‘কোমর ভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করেছে’

ডেস্ক রিপোর্ট :

লাঠির মাথায় আবারও জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামলে খবর আছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোমর ভাঙা, হাঁটু ভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করেছে। লাঠির দিন চলে গিয়েছিল, এখন আবার ফিরিয়ে আনছে বিএনপি।

রাজধানীতে আজ বুধবার উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শৃঙ্খল মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই বিশ্ব ব্যাংককে আঙুল উঁচিয়ে বলেছিলেন, তুমি টাকা না দিলেও নিজের টাকায় পদ্মা সেতু করবো। সেটা করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। কয়েকদিনের মধ্যে মধুমতি সেতু উদ্বোধন করা হবে। তখন নড়াইল, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল মানুষ পদ্মা সেতুর আরও কাছাকাছি হয়ে যাবে।

বিশ্ব সংকটের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এখন যে সংকট চলছে সেটা শুধু বাংলাদেশের নয় বিশ্ব সংকট। এজন্য আমাদের মত ছোট ছোট দেশকে মূল্য দিতে হচ্ছে। এই সংকট সারা বিশ্বে চলছে। জ্বালানি থেকে শুরু করে সবকিছুর সংকট চলছে। এজন্য সাময়িক বিদ্যুতের সমস্যা হচ্ছে। তারপরও শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন সমস্যা সমাধানের। বাংলাদেশের ঘরে ঘরে শেখ হাসিনা বিদ্যুৎ দিয়েছেন। কিন্তু বিএনপির মত খাম্বা দেইনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পতাকার সঙ্গে যদি লাঠি লাগিয়ে সামনের দিকে রাস্তায় নামেন তাহলে খবর আছে। আমি পরিষ্কার বলতে চাই, সামনে খবর আছে লাঠি খেলা চলবে না। আন্দোলন করেন যত পারেন, কিন্তু লাঠি খেলা চলবে না। আগুন নিয়ে খেলা, অগ্নিসন্ত্রাস চলবে না। আওয়ামী লীগ রাজপথ কাউকে ইজারা দেয়নি। আওয়ামী লীগ রাজপথে আছে। আওয়ামী লীগ প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে রাজপথেই তা প্রমাণ হবে। রাজপথ কারও পৈতৃক সম্পতি নয়।

তিনি বলেন, গত নির্বাচনের আগেও বিএনপি দল গঠন করেছিল কিছুই করতে পারেনি। এবারও ২২ দলীয় দল করছে। এ দল গঠন করে কোনো লাভ হবে না। এই দলও জগাখিচুড়ি হবে। দেখার অপেক্ষায় আছি।

হাজারীবাগ আওয়ামী লীগের দুই নেতাকে মেরে রক্তাক্ত করেছে বিএনপি এর প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছে। তারা আন্দোলনের নামে সংঘাতের জন্য উসকানি দিচ্ছে। তারা সংঘাত চায়। আওয়ামী লীগ কখনো সংঘাত চায় না, কিন্তু কোনো বিশৃঙ্খলা করলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেওয়া হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, আবারও এই বাংলায় গণতন্ত্রের বিজয় হবে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন অর্জনের বিজয় হবে। কোনো সন্ত্রাসী দলের নয়। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও বিজয়ের বন্দরে পৌঁছাবে। জনগণ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ। দেশের মানুষ কাকে চায় আগামী নির্বাচনে তা প্রমাণ হয়ে যাবে। শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, অবশ্যই তার প্রতিদান পাবেন।

সজীব ওয়াজেদ জয়ের দক্ষতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে এবং এর সুফল দেশের মানুষের ভোগ করছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সজীব ওয়াজেদ জয় গত নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন সেটা সেটা সম্পন্ন করেছেন। এর সুফল দেশের মানুষ ভোগ করছে। এবার তার লক্ষ্য ভিন্ন। তিনি স্মার্ট বাংলা নির্মাণ করবেন। সেই লক্ষ্য কাজ করে চলেছেন, শেখ হাসিনা তা তুলে ধরছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বরিশালে জেলা ছাত্রদলের প্রতিবাদ ঝটিকা বিক্ষোভ মিছিল

শামীম আহমেদ ॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গণতন্ত্র পূর্ণউদ্ধার আন্দোলনের মিছিলে বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বরিশাল জেলা ছাত্রদল রাতে জেলা সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে এক ঝটিকা বিক্ষোভ মিছিল করে।

আজ মঙ্গলবার (২৭) সেপ্টেম্বর রাত ৭টায় নগরীর জেলখানা মোড় থেকে এঝটিকা প্রতিবাদ বিক্ষোভ মিছিল বেড় করে।মিছিলটি সদররোড,বিবিরপুকুর পাড় হয়ে পুনরায় সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ে এসে শেষ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোর্সেদ,আল-আমিন,যুগ্ম সম্পাদক সজল,রাহাত,বি.এইচ আল-আমিন,মেহেদী ও হাসিব।

 

বিএনপি যতই লাফালাফি করুক কাজ হবে না: কাদের

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ। রাজপথ থেকে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, বন্দুকের নল থেকে নয়। আওয়ামী লীগ আগে হামলা করবে না। হামলা হলে কী করতে হবে সেটা সময় হলে বলে দেবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি যতই লাফালাফি করুক তাতে কাজ হবে না।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কদমতলী থানা আওয়ামী লীগ ও কয়েকটি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার প্রতি বিএনপির আস্থা থাকার দরকার নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যারা আজিজ মার্কা নির্বাচন করেছে তাদের আস্থার দরকার নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে।

কাদের আরও বলেন, বিদেশি দূতাবাসে গিয়ে সুখেই আছে বিএনপি। ওখানে গিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নালিশ করে। নালিশ পার্টি বিএনপি এখন উভয় সংকটে। আন্দোলনেও বিপদ, নির্বাচনেও ভয়।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, তথাকথিত ঐক্যজোট খানখান হয়ে যাবে, অপেক্ষা করতে হবে। একটা আদর্শের জন্য ত্যাগ স্বীকার করেছে আওয়ামী লীগ। আন্দোলন ও নির্বাচনে খেলা হবে।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসের পথে হাঁটছে। মারামারি করার সময় লাঠিতে জাতীয় পতাকা ঝুলিয়ে তারা জাতীয় পতাকার অবমাননা করছে। এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

 

বরিশালে নবগঠিত তাঁতীদল কমিটির সভাপতি এইচ এম আনিচ ও সম্পাদক শাহ আলম কারিকর

শামীম আহমেদ ॥

বাংলাদেশ জাতীয়তবাদী তাঁতীদলের বরিশাল দক্ষিণ জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে (আংশিক) সভাপতি ও সম্পাদক সহ ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান।

এইচ.এম আনিচুর রহমানকে সভাপতি ও মশিউর রহমান লিটন সিনিয়র সহসভাপতি,শাহ আলম কারিকর, সাধারন সম্পাদক,মোঃ শাহিন হাওলাদার,যুগ্ম সাধারন সম্পাদক ও মোঃ রিপন শরীফকে সাংগঠনিক সম্পাদক করে এই ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

বর্তমান ঘোষিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে থানা ও পৌরসভা এলাকায় গিয়ে প্রতিনিধি সভার মাধ্যমে কমিটি গঠন করে জেলা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি জমা প্রদান করার কেন্দ্রীয় কমিটি নির্দেশ দিয়েছে।

 

জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :

নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ যখন রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়েই নামবে। আওয়ামী লীগ বিশ্বাস করে তাদের উন্নয়ন ও অর্জনের সঙ্গে এদেশের জনগণ রয়েছে। কাজেই অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ দাবি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সরকার কেন পদত্যাগ করবে? আর কার কাছে পদত্যাগ করবে? সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে। যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে। নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত ইস্যু। এ নিয়ে মাতামাতি করে কোনো লাভ নেই।

বরিশালে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। উত্তর জেলা যুবদলের মিছিলে পুলিশের বাধা

শামীম আহমেদ ॥

মুন্সিগগেঞ্জের বিনোদপুরের পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাওন সহ বিএনপির শান্তি পূর্ণ সিমাবেশ ও মিছিলে পুলিশের গুলিতে ২ জন নিহত সহ শতাধিক আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৪) সেপ্টেম্বর সকাল ১১টায় বরিশাল জেলা দক্ষিন ও মহানগর সহ বরিশালউত্তর জেলা যুবদল পৃথকভাবে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় এবং টাউন হল চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে পুলিশের বাধায় উত্তর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ভন্ডুল হয়ে যায়।

বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলুর সঞ্চলনায় এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল।

এসময় আরো বক্তব্য রাখেন মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড মাযহারুল ইসলাম জাহান, সিনিয়র সহ-সভপতি কামরুল হাসান রতন,জেলা যুবদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, নুরুল আমিন কায়েস,মহানগর যুবদল যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পলাশ সহ বিভিন্ন যুবদল নেতৃবৃন্দ।

এখানে আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম সেলিম সহ সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

অপরদিকে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল জেলা উত্তর জেলা যুবদল একই কর্মসূচিতে উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ করে।

এখনে বক্তব্য রাখেনযুগ্ম আহবায়ক শাহ আলম ফুয়াদ,ফুয়াদ দেওয়ান,মোঃ গফুর সরদার,থোকন,সোহাগ,হিজলা উপজেলা যুবদল আহবায়ক রিমন দেওয়ান,সদস্য সচিব আমির বাঘা,আগৈলঝাড়া যুবদল আহবায়কশাওন রহমান মনির,সদস্য সচিব শিপন হাওলাদার ও মেহেন্দিগঞ্জ যুবদল সদস্য সচিব আমজাদ হোসেন। পরে প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে উঠার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে তাদের মিছিল ভন্ডুল করে দেয়।

এর পূর্বে প্রতিবাদ সমাবেশে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক ও সদস্য সচিব নেতৃবৃন্দরা বলেন,আর কোন লাশ নয় এবার আমরা একদফার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে ঘড়ে ফিরব।

শেখ হাসিনা নতুন করে ঘুম,খুন ও পুলিশ ব্যবহার করে বিএনপি দলীয় নেতা কর্মীদের হত্যা করে ভয়ভিতি সৃষ্টি করে সেই পুরানো ধারায় নির্বাচন করার যে অপচেষ্টা করছে তা এবার প্রতিহত করা হবে।

 

অবৈধ সরকার শেখ হাসিনা বাংলাদেশটাকে কবরস্থান বানিয়েছে — আলহাজ্ব নুরুল আমিন

শামীম আহমেদ ॥

বরিশাল সদর উপজেলা নবগঠিত বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন বলেন, শেখ মুজিব স্বাধিনতার পর দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে ছিল।

এখন তারই কণ্যা অবৈধ নিশিরাতের সরকার শেখ হাসিনা এখন দেশ নামের ঝুড়িটা বিক্রি করে দিয়েছে জোড় করে আরো অবৈধভাবে থাকার জন্য।

এই অবৈধ সরকার শেখ হাসিনা ১/১১ সরকারের সাথে আতাত করে ক্ষমতায় বসে বাংলাদেশটাকে কবরস্থান বানিয়ে সাধারন মানুষের বাক স্বাধিনতা হরন করে ক্ষমতায় বসে আছে।

আই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিনই সরকার পতনের একদফা আন্দোলনে ডাক দেবে সেই মুহুত্ব থেকে ছাত্রদলকে সর্বক্ষণ মাঠে প্রস্তুত থাকার আহবান জানান।

শুক্রবার রাতে সদররোডস্থ জেলা বিএনপি দলীয় কার্যলয়ের তৃতীয় তলায় বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ছাত্রদলের একঅংশ আহবায়ক আব্দুল কাদের ও সদস্য সচিব আল-আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা নবগঠিত বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম সেলিমকে ফুলের শুভেচ্ছা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও যুবদলের,রাসেদ,শহিদ,ডলার,সুমন,জাকির ও মেহেদী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করেছে বর্তমান সরকার। কেউ যদি নির্বাচন করার যোগ্যতাই হারায়, তাহলে কী করার আছে।

তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি; কারচুপি করার সুযোগ পাচ্ছে না বলেই নির্বাচন নিয়ে তাদের এত শঙ্কা।বাংলাদেশ সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএম ব্যবহার হচ্ছে। ইভিএমের মাধ্যমে দ্রুততার সঙ্গে ফল যেমন পাওয়া যায়, তেমনি মানুষও স্বাধীনভাবে ভোটটা দিতে পেরেছে। এরপরও দেশে কিছু মানুষ এর বিরোধিতা করছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমানে যতটুকু স্বচ্ছতা এসেছে নির্বাচন ব্যবস্থায়, তা অতীতে ছিল না। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় কাজ করেছে আওয়ামী লীগ।জনগণের ভোট চুরি করে কখনোই ক্ষমতায় বসেনি আওয়ামী লীগ উল্লেখ করে তিনি বলেন, যতবার ক্ষমতায় এসেছে দলটি ততবারই মানুষের ভোটেই এসেছে।
‘যারা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অহেতুক প্রশ্ন তুলছে, তাদের প্রশ্নে এত গুরুত্ব দেয়ার কী আছে?’ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। এই বার্তাটা বাংলাদেশ পৌঁছে দিতে পেরেছে বিশ্বনেতাদের; তারা সবাই প্রশংসা করেছে।’

 

বিএনপি লাশ ফেলে আন্দোলন জমাতে চায়: কাদের

ডেস্ক রিপোর্ট :
বিএনপি লাশ ফেলে আন্দোলন জমাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কাউকে রাজপথ ইজারা দেয়নি। বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, সংযমী হয়ে রাজপথে থাকতে হবে’।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দেশের উন্নয়ন, অর্জন চাইলে শেখ হাসিনার মতো সৎ ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। তিনি বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে সম্মানিত করেছেন’।

 

তিনি আরও বলেন, ‘বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেন, বিদায়ের সাইরেন নাকি বাজছে। এই সাইরেন ১৪ বছর ধরে ফখরুলের কানে বাজে, জনগণের কানে বাজে না’।

দলের নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দলে শৃঙ্খলা রাখতে হবে। নেতৃত্ব দিতে হলে শৃঙ্খলা শিখতে হবে। আমাদের নেতা একজন- শেখ হাসিনা, আর সব কর্মী। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করতে পারলে সত্যিকার অর্থে আওয়ামী লীগ সুসংগঠিত হবে, ঐক্যবদ্ধ ও আধুনিক স্মার্ট দল হবে’।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতিসংঘে শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বাংলা ভাষায় ভাষণ দিয়েছেন। আমরা শুনেছি তিনি কীভাবে পিতার মতো বিশ্বের নিপীড়িত মানুষের কথা বলেছেন। বঙ্গবন্ধু কন্যা জাতিসংঘে ইতিবাচক বস্তুনিষ্ঠ, মানবতাবাদী বক্তৃতা দিয়েছেন। যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির আহবান জানিয়েছেন। তার বক্তৃতা সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে’।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর রণধ্বনি জয় বাংলা নির্বাসনে, স্বাধীনতার মূল্যবোধ নির্বাসনে পাঠানো হলো। ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে গেলো। তারপর ৬টি বছর আমরা অমানিসার অন্ধকারে ছিলাম। দল কলহ-কোন্দলে জর্জরিত ছিলো। দুঃখিনী বাংলায় পিতার রক্তভেজা মাঠিতে অন্ধকারে আলোকবর্তিকা হয়ে শেখ হাসিনা ফিরে এসেছিলেন। সুনামগঞ্জ থেকে সন্দরবন ঘুরে ঘুরে দলকে ঐক্যবদ্ধ করেছেন। শেখ হাসিনা না দেশে ফিরে না আসলে যুদ্ধাপরাধীদের বিচার করার দুঃসাহস কারো হতো? বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যার বিচার কি হতো? শেখ হাসিনা গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছিলেন’।

দলের কর্মীদের খোঁজখবর রাখার জন্য দলের নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘পকেট কমিটি করা চলবে না। দুঃসময়ে নিবেদিত কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ’।

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি এড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য সফুরা বেগম রুমি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

সম্মেলনে অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, মনোয়ার হোসেন চৌধুরী এমপি, এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম হিরু।

বরিশালে শ্রমিকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥

বর্তমান ফ্যাসিস্ট ভোটার বিহীন নিশিরাতের অবৈধ সরকারের হাত থেকে এদেশের গণতন্ত্র মুক্ত করার আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে উদ্ধার করা সহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনার বিএনপির যে আন্দোলন- সংগ্রাম চলমান রয়েছে সেই আন্দোলনে সাথে সর্বক্ষণ মাঠে থাকার লক্ষে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল সদর উপজেলার নতুন কমিটি গঠন করার লক্ষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদের সাথে জেলা শ্রমিকদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২৩) সেপ্টেম্বর) সকাল ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের (দক্ষিণ) জেলা বিএনপির দপ্তরের তৃতিয় তলায় জাতীয়তাবাদী শ্রমিকদল সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে ও বরিশাল সদর উপজেলা শ্রমিকদল সাধারন সম্পাদক মোঃ বাবুল হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন তালুকদারের সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক ও বরিশাল বিভাগীয় শ্রমিকদল সাধারন সম্পাদক এমজি ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি আঃ হক ফরাজী,মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার,সহ-সভাপতি মোঃ নান্নু মিয়া, আব্দুল গফফার,কামাল সরদার, নুরুল ইসলাম,জেলা রেন্টএ কার শ্রমিকদল সাধারন সম্পাদক মোঃ তারেকুল ইসলাম তারেক,মহানগর শ্রমিকদল নেতা মোঃ ইব্রাহিম মাসুম, ও মহানগর শ্রমিকদল সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ চৌধুরী।

পরে নেতৃবৃন্দদের উপস্থিতিতে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্য ও চরকাউয়া ইউনিয়ন শ্রমিকদলের প্রত্যক্ষভোটে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

এসময় বরিশাল জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জানান, পর্যায়ক্রমে বাকি ৮টি ইউনিয়ন শ্রমিকদল ও সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করার কাজ শেষ করা হবে।