অমর একুশে গ্রন্থমেলায় বজলুর রশিদ সবুজের “তৃষিত শব্দমালা”

আরিফুর রহমান আরিফ।।
অমর একুশে গ্রন্থমেলায় ২০২১ প্রকাশিত হয়েছে কবি বজলুর রশিদ সবুজের ৮ম কবিতাগ্রন্থ “তৃষিত শব্দমালা । বই মেলায় পিয়াল প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স ১৫৯ নং স্টলে পাওয়া যাচ্ছে এ বইটি।এর আগে ২০১৬ নকল মানুষ, ২০১৭ সালে অসম্ভব অন্ধকার, মায়ের কোলে যাবো, ২০১৮ সালে নিস্তরঙ্গ নদী, কৈতব কবল,২০১৯ সালে জ্বলন্ত জলের পাহাড়, ২০২০ সালে নিহত অস্তাচল প্রকাশিত হয়।

কবি বজলুর রশিদ সবুজ ২৮ তম বিসিএস এর মাধ্যমে ২০১০ সালে ভান্ডারিয়া সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০১৩ সালে বদলী হয়ে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে আসেন। ২০১৭ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ঝালকাঠি সরকারি কলেজে যোগদান করেন।

কবি বজলুল রশিদ সবুজ জানান, একরকম ভালো লাগা থেকে কবিতা লেখা। আমি কবিতা লিখতে পছন্দ করি। ২০১৬ সালে আমার প্রথম কবিতাগ্রন্থ বইমেলায় প্রকাশিত হয়। আর সেই থেকে প্রতিবছরই আমার লেখা বই প্রকাশ হয়। প্রকাশিত কবিতাগ্রন্থে ভুলত্রুটি থাকলে সকল পাঠককে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। সকলের দোয়া ও সহযোগিতায় কামনা করছি।

কথা হয় ঝালকাঠি সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের কিছু শিক্ষার্থীদের সাথে তারা জানান,আমাদের স্যারের লেখা কবিতা তার ফেইসবুক আইডি থেকে পড়ে খুবই ভালো লাগে।তার বই মেলায় প্রকাশিত হওয়া আমাদের গৌরবের বিষয়।

ঝালকাঠিতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ আটক-২

বরিশালে ২৪ হাজার ৪শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার ২টার দিকে ঝালকাঠি জেলার বাতাসাপট্টি রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নোয়াখালী জেলার সুবর্ণচর থানার মৃত খুরশীদ আলমের ছেলে মোঃ বেলায়েত হোসেন (৪০) ও চট্টগ্রামের খুলশী থানার মৃত আবুল হাসেমের ছেলে নির আহমদ (৪১)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার সদর থানাধীন বাতাসাপট্টি রোড সংলগ্ন আরাফাত বোডিংয়ের ৪০৪ নম্বর কক্ষে অভিযান চালানো হয়।

এসময় পালানোর চেষ্টাকালে ২৪ হাজার ৪শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮১ হাজার ৮৩০ টাকাসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৮ এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ঝালকাঠিতে টিকা নেওয়ার ২১ দিন পর করোনায় কলেজ শিক্ষকের মৃত্যু

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদার (৬০) নামে এক কলেজশিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন।

বুধবার (৩১ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল বসার বাদশা। তিনি জানান, কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের জয়খালী গ্রামের বাসিন্দা মহিউদ্দিন হাওলাদার।

দীর্ঘদিন ধরে তিনি শারীরীকভাবে অসুস্থ ছিলেন। সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, গত বুধবার (১০ মার্চ) বরিশাল জেনারেল হাসপাতালে করোনা ভ্যাকসিন নেন মহিউদ্দিন সরকার। ভ্যাকসিন নেওয়ার চার দিনের ব্যবধানে শরীরে জ্বর আসে। একই সঙ্গে করোনার অন্যান্য উপসর্গও দেখা দেয়।

২৪ মার্চ করোনা পরীক্ষা করালে ২৫ মার্চ রিপোর্ট পজেটিভ আসে। ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভ্যাকসিন নেওয়ার ২১ দিন পর তার মৃত্যু হয় বলে পরিবার জানায়।

নলছিটিতে মাস্কবিহীন ব্যক্তিকে জরিমানা

আরিফুর রহমান আরিফ ।। ঝালকাঠির নলছিটিতে মাস্ক ব্যবহার না করার দায়ে ৩ ব্যক্তিকে ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার(৩১ মার্চ)বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এ জরিমানা করেন।

এসব বিষয়ে ইউএনও রুম্পা সিকদার বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে এখন বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে।জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক অভিযান করা হয়। এসময় মাস্ক ব্যববহার না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০ টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং স্বাস্থ্যবিধি মানার জন্যগ প্রচার-প্রচারণাও করা হয় বলে জানান ইউএনও।

ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপির ঘরবন্দী বিক্ষোভ

কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠিতে বিক্ষোভ কর্মসূচী পালনের আয়োজন করে জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১১টায় পুরাতন কলেজ রোডে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন’র চেম্বারে নেতাকর্মীরা জড়ো হয়।

এসময় পুলিশের একাধিক টিম চেম্বারের সামনের রাস্তায় অবস্থান নেয়। এতে নেতাকর্মীরা চেম্বারের মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়েন।

একপর্যায়ে চেম্বারের ভেতরেই প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা। এতে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু,

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য রফিকুল ইসলাম জামাল, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম তালুকদার,

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম আজম সোহানসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম তালুকদার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধের নির্দেশনা অনুযায়ী আমরা রাস্তায় দায়িত্ব পালন করছি।

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানকে কোপানোর ঘটনায় মামলা

ঝালকাঠি সদরের গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একে এম জাকির হোসেনকে কোপানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান।

তিনি জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

এর আগে গত শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় কয়েক দফা কুপিয়ে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের গেলো দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও চলমান নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একে এম জাকির হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

আহতের ছেলে মিনহাজুল ইসলাম তপু বাংলানিউজকে জানান, গত শুক্রবার সন্ধ্যায় বাবা একে এম জাকির হোসেনের সঙ্গে তিনি ও তার ছোটভাই মাজহারুল ইসলাম তৌকিসহ আত্মীয় স্বজন ও কর্মীরা মিলে নির্বাচনী প্রচারণার কাজে বাড়ি থেকে বের হন।

বাড়ির সামনে গাবখান ব্রিজের ঢালে তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় হামলাকারীরা দেশীয় ধারলো অস্ত্র নিয়ে সেখানে আসে।

এসময় হামলাকারীরা নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ মাসুমের বিরুদ্ধে প্রার্থী হওয়ার কারণ জানতে চায় এবং বাবা একে এম জাকির হোসেনেরে পায়ে কুপিয়ে গুরুতর জখম করে।

রক্তাক্ত অবস্থায় বাবা বাড়ির ভেতর চলে যায়। পরে সেখান থেকে সাংবাদিকদের সহায়তায় বাবাকে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার সময় পুনরায় আমাদের ওপর হামলা চালায়।

এসময় বাবার মাথায় দুটি, পিঠে একটি ও হাতের আঙুলে ১টি কোপ লাগে, সেসঙ্গে হাতের হাড়েও আঘাত লাগে। পরে বাবাকে অ্যাম্বুলেন্সযোগে ঝালকাঠি সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওয়ানা হলে দুর্বৃত্তরা সেখানেও হামলা চালানোর হুমকি দেয়।

এ কারণে পুলিশকে বিষয়টি জানিয়ে তাদের সহায়তায় বাবাকে পরবর্তীতে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

মিনহাজুল ইসলাম তপু জানান, এদিকে ওই হামলার সময় তিনি ও তার ছোটভাই মাজহারুল ইসলাম তৌকি, চাচাতো ভাই রাজু, ফুপাতো ভাই খলিলকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

এর মধ্যে কলেজপড়ুয়া মাজহারুল ইসলাম তৌকির কানে কুপিয়ে আঘাত করা হয়। যাদেরকেও পরবর্তীতে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তপু বলেন, হামলার ঘটনার পর তার মা রুবি আক্তার থানায় একটি লিখিত অভিযোগ দেন। যেখানে লিয়াকত আলী খান, রাজু, পলাশ, রাহাতসহ ১০ জন নামধারী ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত ২৮ মার্চ অভিযোগটি মামলা হিসেবে থানায় রেকর্ডভুক্ত হয়েছে। আর এ ঘটনায় লাবলু নামে এজাহারনামীয় একজনকে গ্রেফতারও করা হয়েছে।

তবে, আমরা চাই মূল হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হোক, কারণ তারা নানানভাবে আমাদের লোকদের ভয়ভীতি দেখাচ্ছে।

চেয়ারম্যান প্রার্থীর ছোট ছেলে আহত মাজহারুল ইসলাম তৌকি জানান, তার বাবা জনগণের ভালোবাসা পেয়েই গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের পরপর দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।

তিনি এবারেও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এবং আনারস প্রতীক নিয়ে লড়ছেন। তিনি কখনো সংঘাতের রাজনীতি করনেনি।

হামলাকারীরা বাবাকে এমনভাবে কুপিয়েছে যে প্রচুর রক্তক্ষরণে বাবার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিলো। এ হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান কলেজছাত্র তৌকি।

নলছিটিতে ঘর পুড়ে ছাই, ইউএনওর পরিদর্শন


আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটির কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসত ঘর পুড়ে গেছে।

শনিবার ( ২৭ মার্চ) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি বসত ঘরে সব মালামাল সহ দলিল পুড়ে যায়।

এলাকাবাসী, ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বেলা ১টার দিকে ফয়রা গ্রামের সত্তার বেপারীর ২ টি বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর স্থানীয়রা নলছিটি ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে গ্রামের অপ্রশস্ত রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে পৌঁছতে পারে না। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

পরে তা পাশের উজ্জ্বল বেপারীর ঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন নেভানোর কাজে অংশগ্রহণকারী উমর আলী(৩০) সালাম (৫০) আহত হন। বর্তমানে তাঁরা কুশঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। তিনি ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে বায়তুল মোকাররম এলাকা। মোদির সফরের বিরোধীতাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।

শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে ইসলামি দলগুলো বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসেছেন। আগে থেকেই মোদির সফরের বিরোধীতা করছিলেন দেশের বিভিন্ন ইসলামিক দল এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (২৬ মার্চ) সকালে ভারতের প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে তার সম্মানে ২১ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়। এসময় বিমানবন্দরে দুই প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। নরেন্দ্র মোদি ২৭ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

ঝালকাঠি থেকে ৮ রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট অব্যাহত

ঝালকাঠি থেকে ৮টি রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে ঝালকাঠি থেকে বরিশাল, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে না জেনেই বাসস্ট্যান্ডে এসে বিপাকে পড়েছেন। সকালে ঝালকাঠি বাসস্ট্যান্ডে দেখা যায় কেউ কেউ অনেক বেশি ভাড়ায় ভাড়ায়চালিত মোটরসাইকেল কেউ আবার অটোরিক্সায় গন্তব্যে যাবার চেষ্টা করছেন।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ জানান, আজ বুধবার দুপুরে বরিশাল পুলিশ প্রশাসনের তাদের বৈঠক রয়েছে, বৈঠকে বরিশালের প্রশাসন যদি তাদের শ্রমিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে তাহলে তারা ধর্মঘট প্রত্যাহারের বিষয় চিন্তা করবেন।

উল্লেখ্য, সোমবার রাতে বরিশাল রুপাতলী বাস টার্মিনালে বরিশালের বাস শ্রমিকদের সাথে ঝালকাঠির বাস শ্রমিকদের মারামারির জের ধরে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি তাদের শ্রমিকদের উপর হামলা, মালামাল লুট ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি থেকে ৮টি রুটে বাস ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিকায়নের দাবীতে স্মারক লিপি প্রদান

আরিফুর রহমান আরিফ ।।
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জামের সংকট চলছে বহুদিন ধরে ফলে দীর্ঘদিন ধরে কোনো ধরনের অস্ত্রোপচার হচ্ছে না একই সঙ্গে সাধারণ স্বাস্থ্যসেবার মান নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। আধুনিক চিকিৎসা সামগ্রী ব্যবহার ও সেবার মান বৃদ্ধির করার দাবীতে সিভিল সার্জন বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। সোমবার (২২মার্চ )সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নলছিটি উপজেলাবাসীর পক্ষ থেকে বালি তুর্য ও এইচএম রিভান এ স্মারক লিপি প্রদান করেন। এসময় তারা বলেন এখানে আধুনিক প্রযুক্তি থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। যার কারনে উপজেলার মানুষদের চিকিৎসা সেবা নিতে নানান ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্মারকলিপি সকাল দশ ঘটিকায় দেওয়ার কথা থাকলেও নলছিটি উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা শিউলি পারভীন কর্মস্থলে আসতে দেরি হওয়ায় সকাল এগারো ঘটিকায় সিভিল সার্জনের পক্ষে স্বারকলিপিটি তিনি গ্রহন করেন এবং সমস্যাগুলো সামাধানের জন্য সিভিল সার্জনের কাছে অনুরোধ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

স্বারকলিপি প্রদান কারীরা আরও বলেন এখানে নতুন ভবনের টয়লেটসহ অন্যান্য পরিবেশ খুবই নোংরা যা রোগীদের ব্যবহারের অনুপোযোগী তাই আমরা আগামী সাতদিনের মধ্যে সমস্যার সমাধান না পেলে মাননীয় সংসদ সদস্য আমির হোসেন আমু (এমপি) মহোদয়কে অবহিতকরনসহ কঠোর আন্দোলন গড়ে তুলবো।

স্থানীয়রা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের বিভিন্ন ক্লিনিকে নেয়ারপরামর্শ দেন। অনেক সময় বাধ্য হয়ে তাদের উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হতে হয়।এতে অনেক টাকা খরচ হয়। অথচ সরকারি এ হাসপাতালে সিজারিয়ান অপারেশন হলে স্বল্প খরচে তারা সেবা পেতেন।