মামলা প্রত্যাহারের দাবীতে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি:
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে পরিচ্ছন্ন কর্মীরাও অংশগ্রহণ করেন।
সিটি করপোরেশনের কর্মকর্তা বেলায়েত বাবলুর সঞ্চালনায় মানববন্ধনে করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফয়সাল হাজবুন, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুম সহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বেলায়েত বাবলু বলেন, সংঘর্ষের কথা উঠে আসছে বুধবারের রাতের ঘটনায়। কিন্তু তা নয় আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালানো হয়েছে। মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যেটা অনৈতিক। আমাদের স্টাফরা এখন গ্রেফতার আতংকের মধ্যে রয়েছে। ষড়যন্ত্র করে বরিশালের প্রান ভোমড়া সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামী করা হয়েছে। এই মামলা প্রত্যাহার করা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
পরিচ্ছন্ন কর্মী রাজ্জাক বলেন, আমরা গ্রেফতার আতংকে রয়েছি। আমাদের মেয়রকেই আসামী করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে গ্রেফতার আতংকের মধ্যে কাজে ফেরা আমাদের সম্ভব নয়। মানববন্ধনে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১৭ বছর পায়ে স্পীন্ডার বহন করে বেড়াচ্ছেন গ্রেনেড হামলায় আহত তালতলীর সিদ্দিক

আমতলী প্রতিনিধি।
১৭ বছর ধরে পায়ে স্পীন্ডার বহন করে বেড়াচ্ছেন গ্রেনেড হামলায় আহত তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কলারং গ্রামের সিদ্দিক তালুকদার। মাঝে মাঝে পায়ে ব্যথার অনুভব করলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। অতিকষ্টে দিন মজুরী করে সংসার ব্যয়ভার বহন করছেন তিনি।
জানাগেছে, ১৯৯৬ সালে জীবন জীবিকার তাগিদে তালতলী উপজেলার কলারং গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে মোঃ সিদ্দিক তালুকদার ঢাকা যান। ওই খানে তিনি রিক্সা চালকের কাজ নেন। কিশোর বয়স থেকেই সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মনেপ্রাণে ভালোবাসেন। আওয়ামীলীগের সভা সমাবেশের খবর শুনলেই সিদ্দিক ছুটে যান। এ জন্য বিএনপি জোট সরকারের আমলে হামলা ও মামলার শিকার হয়েছেন বলে দাবী করেন সিদ্দিক। ২০০৪ সালে ২১ আগষ্ট আওয়ামীলীগের সমাবেশের খবর শুনে তিনি বিকেল বেলা রিকসা নিয়ে সভাস্থলে যান। মনযোগ সহকারে দলীয় নেতাদের বক্তব্য শুনেন। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনছিলেন সিদ্দিক। এমন মুহুর্তে গ্রেনেড হামলা হয়। ওই হামলায় গ্রেনেডের স্পীন্ডার তার পায়ে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় এক ব্যাক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে তিনি দুইদিন চিকিৎসা নেন। পরে তিনি হাসপাতাল থেকে পালিয়ে গ্রামের ফিরে আসেন। এরপর তিনি আর ঢাকায় যাননি। গত ১৭ বছর ধরেই পায়ে স্পীন্ডার বহন করে বেড়াচ্ছেন তিনি। মাঝে মাঝে তার পায়ে প্রচন্ড ব্যথার অনুভব করেন এবং হাঁটতে কষ্ট হয়। কিন্তু টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না। বর্তমানে এলাকায় তিনি অতিকষ্টে দিনমজুরীর কাজ করে জিবিকা নির্বাহ করছেন।
গ্রেনেড হামলায় আহত সিদ্দিক তালুকদার সেই দিনের বিবেষিকাময় ঘটনার বর্ননায় বলেন, কিশোর বয়স থেকেই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। বিএনপি জোট সরকারের আমলে এজন্য আমাকে মামলা ও হামলাসহ বেশ খেশারত দিতে হয়েছে। ২১ আগষ্ট বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামীলীগ সভা ডেকেছে। ওই সভার খবর শুনে বাড্ডা থেকে খুব সকালে রিকসা নিয়ে বের হই। সারাদিন সভা এলাকায় রিকসা চালিয়ে বিকেল বেলা সভা স্থালে গিয়ে উপস্থিত হই। রিকসার বসেই দলীয় নেতাকর্মীদের বক্তব্য শুনতেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুরুর পরপরই শুধুই শব্দ আর শব্দ। বেশ কয়েকটি গ্রেনেডের স্পীন্ডার আমার পায়ে বিদ্ধ হয়। মানুষ ছুটাছুটি করে চলে যায়। রক্তাক্ত অবস্থায় এক ব্যাক্তি আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুইদিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। পরে পালিয়ে বাড়ী এসেছি। আর ঢাকায় যায়নি। তিনি আরো বলেন, পায়ের স্পীন্ডার এখন মাংশের সাথে মিশে গেছে। মাঝে মাঝে পায়ে অনেক ব্যথা করে। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না।
প্রতিবেশী আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, গ্রেনেড হামলায় সিদ্দিক তালুকদার আহত হওয়ার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যাই। ওই হাসপাতালে তার পাশে থেকে সেবাশুশ্রুষা করেছি।
পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন কালু পাটোয়ারী বলেন, ২০০৪ সালের গ্রেনেড হামলায় আহত সিদ্দিক তালুকদারকে যথাসাধ্য সাহায্য সহযোগীতা করা হচ্ছে।
তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ সভাপতি মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, সিদ্দিক পঁচাকোড়ালিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সাথে জড়িত। গ্রেনেড হামলায় আহত সিদ্দিককে সার্বিক সহযোগীতা করা হবে।

জীবন মৃত্যুর সন্দিক্ষণে লিভার ক্যান্সারে আক্রান্ত আমতলীর দুলাল মৃধা। বাঁচাতে প্রয়োজন পাঁচ লক্ষ টাকা

আমতলী প্রতিনিধি।
জীবন মৃত্যুর সন্দিক্ষণে লিভার ক্যান্সারে আক্রান্ত বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ রাওঘা গ্রামের মোঃ দুলাল মৃধা। হতদরিদ্র দুলাল মৃধার জীবন বাঁচাতে প্রয়োজন অন্তত পাঁচ লক্ষ টাকা। কিন্তু দুলাল মৃধার পরিবারের পক্ষে এতো ব্যয়বহুল চিকিৎসা করানো মোটেই সম্ভব নয়। তাকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দেশের ধনাট্য ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।
জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের মৃত্যু খোরশেদ আলী মৃধার ছেলে দুলাল মৃধা। দিন মজুরী করে পরিবার পরিজন নিয়ে বেশ ভালোই কাটছিল তার জীবন। ২০২০ সালে তার শরীরে লিভার ক্যান্সার ধরা পড়ে। তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের লিভার ক্যান্সার বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্লিন) তত্বাবধানে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা করাতে তিনি বাবার রেখে যাওয়া জমি-জমা ও সহায় সম্ভল সব হারিয়েছেন।

বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। বাড়ীতে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন। শুকিয়ে হাড্ডিসার হয়ে গেছেন তিনি। তার চিকিৎসা করাতে প্রয়োজন অন্তত পাঁচ লক্ষ টাকা বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু এতো ব্যয়বহুল চিকিৎসা করানো তার পরিবারের পক্ষে সম্ভব না। তাই তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের ধনাট্য ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তার স্ত্রী আলেনুর বেগম অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে সংসার চালান। টাকার অভাবে ছেলে নাইম মৃধার লেখাপড়া বন্ধ। দের বছরের শিশু কন্যা দুলালীর জীবন চলে অতিকষ্টে। মানুষের সাহায্য সহযোগীতায় চলে তার চিকিৎসা ও সংসার। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নম্বর-০১৭২৩৪২৪৭১৩।

লিভার ক্যান্সারে আক্রান্ত দুলাল মৃধার স্ত্রী মোসাঃ আলেনুর কান্নাজনিত কন্ঠে বলেন, মোর সব শ্যায় অইয়্যা যাইত্যাছে। মুই টাহার অভাবে মোর স্বামীর চিকিৎসা হরাতে পারি না। পোলাডার লেখাপড়া শ্যায় অইয়্যা গ্যাছে। মাইয়্যাডারে ঠিক মত খাওয়াইতে পারি না। খুন কষ্টে দিন কাডাই। মানেডডেগোনে চাইয়্যা আইন্না মোর স্বামীরে চিকিৎসা হরি। এ্যাহন মোর স্বামীর চিকিৎসা হরাতে পাঁচ লক্ষ টাকা দরহার। মুই এ্যাইয়্যা কোম্মে পামু। মুই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সব মানুষের ধারে সাহায্য চাই। আপনেরা মোর স্বামীডারে বাঁচান। মোর স্বামী বাঁচতে চায়।

দুলাল মৃধার বড় ভাই মোঃ বশির উদ্দিন মৃধা বলেন, টাকার অভাবে আমার ভাইয়ের চিকিৎসা করাতে পারছি না। ভাই মরতে বসেছে। তাকে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এতো টাকা খরচ করে চিকিৎসা করানো সম্ভব না। ভাইয়ের চিকিৎসা করাতে বাবার রেখে যাওয়া জমি জমি সব হারিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের ধনাট্য ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন জানাই।
আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসার বলেন, তার পরিবার সাহায্যের আবেদন করলে তাকে সরকারের পক্ষ থেকে বরাদ্দ সাপেক্ষে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।

আমতলীতে হেরোইনসহ কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়কসহ দুইজন গ্রেফতার

আমতলী প্রতিনিধি:
পৃথক পৃথক অভিযান চালিয়ে কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাদক সম্রাট মোঃ জাকির হোসেন বাদল মৃধা ও তারিকাটা গ্রামের মেহেদী হাসান আশিককে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ জাকির হোসেন বাদল মৃধা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। রবিবার রাতে বাদল আমতলী উপজেলার ডাক্তারবাড়ী স্ট্যান্ডে হিরোইন বিক্রি করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শুভ বাড়ৈই অভিযান চালিয়ে আমতলী-পটুয়াখালী সড়কের ওই স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে .২৫ গ্রাম হিরোইন জব্দ করা হয়। তিনি বিএনপি’র কেন্দ্রিয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ সহচর। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক অভিযোগ রয়েছে। সেনা সমর্থিক সরকারের আমলে তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান স্থানীয়রা। অপর দিকে থানার এসআই মোঃ শহীদুল আলম তারিকাটা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিরত অবস্থায় মেহেদী হাসান আশিককে গ্রেফতার করেছে। তার শরীর তল্লাশী করে ১১ গ্রাম গাজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পুলিশ সোমবার দু’জনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

আমতলীতে জলাবদ্ধতা নিরসন ও কৃষক রক্ষায় বাঁধ কেটে দিলেন চেয়ারম্যান

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দুই গ্রামের জলাবদ্ধতা ও কৃষকদের রক্ষায় কাউনিয়া খালের বাঁধ কেটে দিলেন চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক। শুক্রবার দুপুরে ওই খালের ছয়টি স্থানের বাঁধ কেটে দেন তিনি। এতে দুই গ্রামের ১০ হাজার একর জমির জলাবদ্ধতা থেকে রক্ষা পেল। বাঁধ কেটে দেয়ায় কৃষকদের মাঝে আনন্দের বন্যা বইছে।
জানাগেছে, আমতলী উপজেলা হলদিয়া ইউনিয়নের হলদিয়া ও গুরুদল গ্রামের মধ্যখানে প্রবাহিত কাউনিয়া খান। ওই প্রবাহমান খালটি স্থানীয় প্রভাবশালী নান্নু মোল্লা গত ১০ বছর ধরে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। ওই খানের পাঁচটি স্থানে বাঁধ ও একটি কালভার্টের মুখে জাল দিয়ে আটকে দেয়ায় পানি নিস্কাশন বন্ধ হয়ে যায়। পানি নিস্কাশন বন্ধ থাকায় এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারনে গত ১৩ দিন ধরে জমি চাষাবাদ বন্ধ ছিল। এতে প্রায় ১০ হাজার একর জমি অনাবাদী থাকার আশঙ্কায় ছিল। সরকারী খালের বাঁধ অপসারন করে পানি সরবরাহ সচল করতে এবং জমি চাষাবাদে ভুক্তভোগী কৃষকরা গত মঙ্গলবার আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ইউএনও মোঃ আসাদুজ্জামান উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমকে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম সরেজমিনে কাউনিয়া খালের বাঁধ পরিদর্শন করেন। পরে তিনি বাঁধ কেটে কৃষকদের জমি রক্ষার সুপারিশ করেন। শুক্রবার হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিকের নেতৃত্বে শতাধিক কৃষক গিয়ে কাউনিয়া খালের ছয়টি বাঁধ কেটে দেন। বাঁধ কেটে দেয়ার হলদিয়া ও গুরুদল গ্রামের জলাবদ্ধতার নিরসন হলো। এতে ওই দুই গ্রামের ১০ হাজার একর জমি চাষাবাদে আর সমস্যা রইলো বলে জানান কৃষকরা।
কৃষক রুহুল আমিন প্যাদা বলেন, কাউনিয়া খালের সকল বাঁধ কেটে দেয়ার জমি চাষাবাদে আর সমস্যা নেই। আমরা অনায়সে জমি চাষাবাদ করতে পারবো। তিনি আরো বলেন, বাধ কাটায় কৃষকদের মাঝে আনন্দের বন্যা বইছে। পানি নেমে যাচ্ছে।
বরগুনা জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ বলেন, খালে বাঁধ থাকায় বৃষ্টির পানিতে দুই গ্রাম জলাবদ্ধতায় তলিয়ে যায়। শুক্রবার গ্রামবাসীদের সাথে বাঁধ কেটে জলাবদ্ধ মুক্ত করা হলো।
আমতলীর হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে শতাধিক কৃষক নিয়ে কাউনিয়া খালের ছয়টি বাঁধ কেটে দিয়েছি। এতে দুই গ্রামের অন্তত ১০ হাজার একর জমি চাষাবাদের সমস্যার সমাধান হয়েছে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, সরেজমিনে তদন্ত করে কাউনিয়া খালের বাঁধ কেটে দেয়ার সুপারিশ করা হয়েছে। ওই সুপারিশ মতে ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিকের নেতৃত্বে শতাধিক কৃষক বাঁধ কেটে দিয়েছেন। তিনি আরো বলেন, বাঁধ কেটে দেয়ার জমি চাষাবাদের আর কোন সমস্যা রইলো না।

আমতলী ইউএনও অফিসের চারপাশে কঁচুরীপানা ও ময়লার ভাগার, পরিবেশ দুষিত, ডেঙ্গু প্রকোপের আশঙ্কা

আমতলী প্রতিনিধি।
আমতলী ইউএনও অফিসের চার পাশে ডোবা নালাগুলো কঁচুরি পানায় ভরপুর ও ময়লার ভাগারে পরিনত হয়েছে। উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তা ব্যক্তিদের চোখের সামনে ময়লার ভাগারে পরিনত হলেও কেউ পরিস্কার পরিছন্ন করতে এগিয়ে আসছে না। ময়লার ভাগার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মারাত্মক পরিবেশ দুষণ ও মশার বংশ বিস্তারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পরিবেশ দুষণ ও মশার উৎপাত বৃদ্ধি থেকে পরিত্রাণ পেতে দ্রুত ঢোবা-নাল থেকে কচুরীপানা ও ময়লার ভাগার পরিস্কারের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
জানাগেছে, ১৯৮২ সালে আমতলী উপজেলায় রুপান্তিত হয়। ওই সময়ে উপজেলার পরিষদ কমপেøেক্সর চারপাশে ঢোবা ও নালা কেটে মাটি দিয়ে ভিটি নির্মাণ করা হয়। ওই সময়ে থেকে এখন পর্যন্ত ইউএনও অফিসের চারপাশ ঢোবা ও নালায় বেষ্টিত আছে। বর্তমানে ওই ঢোবাগুলো কচুরীপানায় ভরপুর ও ময়লার ভাগারে পরিনত হয়েছে। গত ১০ বছরে ওই ঢোবা ও নালা পরিস্কারের উদ্যোগ নেয়া হয়নি। ইউএনও অফিসের পিছনে ও সামনে পানি নিস্কাশনের জন্য নালায় তিনটি ইনলেট নির্মাণ করা হয়। ওই ইনলেটগুলো দিয়ে তেমন পানি নিস্কাশন হচ্ছে না। এতে ঢোকায় ময়লা আবর্জনার আটকে ভাগারে পরিনত হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সে ভবনের পূর্বদিকে জেলা পরিষদের সড়ক। তার পাশেই রয়েছে বিশাল আকারের ডোবা। ডোবায় ময়লা আর শেওলায় পরিপূর্ণ। ভবনের পেছনে উত্তর পাশে লম্বা নালা কঁচুরিপানায় ভরপুর। পশ্চিম পাশে পুকুর এবং নালায় ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। দক্ষিণ পাশে সমাজসেবা অফিস এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জণস্বাস্থ্য প্রকৌশল অফিস, পশ্চিম পাশে সরকারী তৃতীয় শ্রেনীর কর্মকর্তা কর্মচারীদের দুটি কোয়ার্টার, খাদ্যগুদাম ভবন, পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং মৎস্য অফিস। এ পাশে রয়েছে বিশাল ডোবা। ওই ডোবাটি গত ১০ বছর ধরে কঁচুরীপানায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। কচুরীপানা থাকায় ঢোবার মশার বংশ বিস্তারের কারখানায় পরিনত হয়েছে। ওই ঢোবার পাশে অবস্থিত অফিসগুলোতে আসা মানুষ মশার আক্রমণে অতিষ্ঠ। উত্তর পাশে উপজেলা কৃষি অফিস ও ইউএনও ও প্রথম শ্রেনীর কর্মকর্তাদের বাসভবন। এর পিছনে রয়েছে নালা। ওই নালায় কচুরীপানায় ভরপুর এবং স্থানীয়রা ময়লা আবর্জনা ফেলায় ভাগারে পরিনত হয়েছে। ময়লা আবর্জনার দুর্গন্ধে পরিবেশ দুষিত হচ্ছে। অপর দিকে ইউএনও অফিসের দক্ষিণ পাশে রয়েছে একটি মিনি ডাকবাংলো। এর সামনে এবং সরকারী কলেজ সড়কের পিছনে স্থানীয় দোকান পাটের ময়লা আবর্জনা ফেলায় নালার মাথা ময়লার স্তুপ হয়ে আছে। এতে অহরহ দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষকে নাক চেপে সড়কে হেঁটে যেতে হয়। উপজেলা পরিষদ ভবনের পূর্ব পাশের অবস্থা আরো ভয়াবহ। ইউএনও কার্যালয়ের থেকে মাত্র ৫০-৬০ ফুট দুরত্বে ঢোবার ওপর জেলা পরিষদের জমিতে দোকান এবং আইনজীবিদের চেম্বার। ওই দোকান ও চেম্বারের খোলা টয়লেটের মল মূত্র পানির সঙ্গে মিশে প্রতিনিয়ত পরিবেশ দুষিত হচ্ছে। বর্ষার মৌসুমের এ সকল ডোবা নালায় পানি জমে শেওলা আর ময়লায় ভরে গেছে। পরিবেশ রক্ষায় দ্রুত ঢোবা ও নালার ময়লা ও কচুরীপানা পরিস্কারের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
শুক্রবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, উপজেলা পরিষদ কমপ্লেক্সের চারিপাশের ঢোবা ও নালায় কচুরাীপানা ও ময়লায় ভরপুর। ঢোবার পানির রং কালো হয়ে গেছে। পানিতে প্রচুর ময়লা আবর্জনা ভাসছে।

ঢোবার পাশে অবস্থিত উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জগদীস চন্দ্র বসু বলেন, মশার উৎপাতে দিনের বেলায়ও অফিস করা কষ্টকর। দিনের বেলায়ও মশার নিধন উপকরন ব্যবহার করতে হয়। তিনি আরো বলেন, ঢোবায় যে পরিমানে মশার উৎপাত বৃদ্ধি পাচ্ছে তাতে ডেঙ্গুর আশঙ্কা রয়েছে।
ঝিনুক কোয়ার্টারের বাসিন্দা মোঃ শাহজাহান মিয়া বলেন, দিনে রাতে সমানতালে মশার উৎপাত। রাতের বেলায় মশারি টানিয়েও মশার যন্ত্রনায় টেকা দায়।
ইউএনও অফিসে আসা দুই শিক্ষক মোঃ মোশাররফ হোসেন সেন্টু ডাকুয়া ও জাহাঙ্গির মিয়া বলেন, ইউএনও অফিসের গেট দিয়ে ঢুকতেই ডান এবং বাম পাশে ময়লার ভাগার। মশার কামড়ে দিনের বেলায়ও পরিষদের ভেতরে দাড়ানো কষ্টকর।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি মোঃ রেজাউল করিম বলেন, মশার উৎপাতে দিনে-রাতে চেম্বারে বসা দুস্কর। সার্বক্ষনিক মশার উপদ্রব। পরিবেশ ও মশার উৎপাত থেকে রক্ষায় দ্রুত ঢোবা ও নালা পরিস্কার করা প্রয়োজন।
আমতলী পৌর নাগরিক কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াস বলেন, মশার প্রকোপ থেকে মানুষকে রক্ষায় দ্রুত উপজেলা পরিষদের চারপাশে ঢোবা ও নালা পরিস্কার করা প্রয়োজন। নইলে মশার উৎপাতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, অফিসের পাশের ঢোবায় মানুষ ময়লা আবর্জনা ফেলে রেখেছে। ওই ময়লা আবর্জনা পানির সাথে না নেমে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত ডোবা-নালাগুলো পরিস্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমার নয়।

 

আমতলীতে জমি চাষাবাদে বাধা দেয়ায় নারীকে পিটিয়ে যখম

আমতলী প্রতিনিধি:
জমিতে চাষাবাদে বাঁধা দেওয়ায় নাজমা বেগম নামের এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নাজমাকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চন্দ্রা গ্রামে বৃহস্পতিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার চন্দ্রা গ্রামের হোসেন মৃধা ও তার চাচাতো ভাই নাশির মৃধার মধ্যে দের একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমিতে বৃহস্পতিবার দুপুরে হোসেন মৃধা তার লোকজন নিয়ে চাষাবাদ করতে যায়। জমি চাষাবাদ করতে নাশির মৃধার স্ত্রী নাজমা বেগম বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন মৃধা, তার পুত্র রুবেল, শাহীন ও জাকারিয়াসহ ৭-৮ জন মিলে নাজমা বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে। আহত নাজমাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক হিমাদ্রী রায় তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন।
আহত নাজমা বেগমের স্বামী মোঃ নাশির মৃধা বলেন, আমার দের একর জমি আমার চাচাতো ভাই হোসেন মৃধা জোরপুর্বক ভোগদখল করে আসছে। এতে আমার স্ত্রী বাঁধা দিলে হোসেন মৃধা ও তার সহযোগীরা মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত হোসেন মৃধার ছেলে রুবেল মুঠোফোনে সাংবাদিক পরিচয় পেয়েই ফোনের লাইন কেটে দেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, আহত নাজমাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী প্রেরন করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন,অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে পাঁচ নারী উদ্যোক্তাকে ঋণ বিতরন

আমতলী প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ পাঁচ নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রনোদনা ঋণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিআরডিবি মিলনায়তনে এ ঋণ বিতরন করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আমতলী উপজেলার উদ্যোক্তারা ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প সুদে ঋণ বিতরনের ঘোষনা দেন। ওই ঘোষনা অনুসারে পল্লী উন্নয়ন বোর্ড আমতলী উপজেলার ১০ জন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরনের উদ্যোগ নেন। বৃহস্পতিবার ওই ক্ষতিগ্রস্থ ১০ উদ্যোক্তাদের মধ্যে ৫ নারী উদ্যোক্তাকে ৪ লক্ষ টাকা বিতরন করা হয়। ঋণ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, বিআরডিবি জুনিয়ার অফিসার মোঃ আখতার হোসেন ও মাঠ পরিদর্শক মোসাঃ তাসলিমা বেগম প্রমুখ। ঋণ পাওয়া উদ্যোক্তারা হলেন আফিফা বেগম, লতিফা আক্তার, মোশের্^দা বেগম, লুৎফা বেগম ও কৃষ্ণারানী হাওলাদার।

বরগুনায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

বরগুনায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ে দিবসটি পালন করা হয়।

ইউএনএফপি’র সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সঞ্জীত কুমার দাস, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, বরগুনা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।

অনুষ্ঠান উপস্থাপন করেন বরগুনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস। অনুষ্ঠানে বরগুনা জেলা কার্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন গ্রেডে যুব উন্নয়নে যুবকদের সনদ বিতরণ করা হয়েছে।

আমতলীর বিয়ে পাগল মোকলেচের কান্ড! বিয়ের সম্মতি না দেয়ায় চতুর্থ স্ত্রীকে কুপিয়ে হাতের আঙ্গুল কর্তণ

আমতলী প্রতিনিধি:
পঞ্চম বিয়েতে সম্মতি না দেয়ায় চতুর্থ স্ত্রী সালমা বেগমকে (৩৫) কুপিয়ে হাতের আঙ্গুল কেটে দিয়েছে বিয়ে পাগল স্বামী মোকলেচ মাতুব্বর। আহত সালমা বেগমকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। বিয়ে পাগল মোকলেচকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার পাতাকাটা গ্রামে মঙ্গলবার রাতে।
জানাগেছে, উপজেলার পাতাকাটা গ্রামের হাতেম আলী মাতুব্বরের ছেলে মোকলেচ মাতুব্বর এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন। চতুর্থ স্ত্রী হিসেবে পটুয়াখালী জেলার বোতলবুনিয়া গ্রামের মোনাসেফ সিকদারের মেয়ে সালমাকে ৮ শতাংশ জমি লিখে দিয়ে এ বছর জানুয়ারী মাসে বিয়ে করেন মোকলেচ। কিন্তু চতুর্থ স্ত্রীতে তিনি সন্তুষ্ট না। তিনি আবার পঞ্চম বিয়ে করার উদ্যোগ নেন। পঞ্চম বিয়ে করতে তিনি চতুর্থ স্ত্রীর কাছে সম্মতি ও জমির বিক্রি করে টাকা দাবী করেন। চতুর্থ স্ত্রী সালমা সম্মতি ও টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে মোকলেচ নিজের ঘরের সিদ কেটে শ^শুর বাড়ীর দেয়া সমুদয় মালামাল চুরি করে নিয়ে যান। ওই সময় স্ত্রী সালমা বেগম বাড়ীতে ছিল না। মঙ্গলবার বিকেলে সালমা বাড়ীতে এসে ঘরে মালামাল না পেয়ে স্বামী মোকলেচকে জিজ্ঞেস করেন। বিয়ের সম্মতি, টাকা ও মালামাল নিয়ে কয়েক দফায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওইদিন রাত ১০ টার দিকে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলী কেটে বিছিন্্ন করে দেয়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক মোঃ শাহাদাত হোসেন তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এদিকে বিয়ে পাগল মোকলেচের এমন কর্মকান্ডে পরিবারের লোকজন অতিষ্ঠ। তারা ওইদিন রাতে মোকলেচকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় বুধবার সালমার বাবা মোনসেফ সিকদার বাদী হয়ে মোকলেচকে আসামী করে মামলা দায়ের করেছেন। ওই দিন পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠনো হয়েছে।
স্ত্রী সালমা বেগম বলেন, মোর স্বামী আবার বিয়া হরার লই¹্যা মোর কাছে সম্মতি ও জাগা বেইচ্চা টাহা চায়। মুই এইয়্যা দেতে রাজি না অওয়ায় চুরি হইর‌্যা ঘরের মালামাল লইয়্যা গ্যাছে। মুই এ্যাইয়্যার প্রতিবাদ করায় মোরে কোপাইয়্যা আতের আঙ্গুল কাইট্টা দেছে । মুই এইয়্যার বিচার চাই।
সালমার বাবা মোনাসেফ সিকদার বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে জামাতা মোনাসেফ নির্যাতন করে আসছে। মেয়ের সুখের কথা চিন্তা করে নিরবে সহ্য করেছি। এখন আর পারছি না। তাই বাধ্য হয়ে মামলা করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মোকলেচ এ পর্যন্ত চারটি বিয়ে করেছে। পুরনায় আবার বিয়ে করতে উদ্যোগ নেয়। এ বিয়েতে স্ত্রী সালমা সম্মতি না দেয়ার কুপিয়ে আহত করেছে। তারা আরো বলেন, বিয়ে পাগল মোকলেচের এমন কার্মকান্ডে পরিবারের লোকজন অতিষ্ঠ। তারা সমাজে মুখ দেখাতে পারছেন না। তাই বাধ্য হয়ে গতকাল রাতে তাকে পুলিশে সোপর্দ করেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুল মুনয়েম সাদ বলেন, সালমা বেগমের ডান হাতের বৃদ্ধাঙ্গলী কেটে ফেলেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, স্ত্রীকে মারধরের ঘটনায় মোকলেচের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়।