ভোলায় বালিকা বিদ্যালয়ে ভর্তি তালিকায় ছেলে শিক্ষার্থীর নাম

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি তালিকায় এক ছেলে শিক্ষার্থীর নাম এসেছে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এছাড়াও তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ফলাফল শিটে ১৭ শিক্ষার্থীর নাম এক শব্দে রয়েছে। এই এক শব্দের নাম আসা শিক্ষার্থীরা একাধিক আবেদন করেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে ওই স্কুলের ভর্তি ফরম বিক্রি শুরু হলে অভিভাবকরা এ বিষয়গুলো প্রধান শিক্ষককে অবহিত করেন।
জানা যায়, করোনার কারণে এ বছর সারাদেশে একযোগে গত ১১ জানুয়ারী সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে লটারিতে। ১১ জানুয়ারি অনলাইনে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে ফলাফল শিটে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ডে শিফটে মোঃ নিহাদ হোসেন তামিম নামে এক ছেলে শিক্ষার্থীর নাম চলে আসে।

এ বছর সরকারি স্কুলে লটারির মাধ্যমেই যেহেতু ভর্তির যোগ্যতা নির্ধারণ হয়েছে, তাই বালিকা বিদ্যালয়ে চান্স পাওয়া এই ছাত্র ভর্তি করা হবে কি না জানতে চাইলে ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মেয়েদের স্কুলে ছেলেদের ভর্তির বিষয়টি অসম্ভব। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আমাদের বলার কিছু নেই।

এদিকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হওয়ার পর থেকেই এক শিক্ষার্থী একাধিক আবেদন করছে বলে অভিযোগ ওঠে। লটারির ফল প্রকাশের পর তালিকায় ১৭ শিক্ষার্থীর নাম এক শব্দে আসায় অভিযোগ আরো জোড়ালো হয়। যেমন-জুঁই, জারা, তাহা, আফিন ইত্যাদি। এতে করে অনেকে মেধাবি শিক্ষার্থী লটারির রেসে বাদ পড়েছেন বলে বলছে অভিভাবকরা

ভোলায় ৩ কোটি টাকার তক্ষক উদ্ধার

ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করেছে। এই তক্ষকগুলোর আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

রোববার (৩ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে এ তক্ষক উদ্ধার করা হয়।

সোমবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার বি এন এম মেহেদী হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। সেসময় মোটরসাইকেল করে দুই পাচারকারী তক্ষক নিয়ে আসছিল। পরে দূর থেকে আমাদের দেখে পাচারকারীরা ব্যাগভর্তি তিনটি তক্ষক ফেলে পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত তক্ষকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি তদন্ত মাহাবুবের সহায়তায় বরিশালের যুবক নরসিংদী থেকে উদ্ধার

শামীম আহমেদ ॥

ফেসবুক প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকাসহ স্থানীয় দুষ্ট যুবকদের হাতে জিম্মি হওয়ার পর পুলিশের সহায়তায় জিম্মি দশা উদ্ধার হয়েছে পারভেজ খান (১৯) নামের এক যুবক। উদ্ধারকৃত পারভেজ বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকার কালাম খানের পুত্র।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে পারভেজের পিতা-মাতা উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমানের কাছে বিষয়টি জানানোর পরপরই তিন ঘন্টার মধ্যে পারভেজ কে নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান জানান, সোমবার সকালে উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকার কালাম খান ও তার স্ত্রী থানায় এসে তাকে (ওসি তদন্ত) জানায়, পারভেজ (১৯) নামের তাদের পুত্র ঢাকায় বসুন্ধরা মার্কেটের একটি দোকানে চাকুরী করে। রবিবার সে (পারভেজ) ঢাকা থেকে বাড়ীতে আসার পথে সদরঘাট এলাকা থেকে অপহরন হয়েছে এবং অপহরনকারী চক্র পারভেজের মোবাইল থেকে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেছে। তাৎক্ষণিক বিষয়টি আমলে নিয়ে উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের সহায়তায় অপহরনকারীদের এবং ভিকটিমের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর কৌশলে মুক্তিপণ দাবিকারীদের মোবাইলে যোগােেযাগ করে বিকাশ নম্বর সংগ্রহ করা হয় এবং মুক্তিপণ দাবীকারীদের দেয়া বিকাশ নম্বরে দুই কিস্তিতে চার হাজার টাকা প্রেরণ করে বিকাশ নম্বরের মালিকানা সংগ্রহ করা হয়। পরবর্তীতে মোবাইল ফোনে ঘটনার বিস্তারিত নরসিংদী জেলার শিবপুর থানার ওসিকে জানানো হয়। এরপর ভিকটিমকে উদ্ধারের জন্য শিবপুর থানার ওসি শিবপুরের চৈতন্য এলাকায় পুলিশের দুইটি টিম প্রেরণ করে দীর্ঘক্ষনের প্রচেষ্টায় দুইজন অপরাধীসহ ভিকটিমকে উদ্ধার করা হয়। ওসি তদন্ত মাহাবুব আরও জানান, ভিকটিমকে উদ্ধারের পর জানা গেছে, ফেজবুকে পরিচয়ের সূত্রধরে শিবপুরের একটি মেয়ের সাথে পরিচয় ঘটে বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকার পারভেজের। সেই সুবাধে ফেসবুক প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে শিবপুর এলাকার কতিপয় দুষ্ট যুবকের হাতে আটক হয় পারভেজ। এর পরপরই পারভেজের মোবাইলের মাধ্যমে মুক্তিপণ দাবী করছিলো ওই যুবকেরা। সর্বশেষ ভিকটিম পারভেজের পিতা-মাতাকে শিবপুর থানার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

ভোলায় প্রেমিককে অপমান করার ক্ষোভে প্রেমিকার আত্নহত্যা

প্রেমিকের দেয়া উপহার আংটি ছুঁড়ে ফেলে দিলেন প্রেমিকার পরিবার সে সাথে পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করতে বাধ্য করেন পরিবার। এরই জের ধরে প্রেমিককে অপমান ও তার দেয়া উপহারকে অপমান করায় মানসিক ভাবে ভেঙে পড়ে রাগে ক্ষোভে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে ইন্টারমিডিয়েট পড়ুয়া কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার ইবা (১৮)।

শুক্রবার বিকেল ৫টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোজাম্মেল হক মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। তার পিতার নাম মোজাম্মেল হক মিঝি। মোজাম্মেল হক পাতা বুনিয়া হাইস্কুলের নাইটগার্ড হিসেবে কর্মরত আছেন।

এদিকে ঘটনার প্রকৃত কারণ লুকিয়ে তা অন্য খাতে উপস্থাপন করছেন সুমাইয়ার পরিবার। শ্যামপুর গ্রামের ইউপি সদস্য হেলালসহ স্থানীয়রা জানান, সুমাইয়ার সাথে ক্লোজার বাজার সংলগ্ন একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ভালোবেসে ছেলেটি তাকে একটি আন্টি দিয়েছিল।

যা মেয়েটির আঙুলে ছিল। সম্প্রতি সুমাইয়ার পরিবার অন্যত্র তাকে বিয়ে দিতে চেয়েছিল। এবং প্রেমিকের দেয়াআংটিটি ছুঁড়ে ফেলে দিয়ে বৃস্পতিবার তাকে মারধর করা হয়।

এরই জের ধরে পরিবারের উপর অভিমান করে রাগে ক্ষোভে শুক্রবার বিকেলে সে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। নিহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। পরে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে তাকে দাফন করা হয়।

এদিকে প্রকৃত ঘটনা আড়াল করে সুমাইয়ার পরিবার জানায়, বৃস্পতিবার রাতে সুমাইয়ার ১০ বছরের ছোট ভাইয়ের সাথে তার ঝগড়া হয়। এনিয়ে কথা কাটাকাটি হলে রাগে ক্ষোভে সে আত্নহত্যা করে।

রোববার দুপুরে সরেজমিন সুমাইয়ার বাড়িতে সাংবাদিকরা গেলে তাঁর মৃত্যুর কোনো সদুত্তর দিতে পারেনি পরিবার। এক পর্যায়ে সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন সুমাইয়ার পরিবার।

এবিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেসময় উক্ত ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তজুমদ্দিনে ২৪ ঘন্টা পরও উদ্ধার হয়নি নিখোঁজ জেলে

ভোলার তজুমদ্দিনে ঢাকা টু হাতিয়াগামী মেসার্স ফারহান নেভিগেশনের ফারহান ৪ লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ২৪ ঘন্টা পরও উদ্ধার হয়নি নিখোঁজ জেলে। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এ ঘটনায় ট্রলারের মালিক তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়রী করেন।

থানা পুলিশ সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় তজুমদ্দিনের চৌমুহনী লঞ্চঘাটে মেসার্স ফারহান নেভিগেশনের ফারহান-৪ লঞ্চ ঘাট ছেড়ে যাওয়ার সময় তার চলমান ট্রলারটিকে ধাক্কা দিলে ৬ জন মাঝি মাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশ্ববর্তী ট্রলারের লোকজন এসে ৫ জনকে উদ্ধার করলেও আল আমীন (১৯) নিখোঁজ হয়।

জেলে নিখোঁজের সংবাদ পাওয়ার পর পুলিশের সহযোগীতায় উদ্ধার অভিযানে অংশ নেয় কোষ্টগার্ডের একটি ডুবোরী দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৩ টায় ডুবোরী দলের উদ্ধার অভিযান চলমান রেখেছে বলে জানান কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার।

জেলে নিখোঁজের ঘটনায় জেলে ট্রলারের মালিক মোঃ নুরনবী তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়রী করেন, জিডি নং ৩৩৫। নিখোঁজের ২৪ ঘন্টা পরও জেলে উদ্ধার না হওয়ায় পরিবারে চলছে চরম শোক।

এ বিষয়ে জানতে চাইলে ঘাট ইজারাদার মাহাবুবুর রহমান বলেন, চৌমুহনী ঘাটে ফারহান লঞ্চটি ঘাট শেষে পিছনে বেগার দিলে ধাক্কা লেগে নুরনবী মাঝির নৌকাটি ডুবে যায়। এ সময় তাদেরকে উদ্ধার করা হয়।

ফারহান লঞ্চের সুপারভাইজার সোহাগ বলেন, ঘাট করে লঞ্চ পিছনে বেগার দিলে জাল টানারত একটি নৌকার সাথে ধাক্কা লাগে। আমরা ৫জনকে উদ্ধার করলে অন্য একটি ট্রলার এসে তাদেরকে নিয়ে যায়।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদ বলেন, জেলে নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর থেকে আমাদের ডুবোরী দলে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এনায়েত হোসেন বলেন, জেলে নিখোঁজের ঘটনায় ট্রলার মালিক একটি সাধারণ ডায়রী করেছেন। উদ্ধার অভিযান সমাপ্ত হওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা।

তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা জানান, ট্রলার ডুবির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

মাস্ক না পরার দায়ে লালমোহনে ১৩ জনের অর্থদণ্ড

ভোলার লালমোহনে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। করোনা থেকে রক্ষায় জনগণকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে প্রতিনিয়ত চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এর অংশ হিসেবে সোমবার দুপুরে পৌর শহরের চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৯ জনকে ৭ হাজার একশত টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম।

শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুড়িরচর বাজারে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ২ ব্যবসায়ী ও ২ পথচারীকে ৫শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান।

চরফ্যাশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অবগতি করণ সভা

চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়ন উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দ্বিমাসিক অবগতি করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহম্পতিবার বেলায় ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম কবির। সভায় প্রধান অতিথি ছিলেন, আমিনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন,

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মো. ফোরকান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলকমল ইউনিয়ন পরিবার কল্পনা পরিদর্শক অশিত রায়, আমিনাবাদ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আহাদ আলী, পরিবার পরিকল্পনা ভিজিটর তাইবা বেগম মিতু প্রমুখ।

ভোলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক

৫০ গ্রাম গাঁজাসহ এক নারী ও এক পুরুষ ব্যবসায়িকে আটক করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত নারী ওই ওয়ার্ডের মনির হোসেনের স্ত্রী শারমিন আক্তার (২৬) এবং পুরুষ ব্যবসায়ি একই ওয়ার্ডের মোস্তফা রাঢ়ীর ছেলে হোসেন (২৮) রাঢ়ী বলে জানায় পুলিশ।

ভোলা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চরফ্যাশনে কলেজ ছাত্রী ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

চরফ্যাশন উপজেলার এওয়াজপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্বাস(৩২)কে গ্রেফতার করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতের মাধ্যতে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চরতোফাজ্জল গ্রামের জামাল মিয়ার ছেলে আব্বাস উদ্দিন(৩২) এওয়াজপুর গ্রামে ভিকটিমের বসতঘরের পশ্চিম ভিটায় পিচনের বারেন্দায় ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। শশীভূষণ থানা পুলিশের এস আই দিপাংকর কর্মকার ঘটনা স্থল থেকে ধর্ষককে আটক করেন। ধর্ষক আব্বাস চরতোফাজ্জল ৪নং ওয়ার্ডর মৃত জামাল মিয়ার ছেলে।

শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে থানায় নারী ও শিশুর ৯(১)ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে যারনং ৩ । ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্যে ভোলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী আব্বাস উদ্দিনকে রবিবারে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চরফ্যাশনে অভিযানে ৯৩ হাজার টাকা জরিমানা

চরফ্যাশনের শশীভূষণ বাজারে মাস্ক ব্যবহার না করার অপরাধে ২৮হাজার টাকা ও ২ ব্যবসায়ীর ৪৫হাজার টাকা সহ মোট ৭৩হাজার টাকা জরিমানা করা হয়েছেন ভ্র্যাম্যমান আদালতের নির্বহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমীন।

“নো মাস্ক নো সার্ভিস” সরকারের এই ঘোষণাকে উপেক্ষা করার অপরাধে উপজেলা শশীভূষণ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্র্যাম্যমান আদালত।

রবিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এতে ১৪জন পথচারীর ২৮হাজার টাকা ও শশীভূষন বাজার ব্যবসায়ীর ডিলিং লাইসেন্স না করার অপরাধে দুই ব্যবসায়ীর ৪৫হাজার টাকাসহ মোট ৭৩হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীণ বলেন, শীতে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। তা মোকাবেলায় ও সাধারণ মানুষকে সচেতন করতে আমার প্রতিদিন ভ্র্যাম্যমান আদালত পরিচালনার অভিযান অব্যহত থাকবে।

এদিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস চরফ্যাশন পৌর শহরে অভিযান পরিচালনা করে রবিবার সকাল ১০টায় ৯জনের ১৮হাজার টাকা জরিমনা করা হয়েছে।