কলাপাড়ায় মাদককে নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ

কলাপাড়া প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও এক সাথে। মাদককে নিরুৎসাহিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হলো সাইকেল স্ট্যান্ড শো। রোববার শেষ বিকেলে কলাপাড়া পৌরশহরের নতুন বাজার এলাকায় এ শো অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি ও কলাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাকি হোসেন জুকুর আয়োজনে এ স্ট্যান্ড শো’তে ইমন, রিদম, মুবিন, নাফি, রাসেল, ফয়সাল, সাব্বির অংশগ্রহণ করে। এদের মধ্যে মুবিন ও সাব্বিরের বাড়ি বরিশাল বাকি ৫ জনের বাড়ি পটুয়াখালী। এরা সবাই শিক্ষার্থী বলে আয়োজকরা জানান। সাইকেল স্ট্যান্ড শো দেখার জন্য পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকার শত শত লোকজন ভিড় করে। অংশগ্রহনকারীদের সাইকেল স্ট্যান্ড শো প্রদর্শণীতে উপস্থিত শিক্ষার্থী ও দর্শকদের মুগ্ধ করে। কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি ও কলাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাকি হোসেন জুকু বলেন, মাদককে নিরুৎসাহিত করতে এ আয়োজন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের খেলাধূলায় মনোনিবেশ করার জন্য আমাদের এ উদ্যোগ।

শোক দিবসকে ঘিরে কালো রংয়ের তোরণ, ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে বরিশাল

নিজস্ব প্রতিবেদকঃ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে ঘিরে কালো রংয়ের তোরণ, ব্যানার-পোস্টার আর নিশানে ছেয়ে গেছে বরিশাল নগর। মহানগর আ’লীগের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ওয়ার্ডেই একটি শোক তোরণ তৈরি করেছেন নেতাকর্মীরা। সংগঠনের পক্ষ থেকে লাগানো হচ্ছে পোস্টার, পাশাপাশি কেউ কেউ নিজ উদ্যোগে ব্যানারও সাটিয়েছেন। যেসব এলাকায় নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি শোক দিবসের তাৎপর্যমূলক বিভিন্ন উক্তি বা কথা তুলে ধরা হয়েছে। নগরের নাজিরের পুল এলাকায় রাস্তাগুলোতে তোরণ। এদিকে শোক দিবসের আয়োজনে নগরের নাজিরের পুল এলাকায় একটু ভিন্নতা দেখা গেছে। এখানে নাজিরের পুলকে ঘিরে আশপাশের রাস্তাগুলোতে তোরণ ও কালো নিশান বসানো হয়েছে। এর পাশাপাশি বরিশাল ‘ল’ কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের উদ্যোগে নাজিরের পুলের দক্ষিণ দিকে বঙ্গবন্ধুর বাসভবন অর্থাৎ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আদলে একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছে। আর সেই বাড়ির সামনে বেশ কিছু প্ল্যাকার্ড ‘কাঁদো বাঙ্গালি কাঁদো’, ‘রক্তে ভেজা সিক্ত মাটি বিবর্ণ এই ঘাস, বুকের মাঝে রাখা আছে বঙ্গবন্ধুর লাশ’ এ ধরনের লেখা বা উক্তি শোভা পাচ্ছে। এখান থেকেই মাইকে বেজে উঠছে বিভিন্ন দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুর ভাষন। যা দেখার জন্য সাধারণ মানুষ প্রতিদিনই সেখানে প্রতিনিয়ত ভিড় করছে এবং স্থানীয়রাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বাংলাদেশ আ’লীগ বরিশাল মহানগরের উদ্যোগে ৯ আগস্ট নগরের কালিবাড়ী রোড়ে সেরনিয়াবাত ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর বাসভবন অর্থাৎ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আদলে একটি প্রতিকৃতি। সিদ্ধান্ত অনুযায়ী ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগর ও ওয়ার্ড কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কাল পতাকা উত্তোলন করা হবে। সব পর্যায়ের নেতাকর্মীদের কাল ব্যাজ ধারণ করতে হবে, দলীয় কার্যালয়ে কোরআনখানি ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হবে, সকাল ৯টায় অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধামঞ্চে পূষ্পার্ঘ অর্পণ এবং সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি বের করা হবে। এছাড়া ১৫ আগস্ট ওয়ার্ডের প্রতিটি মসজিদে জোহর নামাজের বাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ওয়ার্ডে মাইক যোগে কোরআনখানি ও কাঙ্গালী ভোজের আয়োজেন করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শোক দিবস উপলক্ষ্যে ৩০টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে একটি করে কাল শোক তোরণ নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর আ’লীগের উপ-দপ্তর সম্পাদক কাজী মুনিরউদ্দিন তারিক। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মসূচির মধ্যে রয়েছে শোকাবহ আগস্টের প্রথমদিন থেকে কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাচ ধারণ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শোক দিবসের ব্যানার স্থাপন করা। জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলণ, শোক র‌্যালি, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

পহেলা সেপ্টেম্বর থেকে বরিশাল-ঢাকা রুটে চলবে নভোএয়ার

আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। সপ্তাহে চারদিন সোম, বুধ, শুক্র ও শনিবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের সর্বনিন্ম ভাড়া দুই হাজার সাত’শ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল সাড়ে তিনটায় যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকেল চারটা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
সূত্রে আরও জানা গেছে, বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ছয়টি, সৈয়দপুর রুটে চারটি, কক্সবাজার রুটে চারটি, যশোর রুটে তিনটি, রাজশাহী রুটে একটি, সিলেট রুটে একটি এবং কলকাতা রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

বরিশালে ছাত্রীর আকস্মিক মৃত্যুতে তিন সহপাঠি অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ প্রাইভেট পড়ার সময় হঠাত অসুস্থ্য হয়ে মারা গেছে শিক্ষকের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মৈত্রী রায়। মৃত্যুর খবর শুনে মৈত্রীর তিন সহপাঠি অসুস্থ্য হয়ে পরলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুলসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসলে স্কুল ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে।
ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুনীল কুমার বাড়ৈ জানান, একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল রায়ের কন্যা ষষ্ট শ্রেণীর ছাত্রী মৈত্রী রায় অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার সকালে সহপাঠিদের সাথে প্রাইভেট পড়ছিলো। হঠাৎ করে মৈত্রী অসুস্থ্য হয়ে পরলে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানভীর আহম্মেদ তাকে মৃতবলে ঘোষণা করেন।
মৈত্রীর পরিবারের বরাত দিয়ে প্রধানশিক্ষক আরও জানান, মৈত্রী জন্মগতভাবে হার্টের সমস্যায় ভুগছিল। দেশে ও ভারতে সে দীর্ঘদিন চিকিৎসা গ্রহন করেছে। এদিকে মৈত্রীর মৃত্যুর খবর শুনে একত্রে প্রাইভেট পড়া শিক্ষার্থী একই গ্রামের হিরা আক্তার, নীলা আক্তার ও নিশি আক্তার অজ্ঞান হয়ে পরলে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশালে অপহৃত কলেজ ছাত্রী ছয়দিন পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের ইউপি সদস্য অশোক হালদার কৃপার কলেজ পড়ুয়া কন্যাকে অপহরনের ছয়দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের না করে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি দফারফা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃতার বাবা ইউপি সদস্য অশোক হালদার কৃপা জানান, গত ৬ আগস্ট কলেজে যাবার পথে তার কন্যাকে (১৬) পশ্চিম সুজনকাঠী গ্রামের কিরণ রায়ের পুত্র লিটন রায় তার সহযোগীদের নিয়ে অপহরণ করে। এ ঘটনায় অপহরকারীর পরিবারকে চাঁপ প্রয়োগের পর সোমবার রাতে অপহৃতাকে স্থানীয় কতিপয় প্রভাবশালীর কাছে ফেরত দেয়া হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অপহরনের ছয়দিন পর কলেজ ছাত্রীকে ফেরত দেয়ার পর স্থানীয় এক প্রভাবশালীর ঘরে বসে কথিত সালিশ বৈঠকের মাধ্যমে অপহৃতাকে তার বাবার কাছে ফেরত দেয়া হয়েছে। সূত্রটি আরও জানিয়েছেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ না করে কতিপয় প্রভাবশালীরা মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাঁপা দিয়েছেন। থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। তার পরেও বিষয়টির খোঁজ খবর নেয়া হচ্ছে।

আমতলীতে বেতনের দাবীতে শিক্ষকদের ক্লাশ বর্জন

আমতলী প্রতিনিধিঃ আমতলী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর জটিলতার কারনে দীর্ঘ আট মাস ধরে বেতন বন্ধ থাকায় সোমবার সকাল থেকে বেতনের দাবীতে শিক্ষরা (একাংশ) ক্লাশ বর্জন কর্মসূচী শুরু করে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে ২০ জন শিক্ষক এবং ৭ জন কর্মচারী রয়েছে। সাবেক প্রধান শিক্ষক শাহআলম কবিরকে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা পরিষদ তাকে ২০১২ সালের ২৬ নভেম্বর বরখাস্ত করেন এবং তার বরখাস্তের পর সকহারী শিক্ষক মো: দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন। বরখাস্ত হওয়া সাবেক প্রধান শিক্ষক শাহআলম কবির তার বরখাস্তের আদেশ বাতিলের দাবীতে ২০১৩ সালের ১৫ মে ইচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন। ওই রিট পিটিশনের শুনানি শেষে ২০১৭ সালের ২৪ অক্টোবর বিচারপতি মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো: সোহরাওয়ার্দীর বেঞ্চ তাকে প্রধান শিক্ষক পদে বহালের আদেশ প্রদান করেন। একদিকে আদালতের আদেশ অন্যদিকে বিদ্যালয় পরিচালনা পরিষদের নিয়োগ প্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কে এখন বেতন শিটে স্বাক্ষর করবে এই নিয়ে জটিলতার কারনে ২০১৭ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ মাস ধরে শিক্ষকরা বেতন ্এবং দুটি ঈদ বোনাস পাচ্ছে না। বেতন বোনাস না পেয়ে শিক্ষকদের এখন পথে বসার মত অবস্থা হয়েছে। অনেকেই তাদের ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলে জানান কয়েকজন শিক্ষক। দীর্ঘ ৮ মাস ধরে বেতন না পেয়ে বিদ্যালয়ের ৮জন শিক্ষক সোমবার সকাল থেকে ক্লাশ বর্জন শুরু করেছে। কারিগড়ি শাখার ক্লাশ বর্জন কারী শিক্ষক হোসেনেয়ার বেগম জানান, তারা বেতন বোনাস না পাওয়া পর্যন্ত ক্লাশে ফিরে যাবে না । গনিত বিষয়ের শিক্ষক শাহনাজ বেগম জানান, দীর্ঘ ৮ মাস ধরে বেতন না পেয়ে আমরা খুব খারাপ অবস্থায় আছি। সোমবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায় শিক্ষকরা ক্লাশ বর্জন করায় ৩টি ক্লাশ ছাড়া বাকি ক্লাশের শিক্ষার্থীরা ক্লাশে বসে গল্প করে সময় পার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের স্যারেরা বেতন পায় না তাই বেতনের দাবীতে তারা ক্লাশ বর্জন করছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেনের জানান, স্কুলের কাজে আমি ঢাকায় অবস্থান করছি। তবে তিনি আংশিক শিক্ষকদের ক্লাশ বর্জনের বিষয়টি স্বীকার করে বলেন, তাদের বেতন বোনাস দেওয়ার জন্য চেষ্টা করছি। । বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাকিয়া এলিচ বলেন, শিক্ষকরা যাতে বেতন বোনাস পায় সে বিষয়ে আমি চেষ্টা করছি। আসা করি শিঘ্রই তারা বেতন বোনাস পাবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন বলেন, কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সুরহার চেষ্টা করা হবে।

পটুয়াখালীতে শিক্ষকের এক ঘুষিতে হাসপাতালে ছাত্র

সাইফুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীতে ক্লাসে বই না নিয়ে আসায় শিক্ষকের এক ঘুসিতে হাসপাতালে ছাত্র। আজ সোমবার সকালে পটুয়াখালীর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় পটুয়াখালীর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির বিজ্ঞান বিভাগের মর্নিং শিফটের শিক্ষার্থী আবির ক্লাসে রসায়ন বই নিয়ে না আসার কারনে ওই বিষয়ের শিক্ষক মোঃ মনির শিক্ষার্থী কে ঘারের নিচে ঘুষি মারে। এতে শিক্ষার্থী আবির অসুস্থ হয়ে পরে। তাৎক্ষনিক তার সহপাঠিরা তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে আবির সেখানে চিকিৎসাধীন রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন স্যারের এই ঘটনায় ক্ষুব্ধ শকল শিক্ষার্থীরা। এব্যাপারে জানতে চেয়ে অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রাজাপুরের ইউপি সদস্য মুন্নীর ধর্ষন প্রচেষ্টার মামলা খারিজ

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: রাজাপুর সাবেক ওসি শেখ মুনীর উল গিয়াসের ইন্ধনে ইউপি সদস্য নাজমা আক্তার মুন্নীর দায়েরকৃত মিথ্যা নারী নির্যাতন মামলা খারিজ করে দিয়েছে আদালত। রবিবার মামলার চার্জ শুনানীকালে বাদী নাজমা আক্তার মুন্নী ও তার স্বামী জাকির হোসেনের জবানবন্দি প্রদানকালে স্বামী-স্ত্রী পরাষ্পর বিরোধী বক্তব্য প্রদান করলে থলের বেড়াল বেড়িয়ে পড়ে। এসময় সাংবাদিকসহ মামলায় ৪ আসামীর পক্ষে আইনজীবীরা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক নারী নির্যাতন মামলার চার্জ থেকে অব্যহতির আবেদন জানায়। ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বিচারক ইফতেখারুল আলম মল্লিক শুনানীঅন্তে এ আদেশ দেন বলে আইনজীবীরা জানায়। অন্যদিকে মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ার পর আদানান ও মুরাদ জানায় তারা সাবেক ওসি মুনীর, ওসি তদন্ত হারুন, বাদী ইউপি সদস্য নাজমা আক্তার মুন্নী ও মামলার আইও এসআই ফিরোজসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানাগেছে।
মামলার বিবরন ও আদালত সূত্র জানায়, রাজাপুর সদরের বাইপাস মোড সংলগ্ন এলাকার একটি জমির মালিকানা নিয়ে ইউপি সদস্য নাজমা আক্তার মুন্নীর পিতা ইনুচ ঢ়াড়ীর সাথে মুক্তিযোদ্ধা আ: খালেক ও তার ভাই জুলফিক্কারের সাথে বিরোধের একাধিক মামলা দায়ের ঘটনা ঘটে। এ অবস্থায় গত ২১ আগস্ট ইনুচ ঢ়াড়ী বিরোধীয় জমিতে নির্মান কাজ করাতে গেলে প্রতিপক্ষ জুলফিকার আলী ও তার বড়ভাই আ: খালেকের সাথে সংঘর্ষ হয়। এঘটনায় ইউপি সদস্য মুন্নী বাদী হয়ে রাজাপুর থানায় ধর্ষন প্রচেষ্টার অভিযোগে কলেজ ছাত্র ইমরান হোসেন আদানান, তার ছোটভাই সাংবাদিক কামরুল হাসান মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুলফিকার আলী ও তার বড়ভাই মুক্তিযোদ্ধা আ: খালেকসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করে। ‘জমিজমা সংক্রান্ত বিরোধে ঘটনা এ কর্মকর্তাদ্বয়ের নোংরা খেলায় কিভাবে বানোয়াট নারী নির্যাতন মামলা রুপান্তরিত হয় এনিয়ে সাংবাদিকরা সরেজমিন তদন্তু পূর্বক সংবাদ প্রকাশ করলে জেলার সর্বমহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৎকালীন ওসি মুনির এএসপি সার্কেল মোজাম্মেল হোসেনকে এবং এএসপি সার্কেল মোজাম্মেল হোসেন ওসি শেখ মুনিরকে দায়ী করেন পাল্টাপাল্টি বক্তব্য দিলে পুলিশের উর্ধতন মহলেও আলোড়ন সৃষ্টি হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, জমিজমা নিয়ে ইউপি সদস্য মুন্নীর পরিবারের সাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুলফিকার আলী ও তার বড়ভাই মুক্তিযোদ্ধা আ: খালেকের পরিবারের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটলেও কলেজ ছাত্র ইমরান হোসেন আদানান ও তার ছোটভাই সাংবাদিক কামরুল হাসান মুরাদের সাথে তাদের কোন দ্বন্দ ছিলনা। তাই জমিজমা নিয়ে দু’পক্ষে সংঘর্ষ হলে সে জুলফিকার ও তার ভাইয়ের বিরুদ্ধে স্বর্নালংকার-টাকা ছিনতাই ও চাঁদাদাবীর অভিযোগ নিয়ে থানায় যায়। তখন সাবেক ওসি মুনীর উল ও ওসি তদন্ত হারুন অর রশিদ তাদের প্রতিহিংসার জের মেটাতে আদনান-মুরাদকে আসামী করলে সর্বরকম সহযোগীতার আশ্বাস দিয়ে বাদী মুন্নিকে রাজী করায়। সেঅনুযায়ী ওসি মুনীরের অনুরোধে ওসি তদন্ত হারুন অর রশিদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০এর (ক) ধারায় অভিযোগ লিখে মুন্নীর স্বাক্ষর নিয়ে মামলার এজাহার রেকর্ড করায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজের উপর প্রভাব বিস্তার করে উক্ত কর্মকর্তাদ্বয় তড়িগড়ি করে সকল আসামীর বিরুদ্ধে মনগড়া অভিযোগপত্র প্রদান করায় বলে সূত্র জানায়।
এ ঘটনায় আদনান-মুরাদের মা তাসলিমা বেগম জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগে ও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে ‘বিএনপি-জামায়াতের মদদপুষ্ট ও শিষ্টের দমন, দুষ্টের পালনকারী’ রাজাপুরে থানার তৎকালীন ওসি শেখ মুনীর উল গিয়াস ও তার সকল অপকর্মের সহযোগী ওসি তদন্ত হারুন অর রশিদের আক্রোশ মূলক ভূমিকার তথ্য-প্রমান তুলে ধরেন। এঅবস্থায় ওসি শেখ মুনীর উল গিয়াস ও ওসি তদন্ত হারুন অর রশিদ নিজেদের দায় এড়াতে তদন্ত কর্মকর্তাকে দিয়ে মামলা সত্য মর্মে অভিযোগপত্র প্রদান করায়।
আদালতের রায়ের পর আদনান-মুরাদের মা তাসলিমা বেগম তার প্রতিক্রিয়ায় জানান, মিথ্যার পক্ষে যতো শক্তিশালী ব্যক্তিরাই থাকুক যেটা সত্যি তা একদিন প্রমান হবেই। আমার ছেলেরা যে কোন অন্যায় অপকর্মে জড়িত নয় বরং পুলিশ ক্ষমতার অপব্যাবহার ও মিথ্যামামলা দিয়ে হয়রানি করেছে তা প্রমান হয়েছে।

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা। শনিবার বিকেল ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মফস্বল সাংবাদিক ফোরাম’র ঝালকাঠি জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, দৈনিক দূরযাত্রা সম্পাদক ও সাংবাদিক সংস্থার জেলা সভাপতি জিয়াউল হাসান পলাশ, মফস্বল সাংবাদিক ফোরাম’র ঝালকাঠি জেলা সহসভাপতি শফিউল আজম টুটুল,প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ, মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কেএম. ছিদ্দিক ও রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম বাদল, বিএমএসএফ জেলা শাখার ক্রীড়া সম্পাদক মোঃ বাবুল মিনা,দৈনিক নবচেতনা প্রত্রিকার ঝালকাঠি প্রতিনিধি মো:দেলোয়ার হোসেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতনের সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবী জানান। এ দিকে মফস্বল সাংবাদিক ফোরাম’র মানববন্ধনে ঝালকাঠি জেলা সাংবাদিক সংস্থা, টেলিভিশন সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটি মিডিয়া ক্লাব সংহতি প্রকাশ করেছে।

আগৈলঝাড়ায় যানবাহন ও চালকদের বিরুদ্ধে পুলিশের ৩১ মামলা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে ৩১টি মামলা দায়ের করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এসআই শাহানুর মিয়া জানান, গত ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় এসব মামলা করা হয়েছে। তিনি আরও জানান, উল্লেখযোগ্য মামলাগুলো হয়েছে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির সঠিক কাগজপত্র না থাকা ও মেয়াদত্তীর্ণ কাগজ, হেলমেট না থাকা, ইন্সুরেন্স না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহন, হাইড্রোলিক হর্ন ব্যবহারসহ বিভিন্ন অপরাধ। ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, ট্রাফিক সপ্তাহর পরেও তিন দিন সময় বাড়ানোয় আগামী ১৪তারিখ পর্যন্ত অভিযান চলবে। এই তিন দিনে আরও মামলা হবে বলে জানান তিনি। মামলা এড়াতে যানবাহনের মালিকেরা নতুন লাইসেন্স গ্রহণ, লাইসেন্স নবায়নসহ সার্বিক ত্রুটির কারনে সকল কাগজপত্র সঠিকভাবে রাখার জন্য মালিকদের তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।