নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় : নিখোঁজ ৬ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক :
নিউজিল্যান্ডে গত ১২ ফেব্রুয়ারি আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। এতে  এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে ৭ দিন পরও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৪৩১ জন মানুষ। এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলকে নিউজিল্যান্ডের এ শতকের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন।

খবরে বলা হয়েছে, ঝড়টি মূলত আঘাত হানে নিউজিল্যান্ডের উত্তর দিকের (নর্থ আইল্যান্ড) অঞ্চলগুলোতে। এরপর এটি যায় পূর্ব উপকূলে। যেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এটি।

আজ দেশটির পুলিশ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হক বে এলাকায় আরও দু’জন মানুষ ঘূর্ণিঝড়ের আঘাতে আহত হয়ে মারা গেছেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রাজধানী ওয়েলিংটনে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী হিপকিন্স।

তিনি জানান, অনেক অঞ্চলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও কোথাও সুপেয় পানীয় অভাব দেখা দিয়েছে। তাছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় সহায়তা পাঠানো যাচ্ছে না।

৪৫ হাজার ছাড়ালো তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু ক্ষয়ক্ষতির হালনাগাত তথ্য জানাতে গিয়ে বলেছেন, এ মাসের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে ৩৯ হাজার ৬৭২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে ওই ভূমিকম্পে সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৮০০’র বেশি মানুষ। এই হিসাব অনুসারে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মোট ৪৫ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন।

তবে এখনও উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের ভেতর থেকে মৃতদেহ বের হয়ে আসছে। আধুনিক তুরস্কের ইতিহাসে ৭.৮ মাত্রার এই ভূমিকম্পটি ছিল সবচেয়ে ভয়াবহ।

তুরস্কের কাহরামানমারাস এলাকায় ধ্বংসস্তূপের নিচে ২৫৮ ঘণ্টা আটকে থাকার পর নেসলিহান কিলিচ নামে একজন নারীকে গতকাল শুক্রবার উদ্ধার করা হয়।

এ ছাড়া আন্তাকিয়া শহরে একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে ওসমান নামে ১২ বছরের এক শিশুকে জীবিত অবস্থায় ১৭টি মৃতদেহের সঙ্গে উদ্ধার করে আনে উদ্ধারকর্মীরা।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানান, কমপক্ষে ২০০টি এলাকায় এখনও উদ্ধার তৎপরতা চলছে।

অন্যদিকে, জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৪৩ টি ট্রাক জরুরি ত্রাণ নিয়ে তুরস্ক থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে।

দক্ষিণ মেরুতে বরফ গলার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্ব উষ্ণায়নের কারণে গত কয়েক দশক ধরে দ্রুত গলছে উত্তর এবং দক্ষিণমেরুর পুরু বরফের স্তর। গলছে আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে বেড়ানো বিশাল হিমশৈলগুলোও।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’-এর বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে বলেছে, সম্প্রতি সেই প্রবণতা আরও বেড়েছে।

রিপোর্ট অনুযায়ী দক্ষিণ মেরু সমুদ্র এবং লাগোয়া অঞ্চলে চলতি সপ্তাহে বরফ ঢাকা এলাকার পরিমাণ ছিল প্রায় ১৯ লক্ষ বর্গ কিলোমিটার। ১৯৭৯ সালে পরিসংখ্যান শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন মাত্রা। বরফ গলার মরসুমে সাধারণভাবে এর অনেকটা বেশি এলাকা তুষারে আচ্ছাদিত থাকে।

প্রসঙ্গত, গত বছরই সবচেয়ে কম বরফ আচ্ছাদিত অঞ্চলের রেকর্ড গড়েছিল দক্ষিণ মেরু। এ বছরের গোড়াতেই তা ভেঙে গেল। ‘ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’ জানাচ্ছে, আগামী কয়েক মাসে বরফ গলার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা। সেক্ষেত্রে ভেঙে যেতে পারে এবারের রেকর্ড।

পরিবেশ বিজ্ঞানীদের মতে, মেরুসমুদ্রের বরফ গলে যাওয়ার এই ঘটনা বিশ্ব উষ্ণায়নের গতি ত্বরাণ্বিত করতে পারে। কারণ, জমাট বাঁধা বরফের স্তূপের সাদা উপরের স্তর সূর্যের রশ্মির ৯০ শতাংশ পর্যন্ত প্রতিফলিত করে আকাশে ফেরত পাঠায়। ফলে ভূপৃষ্ঠ ঠাণ্ডা থাকে। কিন্তু তা গলে সমুদ্রের পানিতে পরিণত হলে তাপমাত্রা শোষণ করে। ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ে

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়ে সন্তান জন্ম দিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েন ফাতেন আল ইউসুফি নামের এক ইয়েমেনি নারী। প্রায় ১০ ঘন্টার চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর একটি কন্যা সন্তানের জন্ম দেন ফাতেন। তিনি তুরস্কের মালাতইয়ায় স্বামীর সঙ্গে থাকতেন। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যখন ভূমিকম্প আঘাত হানে তখন ফাতেন ৩৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই সময় নিজের অনাগত সন্তানকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখনই জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে।

আতঙ্ক, তৃষ্ণা ও নিজের অনাগত সন্তানকে নিয়ে ফাতেন যখন ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন তখন তাকে উদ্ধারে এগিয়ে আসেন পারিবারিক বন্ধু হিসাম। অন্যান্য উদ্ধারকারীদের সহায়তায় ফাতেনকে টেনে তুলতে সমর্থ হন তিনি। উদ্ধারের পর ইয়েমেনি এ নারীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।

তবে এরপরই নিজের জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটি পান ফাতেন। তিনি জানতে পারেন, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে তার ২৯ বছর বয়সি স্বামী বুরহান আল আলিমি মারা গেছেন। ভূমিকম্পের তিনদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। বুরহান মালাতইয়ার ইনোনু বিশ্ববিদ্যালয়ের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

ফাতেন ২০১৪ সালে তার পরিবারের সদস্যদের নিয়ে ইয়েমেন থেকে তুরস্কে পাড়ি জমিয়েছিলেন। নিজ জন্মভূমি ইয়েমেনে গৃহযুদ্ধ চলায় সেখান থেকে পালিয়ে আসতে হয়েছিল তাকে। এরপর বুরহানের সঙ্গে বিয়ে হয় তার। যখন নতুন করে নতুন এক দেশে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন তখন ভূমিকম্পে সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছে।

ফাতেন বিবিসিকে বলেছেন, ‘আমরা এখন আমার মেয়ের জন্য একটি ভালো জীবনের প্রত্যাশা করছি। কিন্তু সবকিছু আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। কেউ জানে না শেষটা কী রকম হবে।’

ভুমিকম্পে ২৪৮ ঘণ্টা পরও একজনকে জীবিত উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের ধ্বংসস্তুপ থেকে বৃহস্পতিবারও এক কিশোরীকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা জানিয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় এলাকা কাহরামানমারাস থেকে ২৪৮ ঘণ্টা পর ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ৪১ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি জানিয়েছে, তুরস্কে এই ভূমিকম্পে ৩৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছে এক লাখের বেশি মানুষ।

বুধবারও ২২২ ঘণ্টা পর এক ৪০ বছর বয়সী নারীকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

বন্যা দুর্গতদের জন্য একশ’ ৬০ কোটি ডলার দান করেছে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক।

তুরস্কে এখন ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বাস্তুহারা মানুষদের পুনর্বাসনে কাজ করছে বিভিন্ন সরকারি ও বেসরাকারি সংগঠন।

মেঘালয়ে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি

ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালের দিকে আঘাত হানা এ ভূমিকম্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলাতেও অনুভূত হয়েছে।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র এক টুইটে বলেছে, ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মেঘালয়। এই রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের ৪৬ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। মেঘালয়ের এই ভূকম্পন অনুভূত হয়েছে ভারতের আসাম প্রদেশ ও বাংলাদেশের সিলেট জেলাতেও।

লিবিয়া উপকূলে জাহাজডুবিতে ৭৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

লিবিয়িা উপকূলে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ৭৩ জন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

এক টুইট বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মঙ্গলবার অভিবাসন প্রত্যাশীদের জাহাজডুবির ঘটনায় ১১ লাশ উদ্ধার করেছে লিবিয় কর্তৃপক্ষ। এ ঘটনায় সাতজন বেঁচে গিয়েছেন। ভয়ানক পরিস্থিতিতে তারা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আল-জাজিরা বলছে, মঙ্গলবারের জাহাজডুবির ঘটনাটি ভূমধ্যসাগরের সর্বশেষ ট্র্যাজেডি। ইউরোপে যাওয়ার জন্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীরা লিবিয়ার এই রুটটি ব্যবহার করছে।

আইওএমের তথ্য মতে, ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৮২১ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগর থেকে নিখোঁজ হয়েছে।

এই মাসের শুরুতে লিবিয়া ও ইতালির মাঝে একটি বিতর্কিত অভিবাসন চুক্তি স্বাক্ষরিত হয়। এটি তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে। মানবাধিকার গোষ্ঠীগুলোর ধারণা, এই চুক্তির ফলে ইতালি ও ইউরোপীয় ইউনিয়ন মানবতাবিরোধী অপরাধে জড়িত হতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সতর্ক করে বলেছে, লিবিয় কোস্টগার্ডের সহায়তায় হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে জোর করে ফেরানো তাদের মানবাধিকারকে লঙ্ঘন করে। এতে করে অপরাধে জড়িয়ে পড়বে ইতালি ও ইইউ।

আইওএমের তথ্য মতে, গত ২৯ জানুয়ারি থেকে ৫৩১ অভিবাসন প্রত্যাশীকে লিবিয় কোস্টগার্ড যুদ্ধরত আফ্রিকা দেশগুলোতে ফেরত পাঠিয়েছে।

আর-জাজিরা বলছে, ন্যাটো সমর্থিত বিদ্রোহীদের ওপরে ওঠা ও দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার পর থেকে তেল সমৃদ্ধ লিবিয়ায় বিশৃঙ্খলা রয়েছে। ২০২২ সালের জুনে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক প্রতিবেদনে বলা হয়, অভিবাসন প্রত্যাশীদের হত্যা, নিখোঁজ, নির্যাতন, দাসত্ব, যৌন নির্যাতন, ধর্ষণসহ আরও অমানবিক কাজ করছে লিবিয়া।

ভারতের জনসংখ্যা কত?

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী দুই মাসের মধ্যেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। এ সময়ে দেশটির জনসংখ্যা ১৪০ কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। তবে, এক বছর বা এর চেয়ে বেশি সময়ের মধ্যেও ভারতের মোট জনসংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। কারণ, এখনও দেশটির সরকার মোট জনসংখ্যা গণনা করতে সক্ষম হয়নি।

প্রতি এক দশক পর পর ভারতে জনশুমারি হয়। সবশেষ ২০১১ সালের দেশটিতে শুমারি হয়। পরের শুমারিটি হওয়ার কথা ছিল ২০২১ সালে। শুমারিটি শুরু হলেও মহামারির জন্য সেটি এখন থমকে রয়েছে। প্রশাসনিক, প্রযুক্তিগত ও আনুষঙ্গিক কারণে জনশুমারি কবে নাগাদ শুরু হবে তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান, আবাসন, স্বাক্ষরতার হার, অভিবাসনের ধরন ও শিশু মৃত্যুর মতো তথ্য হালনাগাদ করতে পারছে না ভারত সরকার। এর মূলে রয়েছে জনশুমারি।

জনশুমারিকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসির রচনা শর্মা। তিনি বলেন, ‘জনগণের কল্যাণে ব্যয় ও শ্রমশক্তি জরিপের মতো বিষয়গুলো আদমশুমারির তথ্যের ওপর ভিত্তি করে করা হয়। হালনাগাদ শুমারির তথ্যের অভাবে এক দশকের পুরোনো তথ্যের ওপর ভিত্তি করে বর্তমানেরগুলো করা হচ্ছে। এতে করে অনেক ভুল তথ্য চলে আসছে।’

ভারতের পরিসংখ্যান মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘২০১১ সালে শেষ জনশুমারি করা হয়। সেই তথ্যের ওপর ভিত্তি করেই সরকার জনগণের কল্যাণে ব্যয় করছে। এতে করে ভোগান্তি বাড়ছে।’ এ বিষয়ে কথা বলতে রাজি হননি পরিসংখ্যান মন্ত্রণালয়ের মুখপাত্রও। এমনকি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

জনশুমারি বিলম্ব হওয়ার কারণ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রেজিস্ট্রার জেনারেল অফিসের দুই কর্মকর্তা। তাদের মতে, প্রযুক্তিগত সহায়তা ও নির্ভুল তথ্যের জন্যই এটি বিলম্ব হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘জনশুমারি করতে যে অ্যাপের ব্যবহৃত হচ্ছে, তা মোবাইলেফোনে ব্যবহারের জন্য আধুনিকায়ন করা হচ্ছে। অ্যাপটিতে জাতীয় পরিচয়পত্রের একটি কলাম থাকবে। এটি করতেই দেরি হচ্ছে।’

জনশুমারি বিলম্বের জন্য মোদি সরকারকে দুষছে ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। তাদের মতে, রাজনৈতিক কারণেই শুমারি পেছানো হচ্ছে। এতে করে দেশের মোট বেকারত্বের সংখ্যা প্রকাশ পাবে। আর ২০২৪ সালের নির্বাচনের আগে মোদি সরকার এমন ভুল করবে না।

কংগ্রেসের মুখপাত্র পাওয়ান খেরা বলেন, ‘এই সরকার তথ্য নিয়ে খেলছে। কর্মসংস্থান, কোভিডে মৃত্যুসহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যু তারা লুকাতে চাইছে।’ তবে, এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন পার্টি বিজেপির মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের অনুমান, আগামী ১৪ এপ্রিলের মধ্যে ভারতের জনসংখ্যা পৌঁছাবে ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে। এ দিনেই জনসংখ্যার দিক থেকে চীনকে পেছনে ফেলবে দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশটি।

ভারতের ২০১১ সালের শুমারি অনুযায়ী, ওই সময় তাদের জনসংখ্যা ছিল ১২১ কোটি। এর মানে ১২ বছরে তাদের জনসংখ্যা বাড়বে ২১ কোটিরও বেশি, যা ব্রাজিলের মোট জনসংখ্যার সমান।

ভারতের শুমারিতে কাজ করে থাকেন দেশটির শিক্ষকেরা। বর্তমানে দেশটিতে তিন লাখ ৩০ হাজার স্কুল রয়েছে। এসব স্কুলের শিক্ষকেরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে থাকেন।

২০২১ সালের শুমারি নিয়ে এর দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালে একটি পরিকল্পনা করে ভারত সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী, দুই ডজনের বেশি প্রশ্ন নিয়ে ১৬ ভাষায় দুই ধাপে তথ্য সংগ্রহ করবে শিক্ষকেরা। যা শেষ হতে সময় লাগবে ১১ মাস। এরপরেই তথ্যগুলো সরকারি খাতায় জমা পড়বে। পরে সব তথ্য একত্রে করে মাসখানেক পর তা জনসম্মুখে আনা হবে। এতে ব্যয় হবে ১০৫ কোটি মার্কিন ডলার।

সৌদি আরব এবার প্রথমবারের মতো মহাকাশে নারী নভোচারী পাঠাতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরব এবার প্রথমবারের মতো মহাকাশে নারী নভোচারী পাঠাতে যাচ্ছে। ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মিশনে সৌদি পুরুষ নভোচারী আলী আল-কারনির সঙ্গে যোগ দেবেন প্রথম সৌদি নারী নভোচারী রায়ানাহ বারনাওয়ী।

আলী আল-কারনি ও রায়ানাহ বারনাওয়ি ‘এএক্স-২ স্পেস মিশনে’ ক্রু হিসেবে যোগ দেবেন এবং তাদের মহাকাশ ফ্লাইটটি যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের যৌথ এ উদ্যোগে আরও দুজন সৌদি নভোচারী মহাকাশে যাবেন। তবে মারিয়াম ফেরদৌস ও আলী আল-গামদি প্রশিক্ষণার্থী নভোচারী হিসেবে যাবেন।

প্রথম আরব দেশ হিসেবে ২০১৯ সালে নিজেদের এক নাগরিককে মহাকাশে পাঠিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সেসময় সংযুক্ত আরব আমিরাতের নভোচারী হাজ্জা আল-মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ দিন অবস্থান করেছিলেন। চলতি মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের আরেক নাগরিক সুলতান আল-নেয়াদি মহাকাশ যাত্রা করবেন। ৪১ বছর বয়সী সুলতান আল-নেয়াদি প্রথম আরব নভোচারী, যিনি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে ছয় মাস থাকবেন।

অর্থনীতিতে বৈচিত্র্য আনতে ও তেলের ওপর নির্ভরতা কমাতে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবেই মহাকাশে নারী নভোচারী পাঠানোর উদ্যোগ নেয় দেশটি। এর আগে ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়।

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের সিকিম

আন্তর্জাতিক ডেস্ক :

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের সিকিম রাজ্য। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরের শহর ইউকোসাম। শহরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। প্রায় পুরো সিকিমই কেঁপে ওঠে এতে।

সিকিমের ইউকোসাম শহরটি পর্যটকদের কাছে প্রিয় শহর। অনেকেই এখানে বেড়াতে যান। এটা সিকিমের ঐতিহাসিক শহর। ১৬৪২ সালে সিকিমের রাজাদের রাজধানী ছিল এই শহর। তবে যেহেতু ভূমিকম্প খুব তীব্র ছিল না, তাই  ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে অনুমান করা হচ্ছে।

এরআগে গতকাল রোববার আসামে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার। উত্তরপূর্বের দুটি রাজ্যে পরপর দুই দিন ভূমিকম্প হওয়ায় প্রশাসন সতর্ক হয়েছে।

কয়েকদিন আগেই বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তুরস্ক ও সিরিয়ায়। বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এ ভূমিকম্পের ফলে। সেখানে উদ্ধারকাজ এখনও চলছে। ৫০ হাজার মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ।