পটুয়াখালী-৪ আসনে জনগণের নৌকার একমাত্র ভরসা আলহাজ্জ্ব মাহবুবুর রহমান তালুকদার

মোঃ আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া:  আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান তালুকদার ১৯৫৪ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা: মৃত জনাব এ কে এম ইসমাইল তালুকদার এবং মাতা: মৃত মোসাম্মৎ হালিমা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বি এস এস অনার্স ও এম এস এস ডিগ্রী লাভ করেন।পরবর্তীতে তিনি এল এল বি ডিগ্রী অর্জন করেন।তিনি একজন রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর পিতা কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ১৯৪৯ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে অবস্থান নেয়, স্বাধীনতা বিরোধী চক্রকে নির্মূল করতে স্বক্ষম হন এর ফলে বঙ্গবন্ধুর ভালবাসা ও আস্থা অর্জন করে ১৯৭২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন।জনাব মোঃ মাহবুবুর রহমান তাঁর পিতার কাছ থেকে রাজনৈতিক দীক্ষা নিয়েছেন।ছাত্র জীবনে ১৯৭৩ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর জাতীয় পার্টির সন্ত্রাসী তান্ডবে ও আওয়ামীলীগের রাজনৈতিক চরম দুর্দিনে ১৯৮৮ সালে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং রাজনৈতিক অনেক সংকটময় অবস্থা মোকাবেলা করে ২০০২ সাল পর্যন্ত এপদে বহাল থেকে দলের হাল ধরেন। তিনি জামায়াত বিএনপির সকল দেশবিরোধী আন্দোলন সংগ্রাম মোকাবেলা করে, রাজনৈতিক জনপ্রিয়তা অর্জন করার মধ্যদিয়ে ২০০৩ সাল থেকে অদ্য পর্যন্ত তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আসিন রয়েছেন।তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন।সুদীর্ঘ ৪৭ বছর যাবৎ তিনি ও তাঁর পিতা পর্যায়ক্রমে কলাপাড়া উপজেলা অওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন।জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তিনি সকল প্রকার ষড়যন্ত্র উপেক্ষা করে পরপর ৩ বার ১১৪, পটুয়াখালী-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।প্রথম বার ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামাতের সীমাহীণ সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে দিয়ে প্রাণ বাজি রেখে বিপুল ভোটে জয় লাভ করেন।(২০০১ সালে বাংলাদেশ আওয়ামীলীগ মাত্র ৫৯ টি আসন পেয়েছিল এর মধ্যে পটুয়াখালী-৪ ছিল অন্যতম ), দ্বিতীয় বার ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এবং তৃতীয় বার ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।৩১ জুলাই ২০০৯ খ্রিঃ তারিখ বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে জনাব মাহবুবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে অত্যন্ত ন্যায় পরায়ন ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।তিনি প্রতিমন্ত্রী থাকা কালীন তাঁর রাজনৈতিক দূরদর্শীতা ও দক্ষ কর্মদক্ষতায় দক্ষিণ অঞ্চলের অসংখ্য উন্নয়ন করে সর্বকালের শ্রেষ্ঠ উদাহরণ সৃষ্টি করেন।দক্ষিণ অঞ্চলের গরীব, দুঃখি সকল শ্রেণি পেশার নৌকা প্রিয় মানুষ ত্যাগী ও যোগ্য এই নেতার জন্য দীর্ঘায়ু ও সফলতা কমনা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও মো. মাহবুবুর রহমান কে এমপি হিসেবে নৌকার জয় দেখতে চায়।আশা করি মাদার অফ হিউম্যানিটি উন্নয়নের অভিভাবক, ১৬ কুটি মানুষের বেঁচে থাকার নিশ্চয়তা, গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর প্রিয় এলাকার জনগণের মনের বাসনা পূরণ করবেন।

ঝালকাঠিতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

রহিম রেজা, ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরে নানা বাড়ির পুকুরের পানিতে নাদিয়া আক্তার (৭) ও তায়েবা আক্তার নামে শিশু দুই বোনের অকাল মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পূর্ব ইন্দ্রপাশা গ্রামে ওই শিশুদের নানাবাড়িতে এ ঘটনা ঘটে। তারা উপজেলার আরুয়া সোনারগাও গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে চাকুরি করেন। স্বজনরা জানান, বিকেলে বাড়ির লোকজনের অগোচরে নানা প্রবাসী সেলিম খানের বাড়ির পুকুরে সাতার না জানা ছোট বোন তায়েবা আক্তার হাত ধুতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে পানিতে পড়ে যায়। এসময় বড় বোন নাদিয়া আক্তার তাকে রক্ষার চেষ্টা করতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। সোনারগাও প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়–য়া নাদিয়া অল্প অল্প সাতার জানতো। পরে তাদের না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের জুতা ভাসতে দেখে পুকুরের পানিতে খুজে তাদের পেয়ে উদ্ধার করে সন্ধ্যার আগমূহুর্তে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। স্বজনরা আরও জানান, শিশুদের মা খাদিজা বেগম কয়েকদিন ধরে জ¦রে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আসেন এবং তিনি ছোট বোন পিংকির কাছে দুই মেয়েকে রেখে তার মাকে নিয়ে শনিবার দুপুরে তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশাল শেবাচিমে চিকিৎসার জন্য প্রেরণ করে। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বোনের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বরিশালের নৌ রুটে লঞ্চ চলাচলের অনুমতি

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বরিশাল ও ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি এখন থেকে বরিশালের অভ্যন্তরীন রুটেও লঞ্চ স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করতে পারবে। বৃহষ্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার। তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক থাকায় বরিশাল ও ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ চলচালের অনুমতি দেয়া হয়েছে। তবে ঢাকা থেকে উপকূলীয় এলাকা অর্থাৎ মনপুরা, হাতিয়ার উদ্দেশ্যে এখনো লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়নি। এদিকে বরিশাল থেকে ভোলা, মেহেন্দিগঞ্জসহ অভ্যন্তরীন রুটের লঞ্চগুলোও এখন থেকে চলাচল করতে পারবে।

দুর্গাপূজা উপলক্ষে তালতলী উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভা

মো.মিজানুর রহমান নাদিম, তালতলী: বরগুনার তালতলী দুর্গাপূজা উপলক্ষে তালতলী পূজা কমিটি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল বুধবার ( ১০) সেপ্টেম্বর তালতলী উপজেলা পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ফারজানা রহমান আরও উপস্থিত ছিলেন তালতলী থানার উপ-পুলিশ পরিদর্শক জনাব মোঃ শহিদুল ইসলাম আরো উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান তালতলী পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট জগদীশ এবং কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার বিশ্বাস এসময় আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা।
এবার তালতলীতে মোট ১২ টি মন্ডপে হবে দুর্গাপূজা। পূজা শান্তিপূর্ণভাবে করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও  বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মণ্ডপগুলোকে ভাগ করা হয়েছে। এরমধ্যে ৩টি সাধারণ, ৪টি গুরুত্বপূর্ণ ও বাকি ৫টি অতি গুরুত্বপূর্ণ মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপে ১১ সদস্য বিশিষ্ট পূজা মণ্ডপ কমিটি গঠন করা হয়েছে। তবে প্রতি মন্ডপে পুলিশ গ্রাম পুলিশ আনসার সদস্য নিরাপত্তার জন্য কাজ করবে। এছাড়া সার্বক্ষণিকভাবে  গোয়েন্দা নজরদারী রাখা হবে।

২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলা রায়: বাউফলে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ মিছিল

বাউফল প্রতিনিধি: আজ বুধবার (১০ অক্টবর) ২০০৪ সালে ২১শে আগষ্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী জনসভায় নেক্কারজনক গ্রেনেড হামলা মামলায় তখনকার স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী লুৎফার রহমান বাবরসহ ১৯ জনের মৃত্যু দন্ড ও তারেক রহমান সহ ১৯জনের যাবজ্জজীবন এর রায় ঘোষনা করায় মহামান্য আদালতকে স্বাগত জানিয়ে বাউফলে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ মিছিল করেছেন বাউফল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহমে¥দ মনির মোল্লা। এসময় কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিলটি কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌ-রাস্তা (ফলপট্টি মোড়) এ এসে পথসভায় মিলিত হয়। সভায় এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আ.স.ম কবিরুজ্জামান, সদস্য মো: কবির পঞ্চায়েত, কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুন আর রশিদ, কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, সহ-সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ হাওলাদার, সহ-সভাপতি ও ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মাসুমবিল্লাহ শাহিন, সাংগঠনিক সম্পাদক মিজান মোল্লা, যুবলীগ নেতা শফি হাওলাদার , ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহ-আলম বিপ্লব, কালাইয়া ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান বাবু, দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান মোহন,কালাইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম মোর্শেদ রাহাত, সাধারন সম্পাদক মেহেদী হাসান তুহিন, সহ-সভাপতি এম.এ হান্নান, যুগ্ম সাধারন সম্পাদক রাজিব, যুগ্ম-সাধারন সম্পাদক আশিক, সাংগঠনিক সম্পাদক সজিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম সোহাগ, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।
মিছিল শেষে নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতারণ করা হয়।

বাউফলে ক্ষোভে বালকের আত্মহত্যা

বাউফর প্রতিনিধি: বাবার সাথে ছেলে ক্ষোভ করে আত্মহত্যা করেছেন এমন ঘটনা ঘটেছে বাউফলের কালাইয়া বন্দরের কবরস্থান রোড (পড়ার পুকুর পার) এলাকায়।
জানা যায়, মঙ্গলবার (৯ অক্টবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় বাসিন্দা মো: বাবুল হোসেন (৪৫) এর ষোল বছরের ছেলে মো: সাইফফুল নামের এক বালক তাদের বাসার পাশে আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
কারন হিসাবে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সাইফুল কালাইয়া বন্দরের এক স্টীলের ফার্নিয়ার চেয়ারের দোকানে কাজ করতেন। ঘটনা প্রায় ১মাস আগে স্থানীয় আরেক ছেলের মোবাইল সাইফুল চুরি করে এমন অভিযোগে তার (সাইফুল) পরিবারের লোকজনের কাছে বিচার দেয়।
ঘটনা ঘটার ৩০মিনিট আগে সাইফুলকে তার বাবা বাবুল মোবাইল চুরির অপরাধে গালমন্দ করেন। যার কারনে সাইফুল রাগে ক্ষোভে ও লোক লজ্জ¦ার ভয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
আবার অনেকে বলেন, সাইফুল নেশা আসাক্ত ছিলেন। যার জন্য এই সামান্য কারনে আত্মহত্যার মত পাপের পথ বেছে নিয়েছেন।

বাউফল থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে জানায়, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়ছে।

বাউফলে সারের কৃত্রিম সংকট: বেশি দামে বিক্রি

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির কোন প্রকার তৎপরতা না থাকায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলায় বিসিআইসি অনুমোদিত মোট ১৪জন ডিলার রয়েছেন। প্রতি বছর আমন বীজ রোপণ করার পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ইউরিয়া সারের চাহিদা বহুগুন বেড়ে যায়। চলতি বছর অক্টোবর মাসে উপজেলায় মোট ৪০০ মেট্রিকটন ইউরিয়া সার বরাদ্দ দেয়া হয়। এরআগে সেপ্টেম্বর মাসে ৪৫০ মেট্রিক টন সার বরাদ্দ দেয়া হয়। চাহিদা পুরণ না হওয়ায় আজকালের মধ্যে আরও ৫০০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেয়া হবে।

কৃষকদের কাছে সহজে এবং ন্যায্যমূল্যে সার পৌঁছে দেয়ার জন্য সরকার প্রতিটি ওয়ার্ডে একজন করে খুচরা ডিলার নিয়োগ করেছে। বর্তমানে বাউফল উপজেলায় মোট ৯৬ জন খুচরা ডিলার রয়েছেন। বিসিআইসি অনুমোদিত ডিলারের কাছ থেকে খুচরা বিক্রেতারা সার নিয়ে তা কৃষকদের কাছে বিক্রি করেন।

বাউফল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, প্রতি বস্তা ইউরিয়া সার বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। অথচ সরকার প্রতি বস্তা ইউরিয়া সারের খুচরা মূল্য নির্ধারণ করেছে ৮০০ টাকা।

অতিরিক্ত দাম প্রসঙ্গে কথা হয় কয়েকজন খুচরা বিক্রেতার সঙ্গে। বাউফল উপজেলার নুরাইনপুর বাজারের খুচরা সার বিক্রেতা এনামুল হক, হাফেজ সরদার, হেলাল মৃধা ও মোহন সিকদার বলেন, বিসিআইসি অনুমোদিত ডিলার তপন কুমার ও মাহবুব সিকদারের কাছ থেকে আমরা সার ক্রয় করি। তারা আমাদের কাছে প্রতি বস্তা ইউরিয়া সার ৮৮০ টাকা বিক্রি করেন। এরপর আবার পরিবহন খরচ রয়েছে। আমরা প্রতি বস্তা ইউরিয়া সার ১০০০ টাকা বিক্রি করি।

সরকার নির্ধারিত মূল্য ৮০০ টাকা প্রসঙ্গে তারা বলেন, আমরা ডিলারের কাছে সারের জন্য গেলে তারা বলেন সার নেই। এভাবে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুল্যে সার বিক্রি করা হচ্ছে।

অবশ্য অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেন বিসিআইসি অনুমোদিত ডিলার তপন কুমার ও মাহবুব সিকদার।

এদিকে কৃত্রিম সংকট সৃষ্টি করে ইউরিয়া সার বিক্রি করায় হয়রানীর শিকার হচ্ছেন কৃষকরা। কালিশুরী, ধুলিয়া, কেশবপুর, সূর্যমণি, নাজিরপুর ও মদনপুরা ইউনিয়নের একাধিক কৃষক বলেন, দোকানে গেলে আমাদের কাছে বলা হয় সার নেই। দাম বেশী দিলে পরে গুদাম থেকে সার বের করে দেয়া হয়।

এ প্রসঙ্গে বাউফলের উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার বলেন, অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার কোন সুযোগ নেই। যদি কেউ অতিরিক্ত দামে সার বিক্রি করেন তাদের বিরুদ্ধে আইণানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ####

মহিপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

কলাপাড়া প্রতিনিধিঃ মৎস্য বন্দর মহিপুরের পান বাজার সংলগ্ন একটি ঘরে জুয়ার আসর থেকে পুলিশের অভিযানে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মহিপুর থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৬শ’ টাকা, ২০ বান্ডিল তাস জব্দ করা হয়। অভিযানে আটককৃতরা হলেন- বেলায়েত হোসেন (৩০), রফিকুল ইসলাম (২৫) ও বশার হাং (২৬)সাইফুল ইসলাম (২২), মিরাজ খাঁ (২৫), ইউসুফ আকন (২৭), রশিদ হাং (৪০)। আটককৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী পুলিশের উপ-পরিদর্শক এনায়েত হোসেন ও উপ-পরিদর্শক কামাল হোসেন সাত জুয়াড়িকে আটকের কথা স্বীকার করে বলেন, এখন থেকে মহিপুর-আলীপুরের কোথাও জুয়াড় আসর বসতে দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে চলতে থাকা ডজন খানেক জুয়াড় আসর এতদিন বন্ধে কেন উদ্যোগ নেয়নি পুলিশ-এমন প্রশ্নের কোন জবাব দিতে পারেনি তারা।

বরিশালসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারনে বরিশালসহ সারাদেশে সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। বুধবার (১০ অক্টোবর) বেলা পৌনে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার। তিনি এক ক্ষুতে বার্তায় জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বরিশালে ৪ নম্বর হুঁশিয়ারি

বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘তিতলি’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এ কারণে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের ১০ নম্বর বিশেষ বুলেটিনে এ হুঁশিয়ারি সংকেত জারির কথা বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থিত তীব্র ঘূর্ণিঝড় তিতলি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। এটি আরও কিছুটা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি খুব ধীরে ধীরে আগাচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে হয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

Tittlie-2

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়টি আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে ভূ-ভাগে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত যে গতিপথ তাতে এটি ভারতের উরিষ্যা ও পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের খুলনা অঞ্চলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে নিম্নচাপ আকারে বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে। এ কারণে চট্টগ্রামসহ দেশের উপকুলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের ১০ নম্বর বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সামান্য অগ্রসর একই এলাকায় অবস্থান করছে। এটি আজ (বুধবার) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

Tittlie-3

বুলেটিনে আরও বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৬৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টা ৯০ কিমি যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১০০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে।