নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এখনও কিছু কিছু ট্রলার ইলিশসহ বিভিন্ন মাছ শিকার করছে। বুধবার শেষ বিকেলে সাগরের আন্ধারমানিক নদীর প্রবেশদ্বারে কয়েকটি ট্রলার সাগর থেকে ফিরতে দেখা গেছে। কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য অফিসকে ফাকি দিয়েই এরা সমুদ্রে গিয়ে মাছ শিকার করছে বলে একাধিক সূত্র দাবি করেছে। জেলেরাও প্রভাবশালী মালিকের নির্দেশনায় এসব করছে বলে জানা গেছে। আড়ত-বোট মালিক সমিতি থেকে শুরু করে মৎস্য অফিস কেউ স্বীকার করেনি যে সাগরে ট্রলার গিয়ে মাছ শিকার করছে।

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এসব ট্রলারে মাছ শিকার করার খবরটি সবার জানা বলে অপর একটি মহল দাবি করেছে। এজন্য কয়েকটি স্তর ম্যানেজ করতে হয় বলে জনশ্রুতি রয়েছে। তবে সাগরে তেমন মাছ ধরা পড়ছেনা বলে নম্বরবিহীন একটি ট্রলারের জেলেরা সাগর থেকে ফেরার পথে দাবি করেছেন। সচেতন জেলেদের দাবি আন্ধারমানিক মোহনা এবং রাবনাবাদ মোহনায় কোস্টর্গার্ডের টহল থাকলে কোন ট্রলারের সাগরে যাওয়া-আসার সুযোগ নেই। সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিষেধাজ্ঞাকালীন কেউ সাগরে মাছ শিকার করতে পারবে না। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় টহল জোরদার করছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কলাপাড়ায় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

কলাাপাড়া (পটুুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মহিপুর প্রেসক্লাব চত্ত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
ইসলামী ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখার সভাপতি মো.মেহেদী হাসানের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য গাজী আলী হায়দার, পটুয়াখালী জেলা প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ‘দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পাঠক্রমের বাইরে বিভিন্ন প্রযুক্তির নেশায় আসক্ত হয়ে পড়েছে। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে সকল স্তরর শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে। তাই স্বাস্থবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।

মহিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এস এম আলমাস, কুয়াকাটা (মহিপুর) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানা সদরের বিপিনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ ঘরের টিনের বেড়ার সাথে তড়িতাহত হলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। ডাঃ মাহমুদুল হাসান অপু জানান, রাজিব নামে তড়িতাহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ওই গ্রামের রাশেদের পুত্র রাজিব তড়িতাহত হয়ে মৃত্যু বরণের কথা স্বীকার করে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, বিষয়টি আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

কুয়াকাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত সমুদ্রকে দূষণমুক্ত রাখার আহবান

বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ’র ইকোফিস-২ প্রকল্পের আওতায় একটি বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পরিচ্ছন্নতা অভিযানকালে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বদিকের ঝাউবন এলাকা এবং পশ্চিমে শুটকি পল্লী পর্যন্ত প্রায় দুই কিঃমিঃ এলাকার সকল অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়। পরে কুয়াকাটা প্রেসক্লাবে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে বিশ্ব সমুদ্র দিবসে সমুদ্র দূষন রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক মোঃ মিজানুর রহমান, ওয়ার্ল্ড ফিস এর পটুয়াখালী জেলায় কর্মরত ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক মোঃ জামাল উদ্দিন ও সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, টোয়াক এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার ও সেক্রেটারী মোঃ আনোয়ার  হোসেন আনু প্রমুখ।
এ সময় বক্তারা বক্তারা বলেন, নদীর দূষিত পানি ও কলকারখানার বর্জ সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে। এতে সমুদ্রের পানি দূষিত হচ্ছে। মানুষের ব্যবহ্নত প্লাস্টিকসহ বিভিন্ন পদার্থ সমুদ্রে ফেলা হচ্ছে। এর ফলে সমুদ্রের পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। মারা যাচ্ছে সমুদ্রের নানা প্রজাতির সামুদ্রিক প্রানী ও জীব বৈচিত্র। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেছে। তাই সমুদ্রের পানি দূষণ রোধে এবং সমুদ্রর জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান  তারা।

কলাপাড়ায় ২ লাখ ৫০ হাজার চিংড়ির রেণু জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ২ লাখ ৫০ হাজার চিংড়ির রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার রাতে নিজামপুর কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে শেখ রাসেল সেতু সংলগ্ন এলাকা থেকে এসব রেণু জব্দ করে। তবে এসময় কোনো অসাধু রেণু ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত চিংড়ির রেণু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময় নিজামপুর কোস্ট গার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মহসিন রেজাসহ কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজামপুর কোস্ট গার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। অবৈধ চিংড়ি রেণু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

কলাপাড়ায় মোটরসাইকেল ছিনতাই, ২ যুবক গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

সোমবার রাতে আমতলী উপজেলার টেপুরা গ্রাম থেকে রাকিবকে (২২) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে মঙ্গলবার সকালে দশমিনা উপজেলার আলীপুরা গ্রাম থেকে মনিরকে (২৫) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে উপজেলার ধানখালীর ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন স্থানীয় মোটরসাইকেল চালক রুমান শিকদার। এসময় মোটরসাইকেলের গতি রোধ করে তাকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই করে নেয় রাকিব ও মনির। পরে পুলিশ রুমানকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুর রহমান জানান, গ্রেফতার দুজনই পেশাদার ছিনতাইকারী। মোটরসাইকেল ছিনতাইয়ের পর ২৪ ঘণ্টার ব্যবধানে তাদের গ্রেফতার করা হয়।

বেড়িবাঁধ উচু ও মজবুত করাসহ বিভিন্ন দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ

কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি:
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষি ঋণ মওকুফ বেড়িবাঁধ উচু ও মজবুত করা, লবণ পানি অপসারণ, আর্থিক প্রণোদনাসহ কৃষকের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সোমবার বেলা ১১টায় কলাপাড়া পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কৃষক সমাবেশ হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সমিতির সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কমরেড নাসির তালুকদার, নাগরিক ঐক্যের দিবাকর সরকার, আতাজুল ইসলাম, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমান,চাকামইয়া ইউনিয়ন শাখার আহবায়ক কমরেড আতাজুল ইসলাম,কৃষক আবুল কালাম,নাগরিক উদ্যোগ কলাপাড়া শাখার সদস্য দিবাকর সরকার প্রমূখ।  সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা উপকূলীয় কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতির শিকার বেড়িবাঁধ দ্রুত উচু ও মজবুত করে মেরামতের দাবি জানান।

কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ‘টোয়াক’ এর আলোচনা সভা

এস এম আলমাস,কুয়াকাটা- মহিপুর প্রতিনিধি : 
 করোনাকালীন সময় পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় কুয়াকাটায় পর্যটন নির্ভর ব্যবসায়ীদের সমস্যা ও উত্তোরণ  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় আবাসিক হোটেল নীলাঞ্জনা’র। হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। টোয়াক সভাপতি  রুমান ইমতিয়াজ তুষার’র সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র জনাব মোঃ আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাব হোসেন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, পৌর কাউন্সিলর শহিদ দেওয়ান,আবুল হোসেন ফরাজী, টোয়াক সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু। সভায় টোয়াক সদস্যসহ কুয়াকাটা পর্যটন নির্ভর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন,করোনাকালীন লকডাউনের কারনে গত ২ মাস বন্ধ রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতসহ আবাসিক হোটেল মোটেল রিসোর্ট ও পর্যটনমুখী ব্যবসা প্রতিষ্ঠান। এতে পর্যটন নির্ভর ব্যবসায়ীরা লোকসানের মুখে পরেছে। এর সাথে জরিত প্রায় ৫ হাজার পরিবার বেকার হয়ে পরেছে। এর সাথে জরিত অনেকেই ইতিমধ্যে পেশা পরিবর্তনের চিন্তা করছেন। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিয়ে চিন্তিত হয়ে পরেছে। চরম সমস্যায় দিন কাটাচ্ছেন পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা। বক্তারা আরও বলেন, সকল শিল্প কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, লঞ্চ চলাচল, সড়ক ও রেল যোগাযোগ চালু রয়েছে। শুধু বন্ধ রয়েছে পর্যটন ও শিক্ষা প্রতিষ্ঠান। মতবিনিময় সভায় স্বাস্থ্য বিধি মেনে পর্যটন স্পটগুলো গুলো চালু রাখার দাবী জানান বক্তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ট্যুর অপারেটর কেএম বাচ্চু ও আসাদুজ্জামান মিরাজ জানান, দীর্ঘ সময়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আগমনের উপর নিষেধাজ্ঞা থাকায় তারা এখন বেকার জীবন যাপন করছেন। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সময়ের মধ্যে পর্যটন স্পট গুলো খুলে না দিলে তাদের পেশা পরিবর্তন ছাড়া আর কোন উপায় থাকবে না বলে জানান এই দুই ট্যুর অপারেটর।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব  বলেন, করোনার মধ্যে সবকিছু স্বাস্থ্য বিধি মেনে চলতে পারলে পর্যটন কেনো পারবেনা। স্বাস্থ্য বিধি মেনে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে হোটেল মোটেল রিসোর্ট মালিক কর্মচারীরা।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, কুয়াকাটা পর্যটন খাতে বিনিয়োগকারীরা এখন তাদের বিনিয়োগ নিয়ে খুবই চিন্তিত। প্রতি মাসে বিদ্যুৎ বিল, কর্মচারী বেতনসহ প্রতি মাসে তাদের লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। ব্যাংক লোনের কিস্তি দিতে না পারায় ব্যাংক থেকে নোটিশ দেয়া হচ্ছে। সরকার করোনাকালীণ সময়ে বিভিন্ন খাতে প্রনোদণা দিলেও পর্যটন খাতে বিনিয়োগকারীদের কোন প্রনোদণা দিচ্ছে না। যার ফলে কুয়াকাটায় একাধিক হোটেল মালিক তাদের হোটেল বিক্রি করে অন্য খাতে বিনিয়োগের কথা ভাবছেন। তিনি আরো বলেন যাদের ব্যাংকে লোন রয়েছে তাদের ইনটারেষ্ট যেন সরকার মৌকুপ করেন।
কুয়াকাটা  পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, আমার পৌরসভা পর্যটন এলাকার মধ্যে, তাই পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় আমার কর্মকর্তা কর্মচারীদের  বেতন ভাতা দিতে পারছিনা। কারণ কোনো প্রতিষ্ঠান পৌর ট্যাক্স দিচ্ছে না। এটা এখন চরম বাস্তবতা। তিনি বলেন, পর্যটন খাতে বিনিয়োগকারী সকলেরই একই অবস্থা। সকলেই এখন অসহায় জীবনযাপন করছেন। তাই দ্রুত  স্বাস্থ্য বিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবী জানান তিনি।
সভা শেষে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাব হোসাইনকে পর্যটন খাতে অবদানের জন্য সম্মানণা ক্রেষ্ট প্রদান করা হয়। সভা সঞ্চালনা করেন টোয়াক সদস্য ও বাংলা ভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ।

কলাপাড়ায় “ইলিশ উৎপাদনে অভয়াশ্রমে প্রভাব” শীর্ষক জেলেদের প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়ায় “ইলিশ উৎপাদনে অভয়াশ্রমে প্রভাব” শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁদপুরস্থ নদী কেন্দ্র ইলিশ গবেষনা জোরদারকরন প্রথম সংশোধিত প্রকল্পের বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউট খেপুপাড়া নদী উপকেন্দ্রের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের খেপুপাড়া নদী উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা মো.আমিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, সিদ্দিক, উর্ধ্বতন বৈজ্ঞানীক কর্মকতা অভিজিৎ বসু, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ন কবির, সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, বৈজ্ঞানীক কর্মকর্তা আবু বক্কর প্রমূখ।
এ প্রশিক্ষন কর্মশালায় কলাপাড়ায় “ইলিশ অভয়াশ্রম আন্দারমানিক নদী সংশ্লিষ্ট ২৫ জন জেলে অংশগ্রন করেন।

কলাপাড়ায় পরিবেশ ও গণমাধ্যমকর্মীদের লিফলেট ও মাস্ক বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় মানুষকে সচেতনতা বৃদ্ধিতে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে লিফলেট, মাস্ক ও স্টিকার বিতরণ করেছে পরিবেশ ও গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে মানবপ্রাচীর করে এ সচেতনতামূলক কর্মসূচীর উদ্যোগ নেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশ।
করোনায় স্বাস্থবিধি মানাতে জনগনকে মাস্ক বিতরণের পাশাপাশি লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত পথসভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির।
উল্লেখ্য কলাপাড়ায় ঈদের পর করোনার প্রাদূর্ভাব বাড়ছে। এতোদিন পৌর শহরে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন তা ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলে। গত তিনদিনে ৭৬ জন করোনার পরীক্ষা করে ১২ জনের করোনা সনাক্ত হয়। আক্রান্তের হার ১৫ দশমিক ৭৮ ভাগ। তবে করোনা সচেতনতায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নেই কোন তৎপরতা।