বরগুনায় ধারন ক্ষমতার চারগুন যাত্রী বহন

আমতলী প্রতিনিধিঃ ঈদে নাড়ীর টানে পরিবার পরিজনের কাছে আসা মানুষ ঈদ শেষে ঢাকায় যেতে শুরু করেছে। ঈদের ষষ্ট দিন সোমবার আমতলী লঞ্চঘাট থেকে এমভি সুন্দরবন-৬ লঞ্চ ধারন ক্ষমতার চেয়ে চারগুন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে প্রশাসনের হস্তক্ষেপে বেলা ১১.৫০ টায় ছেড়ে গেছে। এ রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করারও অভিযোগ রয়েছে। এছাড়া লঞ্চের যাত্রীদের অতিরিক্ত টাকা দিয়ে সিট কিনতে হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমতলী লঞ্চে অতিরিক্ত যাত্রী ও বেশী ভাড়া আদায় করার ব্যপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। লঞ্চের ষ্টাফ ও আনসাররা ডেকে বিছানা বিছিয়ে যাত্রীদের কাছ থেকে সিট প্রতি অতিরিক্ত ১৫০ থেকে ৫০০ টাকা আদায় করছে।
জানাগেছে, আমতলী – ঢাকা রুটে এমভি হাসান হোসেন, এমভি ইয়াদ ও এমভি সুন্দরবন – ৬ নামের তিন খানা লঞ্চ সার্ভিস রয়েছে। ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত কোন লঞ্চ দেয়নি মালিকপক্ষ। এ লঞ্চের মালিকরা বিআইডব্লিউটিএ ও প্রশাসনকে ম্যানেজ করে যাত্রী ধারন ক্ষমতার চেয়ে চার থেকে ছয়গুন বেশী যাত্রী পরিবহন করছে। এমভি ইয়াদ লঞ্চে যাত্রী ধারন ক্ষমতা ৩৯৬ জন, নেয়া হচ্ছে এক হাজার দু’শত থেকে এক হাজার পাচ’শ জন। প্রিন্স অব হাসান-হোসেন-১ লঞ্চে যাত্রী ধারন ক্ষমতা ৩৪২ জন, নেয়া হচ্ছে এক হাজার থেকে দু’হাজার জন। এমভি সুন্দরবন-৬ লঞ্চে যাত্রী ধারন ক্ষমতা ৬০৩ জন, নেয়া হচ্ছে এক হাজার পাচ’শ থেকে এক হাজার আট’শ জন। এছাড়া সরকারী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। পূর্বে আমতলী – ঢাকা প্রথম শ্রেনীর যাত্রীদের ভাড়া ছিল এক হাজার টাকা এবং ডেকের যাত্রীদের ভাড়া ছিল ৩’শ টাকা। ঈদের আটদিন পূর্বে কোন কারন ছাড়াই এ ভাড়া বৃদ্ধি করে সিঙ্গেল কেবিন এক হাজার ২০০ টাকা, ডাবল কেবিন দুই হাজার ৪০০ টাকা এবং ডেকের ভাড়া তিনশ ৫০ টাকা আদায় করা হয়েছে। লঞ্চের ষ্টাফ ও আনসাররা ডেকে বিছানা বিছিয়ে যাত্রীদের কাছ থেকে সিট প্রতি অতিরিক্ত ১৫০ থেকে ৫০০ টাকা আদায় করছে। সোমবার লঞ্চে অতিরিক্ত যাত্র বোঝাই ,ভাড়া বেশী আদায় ও অতিরিক্ত টাকায় সিট বিক্রির খবর পেয়ে আমতলী সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ও ওসি মোঃ আলাউদ্দিন মিলন আমতলী লঞ্চঘাট পরিদর্শন করেন। ভ্রাম্যমাল আদালতের বিচারক লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই দেখে দ্রুত লঞ্চ ছেড়ে দেয়ার জন্য লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। ভ্রাম্যমান আদালতের বিচারকের নির্দেশে বেলা ১১ টা ৫০ মিনিটের সময় অতিরিক্ত যাত্রী বোঝাই করে সুন্দরবন-৬ লঞ্চটি ছেড়ে যায়।
সোমবার আমতলী লঞ্চঘাট ঘুরে দেখাগেছে এমভি সুন্দরবন-৬ লঞ্চ ধারন ক্ষমতার চেয়ে চারগুন যাত্রী বহন করে ঢাকার উদ্দেশ্যে লঞ্চঘাট ছেড়ে গেছে। এ লঞ্চটিতে তিল পরিমান জায়গা নেই। মানুষ ডেকে জায়গা না পেয়ে লঞ্চের ছাদে অবস্থান নিয়েছে। যাত্রীরা লঞ্চের তৃতীয় তলায় মেশিনের সাইলেন্সসার পাইপের কাছে আসন পেতে বসেছে। অনেক যাত্রীকে দাড়িয়ে থাকতে দেখা গেছে। লঞ্চের ষ্টাফ ও আনসার সদস্যরা ডেকে বিছানা বিছিয়ে যাত্রীদের কাছ থেকে সিট প্রতি অতিরিক্ত ১৫০ থেকে ৫০০ টাকা আদায় করছে।
তালতলী উপজেলার কড়াইবাড়িয়া গ্রামের মোঃ সুমন বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই সুন্দর বন-৬ লঞ্চে ঢাকায় যাচ্ছি। তিনি আরো বলেন, লঞ্চের মিরাজ নামক এক ষ্টাফের কাছ থেকে একটি সিট ২০০ টাকায় ক্রয় করেছি।
তালতলীর গাববাড়িয়া গ্রামের আবুল হোসেন বলেন, এক আনসার সদস্যের কাছ থেকে ছাদের ৫ টি সিট ১৫০ টাকা করে ৭৫০ টাকায় নিয়েছি। তিনি আরো বলেন অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় যেতে হচ্ছে। কি হয় আল্লায় জানে।
আমতলীর মহিষডাঙ্গা গ্রামের তাহমিনা বেগম বলেন, লঞ্চের ডেকে কোন সিট পাইনি। তাই ছাদে একটু জায়গা পেয়েছি। বৃষ্টি এলে কোথায় যাব বুঝতে পারছি না। তিনি আরো বলেন, একটি ডেকের সিট ২০০ টাকায় নিয়েছি।
আমতলীর বৈঠাকাটা গ্রামের রায়হান বলেন, লঞ্চের ষ্টাফ মিরাজের কাছ থেকে ডেকের ৫ জনের একটি সিট ১ হাজার টাকা দিয়ে নিয়েছি।
ধানখালী গ্রামের জামাল অভিযোগ করে বলেন, একেতো লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই, তারপর ভাড়াও বেশী আদায় করছে।
সুন্দরবন-৬ লঞ্চের সুপার ভাইজার অপু মিয়া অতিরিক্ত যাত্রী নেয়া ও বেশী ভাড়া আদায়ের কথা অস্বীকার করে বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বেশী। তাই সময়ের চার ঘন্টা পূর্বে আমতলী ঘাটলঞ্চ থেকে লঞ্চ ছেড়ে দিয়েছি।
বরগুনা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মামুনুর রশিদ অতিরিক্ত ভাড়া আদায় ও ধারন ক্ষমতার চেয়ে বেশী যাত্রী বহনের বিষয়টি স্বীকার করে বলেন, ঈদ উপলক্ষে লঞ্চে যাত্রী একটু বেশীই নিচ্ছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চের কোন দূর্ঘটনা ঘটনা এর দায় আপনী নিবেন কিনা এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। তিনি আরো বলেন, লঞ্চের দায়িত্ব শুধু আমার একার নয়, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনেরও দায়িত্ব রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অতিরিক্ত যাত্রী বোঝায়ের খবর পেয়ে দ্রুত লঞ্চ ছেড়ে দেয়ার ব্যবস্থা করেছি।

কুয়াকাটায় কৃষকেদের বিক্ষোভ মিছিল

প্যাকেটের গায়ে বীজের জাত পরিবর্তন, মূল্য বৃদ্ধি ও মেয়াদ উত্তীর্ণ উচ্চ ফলনশীল ধানের বীজ সরবরাহের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটায় সোমবার দুপুরে শতাধিক কৃষক লতাচাপলী ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও কয়েকটি কৃষি পন্য বিক্রেতার দোকান বন্ধ করে দিয়েছে। কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়নের কৃষকদের কয়েক’শ একর জমিতে ফলন না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভূক্তভোগী কৃষকরা এমন সর্বনাশের পিছনে অসাধু ব্যবসায়ীরা জড়িত থাকার অভিযোগ করলেও ব্যবসায়ীরা আমতলী উপজেলার কচুফাতরা এলাকার বিএডিসি কর্তৃক নিয়োগকৃত পরিবেশক মো. আবু মিয়াকে দায়ী করেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুইশতাধীক কৃষক লতাচাপলী ইউনিয়ন পরিষদে জড়ো হয়ে বিক্ষোভ করে। শেষ পর্যন্ত কৃষকরা কোন সুরহা না পেয়ে বীজ সরবরাহকারী দোকানগুলো বন্ধ করে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দোকানগুলো বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আমন ক্ষেতে রোপন করা ধানের বীজ ও প্যাকেট নিয়ে ইউনিয়ন পরিষদে জড়ো হয়ে বিক্ষোভ করে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত বীজের প্যাকেটের গায়ে লাল কালীর লেখার উপর কাটাছেড়া দেখা যায়। যার ফলে কৃষকরা এসকল বীজ ক্ষেতে রোপন করার পনের দিনের মাথায় অপরিপক্ক ধান গাছে ফলন এসে গেছে। এ বীজ জমিতে রোপন করে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছে। চলতি আমন মৌসুমে পুনরায় চাষাবাদ করে ধান রোপন করাও সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে মৎস্য বন্দর আলীপুর বাজারের ব্যবসায়ী মো. আমির শরীফ বলেন, আলীপুর বাজারে হঠাৎ ব্রিধান ৪৯ এর চাহিদা বেড়ে যায়। স্থানীয় পরিবেশকের নিকট ধান না পেয়ে আমতলী উপজেলার কচুফাতরা এলাকার বিএডিসি কর্তৃক নিয়োগকৃত পরিবেশক মো. আবু মিয়ার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স থেকে বীজ সংগ্রহ করে বিক্রয় করেছি। এ ধান আমার নিজের জমিতেও রোপন করছি।
লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে আসা হারুন মাতুব্বর, জলিল গাজী, এনায়েত হোসেন, জসিম উদ্দিন, শাকু কাজীসহ অনেক কৃষক জানান, মৎস্য বন্দর আলীপুর বাজারের ব্যবসায়ী চাঁনমিয়া বেপারী, আমির শরীফ, মাসুম বিল্লাহ, আবুল কালাম এদের দোকান থেকে বীজ ক্রয় করে ক্ষেতে রোপন করেছেন। কিন্তু পনের দিনের মাথায় অপরিপক্ক ধান গাছে ফলন এসে যায়। যার ফলে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা চলতি মৌসুমে পূরণ করা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে অভিযুক্ত ব্যবসায়ী চাঁন মিয়া বেপারী বলেন, আমি উদ্দেশ্যমূলক এ বীজ বিক্রয় করিনি। আমি নিজেও ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার নিজের সাড়ে ১২ একর জমিতে এ বীজ রোপন করেছি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ অঞ্চলে হঠাৎ বীজের সংকট দেখা দিলে আমি আমতলী উপজেলার কচুফাতরা এলাকার মো. আবু মিয়ার থেকে বীজ সংগ্রহ করেছিলাম।
এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, আমি কৃষকদের ক্ষেত দেখেছি, তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। কারা, কোন উদ্দেশ্যে এসকল বীজ সরবরাহ করেছে তা বের করা চেষ্টা চলছে। আমি উপজেলা কৃষি অফিসারের সাথে আলোচনা করে কৃষকদের ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা করবো। তিনি আরও বলেন, আমি ব্যবসায়ীদের সাথে বসে আলোচনা করে জেনেছি, ব্যবসায়ীরা আমতলী উপজেলার কচুফাতরা এলাকার বিএডিসি কর্তৃক নিয়োগকৃত পরিবেশক মো. আবু মিয়ার নিকট থেকে বীজ সংগ্রহ করে অসচেতনভাবে বিক্রয় করছে।
কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ জানান, আমি বিষয়টি শুনে সরেজমিনে গিয়ে দেখেছি। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শীঘ্রই ভূক্তভোগী কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার পরামর্শ দেয়া হবে।

বরিশাল/ এএম/ ইএম

বরিশালে ভাঙন ঝুঁকিতে শতকোটি টাকার সেতু

নিজস্ব প্রতিবেদকঃ প্রমত্তা সুগন্ধা নদীগর্ভে ভেঙে পড়ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ মোশারেফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয়। মাত্র একরাতের ব্যবধানেই পাউবোর বাঁধ ও স্কুলের পানির ট্যাংকিসহ উত্তর পাশের প্রায় ৭০০ বর্গফুট এলাকা নদীবক্ষে হারিয়ে গেছে। সোমবার সকালে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই স্কুল ভবনের নিচ থেকে মাটি দেবে গেছে নদীতে। আকস্মিক এমন ভাঙনে স্কুল ভবনের অদূরে দাঁড়িয়ে থাকা ঢাকাÑবরিশাল মহাসড়কের শতকোটি টাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) পড়েছে মারাত্মক ঝুঁকির মুখে। সেতুর পাদদেশে মহাসড়কের পূর্ব দিকের সংযোগে মুখের গাইড ওয়ালও একইসাথে ভেঙ্গে পড়েছে নদীতে। সেতুর গার্ডার অঞ্চলেও গ্রাস করেছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের ব্লকের বাঁধের প্রায় ৭০ শতাংশ ইতোমধ্যে চলে গেছে নদীগর্ভে। এমতাবস্থায় হুমকির মুখে রয়েছে বরিশালে প্রবেশদ্বারের এ গুরুত্বপূর্ণ সেতু। অথচ এ ব্যাপারে যেনো মাথাব্যাথা নেই সংশ্লিষ্ট কোন দপ্তরের। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, সেতুটি সড়ক ও জনপথ বিভাগের। তাই এটি রক্ষার দায়িত্ব মূলত তাদের। সেতুর রক্ষার জন্য দরকার নদী শাসনসহ আলাদা বৃহৎ প্রকল্প। আমরা সওজকে চিঠি দিয়ে জানিয়েছি। এজন্য আমাদের দপ্তরে আলাদা কোনো অর্থবরাদ্দ নেই। এদিকে বরিশালের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, নদীভাঙন প্রতিরোধ করা আমাদের কাজ নয়। তাই ভাঙনরোধের কোন কারিগরি জ্ঞান কিংবা অর্থবরাদ্দ নেই সওজের। আমরা রাস্তাঘাট মেরামত করি। সরকারি সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আর পরস্পরের ওপর দায় চাপানোর ঠেলাঠেলিতে এখন মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্বপ্নের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতু।

সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা জানান, এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মাহাবুবুর রহমানসহ এলাকার কিছু মহতী মানুষের প্রচেষ্টায় বিগত ২০০৩ সালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর পাদদেশে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর সন্তোষজনক ফলাফল ও বিভিন্ন পুরস্কার লাভ করে আসছে স্কুলের কৃতি শিক্ষার্থীরা। অথচ ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি রক্ষার জন্য কেউ উদ্যোগে নেয়নি। স্কুলের সামনের পাউবোর ব্লক পাইলিং ভেঙে পড়ার পরে স্থানীয়ভাবে ৫ লক্ষাধিক টাকা অনুদান সংগ্রহ করে পার্কোপাইন ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে এলাকাবাসীর উদ্যোগে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল। তবে এসব উদ্যোগ উত্তাল সুগন্ধা নদীর কাছে নিতান্তই যৎসামান্য। সীমিত অর্থ আর শক্তি দিয়ে অসীম শক্তির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। এজন্য দরকার ছিল সরকারের সমন্বিত উদ্যোগ। অথচ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় বর্তমানে স্কুলের সাথে সাথে নদীতে ভেঙে পড়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর গাইড ওয়ালও। এতে এখন তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বারের এই সেতুটি। এদিকে খবর পেয়ে সোমবার বিকেলে ভাঙন এলাকা পরিদর্শন করেন স্থানীয় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাড. শেখ মোঃ টিপু সুলতান ও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন। এ ব্যাপারে মুঠোফোনে এ প্রতিবেদককে এমপি ক্ষোভের সঙ্গে জানান, সরকারি প্রতিষ্ঠান পাউবো এবং সওজ একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দায়ভার এড়ানোর চেষ্টা করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। গতবছর সাবেক পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ভাঙন এলাকা পরিদর্শন করে সৈয়দ মোশারফ-রশিদা স্কুল ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু রক্ষার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও ফলাফল হয়নি কিছুই। দাপ্তরিক অবহেলায় স্কুলটি আজ নদীগর্ভে চলে গেছে। দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এ সেতুটির বিপর্যয় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে আগামীকাল ঢাকায় গিয়ে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননকে নিয়ে পানি সম্পদ মন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে জানান স্থানীয় এমপি অ্যাড. শেখ মোঃ টিপু সুলতান।

পটুয়াখালীতে চাঁদাবাজি মামলার আসামী গ্রেফতার

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের মাদক-চাঁদাবাজিসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মো: সোহেল প্যাদা (৩০) কে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২৭আগস্ট) বিকাল সোয়া ৫টার সময় উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাস স্ট্যান্ড থেকে বাউফলা থানার এস.আই মৃনাল এর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। সোহেল দাশপাড়া ইউনিয়নের মো:মানিক প্যাদার ছেলে।
প্রায় তিন মাস আগে দাশপাড়া বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে পেট্রোল ব্যবসায়ী বাউফল থানায় একটি চাঁদাবাজি ও মারামারি মামলা করেন। যার নং-৪৫(৫)।
এছাড়াও তার বিরুদ্ধে মাদক , অন্যের ধান কাটাসহ একাধিক মামলা রয়েছে।
আরো জানা যায়, ২০১৪ সালে সি.আর মামলায় সোহেলের দু’বছর সাজা হয়, মামলা নং ৩৯১/১৫।
অপরদিকে স্থানীয় একটি সূত্র সাংবাদিকদের জানা, গ্রেফতারের সময় সোহেলের কাছে প্রায় ২০পিছ ইয়াবা পাওয়া যায়। যদিও পুলিশ এব্যাপারে সাংবাদিকদের কোন তথ্য দেয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানা পুলিশ অফিসার ইন-চার্জ (তদন্ত) মাকসুদুর রহমান মুরাদ মুঠোফোনে জানায়, চাঁদাবাজি-মারামারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ভেসে ভেসে লাল শাপলার দেশে

আকিব মাহমুদ,বরিশাল: গতবছর অক্টোবরের শেষ সপ্তাহে শাপলার রাজ্যে যাবার পরিকল্পনা করলাম। তখন কেবল শীত পরতে শুরু করেছে। শেষরাতে কাথা গায়ে জড়াতে হয়। ভোররাতের দিকে কুয়াশা পরতে শুরু করে। কুয়াশার ঘনত্ব খুব বেশি না হলেও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারদিক। সকাল ৮টার আগে যেন সেই আচ্ছন্নতা কাটতেই চায় না।

কুয়াশার আচ্ছন্নতা কাটুক আর নাই কাটুক খুব ভোরে ঘুম থেকে জেগে ফ্রেশ হয়ে বেড়িয়ে পরলাম যাত্রা শুরু করবার জন্য পূর্বনির্ধারিত স্থানে। সকাল সকাল পৌছুতে না পারলে শাপলার সৌন্দর্য্য দেখাটাই মিস হয়ে যাবে।
বলে রাখা ভাল সেপ্টেম্বর মাসের শেষের দিকে বরিশালের উজিরপুরের সাতলায় লাল শাপলায় ছেয়ে যায় চারদিক। সেপ্টেম্বরের শেষের দিকে থেকে শাপলা থাকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময়টাতেই যেদিকে চোখ যায় শুধু লাল শাপলা আর লাল শাপলা। দূর থেকে দেখলে মনে হবে লাল শাপলা দিয়ে বিছানা সাজিয়ে রাখা হয়েছে। খুব ভোরে শাপলা ফুটতে শুরু করে, কিন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শাপলার ফুটন্ত পাপড়িগুলো নিজেদের গুটিয়ে নিতে শুরু করে। তাই শাপলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে খুব ভোরে ভোরে পৌছুতে হবে শাপলার বিলে।
সকাল ৬টায় রওয়ানা দিলাম বিএম কলেজের শহীদ মিনার গেট থেকে। দুই বাইকে করে মোট চারজন যাচ্ছি। আমি আর ফয়সাল ভাই একটাতে, মোকলেস ভাই আর তুহিন ভাই অন্যটাতে। বরিশাল বিমানবন্দর এলাকার হাইওয়ের পাশে থাকা একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়ে পুনুরোদ্দমে যাত্রা শুরু। দোহারিকা শিকারপুর ব্রীজ পেরিয়ে আমরা ছুটে চলেছি শাপলার রাজ্য জয় করতে। উজিরপুর বাজারের পর সানুহার বাজার। সেখান থেকে আমাদের সাথে যোগ দিলে আরো একজন। এরপর আকাবাকা পিচঢালা পথ মাড়িয়ে ছুটে চলা। মাঝখানে হস্তিশুন্ড বাজারে ক্ষানিক সময় চা বিরতি। ( হস্তিশুন্ডর কলা খুব বিখ্যাত )। এরপর ডানে বায়ে ছোটখাট অনেকগুলো বাজার পেরিয়ে যখন এগিয়ে যাচ্ছি তখন চোখে পরল লাল শাপলার হাতছানি। যতদূর চোখ যায় শুধু লাল শাপলার সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকে। সাধারনত দিঘী ও ছোটছোট খালে শাপলা ফুটতে দেখা যায়। কিন্তু উজিরপুরের সাতলা অঞ্চলের বিশাল বিল জুড়ে ফুটে থাকে শাপলা। চারিদিকে পানি থৈথৈ করছে কিন্তু শাপলা আর শাপলা পাতায় ঢেকে রেখেছে সবটা।
বাইক দুটো পার্ক করে হালকা কিছু খাবার নিয়ে ছোট ছোট দুটো নৌকা রিজার্ভ করে নেমে গেলাম লাল শাপলার সৌন্দর্য্য কাছ থেকে দেখতে। শাপলার বুক চিরে আমাদের নৌকা এগিয়ে চলছে, আর নৌকার কারনে দুইপাশে সরে যাচ্ছে শাপলা। নৌকার একপাশে বসে হাত বাড়িয়ে দিয়ে স্পর্শ করতে লাগলাম প্রাকৃতিক সৌন্দর্যের আধার বরিশালের লাল শাপলা। আহা কি রুপ!! বিমোহিত করে প্রান, উদ্দেলিত করে হৃদয়। শাপলার পাপড়িগুলোতে জমে থাকা শিশিরবিন্দুগুলো শাপলাকে দিয়েছে অপরুপ সৌন্দর্য। ধীরে ধীরে আমাদের নৌকা এগুচ্ছে আর শাপলা গুলো ছুয়ে যাচ্ছে আমাদের। তুহিন ভাই আর ফয়সাল ভাই ড্রেস চেঞ্জ করে নেমে গেলেন শাপলা তুলতে। বিলের পানি তখন কমে এসেছে, তাই কোনো কোনো স্থানে হাটু সমান আবার কোনো কোনো স্থানে বুক সমান পানি। দুজনে বেশ প্রতিযোগীতার মত করেই শাপলা তুলছেন। আমি তখন নৌকায় বসে তাদের ছবি তুলে ব্যস্ত সময় পার করছি। শাপলা তোলা হয়ে গেলে বিলের মাঝে দ্বিপের মত একটা বাড়িতে নৌকা ভেড়ালাম, সেখান কিছুক্ষন কাটিয়ে আবারো শাপলার মাঝে হারিয়ে গেলাম। ক্রমশ বেলা বাড়ছিল, তাই শাপলাগুলো নিজেদের সৌন্দর্য লুকিয়ে ফেলছিল, মাথার উপর খোলা আকাশের উত্তপ্ত রোদ আমাদের দূর্বল করে দিচ্ছিল। অতঃপর আমরা নৌকা ছেড়ে শাপলাগুলো আটি বেঁধে বাইকে চেপে বসলাম। আর তারই মধ্য দিয়ে জয় করলাম শাপলার রাজ্য।

যেভাবে যাবেন: বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে সরাসরি সাতলার বাস যায়। সাতলাগামী বাসে উঠে বসে পরলেই হল। তবে যেতে হবে খব ভোরে। খুব ভোরে গেলে শাপলার সত্যিকারের সৌন্দর্য্য অবলোকন করতে পারবেন। বাসে যেতে ঘন্টাখানেক বা তার একটু বেশি সময় লাগবে। ভাড়া ৬০-৭০টাকা। আর নৌকার ভাড়া মাঝির সাথে দরদাম করে মিটিয়ে নিতে হবে। ৩০০-৫০০টাকার মধ্যে দেড় দুই ঘন্টা ঘোড়ার জন্য নৌকা ভাড়া পাওয়া যাবে।

বরিশালে সরকারি আদেশ অমান্য করায় লঞ্চের কর্মচারীকে জেল জরিমানা

 মোঃ শাহাজাদা হিরা: গতকাল ২৫ আগস্ট জেলা প্রশাসন বরিশাল কর্তৃক বরিশাল লঞ্চঘাটে যাত্রীদের সার্বিক নরিাপত্তা ও যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় লঞ্চ টারমিনাল সহ প্রতিটি লঞ্চ পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম সহ সরকারি নির্দেশনা অমান্য করায় পারাবত লঞ্চের কর্মচারী সেলিম আহম্মদ (৪২) ও এমভি টিপু লঞ্চে লিটু দাস (৪৫) কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এবং নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক চৌধুরী। এ সময় তারা যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়, কেবিনের কৃত্রিম সংকট সৃস্টি ও অতিরিক্ত যাত্রী ধারণ সহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে লঞ্চের যাত্রীদের সাথে কথা বলেন। পরে তারা তাৎক্ষণিকভাবে বরিশাল লঞ্চ ঘাট থেকে সঠিক সময়ে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে বরিশাল লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে টারমিনাল ত্যাগ করতে নির্দেশ দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহযোগিতা করেন নৌ পুলিশ, র ্যব-৮, ইপিবিএন, মেট্রোপলিটন পুলিশ সহ বিআইডব্লিউটিএ সদস্যরা।

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি বন্ধের দাবী

নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান সমাজ ব্যবস্থায় মাদক ঘিরে ধরেছে যুব সমাজকে। তামাক বা সিগারেটই মাদক গ্রহনের ১ম স্তর। প্রথমে বন্ধুদের সাথে একটা দুইটি সিগারেট। পরে তাদেরই পাল্লায় পরে মাদকের অন্য অন্য শাখায় প্রবেশ। বরিশালের সর্বত্ব মাদকের হাতছানি। তার মধ্যে অলিতে গলিতে সিগারেট ও তামাকের দোকান। এমনকি প্রায় প্রতিটি স্কুল কলেজের সামনেও চলছে এর ক্রয় বিক্রয়। নেই কোন আইনের বালাই। এই অবস্থা থেকে উত্তরণে নগরীর স্কুল ও কলেজের সামনে যেন সিগারেট বিক্রি না হয় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য স্মারকলিপি দিয়েছে তরুনদের সংগঠন দি অডেশাস্। বরিশাল সিটির নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছে তারা এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় গত ২৭ মে রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার এবং বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্কুলের আশপাশের দোকানে সিগারেটসহ তামাক ও তামাকজাত পণ্য বিক্রি বন্ধে সরকার ব্যবস্থা নেবে। আগামীতে পাঠ্যপুস্তকে আলাদাভাবে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা হবে। এছাড়া ধূমপান ও তামাক নিয়ন্ত্রন আইন এর ৬ এর ক ধারায় বলা আছে, “অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে) কোন ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না, অথবা ওই ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরন কাজে নিয়োজিত করবেন না বা করাবেন না। এ বিধান লংঘন করলে পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্তনীয় হবে এবং ওই ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে পর্যায়ক্রমে উক্ত দন্ডের দ্বিগুণ হারে দন্ডনীয় হবে। দি অডেশাস্ এর সভাপতি সাঈদ পান্থ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ রুম্মান, দুর্জয় সিংহ জয়, অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রী, হৃদয় সিংঘানিয়া, জয় গোপাল বিশ্বাস প্রমুখ।

বিএম কলেজের হিসাব সহকারী শহিদুলের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সরকারি বিএম কলেজের হিসাব সহকারী শহিদুল ইসলামের বিরুদ্ধে এবার সরকারি কোষাগার থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় সরকারি বিএম কলেজের রাজস্ব খাতে কর্মরত ২৪ জন সরকারি কর্মচারীর পবিত্র ঈদুল ফিতরের বোনাস বাবদ পাওনা ছিল ৩ লক্ষ ৬৭ হাজার টাকা। কিন্তু হিসাব সহকারী শহিদুল ইসলাম কর্মচারীদের বোনাস বাবদ. ৫ লক্ষ ১৯ হাজার ৭০ টাকা উত্তোলন করে ১ লক্ষ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন। বিষয়টি ঈদুল আযহার বোনাসের টাকা তুলতে গিয়ে কর্মচারীরা টের পেলে টনক নড়ে কর্তৃপক্ষের। গত দুদিন যাবত বিষয়টি জানাজানি হলে কলেজে তোলপাড় শুরু হয়। কলেজের হিসাব সহকারী শহিদুল ইসলামের বিরুদ্ধে নয়ছয় করে কলেজের আভ্যন্তরীণ খাত থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে এবার খোদ সরকারি কোষাগার থেকে টাকা আত্মসাৎ করে প্রমাণ সহ ধরা খাওয়ায় তার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণিত হলো বলে মন্তব্য করেছেন অনেক কর্মচারী। এর আগেও কলেজের সাবেক প্রধান সহকারী সাখাওয়াত হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ ছিলো। এব্যাপারে কলেজ অভিযুক্ত শহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন টাকাটা ভুলে উত্তোলন করা হয়েছিল, আজকালের মধ্যে চালান কেটে এজিতে জমা দেয়া হবে। এসব অভিযোগের ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বার বার চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি। অধ্যক্ষের কার্যালয়ের টেলিফোন নম্বরে যোগাযোগ করা হলে তার কার্যালয়ের প্রধান সহকারী জানান তিনি বাহিরে আছেন। কলেজের মুখপাত্র শিক্ষক পরিষদের সম্পাদক এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ বিস্ময় প্রকাশ করে বলেন ইহাও কি সম্ভব এজি থেকে আত্মসাৎ করার উদ্দেশ্যে কেউ টাকা তুলে নিয়েছেন? যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ শহিদুল ইসলামের পূর্বের কর্মস্থল স্বরুপকাঠী সরকারি কলেজে থাকাকালীন ২৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠলে শহিদুল কে মাথা ন্যাড়া করে আলকাতরা দিয়ে স্বরুপকাঠীর রাস্তায় ঘুরানো হয়। তবে একটি সুত্র দাবি করেছে এর সাথে কলেজের উপর পর্যায়ের সকল আমীর উজিরেরা জড়িত তা না হলে এটা সম্ভব নয়।

বরিশালে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে ঝাটা বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ঘোষিত ছাত্রদলের কমিটি প্রত্যাখান করে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসানের বিরুদ্বে ঝাটা বিক্ষোভ প্রতিবাদ সভা করেছে ত্যাগি পদ বঞ্চিত জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশ।
কমিটি পূর্ণ বিবেচনা না করা পর্যন্ত বরিশালে রাজিব আসানকে অবাঞ্চিত ঘোষনা করেছে বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা।
এসময় পদ বঞ্চিত ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা রাজিব আহসানের কুশঃ পূত্তলিকা দাহ করা সহ রাজিবের পোস্টারে ঝাটা পিটা ও জুতা পিটা করা হয়।

আজ সোমবার (২০ই আগস্ট) সকাল সাড়ে ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় সদ্য ঘোষিত আংশিক পকেট কমিটি বাতিল করে ১/১১ দূসময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রভাগে থাকা পুলিশী নির্যাতন হামলা-মামলার শিকার হওয়া ছাত্র নেতাদের অন্তভূক্ত করে নতুন করে কমিটি করার দাবী জানিয়ে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মুন্না, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান জনি,জেলা যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন,অহিদুল ইসলাম ,নুপুর চৌধুরী, আসিফ আল মামুন,মহানগর ছাত্রদল নেতা রাহাত,সদেপ, শর্মা, আবু রায়হান,পলাশ,হুমায়ুন কবীর সুমন,মিঠু নেয়ামত উল্লাহ্,মামুন প্রমুখ।

রোববার রাতে বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের নব গঠিত আংশিক কমিটির নাম প্রকাশ করে।
এতে দেখা যায় জেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে দীর্ঘদিন বরিশালের রাজনৈতিক অঙ্গনে অনুপস্থিত থাকা জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের ফার্মের স্টাপ মাহফুজুল আলম মিঠুকে।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে জেলা সম্পাদককে মোটর সাইকেলে পরিবহন করা তারিক আল ইমরানকে। সাধারন সম্পাদক করা হয়েছে কামরুল আহসান,যুগ্ম তৌফিকুল ইসলাম ইমরান হয়েছে যুগ্ম সম্পাদক ও মাঠ কাপানো ছাত্রনেতা সোহেল রাঢ়ীকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক। তবে সোহেল রাঢ়ী এপথ প্রত্যাখান করেছে।

অপরদিকে মহানগর ছাত্রদলের নব ঘোষিত কমিটির সভাপতি হয়েছে রেজাউল ইসলাম রনি,সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক,সাধারন সম্পাদক হুমাউন কবীর,যুগ্ম সম্পাদক হয়েছে মাহমুদুল হাসান তাজিল ও এনামুল হক তছলিমকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।
প্রতিবাদ সভায় বিক্ষুদ্ব ছাত্রনেতারা বলেন কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান শুধু মাত্র যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ারের নিজস্ব লোকদের কমিটিতে অন্তভূক্ত ও তাকে খুশি করে অন্য সকল নেতাদের বৃদ্বা আঙ্গুল দেখিয়ে নিজে আগামীতে হিজলা-মেহেন্দিগঞ্জে নির্বাচন করার জন্য নিজের পছন্দের লোক নিয়ে তথা কমিটি গঠন করে বরিশালে কমিটি চাপিয়ে দিয়ে ত্যাগী ছাত্রনেতাদের নতুন কমিটি থেকে বঞ্চিত করেছে।

তারা অভিযোগ করে বলেন নতুন কমিটিতে যাদের নাম এসেছে তারা গত দশ বছরে বরিশাল রাজনীতির মাঠে কোন অবদান নেই। এরা সব সময়ে নিজেদের গা বাচিয়ে নিস্ক্রিয়ভাবে দলের কাজ করেছে এদেরকে দিয়ে ছাত্রদল উজ্জীবিত হতে পারে না।

তাই ত্যাগী ছাত্রদলের নেতা কর্মীদের বিষয়ে বিবেচনা করে ঘোষিত কমিটি বাতিল ও নতুন করে কমিটি প্রকাশ করার দাবী জনান।

বিক্ষোভ প্রতিবাদ সভায় ছাত্রদলের কর্মীরা কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও বরিশাল উত্তর জেলা যুবদল সভাপতি সালাউদ্দিন পিপলুর পোস্টারে অগ্নিদাহ করা সহ ঝাটা ও জুতা পিঠা করা হয়।

রোববার রাতে বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির নাম আত্বপ্রকাশ করা হলে পদবঞ্চিত ত্যাগী ছাত্রদলের নেতাকর্মীদের সদস্যরা রাতে নগরীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

 

বরগুনায় ভিজিএফ’র চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভায় ঈদুল আজহার বিশেষ খাদ্য সহায়তার ভিজিএফ’র চাল সোমবার বিতরন করা হয়েছে। এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
আমতলী বন্দর মাদরাসা প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, একেএম নুরুল হক তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, প্যানেল মেয়র জিএম মুছা ও কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ। উল্লেখ পৌরসভার ৪ হাজার ৬শ’২১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরন করা হয়।