চরফ্যাসনে ইমামকে মারধরের অভিযোগে আটক ১

চরফ্যাসন উপজেলার দুলারহাটে ঈদের নামাজ না পাওয়াতে ইমামকে মারধরের অভিযোগে নুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফিরোজকে সোমবার দুপুর সাড়ে ১২টায় আটক করেছে দুলারহাট থানা পুলিশ।

শনিবার উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ সামছল হক কমান্ডার বাড়ীর দরজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের ইমামকে মারধরের ঘটনায় রোববার বিকালে দুলারহাট বাজারে প্রতিবাদ ও মানব বন্ধন করেছেন ইমাম সমিতির সদস্যরা।

ইমাম মোঃ নুর হোসেন লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের মফিজুল ইসলামের ছেলে।
এবং নুারাবাদ ইউনিয়নের ইসমাইল ডাক্তারের বাড়ির দরজার কাওমি মাদ্রাসার সহকারী শিক্ষক।

জানাযায়, শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদের সভাপতি ও সম্পাদক কর্তৃক সকল মুসল্লিদের আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আযহা’র নামাজের সময় সকাল ৮.৩০ নির্ধারন করা হয়েছিল। সে অনুযায়ী ঈদের জামাত শুরু হয় সকাল ৮.৪৫ মিনিটে। জামাত শেষ হওয়ার পর হাজী ফিরোজ কিবরিয়া ৯টার দিকে মসজিদে প্রবেশ করে ইমামকে বলে সকল জায়গায় জামাত শুরু হয় ৯টায় আপুনি কেনো জামাত করলেন ৮.৪৫ মিনিটে এ নিয়ে প্রথমে ইমামকে গালমন্দ করে এক পর্যায়ে ফিরোজ কিবরিয়া মসজিদের ভিতরে সকল মুসল্লিদের সামনে ইমামকে মারধর করে।

দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল হোসেন বলেন, ইমামকে মারধরের অভিযোগে ফিরোজকে আটক করা হয়েছে মামলার প্রস্ততি চলছে।

বোরহানউদ্দিনে নতুন ইউএনও যোগদান

ভোলা বোরহানউদ্দিনে ইউএনও মো. সাইফুর রহমান এর যোগদান ও ইউএনও (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী’র বদলি জনিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩০ জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহি অফিসারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সদ্য যোগদানকারী নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান, সদ্যবদলি হওয়া (ভারপ্রাপ্ত) নির্বাহি অফিসার মো. বশির গাজী, উপজেলা আ’লীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, উপজেলা ম্ুিক্তযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ, জেলা পরিষদের সদস্য শাহজাদা তালুকদার,

পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. কায়কোবাদ মিয়া, বোরহানউদ্দিন রিপোর্টাস ইউনিটির সভাপতি মোবাশ্বের হাসান শিপন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লারের সভাপতি মনিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই নতুন ইউএনও মো. সাইফুর রহমানকে ফুল দিয়ে বরণ করা হয় এবং বদলি হওয়া (ভারপ্রাপ্ত) মো. বশির গাজীকে ফুল দিয়ে বিদায় জানানো হয়।

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

মোঃ হুমায়ুন কবির, চরফ্যাশন ভোলা

চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির মাননীয় সভাপতি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি মহোদয় ও আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে আব্দুল্লাহপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, এবং চরফ্যাশন উপজেলা বাসীকে ঈদ-উল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ শাহাবুদ্দিন পাটওয়ারী।

পবিত্র ঈদ-উল আযহা সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। ঈদের এ খুশী ধনী,দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ।

তিনি পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সুস্থতা কামনা করেন।
এবং সকলকে সরকারি নির্দেশনা মেনে ঈদ-উল আযহা উদযাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন।

ভোলায় নতুন পিসিআর মেশিনে করোনা পরীক্ষা শুরু

ভোলায় অবশেষে নতুন করে স্থাপিত আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পরীক্ষায় ১৮ জনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

রোববার আনুষ্ঠানিকভাবে এ রিপোর্ট প্রকাশ করেন ২৫০ শয্যার হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম ও সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।

এদিকে দ্বীপ জেলা ভোলায় আরটিপিসিআর ল্যাব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

তিনি জানান, এই ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্যসেবার জন্য এই উদ্যোগকে যুগান্তকারী বলেও জানান। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তোফায়েল আহমেদ।

এর আগে জুম ভার্চুয়াল মিটিংয়ে ওই ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তোফায়েল আহমেদ।

উদ্বোধনের পর মেশিনে ত্রুটি দেখা দেয়ায় পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিল। পরে তোফায়েল আহমেদ সরবরাহকারী প্রতিষ্ঠানকে মেশিন পাল্টে দেয়ার নির্দেশ দেন। ওই মেশিন পাল্টে ফের নতুন মেশিন বসানো হয় শনিবার।

রাতে পরীক্ষা কাজ শুরু করা হয়। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে নিয়মিত কোভিড-১৯সহ মৌলিকুলার সব ধরনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হবে ওই ল্যাবে এমনটি জানান সিভিল সার্জন।

এদিকে আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা কার্যক্রম শুরু হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সচিব আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, নাগরিক কমিটির সহসভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষসহ বিভিন্ন মহল।

ভোলায় অসহায় ও দুস্থদের পাশে বাংলাদেশ কোস্টগার্ড

ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোন এর বিসিজি বেইসেঅপারেশন অফিসার লেঃ মাহাবুবুল অালম শাকিল, মিডিয়া ও গোয়েন্দা কর্মকর্তা এবং কোস্ট গার্ড দক্ষিণ জোন এর সদস্যদের উপস্থিতিতে সেবাদানকারী প্রতিষ্ঠান বিদ্যানন্দের অর্থায়নে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন যাকাতের টাকা বিতরণ করেন।

আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোন অফিস ক্যাম্পাসে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ০৩ টি মাছ ধরার নৌকা, ০২ টি ছাগল ও ০২ টি ভ্যান গাড়ি এবং বিধবা অসহায় মহিলা কে একটি সেলাই মেশিন সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও নোয়াখালী জেলার হাতিয়া থানার প্রত্যন্ত চরঅঞ্চলে অসহায় গরিব জেলেকে ০১ টি মাছ ধরার নৌকা সহায়তা প্রদান করেন কোস্টগার্ড।
কোস্টগার্ড অফিস সূএে জানা যায়, বাংলাদেশের উপকূলীয় প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

চরফ্যাশনে অপহরণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

মাদ্রাজ ইউনিয়নের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী তানজিলা অপহরণ ও হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাকিব কে গ্রেফতার করা হয়েছে৷

আজ ২১ জুলাই দুপুর ১ টার সময় মোবাইল ট্রাকিং ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা চরফ্যাশন থানার এস আই ইয়াছিন পাইকের নেতৃত্বে চরফ্যাশন নতুন বাস স্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করেন৷

তানজিলার বাবা আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার পরিবার তানজিলার হত্যাকারী প্রধান আসামি রাকিবকে গ্রেপ্তারের খবর শুনে অত্যন্ত আনন্দিত৷ আমার নিষ্পাপ মেয়ে তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারল না৷ পারেনি মুক্তভাবে একটু নিঃশ্বাস নিতে৷ আমি মামলার অন্য আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানাচ্ছি৷ আমার মতো অন্য কারো মা-বাবা যেন তার আদরের সন্তানকে এমন মর্মান্তিক ঘটনায় মাটি দিতে না হয়৷

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান তানজিলার বাবা আনোয়ার হোসেনের দায়ের করা অপহরণ ও হত্যা মামলা আমলে নিয়ে তদন্ত শেষে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আজ দুপুর ১ টার সময় পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে রাকিবকে চরফ্যাশন নতুন বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে সে চরফ্যাশন থানায় আছেন৷ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে৷ এ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই৷

বোরহানউদ্দিনে ১৫৪ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ভোলার বোরহানউদ্দিনে ১৫৪ পিস ইয়াবাসহ মোঃ শাহাবুদ্দিন(৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮)।

সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সদর রোড কুজেরহাটে মেসার্স আল-মদিনা রেস্টুরেন্টের ভিতরে তাকে আটক করা হয়। যা রাত ১০ টার দিকে বরিশাল রুপাতলী সদর অফিস থেকে প্রেরিত এক ইমেল বার্তায় আটক অভিযানের বিষয়টি নিশ্চিত করে।

আটক মোঃ শাহাবুদ্দিন ভোলার তজুমদ্দিনের কেয়ামুল্লা এলাকার মৃত সেরাজুল হকের ছেলে।

র‌্যাব জানায়- সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনের সদর রোড কুজেরহাটে মেসার্স আল-মদিনা রেস্টুরেন্টের ভিতরে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ঘেরাও মোঃ শাহাবুদ্দিনকে আটক করে। এসময় কাছ থেকে ১৫৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ভোলায় ৮০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ভোলার চরফ্যাশন থানার এসআই মোঃ নাজমুল ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমিনাবাদের কচুখালী স্কুলের সামনে থেকে ৮০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

চরফ্যাশন থানা সূত্রে জানা গেছে, রবিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত মোছাম্মদ আসমা বেগম (২২) দক্ষিণ আইচা থানার চর মানিকার ২নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের মেয়ে।

তার বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

দৌলতখানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলার দৌলতখানে ৫০ পিস ইয়াবাসহ জুয়েল (৩০) ও আব্বাস (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ভোলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক শান্তনু দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেড়ীবাঁধ সংলগ্ন মোসলেউদ্দিন ওরফে মুসার বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জুয়েল ওই ইউনিয়নের একই ওয়ার্ডের ফরিদ লাটের ছেলে এবং আব্বাস একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমীনের ছেলে ।

বিষয়টি নিশ্চিত করে ভোলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ জানান, মাদক বিক্রির সময় জুয়েল ও আব্বাসকে হাতে-নাতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভোলায় করোনা শনাক্তের পিসিআর ল্যাবের উদ্বোধন

ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য পিসিআর ( পলিমারেজ চেইন রি-এ্যাকশন) ল্যাব উদ্বোধন করলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহামেদ। ১৩ জুলাই সোমবার দুপুর আড়াইটার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ল্যাব উদ্বোধন করেন তিনি।
প্রধান অথিতির বক্তব্য তোফায়েল আহামেদ বলেন, দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকেই দ্বীপজেলা ভোলায় একটি ল্যাব স্থাপন জরুরী হয়ে পড়লে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস ও আমার দীর্ঘ প্রচেষ্টায় আজ ভোলার মানুষের স্বপ্ন পুরন হল। এখন থেকে ভোলায় প্রতিদিন ১৮০ থেকে ২০০ করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দেয়া যাবে। তিনি ভোলার মানুষকে অগ্রীম ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে এই দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো যারা যোগ দিয়েছেন, ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা -২ আসনের সংসদ আলী আজম মুকুল, পরিকল্পনা সচিব আবুল কালাম আজাদ,বরিশাল বিভাগীয় কমিশনার(স্বাস্থ্য), ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকি, পুলিশ সুপার সরকার মো. কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলার সিভিল সার্জন রতন কুমার ডালী, ২৫০ শয্যা হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম প্রমুখ।