তজুমদ্দিনে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ভোলাসহ উপকূলীয় এলাকায় আঘাতে হানে। এতে উপকূলীয় এলাকায় ৫ লক্ষ মানুষ প্রাণ হারায়। সে সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ব্যাপক প্রাণহানিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয় তজুমদ্দিন উপজেলাকে। এ উপজেলার ১লক্ষ ৬৭ হাজার মানুষের মধ্যে ৭৭ হাজার মানুষ প্রাণ হারায়। তজুমদ্দিন উপজেলায় এমন কোন ঘর ছিলো না যে ঘরে কোন প্রাণ হানি হয়নি।

তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে “উপকূল দিবস” ঘোষনার দাবীতে তজুমদ্দিন প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি র‌্যালী প্রেসক্লাব চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে মানববন্ধন করেন। অনুষ্ঠানে সহযোগীতা করেন, সামাজিক সংগঠন প্রত্যাশা তজুমদ্দিন, পল্লীসেবা সংস্থা, মানবসেবা সংস্থা, মানবতারসেবা সংগঠন, সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ। মিডিয়া পার্টনার ছিলো, দ্বীপনিউজ টুয়েন্টিফোর ডটকম, প্রত্যাশা নিউজ টুয়েন্টিফোর ডটকম, ভোলার কন্ঠ, দ্বীপবন্ধু নিউজ ডটকম, ভোলার বানী ও ভোলা টাইমস।

মানববন্ধনে বক্তৃতা করেন, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সাবেক সভাপতি হেলাল উদ্দিন সুমন, গাজী আঃ জলিল, লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি ও ভোলার কণ্ঠের সম্পাদক রিপন শান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এম, নুরুন্নবী, মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, তরুন দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শরীফ আল-আমীন, যুগ্ম সম্পাদক এম এ হান্নান, কামালউদ্দিন, কোষাধ্যক্ষ জিহাদ আহাম্মেদ, প্রেসক্লাবের সদস্য এম, নয়ন, সেলিম রেজা, মানবতার সেবার সভাপতি নকিব হোসেন, প্রত্যাশার সদস্য সালাউদ্দিন ও রায়হান কাজী।

এদিকে ভোলার তজুমদ্দিনে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

মহিলা ভাইসচেয়ারম্যান ফাতেমা বেগম সাজুর সভাপতিত্বে সভায় করোনার বিভিন্ন সচেতনতামূলক দিক তুলে ধরে বক্তৃতা করেন, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও হাসপাতালের আরএমও ডা. হাসান শরীফ, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য ও ওসি এস এম জিয়াউল হক, সদস্য ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রাশেদ খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, কোস্টট্রাস্টের হিসাব রক্ষক মোঃ ইব্রাহীম, জলবায়ু ফোরাম তজুমদ্দিনের সহ-সভাপতি মোঃ শামীম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, কোস্টট্রাস্টের ভোলার প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ।

ভোলায় মাস্ক না পড়ায় ৭ জনকে ৫ দিনের কারাদণ্ড

মাস্ক না পড়ার অপরাধে ভোলায় ৭ জনকে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।মঙ্গলবার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও সড়ক থেকে তাদেরকে আটক করে ।

এ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবি-আবদুল্লাহ।

এসময় উপস্থিত জনগণকে সামাজিক দুরত্ব নিশ্চিত করে মুখে মাস্ক পড়ে চলাচল করতে বলেন নির্বাহী এই কর্মকর্তা।

ভোলায় চিরকুট লিখে ছাত্রের আত্মহত্যা

অন্তুর কোনো দোষ ছিলোনা। ভুল সব আমারই ছিলো। আমার আর ভালো লাগেনা এই পৃথিবী। এক বিন্দুও বাচঁতে ইচ্ছে করেনা এখানে। এই পৃথিবীতে সত্যিইকারের ভালোবাসার কোন মূল্য নেই। আমি চলে যাচ্ছি।

সত্যিইকারের ভালোবাসার কাছে হেরে গিয়ে এমন আবেগঘন চিরকুট লিখে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের নিতাই চন্দ্র রক্ষিত এর কলেজ পড়ুয়া ছাত্র সম্পদ চন্দ্র দে।

নিহত সম্পদ ভোলা সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। সোমবার বিকেলে সম্পদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সম্পদের বোন মৌসুমি জানান, প্রতিদিনের ন্যায় সম্পদ সোমবার বিকেলে খাওয়া-দাওয়া শেষ করে তাঁর নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। বিকেল ৫টার দিকে তাঁর শয়নকক্ষের রুমে খুব জোরে নড়াচড়ার শব্দ শুনা যায়।

পরে রুমের ভিতর গিয়ে ঘরের আড়ার সাথে সম্পকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁর পরিবারের লোকজন।

খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, নিহতের রুমে আমরা একটি চিরকুট পাই। প্রাথমিকভাবে ধারণা করা করছি, সম্পদের এই মৃত্যু প্রেম সংঘটিত কারণে হয়েছে।

তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় দৌলতখান থানায় সোমবার রাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোলাম মোস্তফা।

ভোলায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে একশত ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

রবিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত নারী ওই ওয়ার্ডের চান্দু মিয়ার স্ত্রী রহিমা (৪০) বেগম।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম জানান, রোববার আদালতের মাধ্যমে ওই নারীকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভোলার চরফ্যাশনে গাঁজাসহ নারী ব্যবসায়ী আটক

১০ গ্রাম গাঁজাসহ মঞ্জু (৪৫) রাণী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা পুলিশ।
শুক্রবার মধ্যরাতে তাকে দুলারহাট থানাধীন চর তোফাজ্জল ৪নং ওয়ার্ড থেকে আটক করা হয়।

আটককৃত নারী ওই এলাকার অনীল খলিফার স্ত্রী বলে জানায় দুলার হাট থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ হোসেন জানান, শনিবার সকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে ভোলা কারাগারে প্রেরণ করা হয়।

বোরহানউদ্দিনে আখের বাম্পার ফলন

ভোলার বোরহানউদ্দিনে এবার আখের বাম্পার ফলন হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকা, ভালো জাত নির্বাচন, রোগব্যাধি কম থাকা, সময় মতো কৃষি উপকরণ এবং পরামর্শ পাওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর ফলন বেশি হয়েছে এমন দাবি কৃষি অফিস ও কৃষকদের। তবে করোনা পরিস্থিতিতে বাজার নিন্মগামী হওয়ার শঙ্কায় কৃষক আখক্ষেত পাইকারি হিসেবে আগাম বিক্রি করা দাম খানিকটা কম পেয়েছেন। কৃষকদের দাবি, ভোলা-বরিশাল ব্রিজ হলে বাজার প্রতিযোগিতামূলক হবে, ক্রেতা বাড়বে। পাওয়া যাবে ফসলের নায্য মূল্য।

বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে আখের উৎপাদন বেশি হয়েছে। চলতি বছর এ উপজেলায় ১৩০ হেক্টর জমিতে পাঁচ হাজার ৪৬০ মেট্রিক টন বিভিন্ন জাতের আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অমৃত, রং বিলাশ, ঈশ্বরদি-২০৬ জাতের আখের গড়ে হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ৪০-৪৫ টন।

কৃষি অফিস আরও জানায়, অন্য যে কোনো ফসলের চেয়ে আখ উৎপাদনে ঝুঁকি নাই। এছাড়াও এর সঙ্গে সাথি ফসল উৎপাদন করে বাড়তি টাকা আয় করা যায়। যার কারণে আখের উৎপাদন খরচ কম হয়। এতে করে কৃষক অন্য ফসলের চেয়ে আখ চাষে বেশি লাভবান হন। এ কারণে কৃষক আখ চাষের দিকে ঝুঁকছেন।

আখ চাষী ইছহাক মিয়া জানান, চলতি বছর ৪৪ শতাংশ জমিতে রং বিলাশ ও ২০৮ প্রজাতির আখ চাষ করেন। এতে শতাংশ প্রতি খরচ হয় ১২৫০ টাকা। ওই জমির আখ তিনি ক্ষেতেই শতাংশ প্রতি তিন হাজার টাকায় বিক্রি করেন। ধানের চেয়ে আখে খরচ ও পরিশ্রম কম কিন্তু আয় বেশি। আখ কোােন চাষীকে ঠকায় না বলে দাবি এই কৃষকের।

আখ চাষী রেশদ আলী, আ. মালেক, খোরশেদ আলম, সহিদুল ইসলাম জানান, আখের রোগ বালাই কম। অন্য ফসলের মতো এতো যত্ন করতে হয় না।আখ বিক্রি করে অর্ধেক লাভবান হওয়া যায়।

উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ফাহিম ও মনির হোসেন, জানান, ‘আখের সঙ্গে আলু চাষ সুখে থাকি বার মাস’ শ্লোগানে উজ্জ্বীবিত হয়ে কৃষক আখ চাষে ঝুঁকছেন। তাছাড়া কৃষক আখ চাষের সঙ্গে সাথি ফসল যেমন- আলু, গাজর, বাধাকপি, ফুলকপি, ও শিম চাষ করে লাভবান হতে পারেন। এ জন্য কৃষকরা আখ চাষে আগ্রহী হয়ে উঠছ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওমর ফারুখ জানান, আখ চাষ খুব লাভজনক । লাল পচা রোগ ছাড়া তেমন জটিল রোগ নেই এ ফসলে। বর্তমানে আমরা এ উপজেলায় চিবিয়ে খাওয়ার উপেযোগী জাতের আখ চাষের জন্য চাষীদের উদ্বুদ্ধ করছি।

সূত্র : ইত্তেফাক

নৃত্যশিল্পী সোহাগ ৭ দিনের রিমান্ডে

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে মানবপাচার আইনের মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইভান শাহরিয়ার সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল সিআইডি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গত ১২ সেপ্টেম্বর ইভানকে কারাগারে পাঠান আদালত। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর হয়।

গত ১১ সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ রেজাউল হায়দার জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্স বারে কাজ দেওয়ার নামে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভানকে আটক করা হয়।

তিনি বলেন, দুবাইয়ে ড্যান্স বারের আড়ালে নারী পাচারের অভিযোগে সম্প্রতি আজম খানসহ নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কোরিওগ্রাফার ইভানের নাম বলেন। সেই তথ্যের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট তাকে আটক করে।

ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করতেন। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানের নাচে অংশগ্রহণ করত তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

মনপুরায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত

মনপুরায় উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপকূলের চারটি গ্রামের নিম্নাঞ্চলসহ আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে।

পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে হাজারও মানুষ। এদিকে জোয়ারের পানিতে মনপুরা উপকূলের বিচ্ছিন্ন বেড়িবাঁধহীন কলাতলীর চর ও চরনিজামের ফসলের ক্ষেতসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সব এলাকার মানুষ জোয়ারের পানিতে দিনে-রাতে পানিবন্দি থাকছে।

গতকাল রোববার দুপুর ১২টায় মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর আগে শনিবার বিকালে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, অমবস্যার প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান গ্রামের নিম্নাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

পাউবো ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ যুগান্তরকে জানান, উজানের নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে শনিবার বিকালে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়।

ভোলায় বন্যা ও পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে বন্যা ও পানিবন্দি ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ভোলা ১ আসনের সাংসদ তোফায়েল আহমেদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময়ে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তোফায়েল আহমেদ টেলি-কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থাকেন।

আজ সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের ২৮তম মৃত্যু বার্ষিকী।

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

আজ ১৭ই সেপ্টেম্বর  চরফ্যাশন ও মনপুরা বাসীর শোকের দিন। এই দিনে চরফ্যাশনবাসী হারিয়েছে তাদের প্রানের স্পন্দন, চরফ্যাশনের গোলাপ ফুল নামে খ্যাত সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া মোঃ নজরুল ইসলামকে।                    

তিনি ১৯৭৯ সালে বাকেরগঞ্জ-৩( চরফ্যাসন – লালমোহনের কিছু অংশ নিয়ে গঠিত) আসন এবং ১৯৯১ সালে দ্বিতীয়বারের মতো ভোলা-৪ (চরফ্যাসন – মনপুরা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

এই মনীষী ১৯৯২ সালের ১৭ ই সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

আজ এই মনীষীর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  প্রথম প্রহরে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এবং  তার পরিবার, অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও বিভিন্ন অঙ্গ সংগঠন,  চরফ্যাসন সরকারি কলেজ, নীলিমা জ্যাকব কলেজ, বেগম রহিমা ইসলাম কলেজ, চরফ্যাসন প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, শোকর‌্যালি, কোরআন তেলোয়াত, দোয়া-মোনাজাত, মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি করেছে।

ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক উপমন্ত্রী, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব নজরুল ইসলাম স্যারের জ্যেষ্ঠপুত্র।

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বাবার আদর্শ ধারন করে চরফ্যাশন ও মনপুরা বাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।