পিরোজপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিককে শোকজ, কমিটি বিলুপ্ত, চারজন স্থায়ী বহিস্কার

পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌর ছাত্রলীগ নেতা শুভ শর্মাকে হত্যা চেষ্টা ও হাত কর্তনের সাথে জড়িতদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে সাংগঠনিক ব্যবস্থা না নেয়ার অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তি মুলক ব্যবস্থা নেয়া হবেনা জানতে চেয়ে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী তিনদিনের মধ্যে এব্যাপারে লিখিত জবাজ দিতে বলা হয়েছে। সেই সাথে শুভ শর্মা হত্যা চেষ্টা ও হাত কর্তনের সাথে জড়িত থাকার অভিযোগে মঠবাড়িওয়ালা পৌরসভার শাকিল আহমেদ সাদি, তানভীর মল্লিক, তৌফিক হাসান প্রান্ত, জুনায়েদ কোরবান নামে চার ছাত্রলীগ কর্মীকে স্হায়ীভাবে আজীবনের জন্য ছাত্রলীগ থেকে বহিস্কার ও মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল মঠববাড়িওয়ালা পৌর এলাকায় সন্তাসী হামলায় ছাত্রলীগ নেতা শুভ শর্মা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন হয়।

পিরোজপুরে ‘অপহৃত’ ব্যবসায়ীর লাশ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক ব্যবসায়ীর মরদেহ পাওয়া গেছে, যিনি অপহৃত হয়েছিলেন বলে স্বজনদের অভিযোগ।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, রোববার দুপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রামের ঢালাই ব্রিজ সংলগ্ন খালে তার লাশ পাওয়া যায় গেছে।

নিহত মোজাফফার শেখ (৫০) নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব যুগিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

নাজিরপুর থানার ওসি মুনিরুজ্জামান মুনির জানান, রোববার দুপুরে পিরোজপুর সদর থানা পুলিশ মরদেহটি পাওয়ার তথ্য দেয়। পরে নিহতের স্বজন ও নাজিরপুর থানা পুলিশ গিয়ে মরদেহ ব্যবসায়ী মোজাফফার শেখের বলে শনাক্ত করে।

ওসি মুনিরুজ্জামান আরও জানান, ব্যবসায়ী অপহরণের অভিযোগে নিহতের মেয়ে মোসা. সোনিয়া বাদী হয়ে গত শুক্রবার নাজিরপুর থানায় স্থানীয় নারায়ণ হালদারের ছেলে কুমোদ হালদারসহ ১১ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

মঠবাড়িয়ায় ট্রিপল মার্ডার: প্রধান ২ আসামিসহ আটক ৮

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর অটো চালক আয়নাল হক (৩৫), তার স্ত্রী খুকু মনি (২৫) ও তাদের ৩ বছরের একমাত্র শিশু কন্যা আশফিয়ার হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ লোমহর্ষক হত্যাকান্ডের ৮ দিনের মধ্য মঠবাড়িয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার দিনগত ভোর রাতে হত্যা কান্ডে জড়িত প্রধান আসামী অলি বিস্বাস (৩৮) ও রাকিব (২০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ঘাতক অলি উপজেলার ধানীসাফা গ্রামের মৃত্য তুজাম্বর আলীর বিশ^াসের ছেলে ও রাকিব একই গ্রামের কাওসার বেপারীর ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ,মো. মাসুদুজ্জামান মিলু জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃত অলি ও রাকিবের স্বিকারোক্তি মতে এ লুট ও ট্রিপল মার্ডারে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুটের টাকা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান শনিবার রাতে মঠবাড়িয়া থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে বলেন, মূখোশ ধারী ৪ জন ঘাতক দস্যুতার জন্যই সিঁদ কেটে আয়নালের বসত ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে মারধর করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে। এ সময় আয়নাল দস্যু ও অটো চালক অলিকে চিনে ফেলে অনুনয় বিনয় করে বলে “অলি তুই মোরে মারিস না, টাহা পয়সা যা আছে লইয়া যা ”। তিনি বলেন, ঘাতকদের চিনতে পারাই কাল হল আয়নালের। এর পর ৪ ঘাতক মিলে আয়নাল ও তার স্ত্রী খুকুকে হাত বেধে গলায় কাপড় পেছিয়ে শ^াসরোধ করে হত্যা করে বসত ঘরের আড়ার সাথে জুলিয়ে রাখে। এ সময় আয়নালের ৩ বছরের একমাত্র কন্যা শিশু আশফিয়া কান্নাকাটি করলে ঘাতকরা তাকেও গলা টিপে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। এ সময় তিনি আরও জানান, গত ৮ জুলাই নিহত আয়নাল স্থানীয় সাফা বন্দর কৃষি ব্যাংক থেকে ২০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ঘাতক অলি দেখে ফেলে। এ ছাড়াও ঘাতক অলি জানতে পারে য়ে আয়নালের স্ত্রী খুকু প্রতিবেশীর ঘরে রাখা কিছু স্বর্ণালংকার সম্প্রতি ঘরে নিয়ে আসে। ওই টাকা ও স্বর্ণ লুট করার জন্য গত ৩০ জুলাই দিনগত গভির রাতে আয়নালের ভাড়াটিয়া বসত ঘরে ঘাতক অলি ও রাকিবসহ চার জন প্রবেশ করে এ লুট ও হত্যাকান্ড ঘটায়।

এর আগে চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত সন্দেহে একই গ্রামের মালেক(৫৫),শামিম গাজী (২৬), রহিম (১৯), মাহাবুব (২০), সাকিল (১৯), শাহিন (১৯ কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

উলেখ্য,গত শুক্রবার (৩১জুলাই) সকালে উপজেলার ধানীসাফা গ্রামের একটি বসত ঘর থেকে হাত বাধাঁ অবস্থায় জুলন্ত অটো চালক আয়নাল তার স্ত্রী খুকু মনি ও তাদের একমাত্র কন্যা শিশু আশফিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

র‌্যাবের অভিযানে ৫০বোতল ফেন্সিডিলসহ কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজাপুর উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম নয়ন (৪০) কে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব। নয়ন রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মোতাহের হোসেন খান’র পুত্র।

শুক্রবার সকাল ৯টায় কাউখালী উপজেলার রকেট ঘাট থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে কাউখালী উপজেলার রকেট ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ঘেরাও করে নয়ন নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। নয়নের স্বীকারোক্তি অনুযায়ী ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত নয়নকে কাউখালী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পিরোজপুরে দোকানে অগ্নিকাণ্ড : প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

পিরোজপুরের পাঁচপাড়া বাজারে আগুন লেগে একটি দোকান পুড়ে গেছে। বুধবার (৫ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জগদীশ মণ্ডল জানান, রাত সোয়া ১২টার দিকে তার মুদি দোকানে আগুন লাগে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানে থাকা নগদ পৌনে ২ লাখ টাকা ও জিনিসপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাঁচপাড়া বাজার কমিটির সভাপতি মো. লিটন শিকদার বাংলানিউজকে বলেন, ওই রাতে বাজারে আগুন লাগার খবর পেয়ে নাজিরপুর ও পিরোজপুর ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পিরোজপুরে একই পরিবারের ৩ জনকে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারের ৩জনকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মঠবাড়িয়ায় উপজেলার ধানীসাফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাফা গ্রামের মো. আয়নাল হোসেন হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকু মনি (২৫) ও তার ৩ বছরের শিশু কন্যা আঁখি আক্তার।
পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান মঠবাড়িয়ার ওই ৩ জনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। এখনো তাদের সুরাত হাল তৈরী করা হয়নি। তবে ধারনা করা হচ্ছে তাদের পুরকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত আয়নাল হোসেন ওই গ্রামের মৃত রত্তন হাওলাদারের পুত্র। তিনি গত ৩ বছর আগে ভ্রæনাই থেকে দেশে ফিরে ওই গ্রামের মোজাম্মেল হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহত আয়নালের বড় ভাই মোঃ হেলাল হাওলাদার জানায়, তার (আয়নাল) স্ত্রী বাড়িতে বসে শিশু শ্রেণীর ২ ছাত্রদের প্রাইভেট পড়াতেন। আর শুক্রবার (৩১ জুলাই) সকালে ওই ছাত্ররা পড়তে এসে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে ওই ৩ জনের লাশ দেখে চিৎকার করে । এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয় এসে তাদের মৃত্যু অবস্থায় দেখে আমাদের ও থানা পুলিশকে খবর দেন। ওই ঘরের পিছনের সিঁদ কাটা রয়েছে। নিহত আয়নাল ও তার স্ত্রীর হাত পিছনে বাধা ও ঘরের আড়ার সাথে কাপড় দিয়ে ঝুলানো রয়েছে। আর শিশু কন্যাটিও ঝুলানো রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের কারণেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তিনজনকে হত্যা করে ঝুলিয়ে রাখে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

মঠবাড়িয়ায় মেয়েকে ধর্ষণকারী লম্পট পিতা গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ মেয়েকে ধর্ষণকারী লম্পট নরপশু সেলিম বেপারী (৫০) কে অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাতে মঠবাড়িয়া থানা পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ঢাকা যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় যাত্রাবাড়ি এলাকা থেকে ধর্ষক সেলিমকে গ্রেফতার করে।

গত ৫ জুলাই লম্পট সেলিম তার ১৪ বছর বয়সী মেয়েকে নিজ বসত ঘর বসে ধর্ষণ করে।
এ ঘটনায় সেলিমের স্ত্রী ও ধর্ষিতার মা বাদী হয়ে ১৯ জুলাই রোববার রাতে মঠবাড়িয়ায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ঘোপখালী গ্রামের নরপশু সেলিম বেপারী তার নিজের মেয়েকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হয়ে প্রতিবাদ করলে নিজ পিতা মেয়েটির ওপর মানসিক ও শারিরীক নির্যাতন চালায়।

এক পর্যায়ে চলতি মাসের ৫ জুলাই হতদরিদ্র পরিবারের মেয়েটির মাকে কৌশলে বাজার করার কথা বলে হাটে পাঠায়। এরপর একাকী ঘরে পেয়ে নিজ পিতা মেয়েটির মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বাজার থেকে ফিরে এলে মেয়েটি তার মায়ের কাছে ধর্ষণের ঘটনাটি খুলে বলে। এরপর ধর্ষিতার মা বিষয়টি স্বামীর কাছে জিজ্ঞেস করিলে সেলিম বেপারী ক্ষিপ্ত হয়ে ঘরের সবাইকে খুন জখমের হুমকি দেয়।

পরে সেলিমের অব্যাহত অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মীয়-স্বজনের সাথে আলাপ-আলোচনা করে ঘটনার ১৭ দিন পরে থানায় মামলাটি দায়ের করেন।
ধর্ষণের স্বীকার মেয়েটি বলেন, বাবা এর আগেও আমাকে চাকুরীর কথা বলে চট্টগ্রামে নিয়ে আমার ওপর পাষবিক নির্যাতন করে। পরে আমি আত্মহত্যা করার হুমকি দিলে আমার ওপর মানসিক নির্যাতন চালায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, লম্পট সেলিমকে শনিবার রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে রোববার (২৬ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমারখালিতে দাফনের ২৫ বছর পর আজো অক্ষত কাপড় ব্যবসায়ীর লাশ!

কুষ্টিয়ার কুমারখালীতে মাটি কাঁটতে গিয়ে দাফনের ২৫ বছর পরে অক্ষত অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। নূরুজ্জামান নামের উক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছে স্বজনেরা।
শুক্রবার বিকেলে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামে এই অলৌকিক ঘটনাটি ঘটেছে। নূরুজ্জামান ঐ গ্রামের মৃত মনোহর মিস্ত্রির কাপড় ব্যবসায়ী ছেলে ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের আতর আলীর ছেলের নতুন বাড়ি বানানোর জন্য মাটি কাটতে গেলে লাশ দেখতে পায় শ্রমিকরা। পরে স্থানীয়রা মৃতদেহ সনাক্ত করে এবং সন্ধায় বহলবাড়িয়া কবরস্থানে পুনরায় দাফন করা হয়।
মৃতদেহ সনাক্ত করে নিহতের মামাতো ভাই সানোয়ার বলেন, নুরুজ্জামান একজন সৎ কাপড়ের ব্যবসায়ী ছিলেন। প্রায় ২৫ বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সে ডাকাত দলের আক্রমনের শিকার হয়। নুরুজ্জামানকে ডাকাতরা গড়াই নদীর পাড়ে মুখের মধ্যে বিষাক্ত পলিথিন ও গামছা দিয়ে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়ে ফেলে যায়।

 

পরবর্তীতে খোঁজাখুজির পরে নদীর পাড় থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। প্রায় এক মাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বাড়ির পাশের বাগানে দাফন করা হয়। আজ নিহতের চাচাতো ভাই বাড়ি করার জন্য মাটি কাটতে গেলে মৃতদেহটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
চৌরঙ্গী তদন্তের কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর রাকিব হাসান জানান, মাটি কাটতে গিয়ে ২৫ বছরের পুরানো নুরুজ্জামান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছে স্থানীয়রা।

এদিকে ২৫ বছরের পুরানো মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় দেখার জন্য। লাশে কোন গন্ধ কিংবা পঁচন ছিলোনা। কাফনের কাপড় সামান্য নষ্ট হওয়ায় নতুন কাপড়ে কাফন দিয়ে দাফন করা হয়েছে।

পিরোজপুরে প্রতিমা ভাঙার অভিযোগে যুবক গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারের কাছে অবস্থিত একটি মন্দির থেকে প্রতিমা বের করে ভাঙার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ হুমায়ুন কবির শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারের কাছে অবস্থিত একটি মন্দিরে এ ঘটনা ঘটে। হুমায়ুন উপজেলার সিকদার মল্লিক গ্রামের মো. জলিল শেখের ছেলে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল জানান, পাঁচপাড়া বাজারের কাছে অবস্থিত সার্বজনীন কালী মন্দিরের একটি প্রতিমা ভাঙার ঘটনায় ওই মন্দিরের সভাপতি সুভাস চন্দ্র মিস্ত্রি বাদী হয়ে মঙ্গলবার রাতে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি মামলায় উল্লেখ করেন অজ্ঞাত ব্যক্তিদের পরামর্শে হুমায়ুন কবির ভোর বেলা ওই মন্দিরের ভিতর প্রবেশ করে একটি প্রতিমা বের করে রাস্তার উপর ফেলে রাখে এবং এর বিভিন্ন অংশ ভেঙে ফেলে।

তবে স্থানীয়রা জানান, হুমায়ুন অনেকটাই মানসিক ভারসাম্যহীন।

এদিকে প্রতিমা ভাঙার বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে বলে জানান ওসি নূরুল ইসলাম বাদল। তবে আজ বুধবার (২২ জুলাই) আসামিকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

মঠবাড়িয়ায় ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় দধিভাঙ্গা এলাকা থেকে শাহজাহান নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজাহান মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা গ্রামের নাদের আলীর পুত্র।

মঠবাড়িয়া থানার এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে একাধিক পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে দধিভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান,শাহজাহান আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।তার বিরুদ্ধে একাধিক খুন,ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

উল্লেখ্য, চট্রগ্রামে খুনসহ ডাকাতি মামলার আসামী শাহজাহান ইতোপূর্বে বিস্ফোরক আইনে ৫ বছর সাজা ভোগ করে মাগুড়া জেল থেকে বের হয়।এর পূর্বে চট্রগ্রামে ৭ বছর সাজা ভোগ করে জেল থেকে বের হয়।তার নামে চট্রগ্রাম,যশোর,মাগুড়াসহ দেশের বিভিন্ন স্হানে ডজনখানেক ডাকাতি মামলা রয়েছে।