কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই রাজমিস্ত্রি কাজ করছিলেন পটুয়াখালীর কলাপাড়ার খানাবাদ ডিগ্রি কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র মনির হাওলাদার (১৮)। সোমবার সকালে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের নিজ বাসা থেকে পাশের বড়হর পাড়া গ্রামে নির্মানাধীন মুজিব কিল্লায় কাজ করতে যায় মনির সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। সে নতুনপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।
মহিপুর থানার এস আই মো. রাসেল জানান, সকালে বড়হর পাড়ায় নির্মানাধীন মুজিব কিল্লায় রাজমিস্ত্রির কাজ করতে যায় মনির। এ সময় ভবনের ওয়েলডিং এর কাজ করার জন্য মর্টার চালু করতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের প্রশিক্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগগ্রস্থ’্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে মোবাইল সার্ভিসিং ও রিপিয়ারিং বিষয়ে মাস ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ও উন্নয়ন সংস্থা ডরপ এর সহযোগীতায় কলাপাড়ার লালুয়া ডরপ কার্যালয়ে রোববার এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্ধোধণ করেন ডরপ এর মনিটরিং এন্ড ইভেনুয়েশণ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুজ্জামান। উপস্থিত ছিলেন ডরপ এর ডাটাবেজ ম্যানেজার ইশতিয়াক আহমেদ, ফিল্ড অফিসার আবদুল হক, পলাশ পাল, প্রোগ্রাম এসোসিয়েট ফরহাদ হোসেন।
দুটি ব্যাচে ১৫ জন নারীসহ ৫০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।
এছাড়া শনিবার ডরপ কার্যালয়ে তিন মাস ব্যাপী ইলেকট্রনিক্স (টিভি,রেডিও, ডিভিডি,ভিসিআর) মেরামত প্রশিক্ষণে অংশ নেয়া দুটি ব্যাচের ৫০ জন প্রশিক্ষনার্থীকে প্রুশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। ডরপ এর মনিটরিং এন্ড ইভেনুয়েশণ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করেন এলজিইডি’র কলাপাড়া উপজেলা প্রকোশলী মো. মহর আলী। এ সময় ডরপ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের বিভিন্ন ট্রেডে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মক্ষম ও স্বাবলম্বী করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য বলে ডরপ এর টিম লিডার (প্রশিক্ষণ) জেবা আফরোজ জানান।

কলাপাড়ায় সুপেয় পানি এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবস্থা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
সুপেয় পানির ব্যবস্থা এবং প্রতিবছর স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ সোমবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উত্তরণ পরিচালক গাজী জাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার হেদায়েতুল্লাহ মুকুল, হাসিবউজ জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর শাহিন ইকবাল। লিখিত বক্তব্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা, খুলনা, বরগুনা ও পটুয়াখালী জেলার মানুষের সুপেয় পানির সঙ্কট তুলে ধরা হয়েছে। সুপেয় পানি সংগ্রহ করতে প্রতিদিন পরিবারের একজনকে তিন/চার ঘন্টা ব্যয় করতে হয়। পানির স্তর নিচে নেমে গেছে। পানির সঙ্কট ক্রমশ বাড়ছে ফলে মানুষের জীবন-জীবিকায় ও বসবাসে মারাত্মক সঙ্কট সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়েছে। এজন্য ভূ-গর্ভস্থ জলাধারের অবস্থান নির্নয়ে হাইড্রোলজিক্যাল অনুসন্ধান করা, দরিদ্র-হতদরিদ্র শ্রেণির মানুষের জন্য জেলা-উপজেলা পর্যায়ে পয়ঃনিষ্কাশন ও পানি খাতে বিশেষ বরাদ্দ রাখা, এলাকার জলাশয় দীঘি, পুকুর খাল দূষণমুক্ত ও খননের দাবি করা হয়েছে। স্বাগত ও সমাপনি বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির।

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে চলছে রমরমা ‘মাছ’ শিকার

এস এম আলমাস, কুয়াকাটা (মহিপুর):
মাছের প্রজনন মৌসুমে সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা চলছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সাগরকন্যা কুয়াকাটা থেকে প্রতিদিনই কিছু জেলে মাছ ধরতে যাচ্ছে। এ বিষয়ে ইউসুফ মাঝি নামে স্থানীয় এক জেলের অভিযোগ, স্থানীয় প্রশাসনের সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে মাছ শিকারের অনুমতি মিলছে।
তিনি জানান, গঙ্গামতি জেলেরা দশ হাজার ও ঝাউবাগান জেলেরা পাঁচ হাজার হারে দিয়ে নিষেধাজ্ঞার সময়েও মাছ শিকারে যাচ্ছেন। অন্যদিকে, বিষয়টি নৌ-পুলিশের জানা থাকলেও সাগরের প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান পরিচালনা করা যাচ্ছে না বলে জানিয়েছে তারা।
প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় গত ২১ মে থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা (অবরোধ) দিয়েছে সরকার। সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে দেয়া এই নিষেধাজ্ঞা চলাকালে সাগরে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের জন্য ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। তবুও এক শ্রেণির জেলে বাড়তি আয়ের লোভে ডিমওয়ালা মাছ শিকারে সমুদ্র নেমেছেন। সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে অনধিক দুই বছর কারদণ্ড বা অনধিক দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
পটুয়াখালীর বঙ্গোপসাগরে উপকূলের রামনাবাদ চ্যানেল থেকে আন্ধারমানিক নদীর মোহনা ঘুরে দেখা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলার ও ফাইভার-বোট ব্যবহার করে সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত স্থানীয় শতাধিক জেলে। এদিকে কুয়াকাটা, আলিপুর ও মহিপুরে দেখা গেছে, সমুদ্র থেকে আসা মাছ বিক্রি হচ্ছে স্থানীয় মৎস্য আড়তে। কর্মব্যস্ত সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক এবং বরফকলগুলোও।
ইয়াসিন নামের অপর এক জেলে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমরা টাকা দিতে পারিনাই, তাই মাছ ধরতে পারছি না। সরকার কি তাইলে টাকাওয়ালা গো লইগা মাছ ধরার ব্যবস্থা রাখছে!’ তার মতো স্থানীয় অনেকে জেলেই এই অভিযোগ জানিয়েছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে এক ট্রলার মালিক শাহনামা কে বলেন, ‘মোর অধীনে ৮-৯টি বোট সাগরে মাছ ধরছে। গঙ্গামতি থেকে মাছ ধরা ১৮টা ট্রলার, ৩০টি নৌকা এবং ৮-৯টি ফাইভার বোট সাগরে মাছ ধরতে গেছে।’
কুয়াকাটা আশার আলো মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ বলেন, ‘কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে দেখা যায় শতাধিক নৌকা মাছ শিকার করছে অবাধে, প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই।’
 তবে বঙ্গোপসাগরের আবহাওয়া প্রতিকূল হওয়ায় সাগরে অভিযান করা যাচ্ছে না বলে জানিয়েছেন কুয়াকাটা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান। তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে আবহাওয়া খারাপ, একটি সরকারি স্পিডবোট, সেটিও অকেজো রয়েছে। যার ফলে ঠিকভাবে অভিযান পরিচালনা করতে পারছি না।’
আর্থিক লেনদেনের মাধ্যমে কিছু জেলেকে সাগরে মাছ ধরতে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে, জেলেদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে এই নৌ-পুলিশ কর্মকর্তা বলেন, ‘যেকোনো বিষয়ে সামাজিক রীতিতে প্রশাসনিক দায়ভার একটি প্রবহমান সমালোচনা হয়ে দাড়িয়েছে, এরকম একটি মহল বলে থাকে। তবে এর সত্যতা নেই।’ এদিকে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন অবৈধভাবে মাছ শিকারকারী জেলেদের ধরতে কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের অভিযান চলছে।
তিনি আরও বলেন, ‘ভারী নৌযান না থাকার কারণে ঠিকভাবে অভিযান পরিচালনা করতে পারছি না। তবে মৎস্য শিকার নিষিদ্ধ চলাকালে বঙ্গোপসাগর ও উপকূলে কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের একটি দলের অভিযানে অব্যাহত রয়েছে।’

কলাপাড়ায় আইনজীবীদের মানববন্ধন

স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত আদালত খুলে দেয়ার দাবীতে কলাপাড়া আইনজীবীদের মানববন্ধন কর্মসূচি পালন করছেন। ১৩ জুন রোববার বেলা এগারো টায় কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় জেলা আইনজীবীদের পক্ষে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবদুস সাত্তার হাওলাদার বক্তব্য রাখেন।  তিনি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবে যদি আদালতের কার্যক্রম,স্কুল – কলেজ মাদ্রাসা বন্ধ রেখে দোকানপাট পরিবহন সেবা ও অন্যান্য অফিস খোলা থাকতে পারে।

তবে বিচার বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রেখে বিচার প্রার্থীদের ন্যায় বিচার থেকে বন্জ্ঞিত করা বাঞ্চনীয় হবে না।দীর্ঘদিন যাবৎ মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে আদালতেরবিচার কার্যক্রম বন্ধ থাকায় হাজার হাজার বিচার প্রার্থীরা দারুনভাবে বিপাকে পড়েছে।

তাই ন্যায় বিচারের স্বার্থে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইনমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় নিবেদন অনতিবিলম্বে বিচার বিভাগের বিচারিক কার্যক্রম নিয়মিতভাবে চালু করার দাবী করছি। এ-সময় কলাপাড়া চৌকি আদালতে কর্মরত সকল আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বরূপকাঠীতে আনসার ও ভিডিপির নতুন ভবনের উদ্বোধন

পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের এক তলা নতুন ভবনের নির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা সদরে নতুন ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের আনসার ও ভিডিপি উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডান্ট মোঃ সাজ্জাত মাহমুদ ।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বরূপকাঠী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, শশাংঙ্ক রঞ্জন সমদ্দার, নেছারাবাদ উপজেলা প্রশিক্ষক আমিনুল হক।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকারের প্রতিটি বিভাগ ও বাহিনীকে আরো যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০৪১ সালে ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।

এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বিভিন্ন জেলা ও উপজেলায় টাইপ প্লান অনুযায়ী আধুনিক ও নান্দনিক অবকাঠামো নির্মাণকাজ শুরু করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন এই উপজেলার আনসার -ভিডিপির সদস্যরা নিজস্ব একটি অফিস বিল্ডিং এর জন্য বহুদিন অপেক্ষায় ছিলেন।

পটুয়াখালীতে শাশুড়িকে হত্যা, ঘাতক জামাই আটক

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে শাশুড়ি মোমেনা বেগমকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক জামাই জামাল হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহৃত ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

রোববার (১৩ জুন) দুপুর দেড়টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী জামাল হোসেনকে আটক এবং হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মো. মেহেদি হাসান।

ওসি মেহেদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর দেড়টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, শনিবার (১২ জুন) রাত দেড়টায় জামাল না ঘুমিয়ে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে। তখন তার শ্বাশুড়ি মোমেনা বেগম জামালকে ঘুমাতে বলেন। এতে জামাল ক্ষিপ্ত হয়ে শ্বাশুড়ি মোমেনাকে  এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে মোমেনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুমকি পাঠায় পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতাল বরিশাল পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

নিহত মোমেনা উত্তর মুরাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা এলাকার বাসিন্দা কাঞ্চন গাজীর স্ত্রী।

কাঞ্চন গাজী মেয়েকে দীর্ঘদিন আগে চাঁদপুর কচুয়া এলাকার বাসিন্দা জামাল হোসেনের (৪০) সঙ্গে বিয়ে দেন। বিয়ে পর থেকে মেয়ে জামাই জামাল তার বাড়িতে থাকতেন।

কুয়াকাটায় অবরোধ চলাকালীন সমুদ্রে মাছ ধরার অপরাধে ১৮ জন জেলেকে  আটক করছে নৌ পুলিশ

এস এম আলমাস, কুয়াকাটা- মহিপুর, প্রতিনিধি:
পটুয়াখালী কুয়াকাটায় সরকারি নির্দেশ অমান্য করে, বঙ্গোপসাগরে অবরোধ চলাকালীন মাছ শিকারের দায়ে ৪ টি ট্রলার, ১ মন মাছ ও ১ লাখ মিটার ঘন ফাসের জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শুক্রবার আনুমানিক বিকেল। ৪টা থেকে শুরু করে সন্ধ্যা ৭.৩০মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে জেলেদের আটক করতে সক্ষম হয়েছে।
জানা গেছে নৌকাগুলো আইন অমান্য করে সাগরে অবরোধ চলাকালীন মাছ শিকার করতে গভীর সমুদ্রে গিয়েছে, মাছ শিকার করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাজারে নদীর মাছ বলে বিক্রি করতো, শেষে তাদের উপর অভিযান চালিয়ে গভীর সমুদ্র চর বিজয় নামে স্থান থেকে কুয়াকাটা নৌ-পুলিশ তাদেরকে আটক করে, আটককৃত হলো।
১.হানিফ খান (৪০)২.জিহাদ খান। (১৬)৩.আব্দুর রশিদ খলিফা (৪৫)৪. মোশাররফ হাওলাদার (৪২)৫. মোশাররফ হোসেন (৪০)৬. বলি মাঝি (৫০)৭.নুর,আলম মাঝি(৪৫)৮.রুবেল,ফকির(২৮)৯.সোহাগ(১৬)১০.হৃদয় মুন্সি (১৬)১১. সাহিন হাং (২৩)১২. সজিব (১৮)১৩. আল আমিন (২৮)
১৪. সাকিল মুন্সি (১৮)১৫. রাজু হানিফ (১৮)১৬. শহিদুল ইসলাম (২৫)১৭.মনির মুন্সি(৩০)১৮. আসাদুল ইসলাম (৩০)  আটককৃত সকলকে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এএস আই, কামরুজ্জামান বলেন, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে কিছু জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকার করছে, আমরা খবর পেয়ে স্পিডবোট নিয়ে তাদেরকে উপর অভিযান চালিয়ে আটক করেছি এবং তাদের মাছ ধরার ট্রলার ঘন জাল সহ জেলেদের আটক করে ফাঁড়িতে আনা হয়েছে।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আমাদের অভিযান ২০মে থেকে শুরু হয়েছে এবং এই অভিযান ৩০শে জুলাই পর্যন্ত চলমান থাকবে. আর যারা সরকারি নির্দেশ অমান্য করে সমুদ্র মাছ শিকার করেছে, তাদেরকে জরিমানাসহ আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে, এবং তিনি আরও জানিয়েছে যারা সমুদ্রের মাছ শিকার করে নদীর মাছ বলে বাজারে বিক্রি করে, তাদের দিকে আমাদের নজর রয়েছে, আমরা যদি প্রমাণসহ পাই তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

কুয়াকাটায় ট্রলারসহ ১৬ জেলে আটক

 নিষেধাজ্ঞা উপেক্ষা পটুয়াখালীর কুয়াকাটা সমূদ্র সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করায় চারটি ট্রলার, এক মণ মাছ, এক লাখ মিটার জালসহ ১৬ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ।

শুক্রবার (১১জুন) বিকেলে কুয়াকাটা নৌপুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহ বাংলানিউজকে বলেন, আটক জেলেদের ৭০ হাজার টাকা জরিমানা করে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা গভীর সমূদ্রে মাছ শিকার করছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কলাপাড়ায় অবৈধভাবে ঘাট তৈরি করে টোল আদায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর লালুয়া-মধুপাড়া খেয়ঘাট থাকা স্বত্তেও ধোলাই বাজার নামকস্থানে অবৈধ ভাবে খেয়াঘাট তৈরী করে টোল আদায় করছে একটি প্রভাবশালী মহল। অবৈধ এ টোল আদায়ের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্থানীয় জাহিদুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেছেন। এরপ্রেক্ষিতে ধানখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হামিদুল হক বাচ্চুকে সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিল কররেছেন।

দাখিলকৃত প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, সরকারী ইজারাকৃত উত্তর লালুয়া-মধুপাড়া নামক খেয়াঘাট দিয়ে পণ্য পারাপার না করে নিকটবর্তী ধোলাই বাজার নামক স্থানে নিজেদের তৈরী খেঁয়াঘাট দিয়ে মালামাল পারাপার করা হয়। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ এই খেয়াঘাট পরিচালনা করছেন এলাকার প্রভাবশালী আতাহার তালুকদার ও বাদল হাওলাদারসহ বেশ কয়েকজন। এভাবে অবৈধ ঘাট তৈরী করে টোল আদায়ের ফলে ভবিষ্যতে সরকারের নিকট থেকে কেউ উত্তর লালুয়া-মধুপাড়ার খেয়াঘাট ইজারা নিতে কেউ আগ্রহী হবেন না। ফলে সরকার তার নির্দিষ্ট রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত আতাহার তালুকদার বলেন, আমার রেকর্ডীয় জমিতে ঘাট তৈরি করে মালামাল পারাপারা করি। সরকারি ভাবে কোন অনুমতি নেয়নি। পায়রা বন্দর কৃর্তপক্ষের কাছে মালামাল পারাপারের জন্য লিখিত দরখাস্ত দিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, আমি তদন্ত প্রতিবেদন পেয়েছি। শীঘ্রই আইনগত পদক্ষেপ নেয়া হবে।