীর সদরের হাসপাতাল রোডের পাশে সাড়ে ১০ শতাংশ জমিসহ একটি একতলা পাকা ভবন শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের নামে বরাদ্দ দেন তৎকালীন জেলা প্রশাসক আজিজ আহমেদ। সেই থেকে হাসপাতাল রোডের ওই ভবনে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের কার্যক্রম চলে আসছিল। বিদ্যালয়ের কার্যক্রমসহ বিদ্যুৎবিল এবং সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স নিয়মিত পরিশোধ হয়ে আসছে। তবে ও জমি নগরীর প্রাণকেন্দ্রে এবং মূল্যবান হওয়ায় ওই জমির ওপর দৃষ্টি পড়ে নগরীর প্রভাবশালী এক শিল্পপতির। তিনি ওই জমি আত্মসাৎ করার উদ্দেশ্যে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে যাচ্ছেন।

বরিশাল সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু জানান, শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের জমির দিকে প্রায় এক যুগ আগে দৃষ্টি পড়েছে ভূমিগ্রাসীদের। ১৯৯৯ সালে নগরীর রূপাতলীর জনৈক রফিক উদ্দিন আহমেদ রফিজ ও তার পরিবারের সদস্যরা ওই জমি নিজেদের এবং তাদের ভোগ দখলে আছে উল্লেখ জনৈক জিয়াউদ্দিন হাসান কবিরকে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব দেয়। কিন্তু জিয়াউদ্দিন হাসান কবির সঙ্গীত বিদ্যালয়ের ওই জমির ধারের কাছেও যেতে পারেননি। ২০০৭ সালে ওই জমি সরকারি গেজেটভুক্ত হয়। পরবর্তীতে ২০০৮ সালে রফিক উদ্দিন আহমেদ রফিজসহ তার পরিবারের ৭ সদস্য ফের ওই জমি তাদের নিজেদের দাবি করে নগরীর তথা কথিত সাদা মনের মানুষ শিল্পপতি বিজয় কৃষ্ণ দে’র স্ত্রী শৈল দে’র কাছে ১৬ লাখ টাকায় রেজিস্ট্রিমূলে বিক্রি করেন। কিন্তু স্থানীয়দের বাধার মুখে বিজয় কৃষ্ণ দে’ ওই জমি ভোগ দখলে যেতে পারছিলেন না। ২০১২ সালে বিএস রেকর্ডেও ওই সম্পত্তি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হয়।

barishal-Shaheed

শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সঙ্গীত বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তর করে ওই জমি দখলের চেষ্টা করেন বিজয় কৃষ্ণ দে। এ লক্ষ্যে বিজয় কৃষ্ণ দে কালী বাড়ি রোডে একটি ভাড়া ঘরও ঠিক করে দেন। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ অন্যত্র যেতে রাজী না হলে ভেস্তে যায় তার পরিকল্পনা। পরে তিনি ২০১২ সালে বরিশালের যুগ্ম জেলা জজ ও অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আদালতে মামলা করেন। অবাক করা বিষয় হলো, ভিপি স্যুট মামলায়ও বাদী শৈল দে আদালতকে বিভ্রান্ত করে ওই জমি তাদের ভোগ দখলে আছে বলে উল্লেখ করেন। অথচ গত ২৫ মার্চ বরিশালের যুগ্ম জেলা জজ ও অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আদালতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া আবেদনে উল্লেখ করা হয়, ওই জমি শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়কে দেয়া হয় এবং ১৯৭২ সাল থেকে ওই স্থানে বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। ওই জমিতে সরকারের পক্ষে লিজপ্রাপ্ত প্রতিষ্ঠান ছাড়া বাদী শৈল দে বা অন্য কারোর কোনো স্বত্ত্ব বা দখল নেই। উল্লেখিত জমি নগরীর প্রাণ কেন্দ্রে এবং মূল্যবান হওয়ায় আত্মসাৎ করার উদ্দেশ্যে কিছু কাগজপত্র জালজালিয়াতির মাধ্যমে মিথ্যা উক্তি ও দাবিতে মামলাটি করা হয়েছে বলে জেলা প্রশাসনের আবেদনে বলা হয়।

‘শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের’ সঙ্গীত শিক্ষক বীনা সেন জানান, বরিশালে শহীদ আলতাফ মাহমুদের অন্যান্য স্মৃতি চিহ্ন মুছে গেলেও এ সঙ্গীত বিদ্যালয়ের মাধ্যমে ভাষা সৈনিক শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ এবং তার অমর সৃষ্টি সম্পর্কে জানতে পারছিল নতুন প্রজন্ম। দেশ ও জাতীর জন্য জীবন দিয়েছেন আলতাফ মাহমুদ। সুতরাং দেশ ও জাতীর দায়িত্ব আছে তার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান রক্ষার। কেউ যদি ওই জমি দখল করতে আসে তাদের স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের নিয়ে প্রতিহত করা হবে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, শহীদ আলতাফ মাহমুদ একজন দেশবরণীয় ব্যক্তিত্ব। যার কাছে পুরো দেশ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা ঋণী। তার নামের ওই প্রতিষ্ঠানটির জমি যেন বেহাত না হয়ে যায় সেজন্য আইনানুগ যা করণীয়-তাই করা হবে।

নলছিটির মালিপুরে যুবককে জবাই করে হত্যা

ঝালকাঠির নলছিটিতে মালিপুরে সজল দেওয়ান (৩০) জবাই করে হত্যা করা হয়েছে।৫ ডিসেম্বর গভীর রাতে মালিপুর দরবার শরীফের পার্শ্বে নিজ কক্ষে তাকে জবাই করে দুর্বৃত্তরা। সে মালিপুর দরবার শরীফের সাবেক উপদেষ্টা মরহুম আমির দেওয়ানের পুত্র ও নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজ দেওয়ানের ছোট ভাই। সকালে ঘটনা জানাজানি হওয়ার পর নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্বার করেছে।