আমতলীতে পরিছন্ন অভিযান

আমতলী প্রতিনিধি।
বিডি ক্লীন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিস্কার পরিছন্নতা অভিযান চালানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বৃহস্পতিবার সকালে এ অভিযানের উদ্বোধন করেন।
জানাগেছে, উপজেলার ৩৫ জন তরুন তরুনী মিলে গত জুন মাসে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলে। ওই সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিস্কার পরিছন্নতা অভিযান চালায়। অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, বিডি ক্লীন স্বেচ্ছাসেবক এইচ এম কাওসার মাদবর, মোঃ সাজিদ, ইমরান হোসাইন, সুমী আক্তার ও সুমাইয়া আক্তার প্রমুখ।

পাওনা টাকা চাইতে গিয়ে আমতলীতে সংঘর্ষে নারীসহ আহত ৮

আমতলী প্রতিনিধি।
পাওনা টাকা চাইতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, উপজেলার পুর্ব চিলা গ্রামের রফিক মৃধার ছেলে শান্ত মৃধা চাচাতো ভাই তুহিন মৃধার কাছ থেকে গত তিন মাস পূর্বে দুই হাজার এক’শ টাকা ধার নেয়। ওই টাকা তিন মাসেও পরিশোধ করেনি শান্ত। উল্টো তিনি টাকা নেয়ার কথা অস্বীকার করে। এ নিয়ে স্থানীয়ভাবে গত একমাস পূর্বে শালিস বৈঠক হয় এমন দাবী তুহিন মৃধার। তুহিন মৃধা বুধবার রাতে পাওনা টাকা শান্ত মৃধার কাছে চাইতে যায়। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে তুহিন মৃধা ও শান্ত মৃধার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়। গুরুতর আহত সাকিল মৃধা, রফিক মৃধা, শান্ত মৃধা, দুলালী ও মাহিনুরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক সংঙ্কটজনক অবস্থায় সাকিল মৃধাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। অপর আহত ছালাম মৃধা, তুহিন মৃধা ও আলফান মৃধাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তুহিন মৃধা বলেন, গত তিন মাস পুর্বে শান্ত মৃধা আমার কাছ থেকে দুই হাজার এক’শ টাকা ধার নেয়। ওই টাকা দিতে তিনি অস্বীকার করেন। এ টাকা চাইতে গেলে আমার পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
শান্ত মৃধার বড় ভাই মামুন মৃধা বলেন, তুহিন মৃধা ও তার লোকজন আমার পরিবারের দুই নারীসহ চারজনকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মোশের্^দ আলম বলেন, গুরুতর আহত সাকিল মৃধাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের ভর্তি করে যথাযথ চিকিৎসা দেয়া হয়।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীর কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী নাঈম চাঁদাবাজীর কালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

আমতলী প্রতিনিধি:
কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী নাঈম ইসলামকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব-৮ সদস্যরা। সোমবার রাতে আমতলী উপজেলা পরিষদের সামনে একটি সড়ক থেকে চাঁদাবাজীর সময় গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গল পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সন্ত্রাসী নাঈমের গ্রেফতারের খবরে আমতলী ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মনিরুল ইসলাম টুকুর ছেলে মোঃ নাঈম ইসলাম দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। তিনি আমতলীতে কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। মাদক, চোরা কারবারী, সন্ত্রাসী ও চাঁদাবাজীসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নাঈম। তার কর্মকান্ডে এলাকার মানুষ জড়িত। তার বিরুদ্ধে চাদাবাজী, মাদক, ছিনতাই ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসী কর্মকান্ডের কারনে নাঈম একাধিকবার হাজতবাস করেছে। কিন্তু তিনি নিবৃত হয়নি। গত ২১ আগষ্ট গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের মুন্সি ব্রিকস’ এর মালিক মোঃ বদিউল আলম বাদল মুন্সির কাছে ৫ লক্ষ টাকা দাবী করেন এমন অভিযোগ ব্রিকস মালিকের। কিন্তু ব্রিকস মালিক তার দাবীকৃত টাকা দিতে অস্বীকার করেন। এক পর্যায় কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী নাঈম তাকে জীবন নাশ এবং স্ত্রী কন্যা তুলে নেয়ার হুমকি দেয়। জীবন ও পরিবার রক্ষায় তিনি সন্ত্রাসী নাঈমকে ২০ হাজার টাকা দেয়। কিন্তু তাতেও নাঈম তুষ্ট হয়নি। নিরুপায় হয়ে বাদল মুন্সি পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পে অভিযোগ দেন। সোমবার রাত পৌনে নয়টার দিকে সন্ত্রাসী নাঈম বাদল মুন্সিকে তুলে আনতে তার আমতলী উপজেলা পরিষদের সামনের বাসায় যান। ওই সময় বাদল মুন্সি সন্ত্রাসী নাঈমকে পুনরায় ২০ হাজার টাকা দেন। তারপরও নাঈম তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে আঘাত করে। কিন্তু স্থানীয় লোকজনের হস্তক্ষেপে অল্পের জন্য রক্ষা পায় বাদল। নিরুপায় হয়ে বাদল মুন্সি র‌্যাব-৮ সদস্যদের খবর দেয়। তাৎক্ষনিক র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে একটি দেশীয় অন্ত্র (ধারালো ছুরি) এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে। চাঁদা দাবীর ঘটনায় ওইদিন রাতে ব্রিকস মালিক মোঃ বদিউল আলম বাদল মুন্সি বাদী হয়ে নাঈম ইসলাম এবং তার সহযোগী সোলায়মান মিয়াকে আসামী করে আমতলী থানায় মামলা করেন। র‌্যাব সদস্যরা ওই রাতেই তাকে আমতলী থানায় হস্তান্তর করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নাঈমের বিরুদ্ধে আমতলী পৌর শহরের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে মাসোয়ারা নেয়ার অভিযোগ রয়েছে। তাকে চাঁদা না দিলে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেয়ারও অভিযোগ করেন ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, কিশোর গ্যাং লিডার নাঈম মানেই ভয়ঙ্কর। তাকে চাঁদা না দিয়ে ব্যবসা করা যায় না। তার বিরুদ্ধে আমতলী থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন রাত হলেই নাঈম ফায়ার সার্ভিস এলাকা, তালুকদার বাজার সড়ক ও পৌর শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে। নাঈম কথিত ছাত্রলীগের নাম ব্যবহার করে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তার কর্মকান্ডে আমতলীবাসী অতিষ্ঠ। সন্ত্রাসী নাঈমের গ্রেফতারের খবরে আমতলী ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

মামলার বাদী বদিউল আলম বাদল মুন্সি বলেন, কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী নাঈম বেশ কয়েকদিন ধরে আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। কিন্তু আমি তার দাবীকৃত টাকা দিতে অস্বীকার করি। এরপর থেকে নাঈম আমাকে জীবন নাশ এবং স্ত্রী কন্যাকে তুলে নেয়ার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে তাকে ২০ হাজার টাকা দেই। কিন্তু তাতেও নাঈম সন্তুষ্ট হয়নি। এক পর্যায় আমি র‌্যাবের কাছে অভিযোগ দেই। তিনি আরো বলেন, সোমবার রাতে নাঈম চাঁদা নিতে আমার বাসায় যায়। আমি তাকে আবারো ২০ হাজার টাকা দেই। এরপরও আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজনের সহায়তায় অল্পের জন্য রক্ষা পাই।
আমতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ বলেন, নাঈম ছাত্রলীগের কেউ না। সে একজন চিহিৃত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার।
পটুয়াখালী র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহীদুল ইসলাম (এস) বলেন, চাঁদাবাজীর অভিযোগের ভিত্তিতে দেশীয় অস্ত্র (ধারালো ছুরি) ও নগদ ২০ হাজার টাকাসহ সন্ত্রাসী নাঈমকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার বলেন, নাঈমকে পটুয়াখালী র‌্যাব সদস্যরা আটক করেছে। তার বিরুদ্ধে আমতলী থানায় চাঁদা ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন, নাঈমকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

তালতলীতে ৩টি হরিণের চামড়া উদ্ধার

আমতলী প্রতিনিধি।
বরগুনার তালতলী জয়ালভাঙ্গা নামক স্থান থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি কোষ্টগার্ড সদস্যরা। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে।
জানাগেছে, পাথরঘাটা থেকে এফবি পাথরঘাটা নামের একটি ছোট লঞ্চ যাত্রী নিয়ে তালতলী উপজেলার জয়ালভাঙ্গার উদ্দেশে সোমবার সকালে ছেড়ে আসে। দুপুর সাড়ে ১২ টার দিকে ওই লঞ্চটি জয়ালভাঙ্গা স্টেশনে পৌঁছে। গোপন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার সাজু পিও এর নেতৃত্বে তালতলীর ছকিনা ও পাথরঘাটা কোষ্ট গার্ডের দুটি টিম জয়ালভাঙ্গায় অবস্থানরত লঞ্চে অভিযান চালায়। ওই লঞ্চে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা তিনটি হরিণের চামড়া উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি গোস্টগার্ড সদস্যরা। উদ্ধারকৃত চামড়া ৩টি কোষ্টগার্ড সদস্যরা তালতলী বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
তালতলী বনবিভাগের রেঞ্জ অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, কোষ্ট গার্সের সদস্যরা ৩টি হরিণের চামড়া উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।
পাথরঘাটা কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাহীন শাহারিয়ার বলেন, অবৈধভাবে শিকারীরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংশ বিক্রির শেষে চামড়া ৩টি বিক্রির জন্য লঞ্চ যোগে তালতলীতে নিয়ে যাচ্ছিল। এ সময় কোষ্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে চামড়া উদ্ধার করেছে। তিনি আরো বলেন, উদ্ধার হওয়া চামড়া তালতলী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলীতে আউশ ধানের বাম্পার ফলন, বাজারে ধানের দাম ভালো থাকায় লাভের মুখে কৃষকরা

আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলীতে এ বছর আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও বাজারে ধানের দাম ভালো। এতে লাভবান হবে কৃষকরা। কৃষকরা জানান, বাজারে ধানের দাম ভালো থাকায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ বছর আমতলীতে আউশ চাষের লক্ষমাত্রা ধরা হয়ছিল ১০ হাজার ১’শ হেক্টর। ওই লক্ষমাত্রা অর্জিত হয়েছে। গত বছরের তুলনায় এ বছর আমতলীতে ধাউশ ধানের আবাদ বেশী। আউশ ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ মাস থেকে শুরু করে জৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত। বীজতলা থেকে শুরু করে পাঁচ মাসের মধ্যে উচ্চ ফলনশীল আউশ ধানের ফলন আসে। উচ্চ ফলনশীল জাতের বিরি-৪৮, চায়না ও গোড়াইল্লা ইরি ধান চাষ করছেন কৃষকরা। গত আষাঢ়ের শুরুতে বিরামহীন বর্ষণে আউশ ধানের ক্ষতির সম্বাবনা থাকলেও তেমন ক্ষতি হয়নি বলে জানান তারা। বর্তমানে কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা । এদিকে বাজারে ধানের দাম ভালো। শুরুতেই বাজারে প্রতিমণ ধান ৭২০ টাকা থেকে ৮৫০ টাকা বিক্রি হচ্ছে। করোনা ভাইরাসের কারনে বাজারে ধানের দাম নিয়ে কৃষকরা কিছুটা চিন্তিত থাকলেও লকডাউন উঠে যাওয়ায় সেই দুচিন্তা কেটে গেছে বলে জানান কৃষকরা। কৃষকরা আরো বলেন, এক একর জমিতে উৎপাদন খরচ ৩০ হাজার টাকা। ওই জমিতে ধান উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৫০-৬০ মণ। বাজারে প্রতিমণ ধান ৮০০-৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে ওই জমিতে আয় হবে ৪০-৪৮ হাজার টাকা। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা এ বছর ভালো লাভবান হবে।
সোমবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, উপজেলার কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর, গুলিশাখালী ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আউশ ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, তিন একর জমিতে আউশ ধানের চাষ করেছি। ফলন ভালো হয়েছে। বাজারে প্রতিমণ ধান ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরো বলেন, দু’এক দিনের মধ্যে ধান কাটা শুরু করবো।
কুকুয়া গ্রামের কৃষক জালাল উদ্দিন বলেন, এক একর জমিতে আউশ ধান চাষ করেছি। ফলন বেশ ভালোই হয়েছে। বাজারে দামও ভালো। আশা করি বেশ লাভবান হবো।
ঘোপখালী গ্রামের আফজাল শরীফ বলেন, এ বছর আউশ ধানের বাম্পার ফলন হয়েছে এবং বাজারে ধানের দামও ভালো।
ব্যবসায়ী আব্দুল হালিম ও মোঃ ফয়সাল মৃধা বলেন, তিন জাতের ধান বাজারে বিক্রি হচ্ছে। চায়না ধান প্রতিমণ ৭২০ টাকা, বিরি-৪৮ ধান ৮০০ টাকা এবং গোডাইল্লা ইরি ৮৫০ টাকার বিক্রি হচ্ছে। তারা আরো বলেন, তুলনামুলক বাজারে ধানের দাম ভালো।
আমতলী উপজেলা আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, বাজারে বিআর-৪৮, চায়না ও গোডাইল্লা ইরি ধান বিক্রি হচ্ছে। শুরুতেই বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হবে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, এ বছর আউশ ধান চাষের লক্ষমাত্রা অর্জিত হয়েছে। আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। আশাকরি কৃষকরা আগামীতে আউশ ধান চাষে আরও উৎসাহিত হবে। তিনি আরো বলেন, বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হবে।

আমতলীর আড়পাঙ্গাশিয়া খালের লোহার সেতুটি এখন মরণ ফাঁদ!

আমতলী প্রতিনিধি।
আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া খালের উপর সাতধারা নামক স্থানের লোহার সেতুটি সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিনত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত মানুষ সেতুটি পারপার হচ্ছে। দ্রুত সেতুুটি সংস্কারের দাবী জানিয়েছন এলাকাবাসী।
জানা গেছে, ২০০৩ সালে আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সীমান্তবর্তী আড়পাঙ্গাশিয়া খালের উপর সাতধারা নামক স্থানে লোহার সেতু নির্মাণ করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ওই সেতুর ব্যয় ধরা হয় ৪৬ লক্ষ টাকা। গত ১৮ বছরে সেতুটি সংস্কারের অভাবে মানুষ চলাচলে মরণ ফাঁদে পরিনত হয়েছে।

ওই সেতু দিয়ে আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী সাতধারা,ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা, পুর্ব আড়পাঙ্গাশিয়া ও হুমা গ্রামের অন্তত ১০ হাজার মানুষ এবং দক্ষিণ আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। সেতুটির সিমেন্টের স্লাবগুলো ধসে খালে পরে যাওয়ায় অনেক যায়গা ফাঁকা হয়ে গেছে। স্লাবের সিমেন্টের ঢালাই ধসে পরায় রড বেড়িয়ে পরেছে। এ অবস্থায় ফাঁকা স্থানে আড়াআড়ি ভাবে স্লাব দিয়ে মানুষ জীবনের ঝুঁকিনিয়ে লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে। সেতুর দু’পাশের লোহার রেলিংএ মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। নড়বরে সেতুতে মানুষ উঠলে দোলে। এ অবস্থায় সেতু ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটনা পারে বলে জানান স্থানীয়রা।

সোমবার সরেজমিন গিয়ে দেখাগেছে, সেতুটির বিম নড়বরে। স্লাব খুলে খালে পড়ে আছে। স্লাব না থাকায় সেতুর অনেক স্থান ফাঁকা। আড়াআড়ি ভাবে স্লাব দিয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
সাতধারা গ্রামের মিনারা বেগম বলেন, সেতুটি দিয়্যা পার অইতে ডর হরে।
সাতধারা গ্রামের জাকির হোসেন বলেন, সেতুটির অবস্থা খুব খারাপ । স্লাব ধসে পরে অনেক জায়গায় ফাঁকা হয়ে গেছে। লাফিয়ে লাফিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয়।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাঃ সোহেলী পারভীন মালা বলেন, নড়বসে সেতু দিয়ে মানুষের চলাচলে খুবই কষ্ট হয়। ওই স্থানে দ্রুত নতুন সেতু নির্মাণ করা জরুরী।

আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, দক্ষিণ আমতলী ও সাতধারা নামক স্থানের আড়পাঙ্গাশিয়া খালের ওপর দুই ইউনিয়নের সংযোগ সেতুটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
আমতলী উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, আড়পাঙ্গাশিয়া খালের সাতধারা নামক স্থানে গার্ডার সেতু নির্মাণের প্রকল্প দেয়া হয়েছে। প্রকল্প পাশ হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আমতলী প্রতিনিধি:
আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকির বাড়ী স্ট্যান্ডে সফুরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা অটোগাড়ীর চাপায় পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার ফকিরবাড়ী স্ট্যান্ডের বৃদ্ধা সফুরা বেগম একটি ছাগল চড়াতে আমতলী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে যান। ওই পাশ থেকে বাড়ীতে ফেরার পথে একটি অটোগাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্বজনদের দাবীর প্রেক্ষিতে নিহত সফুরা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই অটোচালক বেল্লাল পালিয়ে গেছে। পুলিশ অটোগাড়ী জব্দ করেছে।
নিহত সফুরা বেগমের ছেলে সিদ্দিক ফকির বলেন, মা ছাগল চড়াতে সড়কের বিপরীত পাশে যান। ওই পাশ থেকে ফেরার পথে অটোগাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা নিহত হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত সফুরা বেগমের মরহেদ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘুষ দুর্নীতির অভিযোগে আমতলী এলজিইডি অফিসের হিসাব রক্ষক সাময়ীক বরখাস্ত

আমতলী প্রতিনিধি:
ঘুষ দুর্নীতির অভিযোগে আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসের হিসাব রক্ষক মোঃ হুমায়ূন কবির ফরাজীকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে। ঘুষের টাকা নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাস হয়। এতে নরেচরে বসে প্রধান প্রকৌশলী। রবিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খাঁন তাকে সাময়ীক বরখাস্ত করেছেন।
জানাগেছে, মোঃ হুমায়ুন কবির ফরাজী ২০১০ সালে আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসের হিসাব রক্ষক পদে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি অফিস ঘুষ ও দুর্নীতির আখরায় পরিনত করেছেন। তাকে টাকা না দিলে ওই দপ্তরের কোন ফাইল চলে না। ফাইল থাকে লাল ফিতায় বন্দি এমন অফিযোগ ঠিকাদারদের। উচ্চ পদস্থ কর্মকর্তার দোহাই দিয়ে তিনি হাতিয়ে নিতেন কাজের বরাদ্দকৃত টাকার ১০%। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে দীর্ঘদিন ধরে চরম ক্ষোভ বিরাজ করছে। তার এমন ঘুষ কেলেংকারী নিয়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে অফিযোগ দিয়েও কোন কাজে আসেনি। উল্টো বহাল তবিয়াতে চালিয়ে যান তার এমন কর্মকান্ড। ঠিকাদাররা অভিযোগ করেন বরাদ্দকৃত টাকার ১০% টাকা আদায় করে হিসাব রক্ষক হুমায়ুন কবির প্রকৌশলী, ইউএনওসহ বিভিন্ন দপ্তরে ভাগ বাটোয়ারা করে দিতেন। শনিবার উপজেলা প্রকৌশল অফিসের হিসার রক্ষক মোঃ হুমায়ূন কবিরের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খানের নজরে আসে। ওইদিনই উপজেলা হিসাব রক্ষক মোঃ হুমায়ূন কবির ফরাজীকে সাময়ীক বরখাস্ত করে ১০ কার্য দিবসের মধ্যে সরকারী কর্মচারী কার্যবিধি ২০১৮ এর ৪(৩) ( ঘ) বিধি অনুসারে কেন তাকে বরখাস্ত করা হবে না তার কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন প্রধান প্রকৌশলী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অফিসের চুনো পুটির শাস্তি হলো কিন্তু রাঘব বোয়ালতো ঠিকই বহাল তবিয়াতে রয়েছেন। তারা আরো বলেন, যারা কাজের ভাগ নেন তাদেরও বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া প্রয়োজন।
খোজ নিয়ে জানাগেছে, হিসাব রক্ষক মোঃ হুমায়ুন কবির ফরাজী রবিবার আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসে আসেন নি। তার কক্ষ তালা বন্ধ রয়েছে।
বরখাস্তকৃত হিসাব রক্ষক মোঃ হুমায়ুন কবির ফরাজীর মুঠোফোনে (০১৭১১৯৩৯৯৮১) যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধান প্রকৌশলীর একটি পত্র পেয়েছি। ওই পত্রালোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নষ্ট হচ্ছে আমতলী উপজেলা পরিষদের ২০ টি গাছ, উদ্যোগ নেই অপসারনে

আমতলী প্রতিনিধি:
আমতলী উপজেলা পরিষদের অভ্যান্তরে বিভিন্ন প্রজাতির ২০ টি বৃহৎ গাছ নষ্ট যাচ্ছে। উপজেলা প্রশাসন গাছগুলো অপসরনে কোন উদ্যোগ নিচ্ছে না। এতে বিপাকে পড়েছে উপজেলা পরিষদে আসা লোকজন। দ্রুত গাছগুলো অপসরনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে,গত জুলাই মাসের শেষ দিকে ছয় দিনের বিরামহীন বর্ষণে গাছের মুল আগলা হয়ে আমতলী উপজেলা পরিষদের অভ্যান্তরে ২০ টি বৃহৎ গাছ উপড়ে পড়ে। ওই গাছগুলো ঝিনুক কোয়ার্টার, কৃষি অফিস, বিআরডিবি অফিসসহ বিভিন্ন সড়ক, পুকুর ও ঢোবায় পড়ে আছে। এতে লোকজনের চলাচলে সমস্যা হচ্ছে। গত এক মাসেও ওই গাছগুলো তুলে নেয়া হচ্ছে না। ওই গাছগুলো পরিষদের মধ্যে সড়ক, পুকুর ও ঢোবায় নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসন গাছ গুলো সরানোর উদ্যোগ নিচ্ছে না। এতে বিপাকে পড়েছে উপজেলা পরিষদে আসা ভুক্তভোগীরা। দ্রুত গাছগুলো অপসরনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। অপর দিকে পরিষদের অভ্যান্তরের পুকুরে গাছ পড়ে থাকায় পানি নষ্ট হয়ে যাচ্ছে। ওইপুকুরের পানি ব্যবহার অযোগ্য হয়ে পরেছে।
আমতলী উপজেলা কৃষি অফিসে আসা মোঃ জুয়েল মৃধা বলেন, কৃষি অফিস সড়কে দুইটি গাছ পড়ে আছে। ওই গাছগুলো সড়কে পড়ে থানায় অফিসে যেতে খুব সমস্যা হচ্ছে। দ্রুত গাছগুলো সরানোর দাবী জানাই।
ঝিনুর কোয়াটারের বাসিন্দা মোঃ শাহ জাহান মিয়া বলেন, গাছগুলো সড়ক ও ঢোবায় পড়ে নষ্ট হচ্ছে। গাছের কারনে চলাচল করতে সমস্যা হচ্ছে। দ্রুত গাছগুলো সরানো প্রয়োজন।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, সড়কে গাছ পড়ে থাকায় অফিসে কৃষকদের আসতে সমস্যা হচ্ছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কায়সার হোসেন বলেন, নিয়ম অনুসারে দ্রুত গাছগুলো অপসারনের ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান বলেন, পরিষদে মিটিং ডেকে কমিটি করে দ্রুত সময়ের মধ্যে গাছগুলো নিলামে তোলা হবে।

আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মতবিনিময় সভা

আমতলী প্রতিনিধি।
“বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এ প্রতিপাদ্য নিয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে আমতলী উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মাইকিং, ব্যানার ফেষ্টুন, প্রচারনা, প্রামান্যচিত্র প্রদর্শণ, মাছের পোনা অবমুক্তকরন, প্রান্তিক জেলেদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষে পরামর্শ, পুকুরের পানি পরীক্ষা, মাছ চাষিদের আর্থিক অনুদান ও উপকরন বিতরন কর্মসুচী ঘোষনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন মোল্লা, বাসস সাংবাদিক একেএম খাইরুল বাশার বুলবুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জগদীস চন্দ্র বসু, সাংবাদিক মোঃ মসসিন মাতুব্বর ও আব্দুর রহমান সালেহ প্রমুখ।