বিএনপি আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে, তাতে মনে হয় তাদের আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‘দেশ ছেড়ে পালানোর রাজনীতি তো বিএনপির, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের জন্ম এদেশে, প্রয়োজনে মরব, জেলে যাব, তবুও দেশ ছেড়ে পালাব না। মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে তো গেছে বিএনপির নেতা,  আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই।’

বর্তমান সরকার দেশেকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে অঙ্গীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেন না, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি। যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে, তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।’

আজ ৫০তম সংবিধান দিবস। এ দিবসটি জাতীয়ভাবে মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে এবং এখন থেকে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

বৈশ্বিক সংকটের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এখন আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে, আর এখন সবার এই বিপ্লবটাই করতে হবে।’

দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. হোসেন মুনসুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য সচিব  ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।

দুই দিন আগেই হাজির বিএনপির নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট :

বরিশালে বিএনপির গণসমাবেশের দুই দিন আগেই সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী। মাঠেই অবস্থান করছে তারা। মাঠেই আদায় করছে নামাজ।

আজ বৃহস্পতিবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে মাগরিবের নামাজ আদায় করে শত শত নেতাকর্মী।

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশ। সমাবেশের দুই দিন আগেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মী ও সমর্থকরা।

সমাবেশস্থলে থাকা মো. শহিদুল ইসলাম নামে বিএনপির এক কর্মী বলেন, ‘ইতোমধ্যে বরিশালের সঙ্গে অন্যান্য স্থানের যোগাযোগ বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। সরকারদলীয় লোকেরা সমাবেশ বানচাল করার চেষ্টা করছে। লঞ্চ, বাস, অটো, ট্রাকসহ সব যানবাহন বন্ধ করে দিয়েছে। তাই আমরা দুই দিন আগে থেকেই সমাবেশে যোগ দিয়েছি। এই জায়গায় নামাজ আদায় করতে পেরে এখন একটু শান্তি লাগছে।’

ক্যাপশন বরিশালে বিএনপির সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী, মাঠেই আদায় করছে নামাজ। ছবি : এনটিভি

এদিকে দুদিন আগেই সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা মাঠের চারপাশে গাছতলা, তাঁবুর নিচে আশ্রয় নিয়েছে। এর মধ্যে যে যার সামর্থ্য অনুযায়ী খাবার কিনে খাচ্ছে। তবে এই দুদিন মাঠের মধ্যেই খোলা আকাশের নিচে রাত কাটাবে বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

বাধা-বিপত্তি করে ৫ নভেম্বর বরিশাল হবে জনগনের শহর

শামীম আহমেদ ॥

৫ নভেম্বর বরিশালের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ব্যপকভাবে প্রচার- প্রচারণা চালাচ্ছে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃকর্মীরা। সমাবেশকে ঘিরে এরইমধ্যে নেতৃবৃন্দের মাঝে বেশ চাঙ্গা ভাবও বিরাজ করছে।

এরইমধ্যে নগরের সদররোডস্থ বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় ঘিরে ব্যানার-ফ্যাস্টুন ছেয়ে গেছে। সেইসাথে সমাবেশ স্থল বঙ্গবন্ধু উদ্যানের আশপাশের সড়কগুলোতেও প্লাকার্ড ও ব্যানার ঝুলতে শুরু করেছে ছাত্র ও যুব নেতাদের।

যদিও সমাবেশ সফল করতে প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বরিশাল নগর, বানারীপাড়া, বাকেরগঞ্জ ও উজিরপুর উপজেলায় হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। তবে তারপরও ৫ নভেম্বর মহাসমাবেশকে সফল করতে এবং জনগনকে সমৃক্ত করতে প্রচার অভিযান থেমে নেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের। প্রতিদিনই বিভিন্ন এলাকা ধরে লিফলেট বিতরণ করে যাচ্ছে ন তারা। এছাড়া খন্ডে খন্ডে বিভিন্ন ধরনের সভাও করছেন তারা। সবশেষ আজ বুধবার (০২ নভেম্বর) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আবার বঙ্গবন্ধু উদ্যানে মঞ্চ তৈরিসহ মাঠ গোছানোর কাজও এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

তবে পরিবহণ ধর্মঘটের কারনে বিভাগের অন্য জেলা থেকে নেতা-কর্মীদের আগমন নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। যদিও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন, প্রয়োজনে পায়ে হেটে নেতাকর্মীরা সমাবেশে আসতে প্রস্তুত রয়েছেন।

মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, রংপুর, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রামের অভিজ্ঞতায় আমারা দেখেছি, এই মহাসমাবেশগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সরকারি দল এবং প্রশাসন যৌথভাবে নানান ধরণের অপতৎপরতায় লিপ্ত ছিলো এবং থাকে। তবে সেইসকল অপতৎপরতা মোকাবেলা করেই এক একটি বিভাগীয় মহাসমাবেশ জনসমুদ্রে রুপান্তরিত হয়েছে। বরিশালের এই সমাবেশ প্রস্তুতি করতে গিয়ে ইতিমধ্যেই আমরা বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যার মধ্যে অন্যতম হচ্ছে, পরিবহন মালিক সমিতির নাম ব্যবহার করে কোন না কোন কৌশল করে ৪ ও ৫ নভেম্বর একটা ধর্মঘটের ঘোষনা দেয়া হয়েছে। যা নিয়ে আকার ইঙ্গিতে সরকারি দলের সাধারণ সম্পাদক আকার ইঙ্গিতে বলেছেন,যাতে আমরা বুঝতে পেরেছে মহাসমাবেশের জনসমাগম ঠেকানোর জন্য এ কৌশল ব্যবহার করা হচ্ছে।এছাড়া এরইমধ্যে বরিশাল, উজিরপুর, বানারীপাড়া, বাকেরগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমন করা হয়েছে। গৌরনদী-আগৈলঝাড়ার অবস্থাও অত্যন্ত ভয়াবহ।

বরিশালের বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হাসান বলেন,অন্য জায়গার মতো বরিশালেও সকল বাধা-বিপত্তি করে বেলস পার্কে সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হবে। আজ দেশের অর্থনীতি বিপর্যস্ত, নেই আইনের শাসন, নেই মানবাধিকার। জনগণ ভোট দিতে পারেনা, ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে।গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আজ এজন্যই এ সমাবেশের নাম দেয়া হয়েছে গণসমাবেশ। এটা বিএনপির জনসভা না, এটা বিএনপি এবং সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে গণসমাবেশ, যা মহাসমুদ্রে রুপান্তরিত হবে। যেখানে অংশ নিতে মানুষ বিভাগের বিভিন্ন জায়গা থেকে বরিশাল শহরে অবস্থান নেয়া শুরু করেছে। সবার সহযোগীতায় মহাসমাবেশ সফল হবে এবং ৫ নভেম্বর বরিশাল হবে জনগনের শহর।

এর পূর্বে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাড জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বার্হী কমিটির সদস্য ও গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রচার-প্রচারনা আহবায়ক এবায়েদুল হক চাঁন,কিন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড,বিলকিস জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু,এ্যাড আবুল কালাম শাহিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

বিএনপি এদেশের নালিশ পার্টি : কাদের

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে এদেশের নালিশ পার্টি। এই নালিশ পার্টি হচ্ছে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক।

আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসবে। বিএনপি নেতাদের এমন অবাস্তব বক্তব্য রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়।

১৪ দলীয় জোটের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতীক শেখ হাসিনা পরাজিত হতে পারে না।

স্বাধীনতার সকল শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, মুক্তিযুদ্ধ আজ হুমকির মুখে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বিএনপিকে জাতীয়তাবাদী চামচা দল আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন মুখে মির্জা ফখরুল খালেদা জিয়ার মুক্তি চায়? তাঁর মুক্তির জন্য গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে দেখিনি।

বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। বিএনপি ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন যতদিন পালন করবে, ততদিন বিএনপি জনগণ থেকে পিছিয়ে পড়বে।

জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ জাসদের অন্যান্য নেতৃবৃন্দ।

জিয়ার নির্যাতনের শিকার আ. লীগের প্রতিটি নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী জিয়াউর রহমানের অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩০ অক্টোবর) বিকেলে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনে এবং সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথসহ সাবেক একাধিক সংসদ সদস্য ও বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাবের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের অত্যাচার-নির্যাতনের শিকার আমাদের আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী। জাপার সাবেক চেয়ারম্যান জেনারেল এরশাদ, সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, আনোয়ার হোসেন মঞ্জুসহ জাপা নেতাদের কারাগারে ন্যূনতম ডিভিশন না দিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখার মতো বেগম জিয়ার অত্যাচার-নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, সাজেদা চৌধুরী বা মতিয়া চৌধুরীকে গ্রেফতার করে জিয়াউর রহমান যেমন ডিভিশন না দিয়ে ফেলে রেখেছিল, খালেদা জিয়াও জাপা নেতাদের সঙ্গে একই কাজ করেছিল। অন্যদিকে তার সরকার মানবিক কারণে এবং তার নির্বাহী ক্ষমতাবলে সাজা স্থগিত রেখে বেগম খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা করার সুযোগ করে দিয়েছে। অর্থাৎ একটি মানবিক দৃষ্টিকোণ থেকেই এটা করা হয়েছে, যেহেতু তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ।

শেখ হাসিনা বলেন, অন্যদিকে বিএনপি সরকার সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিনকে একটি ঘড়ি চুরির মামলায় কোনো ডিভিশন না দিয়ে দুটি কম্বল দিয়ে সাধারণ কয়েদীদের সঙ্গে ফেলে রেখেছিল। এইভাবে মানুষকে তারা অত্যাচার করেছে।

এ সময় প্রধানমন্ত্রী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেন, তিনি (সৈয়দা সাজেদা চৌধুরী) চলে যাওয়াতে শুধু আওয়ামী লীগ নয়, আমাদের দেশের ক্ষতি, জাতির ক্ষতি এমনকি আমারও (ক্ষতি) হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি শুধু সংসদ উপনেতাই নন, তিনি একজন মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ছিলেন তাকে হারিয়ে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ একজন সত্যিকার নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারাল। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।

রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য ব্রিটেনের রানী প্রয়াত দ্বিতীয় এলিজাবেথের আলাদা আন্তরিকতা ছিল। কমনওয়েলথ সম্মেলনে গিয়ে তার সঙ্গে কথা হতো।

তিনি বলেন, উনি বলতেন আমাদের কমনওয়েলথ দেশগুলোতে নারী নেতৃত্ব খুব কম ছিল। এটা ওনার একটা আফসোস ছিল। পরিবেশ নিয়েও সচেতন ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী এ সময় সদ্য প্রয়াত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের সম্পর্কেও স্মৃতিচারণ করেন।

চলতি সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে সংসদে শোকপ্রস্তাবের ওপর আলোচনা করে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়। স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী পরে অধিবেশন মূলতবি করেন।
প্রধানমন্ত্রী ছাড়াও আলোচনায় অংশ নেন সরকারি দলের আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, আসম ফিরোজ, শ ম রেজাউল করিম, ওয়াসিকা আয়শা খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, জাপার কাজী ফিরোজ রশীদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

 

বরিশালের ৫ই নভেম্বরের গণ সমাবেশ সরকার পতনের সমাবেশ-  এ্যাড. জয়নুল আবেদীন

শামীম আহমেদ ॥

কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. জয়নুল আবেদীন বলেছেন, এই বিনাভোটের সরকারের অধিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশ্র গহন করবে না।

পরবর্তীতে নিরপক্ষ নির্দলীয় সরকারের অধিনে বিএনপি নির্বাচনে অংশ্র গহন করবে। অনেকেই বলে বিএনপি ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াই হবেন এদেশের প্রধান মন্ত্রী। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরের বেশে এদেশের মাটিতে ফিরে আসবে।

তিনি আরো বলেন আগামী ৫ই নভেম্বরের সমাবেশ হবে সরকার পতনের সমাবেশ এই সমাবেশ জনগনের মুক্তির সমাবেশ।

এসময় এ্যাড. জয়নুল আবেদীন আরো বলেন, এই কালো কোর্টওয়ালারা যদি একবার রাস্তায় নেমে আসে তাহলে কোন সরকারই ক্ষমতায় থাকতে পারে নাই।

আজ শনিবার (২৯) অক্টোবর দুপুরে বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির এনেক্স ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে প্রধান বক্তা হিসেবে তিনি গণমাধ্যম কর্মীদের উর্দেশ্যে একথা বলেন।

গণবিরোধী স্বৈরাচারী সরকার কর্তৃক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি,গণতন্ত্র পূনরুদ্ধার,পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্যাতন ও হত্যার প্রতবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ৫ই নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ও বরিশাল আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসিন মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদের সঞ্চলনায় বিভাগীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. এ.জে মোহাম্মদ আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

এসময় অরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব এ্যাড. গাজী কামরুল হাসান সজল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, বরিশাল বার সদস্য এ্যাড, আলী আহম্মেদ,এ্যাড. আলী হায়দার বাবুল,এ্যাড, নাজিম উদ্দিন পান্না,এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু সহ বরিশাল বিভাগের ৬ জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সম্পাদক সদস্য গণ।

 

দেশে দুর্ভিক্ষ হলে এর দায় সরকারের -ফখরুল

ডেস্ক রিপোর্ট :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে। এর আগে ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ খাবার খেতে না পেরে রাস্তায় পড়েছিল। এখন আবার সেই অবস্থা ফিরে এসেছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ১০ টাকা কেজির চাল খাওয়াতে চেয়ে আওয়ামী লীগ এখন ৯০ টাকার চাল খাওয়াচ্ছে। চিনির দামও বেড়েছে। শাকসবজিও মানুষ কিনতে পারছে না। এটা দুর্ভিক্ষের লক্ষণ।

তিনি বলেন, সমগ্র বাংলাদেশ নয়, বিশ্বের অনেক মিডিয়া এই সমাবেশের দিকে তাকিয়ে আছে। সরকার নাকি জনগণকে ভয় পায় না। ভয় না পেলে গাড়ি কেন বন্ধ করতে হয়? কেন আমাদের নেতাদের গুলি করে মারে?

বিএনপি মহাসচিব আরও বলেন, আমি নাকি চিবিয়ে খাই। আরে আপনারা তো চিবিয়ে চিবিয়ে অর্থনীতিটা খেয়ে ফেলেছেন। এখন দেশটা খেয়ে ফেলবেন। আশ্রয়ণ প্রকল্প করে একটা ঘর দেয়, ওখানেও চুরি করে। আমাদের এই সরকার সর্বভুকে পরিণত হয়েছে। সব খেয়ে ফেলতে চায়। আওয়ামী সরকার গত ১৫ বছরে সব শেষ করে ফেলেছে। সব ক্ষেত্রে চুরি করেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয়া হয় না। আমাদের সবার বিরুদ্ধে মামলা। ৩৫ লাখ মামলা। ৬০০ নেতাকর্মী গুম করেছে। সহস্রাধিক মানুষ হত্যা করেছে। আলেম-ওলামাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর শনিবার রংপুর বিভাগীয় শহরে দলটির চতুর্থ সমাবেশ ছিল।

 

টাকার বস্তার ওপর শুয়ে ফখরুল স্বপ্ন দেখেন

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল সাহেব কোথায় শুয়ে আছেন? টাকার বস্তার ওপরে শুয়ে শুয়ে মির্জা ফখরুল ইসলাম কত স্বপ্ন দেখেন। টাকারে টাকা, কত টাকা! রাস্তা ঘাটে মহল্লায় মহল্লায় টাকা। স্বপ্ন দেখেন চট্টগামে লাখ লাখ লোক হয়েছে। বাস্তব দেখতে চাইলে চট্টগ্রাম চলে আসবেন, দেখা হবে। ১০ লক্ষ লোকের উপস্থিত হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

কাদের বলেন, ‘রংপুরে একটি সমাবেশ হচ্ছে, আপনারা কী জানেন? কত রঙ্গ দেখাইলা জাদু।  কত রঙ্গ দেখাইলা , কত রঙ্গ দেখাইলা। রংপুরের কত নাটক, কত জন শুয়ে আছে। মাঠে, রাস্তায়, স্টেজে, রাস্তার ওপরে, নিচে।

কাদের বলেন, ‘খেলা হবে। ভোট চোরদের বিরুদ্ধে খেলা হবে, আগুন নিয়ে যারা খেলে তাদের সঙ্গেও খেলা হবে। ভুয়া ভোটার, প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে খেলা হবে। এ ছাড়া, জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলা করে, তাদের সঙ্গেও খেলা হবে।’

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জে পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

শ্লোগানে মুখর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ

ডেস্ক রিপোর্ট :

ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি’সহ মোট নয়টি দাবিতে রংপুরে গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। আজ শনিবার দুপুর দুইটায় শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গত রাত থেকে মাঠ কানায় কানায় পুর্ণ হয়ে গেছে।

সমাবেশে যোগ দিতে গতকাল রাতেই রংপুর পৌঁছেছেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারাও সমাবেশস্থলে পৌঁছেছেন। সকাল থেকে বিএনপি নেতারা সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের দাবিতে তারা এ স্লোগান দিচ্ছেন।

সমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘সরকার গণপরিবহন বন্ধ করে দিয়ে জনগণের বাঁধ ভাঙ্গা জোয়ার আটকে দিতে পারেনি।’

রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সরকার আমাদের স্বাভাবিকভাবে সমাবেশ সফল করতে দিবে না। আমরা আমাদের মতো করে প্রস্ততি নিয়েছি। গত রাতেই রংপুর শহর লোকে লোকারণ্য হয়ে গেছে।’

গত ২৬শে সেপ্টেম্বর রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় ১০ বিভাগে গণসমাবেশ করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৮ অক্টোবর চট্টগ্রাম প্রথম কর্মসূচি পালন করে। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে। সর্বশেষ ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে বিএনপি। আজ রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় গণ-সমাবেশের মধ্য দিয়ে বিএনপির তৃতীয় ধাপের কর্মসূচি শেষ হবে। এরপর নতুন কর্মসূচি আসবে বলে জানান বিএনপি নেতারা।

রংপুরের গণসমাবেশের মঞ্চেও খালেদা জিয়ার জন্য খালি চেয়ার

ডেস্ক রিপোর্ট :

রংপুরের গণসমাবেশের মঞ্চেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গত রাত থেকে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রংপুর নগরীর বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশেও খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়।

এদিকে রংপুরে সমাবেশে যোগ দিতে গতকাল রাতেই রংপুর পৌঁছেছেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারাও সমাবেশস্থলে পৌঁছেছেন। সকাল থেকে বিএনপি নেতারা সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের দাবিতে তারা এ স্লোগান দিচ্ছেন।

সমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘সরকার গণপরিবহণ বন্ধ করে দিয়ে জনগণের বাঁধ ভাঙা জোয়ার আটকে দিতে পারেনি।’

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সরকার আমাদের স্বাভাবিকভাবে সমাবেশ সফল করতে দিবে না। আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিয়েছি। গত রাতেই রংপুর শহর লোকে লোকারণ্য হয়ে গেছে।’

গত ২৬শে সেপ্টেম্বর রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় ১০ বিভাগে গণসমাবেশ করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৮ অক্টোবর চট্টগ্রাম প্রথম কর্মসূচি পালন করে। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে। সর্বশেষ ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে বিএনপি। আজ রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মধ্য দিয়ে বিএনপির তৃতীয় ধাপের কর্মসূচি শেষ হবে। এরপর নতুন কর্মসূচি আসবে বলে জানান বিএনপি নেতারা।