চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় আরও পাঁচ দিন বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক :

চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় আরও পাঁচ দিন বাড়ল। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। আগের সময় অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার নিবন্ধন শেষের কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের হজের হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক ভিসা পদ্ধতি (ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড পিক্টোরিয়াল) চালু করতে যাচ্ছে। এ পদ্ধতির অধীনে ভিসার আবেদন সাবমিট করার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নতুন এ পদ্ধতিতে ভিসা করার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

তবে, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে যারা এরই মধ্যে ঢাকার আশনোকার হজ অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা কার্যক্রম শুরু হলে তারা সেখানে গিয়ে বায়োমেট্রিক ভিসার আবেদন করতে পারবেন। অথবা সেখান থেকে পাসপোর্ট নিয়ে অন্যকোনো সেন্টার থেকেও ভিসার আবেদন করতে পারবেন। ভিসা কার্যক্রম শুরু হলে ভিসা সাবমিটের সেন্টার এবং পদ্ধতি সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য মোবাইল ফোনে মেসেজ পেয়েছেন এমন সবাই হজের নিবন্ধন করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে, বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

চীনে কয়লা খনি ধস, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি ধসে দুইজন নিহত এবং কমপক্ষে ৫০ জন নিখোঁজ হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘বুধবার বিকালে দুর্ঘটনাটি ঘটে এবং প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৫০ জনেরও বেশি মানুষ খনির নিচে আটকা পড়েছেন।

উদ্ধারকারীরা তিনজনকে বের করে আনেন, যাদের মধ্যে দুজনের মধ্যে জীবনের কোনো চিহ্ন ছিল না।

অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিখোঁজের মোট সংখ্যা ৫৭ জন বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ধসের পর কিছু যানবাহনও চাপা পড়েছে।

অভ্যন্তরীণ মঙ্গোলিয়া চীনে কয়লা এবং অন্যান্য খনিজের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।

গত ডিসেম্বরে উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে মাটির নিচের একটি সোনার খনিতে ৪০ জন কাজ করছিলেন। এটি ধসে পড়ে। অর্ধেকের কিছু বেশি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। ২০২১ সালে উত্তর শানসি প্রদেশের একটি প্লাবিত কয়লা খনি থেকে ২০ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয় এবং অন্য দুজন মারা যান। চীনের খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মূলত নিরাপত্তা ব্যবস্থা শিথিলের কারণে হতাহতের ঘটনা বেশি ঘটে।

ইইউতে এক বছরে প্রায় ১০ লাখ আশ্রয়ের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক :

ভালো ভবিষ্যতের আশায় প্রতিবছরই ইউরোপের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে অভিবাসন প্রত্যাশীরা। দিনকে দিন এই সংখ্যা বেড়েই চলছে। শুধুমাত্র গত বছরে, অর্থাৎ ২০২২ সালে প্রায় ১০ লাখ অভিবাসন প্রত্যাশীর আবেদন পড়েছে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। এ তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। এই আবেদনের সংখ্যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড বলে জানিয়েছে সংস্থাটি।

ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) বরাতে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে।

ইইউএএর প্রতিবেদনে অনুযায়ী, গত বছরে অভিবাসন প্রত্যাশীদের আবেদন পড়েছে নয় লাখ ৬৬ হাজার, যা ২০১৬ সালের পর সর্বোচ্চ। ২০২১ সালের তুলনায় গত বছরে ৫০ শতাংশ আবেদন বেশি পড়েছে।

অভিবাসন প্রত্যাশীদের আবেদনের তালিকায় সবার ওপরে রয়েছে সিরিয়া ও আফগানিস্তান। দেশ দুটি থেকে আবেদন পড়েছে এক লাখ ৩০ হাজারেরও বেশি। ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় যাওয়ার পর শুধুমাত্র দেশটি থেকে অভিবাসন প্রত্যাশীদের আবেদন পড়েছিল এক লাখ ২৯ হাজার।

ইইউএএর তথ্যানুযায়ী, ইইউভুক্ত না হলেও নরওয়ে ও সুইজারল্যান্ডেও আবেদন কম পড়েনি। এমনকি, টার্কস দ্বীপে আবেদন পড়েছে ৫৫ হাজার।

ডয়েচে ভেলে বলছে, ভেনিজুয়েলা, কলম্বিয়া, বাংলাদেশ ও জর্জিয়া থেকে তাদের ইতিহাসের সর্বোচ্চ আবেদন পড়েছে। এ ছাড়া মরোক্কো, তিউনিশিয়া ও মিশর থেকে আবেদন কম পড়েনি। প্রায় চার শতাংশ অভিবাসন প্রত্যাশী নিজেদেরকে অবিবাহিত নাবালক বলে দাবি করেছে।

অভিবাসন প্রত্যাশীদের আবেদন বাড়া নিয়ে ইইউ বলছে, মহামারির বিধিনিষেধ শিথিল, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক নিরাপত্তাহীনতা ও সংঘাতের কারণে আবেদন বেড়েছে।

২০১৬ সালে ১২ লাখ ৫১ হাজার ৮১৫টি অভিবাসন প্রত্যাশীর আবেদন পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল সর্বোচ্চ। সেই অনুযায়ী ২০২২ সালের আবেদন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয়।

জার্মানির গণমাধ্যমটি আরও বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে স্থানান্তর হয়েছে ৭০ লাখ লোক। এ ছাড়া দেশের মধ্যেই স্থানান্তর হয়েছে কয়েক লাখ ইউক্রেনীয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কলকাতায় পালিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক :
কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। এই উপলক্ষে মঙ্গলবার কলকাতা বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে উপ-হাইকমিশন প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। এরপর কলকাতার ৩, সোহরাওয়ার্দী এভিনিউতে অবস্থিত বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রর সামনে থেকে এক সুদৃশ্য প্রভাতফেরি বের হয়। হাতে নানা বর্ণের পোস্টার, ফুলের মালাসহ এই প্রভাতফেরিতে হাইকমিশনের কর্মকর্তারা ছাড়া অসংখ্য মানুষ অংশ নেয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই ধ্বনিকে সামনে রেখেই সেই প্রভাতফেরি কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, আচার্য জগদীশচন্দ্র বসু রোড ধরে পৌঁছায় উপহাইকমিশন প্রাঙ্গনে।

এরপরে মিশন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে সালাম-বরকত-জব্বরদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, প্রথম সচিব (বাণিজ্য) শামসুল আরীফ সহ অন্য কর্মকর্তারা। সেই সাথে মিশন প্রাঙ্গণে ‘মুজিব মঞ্চে’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও মালা দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তারা।

উপহাইকমিশনর কর্মকর্তাদের পাশপাশি আলাদা আলাদা ভাবে শহীদ বেদীতে ফুল দিয় ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয় ইন্দো বাংলা প্রেস ক্লাব, কলকাতা প্রেসক্লাব, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি, বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংকের তরফ থেকে।

পরে আন্তর্জাতিক ভাষা দিবস নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয় মিশন প্রাঙ্গনে। এদিন বিকালে মিশন প্রাঙ্গনে একটি সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন কলকাতাস্থ বিদেশী দূতাবাসের কর্মকর্তারা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বিবৃতিতে জানিয়েছেন ‘মাতৃভাষা আমাদের আত্মার শরিক, প্রাণের স্পন্দন। নিজের ভাষার গৌরব ও অধিকার রক্ষার্থে যারা প্রাণ দিয়েছেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। মাতৃভাষাকে ভালোবেসে সব ভাষাকেই জানাই সম্মান।’

ফের তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ফের শক্তিশালী  ভূমিকম্প অনুভূত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ফের শক্তিশালী  ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবারের (২০ ফেব্রুয়ারি) ছয় দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইএমএসসি জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক তিন। গভীরতা ছিল দুই কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কোনো তথ্য জানায়নি সংবাদ সংস্থাটি।

মিয়ানমারের ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ নিয়ে দেশটির জান্তা সরকার সংশ্লিষ্টদের ওপর ছয় দফায় নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় জোটটি। সোমবারের (২০ ফেব্রুয়ারি) নতুন এই নিষেধাজ্ঞায় রয়েছে ৯ ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠান। খবর রয়টার্সের।

প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, ২০২১ সালে অং সান সু চির দলকে হটিয়ে জোর করে ক্ষমতায় বসা জান্তা সরকারের বিরুদ্ধে সোমবার ষষ্ঠ দফায় নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ।

ষষ্ঠ দফার নিষেধাজ্ঞায় জ্বালানি মন্ত্রী, ব্যবসায়ী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভাগসমূহ রয়েছে। এ ছাড়া জ্বালানি ও অস্ত্র সরবরাহ করা বেসরকারি কোম্পানি এবং সেনাবাহিনীকে অর্থ দিয়ে সহায়তা ব্যক্তিগত প্রতিষ্ঠান রয়েছে।

এ পর্যন্ত ইইউ দক্ষিণ এশিয় দেশটির ৯৩ ব্যক্তি ও ১৮ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

রয়টার্স বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও গণতন্ত্রপন্থীদের জন্য বেশ চাপে রয়েছে জান্তা সরকার। এ পর্যন্ত দেশটির ১২ লাখ লোক অভ্যন্তরীণভাবে স্থানান্তর হয়েছে। ৭০ হাজার দেশ ছেড়েছে। এ ছাড়া মিয়ানমারের সামরিক বাহিনী যুদ্ধাপরাধ করছে বলে দাবি করছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় : নিখোঁজ ৬ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক :
নিউজিল্যান্ডে গত ১২ ফেব্রুয়ারি আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। এতে  এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে ৭ দিন পরও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৪৩১ জন মানুষ। এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলকে নিউজিল্যান্ডের এ শতকের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন।

খবরে বলা হয়েছে, ঝড়টি মূলত আঘাত হানে নিউজিল্যান্ডের উত্তর দিকের (নর্থ আইল্যান্ড) অঞ্চলগুলোতে। এরপর এটি যায় পূর্ব উপকূলে। যেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এটি।

আজ দেশটির পুলিশ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হক বে এলাকায় আরও দু’জন মানুষ ঘূর্ণিঝড়ের আঘাতে আহত হয়ে মারা গেছেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রাজধানী ওয়েলিংটনে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী হিপকিন্স।

তিনি জানান, অনেক অঞ্চলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও কোথাও সুপেয় পানীয় অভাব দেখা দিয়েছে। তাছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় সহায়তা পাঠানো যাচ্ছে না।

৪৫ হাজার ছাড়ালো তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু ক্ষয়ক্ষতির হালনাগাত তথ্য জানাতে গিয়ে বলেছেন, এ মাসের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে ৩৯ হাজার ৬৭২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে ওই ভূমিকম্পে সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৮০০’র বেশি মানুষ। এই হিসাব অনুসারে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মোট ৪৫ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন।

তবে এখনও উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের ভেতর থেকে মৃতদেহ বের হয়ে আসছে। আধুনিক তুরস্কের ইতিহাসে ৭.৮ মাত্রার এই ভূমিকম্পটি ছিল সবচেয়ে ভয়াবহ।

তুরস্কের কাহরামানমারাস এলাকায় ধ্বংসস্তূপের নিচে ২৫৮ ঘণ্টা আটকে থাকার পর নেসলিহান কিলিচ নামে একজন নারীকে গতকাল শুক্রবার উদ্ধার করা হয়।

এ ছাড়া আন্তাকিয়া শহরে একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে ওসমান নামে ১২ বছরের এক শিশুকে জীবিত অবস্থায় ১৭টি মৃতদেহের সঙ্গে উদ্ধার করে আনে উদ্ধারকর্মীরা।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানান, কমপক্ষে ২০০টি এলাকায় এখনও উদ্ধার তৎপরতা চলছে।

অন্যদিকে, জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৪৩ টি ট্রাক জরুরি ত্রাণ নিয়ে তুরস্ক থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে।

দক্ষিণ মেরুতে বরফ গলার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্ব উষ্ণায়নের কারণে গত কয়েক দশক ধরে দ্রুত গলছে উত্তর এবং দক্ষিণমেরুর পুরু বরফের স্তর। গলছে আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে বেড়ানো বিশাল হিমশৈলগুলোও।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’-এর বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে বলেছে, সম্প্রতি সেই প্রবণতা আরও বেড়েছে।

রিপোর্ট অনুযায়ী দক্ষিণ মেরু সমুদ্র এবং লাগোয়া অঞ্চলে চলতি সপ্তাহে বরফ ঢাকা এলাকার পরিমাণ ছিল প্রায় ১৯ লক্ষ বর্গ কিলোমিটার। ১৯৭৯ সালে পরিসংখ্যান শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন মাত্রা। বরফ গলার মরসুমে সাধারণভাবে এর অনেকটা বেশি এলাকা তুষারে আচ্ছাদিত থাকে।

প্রসঙ্গত, গত বছরই সবচেয়ে কম বরফ আচ্ছাদিত অঞ্চলের রেকর্ড গড়েছিল দক্ষিণ মেরু। এ বছরের গোড়াতেই তা ভেঙে গেল। ‘ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’ জানাচ্ছে, আগামী কয়েক মাসে বরফ গলার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা। সেক্ষেত্রে ভেঙে যেতে পারে এবারের রেকর্ড।

পরিবেশ বিজ্ঞানীদের মতে, মেরুসমুদ্রের বরফ গলে যাওয়ার এই ঘটনা বিশ্ব উষ্ণায়নের গতি ত্বরাণ্বিত করতে পারে। কারণ, জমাট বাঁধা বরফের স্তূপের সাদা উপরের স্তর সূর্যের রশ্মির ৯০ শতাংশ পর্যন্ত প্রতিফলিত করে আকাশে ফেরত পাঠায়। ফলে ভূপৃষ্ঠ ঠাণ্ডা থাকে। কিন্তু তা গলে সমুদ্রের পানিতে পরিণত হলে তাপমাত্রা শোষণ করে। ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ে

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়ে সন্তান জন্ম দিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েন ফাতেন আল ইউসুফি নামের এক ইয়েমেনি নারী। প্রায় ১০ ঘন্টার চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর একটি কন্যা সন্তানের জন্ম দেন ফাতেন। তিনি তুরস্কের মালাতইয়ায় স্বামীর সঙ্গে থাকতেন। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যখন ভূমিকম্প আঘাত হানে তখন ফাতেন ৩৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই সময় নিজের অনাগত সন্তানকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখনই জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে।

আতঙ্ক, তৃষ্ণা ও নিজের অনাগত সন্তানকে নিয়ে ফাতেন যখন ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন তখন তাকে উদ্ধারে এগিয়ে আসেন পারিবারিক বন্ধু হিসাম। অন্যান্য উদ্ধারকারীদের সহায়তায় ফাতেনকে টেনে তুলতে সমর্থ হন তিনি। উদ্ধারের পর ইয়েমেনি এ নারীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।

তবে এরপরই নিজের জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটি পান ফাতেন। তিনি জানতে পারেন, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে তার ২৯ বছর বয়সি স্বামী বুরহান আল আলিমি মারা গেছেন। ভূমিকম্পের তিনদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। বুরহান মালাতইয়ার ইনোনু বিশ্ববিদ্যালয়ের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

ফাতেন ২০১৪ সালে তার পরিবারের সদস্যদের নিয়ে ইয়েমেন থেকে তুরস্কে পাড়ি জমিয়েছিলেন। নিজ জন্মভূমি ইয়েমেনে গৃহযুদ্ধ চলায় সেখান থেকে পালিয়ে আসতে হয়েছিল তাকে। এরপর বুরহানের সঙ্গে বিয়ে হয় তার। যখন নতুন করে নতুন এক দেশে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন তখন ভূমিকম্পে সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছে।

ফাতেন বিবিসিকে বলেছেন, ‘আমরা এখন আমার মেয়ের জন্য একটি ভালো জীবনের প্রত্যাশা করছি। কিন্তু সবকিছু আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। কেউ জানে না শেষটা কী রকম হবে।’