পিরোজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ মোঃ নাঈম (৪৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক নাঈম পিরোজপুর সদর উপজেলার সিআই পাড়া এলাকার মৃত সৈয়দ আলী খানের পুত্র। তার নামাজপুর বলেশ্বর ব্রিজের নিচে ঔষধের দোকান রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে পিরোজপুর থানায় একটি মাদক রয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানার এসআই রবিন ও এএসআই সোহাগ রানা উত্তর নামাজপুর পার্কের সামনে অভিযান চালিয়ে তাকে আকট করে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এব্যাপারে নাঈমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার সাকলে জেলা হাসপাতালের আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় বলে পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান।

মৃত ব্যক্তির বাড়ি পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে।
সিভিল সার্জন বলেন, “মঙ্গলবার জ্বর ও শারীরিক নানা সমস্যা নিয়ে ওই ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তার শরীরে জ্বর থাকায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে। পরে সেখানেই তার মৃত্যু হয়।”

মারা যাওয়া ওই ব্যক্তির কোভিড-১৯ উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসনত।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

পিরোজপুরে মহানবী (সঃ) কে কটুক্তি করায় শ্রীঘরে প্রানকৃষ্ণ হালদার

পিরোজপুরের নাজিরপুরে হযরত মুহম্মাদ (স:) ও ইসলাম নিয়ে ফেসবুকে আপত্তিকর লেখা পোষ্ট দেয়ায় প্রান কৃষ্ণ হালদার (৫৫) নামের এক জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রান কৃষ্ণ হালদার উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন মৃত জ্ঞানেন্দ্র হালদারের পুত্র। মঙ্গলবার (২মে) সকাল ১০টায় তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত প্রান কৃষ্ণ হালদার তার নিজের ফেসবুকে মুহম্মদ (স:) ও ইসলাম নিয়ে আপত্তিকর পোষ্ট দেয়ার ঘটনায় উপজেলা সদর বাজারের ঔষধ ব্যবসায়ী এসএম রিয়াজ উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার সকালে নাজিরপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।
দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ওই প্রান কৃষ্ণ হালদার তার নিজের ফেসবুক আইডিতে মুহম্মাদ (স:) ও ইসলাম নিয়ে আপত্তিকর পোষ্ট দেয়। এর আগে ওই লেখা একটি ফেসবুক আইডি থেকে ২৯ মে রাত ৮ টা ০৪ মিনিটে ইসলাম ধর্ম ও মুহম্মাদ (সা:) কে কটুক্তিসহ অবমাননাকর একটি পোস্ট করা হয়। ওই পোস্টটি অভিযুক্ত তার নিজের আইডিকে শেয়ার করেন। আটকের পর পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেন। এসময় পুলিশ ও সংবাদকর্মীদের সামনে অভিযুক্ত প্রাণ হালদার ওই পোস্টটি তার আইডিতে শেয়ার করাসহ আইডিটি তার ব্যক্তিগত আইডি বলে স্বীকার করেন।
জানা গেছে, অভিযুক্ত ওই প্রান কৃষ্ণ হালদার নাজিরপুর উপজেলা আ’লীগের সাবেক আহ্বায়ক ও বর্তান উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের চাচাতো ভাই। তবে এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বলেন, প্রাণ হালদার আমার চাচাতো ভাই সেটা ঠিক। তবে তাদের সাথে আমাদের পারিবারিক সর্ম্পক তেমন ভালো নয়। সে যে কাজটা করেছে সেটা অন্যায় । তার বিচার হওয়া উচিত।
এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ইসলাম ও মুহম্মাদ (স:) কে নিয়ে কটুক্তিকর পোষ্ট দেয়ায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। এ মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

কাউখালী কেন্দ্রে সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ ৫ রেহনুমা কামাল

তানভীর আহমেদ:
পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ২০২০ সনের এস এস সি পরীক্ষায় বরিশাল বোর্ডের ফল প্রকাশিত হলে,দেখা গেছে কাউখালী উপজেলা সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ গ্রহনকারি মোট পরিক্ষার্থী ছিল ৬৮৩ জন ,তার মধ্যে জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হয়েছে ১৮ জন। কেজি ইউনিয়ন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১১ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছেন।

এদিকে সদর উপজেলা হতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ, তিনদিকে নদী বেষ্টিত ১নং সয়না রঘুনাথ পুর ইউনিয়নের অজপাড়া গাঁয়ে অবস্থিত, ই,জি,এস শিক্ষা নিকেতন থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ গ্রহন করে,রেহনুমা কামাল (রোল ১২৫৭৯৪) ৯৯৩ নম্বর পেয়ে কাউখালী উপজেলায় প্রথম হয়েছে। ৯৭৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্হানে রয়েছে এসবি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মালিহা মাহজাবিন, ইতিপূর্বে তারা উভয়ই জেএসসি ও পিইসি পরীক্ষায় ও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল,ভবিষ্যতে তারা চিকিৎসক হতে আগ্রহী।

যাত্রীদের শারিরীক দূরত্ব নিশ্চিত না করেই পিরোজপুর ছাড়লো ২ লঞ্চ

লঞ্চ সার্ভিস চালু হওয়ার পর প্রথম দিনে যাত্রীদের শারিরীক দূরত্ব না মেনেই পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে দুইটি লঞ্চ ছেড়ে গেছে।

বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে এম ভি পারাবত- ১৪ এবং মর্নিংসান-৯ নামের লঞ্চ দুটি হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায়। প্রথম দিনে টার্মিনালে যাত্রীদের চাপ ছিল খুব বেশি।

তবে যাত্রীরা ফেসমাস্ক পরিধান করলেও, শারিরীক দূরত্ব মানার দিকে তাদের কোন আগ্রহই লক্ষ্য করা যায়নি। লঞ্চ চলাচলের সার্বিক বিষয় সম্পর্কে জানতে বিকেলে লঞ্চ টার্মিনালে যান পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

তবে যাত্রীদের স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে লঞ্চঘাট কর্তৃপক্ষ।

পিরোজপুরে ঢাকা ফেরত ইউপি সদস্য করোনা আক্রান্ত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়েছেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ হোসেন (৫০)। শুক্রবার (২৯ মে) দুপুরে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসন ওই ইউপি সদস্যের বাড়ি লকডাউন ঘোষণা করেছে।

করোনা আক্রান্ত ইউপি সদস মুঠোফোনে জানান, তিনি ঠান্ডা সমস্যাসহ দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছেন। গত ১৮ মে তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরার পর ঠান্ডার সমস্যা অনুভব করেন। বিষয়টি জানার পর হাসপাতাল থেকে এসে তার নমুনা নিয়ে যায়। ওই সময় থেকেই তিনি সেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন।

এ সময় তিনি বলেন, বর্তমানে তার শরীর সম্পূর্ণ সুস্থ। শরীরে যদি করোনা থাকে তাহলে এতদিনে তিনি অসুস্থ হয়ে পড়তেন। তাই তিনি পুনরায় নমুনা পরীক্ষা করার দাবি জানান।

এ বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, ইউপি সদস্য সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন। গত ২৫ মে হাসপাতাল থেকে তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়। শুক্রবার দুপুরে বরিশাল থেকে জানানো হয় তার করোনা পজিটিভ।

দুঃস্থ কল্যানের উদ্যোগে কাউখালীতে ইফতার সামগ্রী বিতরণ

কাউখালী (পিরোজপুর) সংবাদ দাতা:
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার করোনা প্রদুর্ভাবের কারনে নিম্নবিত্ত ও কর্ম হীনদের কষ্ট ও বেদনার সময় মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন! সাবেক মন্ত্রী ও পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য জনাব অানোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুঃস্থ্য কল্যান সংস্থা, কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যে পৌছে দেওয়া হয়েছে মানবিক সহায়তা সামগ্রী! শাড়ী, লুঙ্গি ও চাল, আজ কাউখালী উপজেলার তিনদিকে নদী বেষ্টিত উপজেলা সদর থেকে স্হল ভাগে বিচ্ছিন্ন রিমোট এরিয়া ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসেস এলিজা সাঈদ এর উপস্থিতিতে বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে বসে থাকা অনাগ্রসর ও কর্মহীনদের মধ্যে বিতরণ করা হয়েছে উল্লেখিত সহয়তা সামগ্রী এ সময় অন্যান্য দের মধ্যে উপজেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি শাহ অালম নসু,ইউনিয়ন পর্যায়ের স্হানীয় নেতাকর্মী, পরিষদের সদস্য,এবং গন্যমান্য স্হাপন ব্যক্তিবর্গ। তানভীর অাহমেদ, ভান্ডারিয়া ও কাউখালী (পিরোজপুর ) সংবাদ দাতা।

জনতার মা উপধি পেলেন কাউখালি উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা:
মা তার শন্তান কে হেফাজতে বা সুরক্ষিত রাখতে গিয়ে নিজের জীবন কে তুচ্ছ মনে করে হাসিমুখে সবকিছু করেন নিরবে নিভৃতে, কারও সাধুবাদ পাওয়া যেন তার কাম্য নয়, শুধুচান তার শন্তান যেন থাকে নিরাপদে, বঙ্গোপসাগরে কোল ঘেঁষা পিরোজপুর জেলার কাউখালি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোসা. খালেদা খাতুন রেখা তিনি কাউখালীর উপজেলাকে ,নিজের শনতান মনে করে করোনার সংক্রমনের হাত থেকে রক্ষার জন্য, সকাল থেকে থেকে গভীর রাত পর্যন্ত! রাত পোহাতে যেন ডাক হরকরার ন্যায় একটানা ছুটে চলছে উপজেলার এ প্রান্ত থেকে অপর প্রান্ত।

বিনিদ্র সার্বক্ষণিক শুধু ছুটে চলা, লকডাউনকে টেকসই করতে যা তার করনীয়, অাবার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কোন সমস্যা হচ্ছে কিনা, অনাহারে কেহ দিনযাপন করছে নাকি? কে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছেন? কেউ বিদেশ থেকে বা জেলা উপজেলার বাহির হতে কেউ অাসলে তাদের কে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে হোম কোয়ারেন টাইনে রাখা, প্রয়জনে আইনি উদ্যোগ নেওয়া! মানুষের চলাচলে সামাজিক নিরাপত্তা ও দুরত্ব বজায় রাখতে জনগণ সার্বক্ষনিক অতন্দ্র পাহারায় রেখে জগগনের সার্বিক নিরাপত্তা বেষ্টনীর ভেতর রেখেছেন! তার পরিপেক্ষিতে বিছিন্ন ভাবে একজনকে মাএ করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে তিনি উপজেলার ভবঘুরে মানসিক ভারসাম্যহীন অনাহারী মানুষগুলোকে রাতে নিজে ঘুরে নিজ হাতে খাবার দেন, এমনকি নিজ হাতে এক মানুষিক ভারসাম্য হীন মহিলাকে খাওয়াইয়া দেবার ভিডিও ভাইরালও হয়েছিল এই উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। লকডাউনের কারনে অনাহারী বাজারের কুকুরগুলোর জন্যও রুটিন মাফিক খাবার দিয়ে যাচ্ছেন।

কুকুর গুলো তার গাড়ী দেখা মাএ দেহরক্ষীর ন্যায় তাকে ঘিরে ধরে,যা সত্যি ই অদ্ভুত! সর্বএ ই তার বিচরণ, উপজেলা র প্রাণি সম্পদ রক্ষার জন্য এই অধিদপ্তরের চিকিৎসক ও কর্মিদের দিয়ে দিয়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা নিশ্চিত করছেন! গত মার্চের শেষ সপ্তাহ থেকে করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা শুরুর আগে থেকে তিনি সরকারি নির্দেশনার পাশাপাশি করোনা সংক্রমন বিস্তার রোধে অসাধারণ অনিন্দ্য সুন্দর সময় উপযোগী কাজ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে জনতার কাছে মানবতার মা উপাধি লাভ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোসাঃ খালেদা খাতুন রেখা। তিনি সমস্ত হাট-বাজার বন্ধ করে দিয়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষে অর্ধশতাধিক রিকশা ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমান বাজারের ব্যবস্হা করে অবরুদ্ধ মানুষের স্বাভাবিক জীবন চলমান রাখতে চেষ্টা করেন! নিজস্ব সেচ্ছাসেবক দিয়ে দুর্গম এলাকায় পন্য সামগ্রি পাঠানোর ব্যবস্হা করেন তিনি।

কাউখালী পাইলট স্টেশন (অাভ্যন্তরীন পোতাশ্রয়) নদীতে নোঙর করা জাহাজের স্টাফদের প্রয়োজনীয় বাজারের জন্য, ঝুঁকি এড়ানোর ব্যবস্হা হিসেবে নদীতে ট্রলারের মাধ্যমে ভ্রম্যমান বাজার চালুকরেন। নিজের পরিবার পরিজনের কথা তিনি বেমালুম ভুলে তিনি সকাল সন্ধ্যা নিজ হাতে হ্যান্ড মাইক নিয়ে রাস্তা ঘাটে পথে-প্রান্তরে সতর্ক করেছেন মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে।

শত ব্যস্হতার মধ্যেও অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন রুটিন মাফিক ! নান্দনিক উপজেলা নির্বাহী অফিসার তিনি সকলের মুখে একজন সফল সরকারি কর্মকর্তা ও গণমানুষের অাস্হা ভাজন, মা, উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মো. রফিকুল হক ও করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে বিপ্লবী যোদ্ধা হিসেবে সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন।

স্বরূপকাঠিতে প্রথম করোনা রোগী শনাক্ত, ২ বাড়ি লকডাউন

পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. কাঞ্চন (৩৩) নামে এক ট্রাক ড্রাইভার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ খবর পেয়ে রাতেই আক্রান্তের বাড়িসহ দুটি বাড়ি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

করোনা আক্রান্ত কাঞ্চন উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের (আলকিরহাট) দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বলেন, কাঞ্চন নিজে গত বুধবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে চলে আসে। বৃহস্পতিবার রাতে ওই হাসপাতাল থেকে তার কভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বরিশাল শেবাচিমে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডা. ফিরোজ আরও জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন আগে অত্র এলাকায় মোটরসাইকেল চালাতো। বর্তমানে সে যশোরে ট্রাক চালায়। সেখান থেকেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

এদিকে উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

ভান্ডারিয়ায় বেড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা

ভান্ডারিয়া (পিরোজপুর)সংবাদ দাতা:
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার করোনা ভাইরাসে অদ্য পর্যন্ত অাক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জন, যদিও ইতি মধ্যে দুইজন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করছেন! ইকরি ইউনিয়নে একঘরে তিন জন সংক্রমিত হওয়ায় খবর পাওয়া গেছে, গত দুইদিন আগে তেলিখালি ইউনিয়নে দুইজন সনাক্ত হয়েছে, ভান্ডারিয়া পৌর এলাকার জামির তলা থেকে প্রথম করোনার সুএপাত হলেও পরবর্তীতে গৌরিপুর, ইকরি, তেলিখালি সবর্এ ছড়িয় পরে, ,৬ টি ইউনিয়ন ও ১ পৌর সভা নিয়ে ভান্ডারিয়া উপজেলা গঠিত, তবে এখন পর্যন্ত, ভিটাবাড়ীয়া ও ধাওয়া ইউনিয়ন বাসী করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি উপজেলা সদস্য সচিব জনাব সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, সরকারি নির্দেশনার পাশাপাশি নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রতিরোধ মুলক ব্যবস্হা নেয়ার কারনে এ-ই ইউনিয়ন করোনা ভাইরাস মুক্ত রয়েছেন, নিজেই প্রতিনিয়ত অকারনে মানুষের যাতায়াত ও স্হানীয় গনপরিবহন কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রণ করেন, এমন কি, ঢাকা বা অনর্এ থেকে নিজের বাড়িতে অাসলেও নির্ধারিত সময় সীমা অতিক্রম না হওয়া পর্যন্ত বাড়ি থেকে বেড় হতে কড়াকড়ি আরোপ করেন, এমন কি লকডাউন করে দেন! পিরোজপুর সদর উপজেলা অাক্রান্তের সংখ্যা ১২ এরপরই ভান্ডারিয়া উপজেলা দ্বিতীয় অবস্হানে রয়েছে করোনা ভাইরাস সংক্রমণে অাক্রান্তের সংখ্যায়। তানভীর অাহমেদ, ভান্ডারিয়া ও কাউখালী, (পিরোজপুর) ০১৭১১২১৯২৪০.