আমাদের দেশকে অন্য দেশগুলো আজ অনুসরন করছে-বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেছেন,আমাদের দেশকে অন্য দেশগুলো আজ অনুসরন করছে।
আমাদের দেশের এ অগ্রযাত্রা ধরে রাখতে হবে।

এজন্য আমাদের শিশুদের সু-শিক্ষায় গড়ে তোলার মাধ্যমে গড়ে তুলতে পারলে আগামী দিনে এ প্রজন্মের শিশুরা এদেশের উন্নয়নের ধারা ধরে রেখে আরো বেশী করে বাস্তবায়ন করবে।

সরকার এলক্ষে ৬৪ জেলায় অক্ষর স্বাক্ষরতা দিবস কার্যক্রম চালু করতে যাচ্ছে।
বিভাগীয় কমিশনার আগামী প্রজন্মের শিক্ষার্থীদের দিকে সু-দৃষ্টি রাখার জন্য সকল অভিভাবকদের প্রতি আহবান জানান।

আজ শনিবার (৮ই সেপ্টেম্বর) অশ্বিনী কুমার টাউন হলে ববরিশাল জেলা প্রশাসন ও উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরো আয়োজিত ও বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়।
বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক এস.এম ফারুক, জেলা শিক্ষা অবিসার আনোয়ার হোসেন, বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজ অধ্যাক্ষ মেজর ড. সিরাজুল ইসলাম উকিল,বরিশাল অতিরিক্ত মেজিষ্ট্রেট নুরুজ্জামান।
এর পূর্বে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে নগরীতে একটি র‌্যালি বেড় করা হয়।

স্কুল ছাত্রী তুলির উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ  প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বখাটের ছুরিকাঘাতে আহত পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তুলি আক্তারের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্র ফ্রন্ট। আজ (৬ইসেপ্টেম্বর) বৃস্পতিবার সকাল ১১ টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাইন হলের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্র ফ্রন্ট)যৌত আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জহুরা রেখার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন,সমাজতান্ত্রীক দল বাসদের সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তি, ছাত্র ফন্টের বদরুজ্জোহা সৈকত,শন্ত মিত্র’র সংগঠনিক সম্পাদক নিলিমা জাহান , আহত স্কুল ছাত্রী তুলি আক্তারে মা আতিয়া বেগম প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন,মোজাম্মেল হক সাগর। মানববন্ধনে বক্তরা বলেন, স্কুল ছাত্রী তুলি দরিদ্র্য পরিবারের মেয়ে। তার চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন। বখাটের হামলায় আহত তুলি এখনোও পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বখাটের প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় আজ তুলির এই অবস্থা। আমরা তুলির হামলাকারীদের বিরুদ্বে কঠোর দৃষ্টন্তমূলক বিচার ও শাস্তির দাবী জনান।

কলাপাড়ায় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধিঃ নির্যাতন নিপীড়ন পাশবিকতা রুখে দাড়াও-বিবেক জাগ্রত করুন মানুষরুপী দানবদের প্রতিরোধ করুন- এই শ্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় নির্যাতন নিপীড়ন পাশবিক হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ইভাকে ধর্ষন শেষে হত্যা ও ধূলাসার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তুলিকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কলাপাড়া মহিলা ক্লাব, মানিকমালা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ ও প্রগতি পাঠাগার । এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। নাগরিক কমিটি কলাপাড়া শাখার আহবায়ক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলাপাড়া মহিলা ক্লাব সভাপতি নমিতা দত্ত, পৌর সভার কাউন্সিলর মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট আকন, প্রভাষক নিজাম উদ্দিন, ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি নীল রতন কুন্ড প্রমূখ। সমাবেশে বক্তরা ইভা’র হত্যাকারীদের ও তুলিকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে মাদকসেবী বখাটে নাঈমের ছুরিকাঘাতে । অপরদিকে গত ১৪ আগস্ট মঙ্গলবার রাত ১০টায় মহিপুর থানার সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামে মাকে ঘরে বেঁধে রেখে কাঠ মিস্ত্রি ইসমাইল হোসেনের মেয়ে ষষ্ঠ শ্রেণীতে ছাত্রী ইভাকে ধর্ষনের

আমতলীতে ধানের দাম কম, দিশেহারা কৃষক

আমতলী প্রতিনিধিঃ “কত কষ্ট হইর‌্যা এই বচ্ছর আউশ ধান দিছি, ধান ভালোই অইছে কিন্তু আডে ধানের দাম কোম। কি হরমু অনেক টাহা লোকসান দিতে অইবে। ধার হইর‌্যা জমি চইছি, কিদ্ধা হেই ধার টাহা দিমু কইতে পারি না”। এ কথাগুলো বলেছেন আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের কৃষক বসির ও আবদুস কুদ্দুস।
বরগুনার আমতলীতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হওয়ায় আশাবাদী হলোও বাজারে ধানের দাম কম থাকায় দুচিন্তায় কৃষকরা। কৃষকরা জানান, ধানের দাম কম থাকায় লাভবান হওয়ায় সম্ভবনা নেই। একর প্রতি উৎপাদন খবর ২২-২৫ হাজার টাকা। ওই জমিতে উৎপাদিত ফসলের বিক্রয় মূল্য ১৫-২০ হাজার টাকা। একর প্রতি কৃৃষকের লোকসান ৫ থেকে ৭ হাজার টাকা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ বছর আমতলীতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়ছিল ১০ হাজার ৫০০ হেক্টর। ওই লক্ষমাত্রা ছাড়িয়ে ১২ হাজার হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়। লক্ষমাত্রার চেয়ে ২ হাজার হেক্টর জমিতে বেশী আউশ চাষাবাদ হয়েছে। আউশ ধান চাষের উপযুক্ত সময় মধ্য বৈশাখ মাস থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত। বীজতলা থেকে শুরু করে পাঁচ মাসের মধ্যে উচ্চ ফলনশীল ধানের ফলন আসে। শ্রাবন মাসের শেষ দিকে কৃষকরা ধান কাটা শুরু করেছে। উচ্চ ফলনশীল জাতের বিরি-৪৮, বিরি-২৭, বিআর-২৬ ও বাউ- ৬৩ ধান চাষ করছে কৃষকরা।একর প্রতি উৎপাদন লক্ষমাত্রা দের মেট্রিক টন। এ সময় কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আউশের বাম্পার ফলন হলেও বাজারে ধানের দাম কম থাকায় একর প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা লোকসান গুনতে হবে কৃষকদের। বাজারে প্রতিমণ ধান ৪০০ থেকে ৫০০ টাকা বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম কম থাকায় দুচিন্তায় কৃষকরা। কৃষকরা জানান, জমির বর্গামূল্য, চাষাবাদ, রোপন, কীটনাশক নিড়ানি, বীজের মূল্য ও ধান কাটায় এক একর প্রতি জমির উৎপাদন খরচ ২২-২৫ হাজার টাকা। ওই জমিতে ধান উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩২-৩৫ মণ। বাজারে প্রতিমণ ধান ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে ওই জমিতে আয় হবে ১৫-২০ হাজার টাকা। এতে একর প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। কৃষকরা আরও জানান, টাকা ও শ্রম বিনিয়োগ করে যা আয় হবে তা দিয়ে পোষায় না। উত্তরাঞ্চলের মিল ও দক্ষিণাঞ্চলের অটো রাইস মিল মালিকরা ধান ক্রয় না করায় বাজারে ধানের দাম কমে গেছে। এদিকে আমতলী খাদ্য গুদামের বোরো সংগ্রহে অভিযানে ১ হাজার ৪০ টাকা মণ ধরে ৬৫০ মেট্রিক টন ধান ক্রয়ের বরাদ্দ রয়েছে। তারা এরমধ্যে ৩০০ মেট্রিক টন শুকনা ধান ক্রয় করেছে। কিন্তু সরকারী মূল্যে ধান ক্রয়ের প্রভাব বাজারে পরছে না।
বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, উপজেলার গুলিশাখালী, আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আউশ ধান কাটছে কৃষকরা।
চাওড়া কাউনিয়া গ্রামের জিয়া উদ্দিন জুয়েল জানান, এ বছর ৫০ শতাংশ জমিতে বিরি-৪৮ জাতের আউশ ধানের চাষ করেছিলাম। উৎপাদন খবর হয়েছে ১২ হাজার টাকা। ওই জমিতে ১৬ মণ ধান পেয়েছি। বাজারে ৪৫০ টাকা মণ ধরে ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছি। তিনি আরও জানান বাজারে ধানের দাম কম থাকায় এ লোকসান গুনতে হলো। বাজারে ধানের দাম বেশী হলে তেমন লোকসান হতো না।
একই গ্রামের আলতাফ মুন্সি জানান, ৭৩ হাজার টাকা ব্যয়ে তিন একর জমিতে আউশ ধানের আবাদ করেছিলাম। ওই জমিতে ১০৫ মণ ধান পেয়েছি। বাজারে ধানের দাম কম থাকায় ওই ধান ৫৮ হাজার টাকা বিক্রি করেছি। এতে লাভতো দুরের কথা ১৫ হাজার টাকা লোকসান হয়েছে।
গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আবদুল হক ঘরামী জানান, ফলন ভালো হয়েছে। বাজারে প্রতিমণ ধান ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের লোকসান হবে।
মাষ্টার এন্টার প্রাইজ আড়তের ম্যানেজার মিঠু মিত্র বলেন, উত্তরাঞ্চলের মিল মালিকরা ধান ক্রয় না করায় বাজারে ধানের দাম কমে গেছে।
ধান-চাল আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ বশির হাওলাদার বলেন, বাজারে দুই ধরনের ধান রয়েছে। প্রকার ভেদে ওই ধানের মণ ৪০০-৫০০ টাকা। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের লোকসান হবে। তিনি আরও বলেন, কুষ্টিয়া, ফরিদপুর, চাদপুর, দিনাজপুর, গাছুরিয়া মিল ও দক্ষিনাঞ্চলের পাঁচটি অটো রাইস মিল মালিকরা ধান ক্রয় করতো। এখন তারা ধান ক্রয় না করায় বাজারে ধানের দাম কমে গেছে।
আমতলী খাদ্যগুদাম কর্মকর্তা রবীন্দ্র নাথ বলেন, বোরো সংগ্রহ অভিযানে ১ হাজার ৪০ টাকা মণ দরে শুকনো ৬৫০ মেট্রিক টন ধান ক্রয়ের বরাদ্দ পেয়েছি। এরমধ্যে ৩০০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে।
আমতলী উপজেলা কৃষি অফিসার এসএম বদরুল আলম বলেন, এ বছর আউশ ধানের ফলন ভালো। লক্ষ্যমাত্রা চেয়ে ২ হাজার হেক্টর জমিতে আবাদ বেশী হয়েছে। তিনি আরও বলেন বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে।

বরিশালে বিনোদনের নতুন রূপ ঘোড়ার গাড়ি

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। যা প্রাচীনকালে টমটম নামে পরিচিত ছিল। যুগের আধূনিকতায় রাস্তাঘাট যতই আধূনিক হচ্ছে এই ঐতিহ্যবাহী টমটম গুলোর ততোই সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু‘ বরিশালের চিত্র ভিন্ন। বরিশালে টগবগিয়ে টমটম নিয়ে প্রিয় ঘোড়া ছুটে চলে একজন রুচিশীল মানুষের উদ্দীপনায়। তাই বিনোদন প্রেমিকদের জন্য এবার ভিন্ন মাত্রার স্বাদ দিতে ঢাকার আদলে বরিশালে ঘোড়ার গাড়ি আনা হয়েছে। এবার ঢাকার গুলিস্তানের ঘোড়ার গাড়িতে চড়ার সুযোগ মিলবে বরিশালে । প্রতি দিন বিকাল েৈথকে রাত ৮টা পর্যন্ত রয়েছে ঘোড়ার গাড়িতে চড়ার সুযোগ। বরিশাল নগরের বেল্স পার্ক এলাকায় এই ঘোড়ার গাড়ি দেখা পাওয়া যাবে। বাহারী নকশার এই ঘোড়ার গাড়িতে দুটো মাঝারী সাইজের ঘোড়া রয়েছে। এর একটির নাম হলুদ চাঁন হাড্ডি আপরটির নাম লাল চাঁন। বেল্স্ পার্কে ঘুরতে আসা ফরজানা আক্তার বলেন,বরিশালে ঘোড়ার গাড়িতে ভ্রমন এটা বিনোদনের নতুন সংযোগ। আনেক ইচ্ছা ছিলো ঘোড়ার গাড়িতে চলবো। কিন্তু এতো দিন সেটা হয় নি। তবে আজ ইচ্ছটা পূরন হলো। তবে টাকাও নিচ্ছে কম। বরিশালে এই প্রথম বিনোদন হিসেবে চলছে ঘোড়ার গাড়ি। কথা হয় গাড়িটির পরিচালনার দ্বায়িত্বে থাকা মোঃ রাকিবের সাথে। তিনি জানান,গত ঈদুল ফিতরকে সামনে রেখে বিনোদন প্রেমিকদের ও শিশুদের জন্য আমরা বরিশালে ঘোড়ার গাড়ি এনেছি। শুরুতেই হোচট খেতে হয়েছে। অনুমতি না নেয়ায় মাঝখানে গাড়িটি কিছুদিন আটক হয়েছিল। প্রথমে আমরা জনপ্রতি ২০ টাকা করে নিয়েছি কিন্তু বর্তমানে খাবারের দাম বৃদ্ধির কারনে জনপ্রতি ৩০ টাকা করে নিচ্ছি। সদর রোড এবং হাইওয়ে সড়কে চলা নিষেধ রয়েছে। তাই আমরা কন্টাকে যাত্রী সেবা দিয়ে থাকি। ঘন্টা ১০০০ টাকা। এখন পর্যন্ত আমরা ব্যাপক সাড়া না পেলে ও হাল সারছিনা। ঘোড়া দু’টির পেছনে প্রতি দিন ৭০০ টাকার খাবার লাগে। অনান্য দিন বেশি যাত্রী না হলে ও ঈদুল আযহা উপলক্ষে প্রতিদিন ৪-৫ হাজার টাকা আয় হয়েছে। তাছারা ছুটির দিন গুলোতে মোটামোটি লোকজন হয়। গাড়িটির চালক মোঃবিজয় (১৯) এবং মোঃ শিপন(১৬) এরা জানায়,তারা মাসিক বেতনে কাজ করে। বিজয় ১৫ হাজার এবং শিপন কে মাসিক ১২ হাজার টাকা বেতনে রাখা হয়েছে। তাড়াই ঘোড়া দুটো লালন পালন করেন। গোড়া দুটিকে প্রতি দিন ভূসি,কুড়া,কাচাঁ ঘাস, ছোলার ভূসি খাওয়াতে হয়। অন্যদিকে ৯-১০ জন যাত্রী হলে তারা প্রতিটি ট্রিপ দিয়ে থাকেন। ঘোড়া দুটির নাম দেয়া হয়েছে। যে ঘোড়াটি রাগী তার নাম হলুদ চাঁন হাড্ডি আপরটির নাম লাল চাঁন। দুটোই পুরুষ ঘোড়া। তবে হলুদ চাঁন হাড্ডি ঘোড়াটি রাগী। বিরক্ত করলে কামড়ে দেয় কিংবা লাথি মারে। অপরটি অবশ্য শান্ত। এরইধারাবাহিকতায় ঘোড়ার গাড়িটির কর্নধার আকাশ শরীফ বলেন, বরিশালে বিনোদনের জন্য অনেক ব্যাবস্থা রয়েছে। তাই আমি শখের বসে এই ব্যতিক্রমি উদ্যোগটা নিয়েছি। ঢাকাএকটি ঐতিহ্যবাহী বরিশালে একটি ও নেই। সেই প্রেরনা থেকে কাজটা করা। প্রচারনার অভাবে হয়তো এখন পর্যন্ত আমরা ব্যাপক সাড়া পাচ্ছিনা। প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে শুধু বরিশালবাসীর জন্য আমার এই আয়োজন।

 

রাজাপুরে ১৫ ছাত্রী পেল সাইকেল

ঝালকাঠির রাজাপুরে মেধাবী ১৫ ছাত্রীকে বাই সাইকেল প্রদান করা হয়েছে এবং ভিক্ষক মুক্তকরণ পুনর্বাসন কমূসচির আওতায় ২২ ভিক্ষুককে চায়ের দোকান ও মুরগি পালনের বিভিন্ন উপকরণসহ অর্থ সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। ইউএনও আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। বক্তব্য রাখেন ওসি শামসুল আরেফিন, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংবাদিক এনামুল হক প্রমুখ। জানা গেছে, সদর, মঠবাড়ি ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের অর্থায়নে ১৫ মেধাবী শিক্ষার্থীকে বাই সাইকেল প্রদান এবং ভিক্ষক মুক্তকরণ পুনর্বাসন কমূসচির আওতায় ৬ ভিক্ষুককে চায়ের দোকানের জন্য ১টি ফ্লাক্স, চা ১ কেজি. চিনি ২ কেজি, দুধ দুই প্যাকেট ও চাল ২০ কেজি ও ৬ হাজার টাকা এবং ১৬ ভিক্ষুককে ১০টি মুরগি, ১ মুরগির ঘর, চাল ২০ কেজি, গম ২০ কেজি ও ৬ হাজার প্রদান করা হয়েছে।

আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ

ডেস্ক রিপোর্টঃ বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক বুধবার ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারতে দেখতে যান। এসময় তারা আহত ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারের চিকিৎসার খোঁজ খবর নেন। বরিশোল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন,বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান সোহাগ,সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১ শীর্ষক চতুর্থ কোর্স এর উদ্বোধন

বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে একটি বিস্ময় গনহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১ শীর্ষক চতুর্থ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড হারুন অর রশীদ এ কথা বলেন। বিশিষ্ট ইতিহাসবীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড মুনতাসীর মামুনের সভাপতিত্বে ইতিহাস সংগ্রহক চৌধুরী শহীদ কাদিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান শিকদার, গনহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের পরিচালক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড মাহাবুবুর রহমান, বিএম কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ইতিহাসবীদ এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ। সভাপতির বক্তৃতায় ড মামুন বলেন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা ক্ষমতার বঙ্গবন্ধু প্রেমী, কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারা হলো আজীবন বঙ্গবন্ধু প্রেমী, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা সম্পকে না জানলে এ জাতিকে জানা সম্ভব হবেনা। তিনি ইতিহাস চর্চার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে ড হারুন অর রশীদ বলেন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ইতিহাস জানতে হবে, ইতিহাস ছাড়া একটা জাতি অগ্রসর হতে পারেনা। সেমিনারে বিএম কলেজের উপাধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, মুক্তিযোদ্ধা সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত

আকিব মাহমুদ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরিক্ষায় ৩০ টি অনার্স বিষয়ে ৫৪৯টি কলেজে ১৩৩১৩জন পরিক্ষার্থী অংশগ্রহন করেছে। পরিক্ষায় গড় পাশের হার  ৮৩.৫০%। প্রকাশিত ফলাফল বিকাল ৫টা থেকে মোবাইলে এস এম এস এর মাধ্যমে, এবং সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে পাওয়া যাবে।
ফলাফল পেতে ভিজিট করুন nu.ac.bd
মোবাইলে পেতে NU h4 Roll Number লিখে পাঠিয়ে দিন 16222তে

বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৬

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোলদার বাড়ি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালক এবং বাসের যাত্রীসহ ৬ জন আহত হয়। বিধ্বস্ত হয় বাস ও ট্রাকের সামনের অংশ। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় বাসিন্দা মিন্টু রহমান জানান, বরিশাল থেকে একটি যাত্রীবাহি বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিলো। অপরদিকে পটুয়াখালী থেকে এলপি গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক বরিশালের দিকে আসছিলো। বাস ও ট্রাক মহাসড়কের বাকেরগঞ্জের গোলদার বাড়ি এলাকা অতিক্রমকালে ট্রাকের সামনের ডান পাশের চাকা ফেঁটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ডানপাশে আঘাত হানে। মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ বিধ্বস্ত হয়। আহত হয় বাস ও ট্রাকের চালক এবং বাসের নারী যাত্রীসহ ৬ জন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরন করে। আহত যাত্রীদের মধ্যে স্থানীয় বাসিন্দা কেরামত মাস্টারের নাম জানা গেছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন উদ্ধারকাজে সহায়তাকারী স্থানীয় বাসিন্দা মো. মিজু। এদিকে দুর্ঘটনার কারনে মহাসড়কে যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশের প্রচেস্টায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে মহাসড়ক যান চলাচলের উপযুক্ত করা হয়। বারেকগঞ্জ থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, বড় দুর্ঘটনা হলেও জানমালের ক্ষতি কম হয়েছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি।