যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

এক দিনের সফরে যশোরে অবস্থিত বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এদিন দুপুর ২টার দিকে যশোর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

যশোর জেলা আওয়ামী লীগ নেতারা জানান, এই জনসভায় ১০ লাখ মানুষের সমাবেশ ঘটানোর লক্ষ্য রয়েছে তাদের। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এ উপলক্ষে চলেছে বিশাল কর্মযজ্ঞ। পুরো শহর সাজানো হয়েছে তোরণ, ব্যানার, পোস্টারে। যশোরের বিভিন্ন উপজেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই জনসভায় যোগ দেবেন। সকাল থেকেই মানুষের ঢল দেখা গেছে জনসভাস্থল অভিমুখে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর এই সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর জেলা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর জেলা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন। স্থানীয় আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর এই জনসভা উপলক্ষে যশোর এখন একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে।

আওয়ামী লীগের নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এই জনসভাকে কেন্দ্র করে শুধুমাত্র যশোরের আওয়ামী লীগ নেতাকর্মীরাই নয়, বরং গোটা দক্ষিণাঞ্চলের জনগণের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

যশোর স্টেডিয়ামে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ যশোর ও এর আশপাশের জেলাগুলোর কোন মানুষ বাড়িতে বসে থাকবে না। তারা সকলেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভাষণ শুনতে জনসভায় আসবেন। এই অঞ্চলের সর্বস্তরের মানুষ শেখ হাসিনার জনসভায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘এক সময়ে সন্ত্রাসবাদের জনপদ যশোর- আওয়ামী লীগের শাসন আমলে এখন উন্নয়নের জনপদে পরিণত হয়েছে। আর তাই আজ এই জনসভাকে কেন্দ্র করে যশোর জনসমুদ্রে পরিণত হবে।’

তিনি বলেন, ‘বস্তুতপক্ষে, আজকের এই জনসভায় যশোর বিএনপি-জামায়াত অপশক্তির পাশাপাশি জঙ্গিবাদের  বিরুদ্ধে গর্জে উঠবে। কারণ, তারা এখনো সক্রিয়।’

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেছেন, জনসভার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তারা প্রধানমন্ত্রীর এই জনসভাকে সামনে রেখে ব্যাপক মাইকিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। করোনার কারণে প্রধানমন্ত্রী প্রায় তিন বছর পর, এই প্রথম ঢাকার বাইরে কোন জনসভায় অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর পোস্টার ও ব্যানানের পাশাপাশি রঙিন খিলান ও তোরণ দিয়ে নগরীর বিভিন্ন সড়ক সজ্জিত করা হয়েছে। নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানাতে দাড়াটানা মোড়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গারিবশাহ্ রোড ও অন্যান্য এলাকা ব্যানার, বেলুন, ফেস্টুন ও পোস্টার দিয়ে সজ্জিত করেছে।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী সাম্প্রতিক দলীয় ফোরাম মিটিংয়ে এখন থেকে দলকে আরো বেশি সময় দেয়ার ইচ্ছা ব্যক্ত করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা সফর করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আর এর অংশ হিসেবে প্রথম জনসভাটি যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর এখানে এক জনসভায় ভাষণ দেন। ৫০ বছর পর তাঁর বড় মেয়ে শেখ হাসিনা একই স্থানে জনসভায় ভাষণ দেবেন।

জনসভার মঞ্চটি নৌকার আদলে নির্মাণ করা হয়েছে। পাঁচ বছর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে শেখ হাসিনা নির্বাচনী জনসভায় ভাষণ দেন।

যশোরে এই জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রধানের দেশব্যাপী প্রচারাভিযান শুরু হবে। এরপর তিনি  ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে এবং ৭ ডিসেম্বর কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে  দলীয় সভাবেশে  প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন। এসব জনসভায় দলীয় সভাপতি তাঁর ভাষণে জনগণের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও নতুন বার্তা দেবেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম বাহাউদ্দিন নাসিম সাংবাদিকদের বলেন, যশোরে শেখ হাসিনার জনসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁকে স্বাগত জানাতে এ অঞ্চলের সর্বস্তরের জনগণ প্রস্তুত রয়েছে। করোনার কারণে আওয়ামী লীগ প্রধান ২৭ মাস পর ঢাকার বাইরে কোন জনসভায় অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘জনসভায় বিএনপি-জামায়াতের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের বিরুদ্ধেও সবাইকে সতর্ক করা হবে। এছাড়াও জনগণকে মহান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানানো হবে।’

যশোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, এই জনসভায় ১০ লাখ মানুষের সমাবেশ ঘটানোর লক্ষ্য তাদের রয়েছে। যশোরের বিভিন্ন উপজেলা ও আশপাশের উপজেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই জনসভায় যোগ দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে এক দিনের সফরে আজ যশোর পৌঁছেন। সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেডে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বিএএফ একাডেমিতে পাসিং আউট কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন। বিকেলে আওয়ামী লীগ সভাপতি যশোর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত  জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। গতকাল সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারে পর এই সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক হয়েছে সাগর (২২) নামে এক যুবক।

গোপালগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে নবীনবাগ-মার্কাস মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুদলের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হয়। আহতদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার(১৬) এবং অরুন জমাদারের ছেলে আশিক জমাদারকে (১৮) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাগর নামে এক যুবককে আটক করেছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানায় আজ বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে।

জঙ্গি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট :

আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান অমি ওরফে রাফিকে গ্রেপ্তারের দাবি করছে পুলিশ। আজ বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়েছে।

এক ক্ষুদে বার্তায় ডিএমপির জনসংযোগ শাখা জানিয়েছে, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মেহেদী হাসান অমিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সিটিটিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রেপ্তার হওয়া মেহেদী জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তাঁর বাড়ি সিলেটে।

গত রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে করে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। জঙ্গিরা হলেন মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব।

মেট্রোরেলের উদ্বোধন আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে

ডেস্ক রিপোর্ট :

মেট্রোরেলের উদ্বোধন আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে হবে বলে জানিয়েছেন ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে মেট্রোরেলের (এমআরটি লাইন-১) ডিপো এলাকার ভূমি উন্নয়নবিষয়ক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘উদ্বোধনের কোনো তারিখ এখনো পাইনি। ডিসেম্বরের শেষ সপ্তাহ প্রস্তাব করে এরই মধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি, প্রস্তাব অনুযায়ী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী সম্মতি দেবেন। ১৬ ডিসেম্বরের প্রস্তাবনা আমাদের কাছে নেই। কারণ ওইদিন অনেক প্রোগ্রাম রয়েছে। তাই ওইদিন মেট্রোরেল উদ্বোধন করা সম্ভব হচ্ছে না।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এমআরটি লাইন-১ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পাতাল রেলপথের কাজ শুরু হয়ে যাবে। আপনারা জানেন ১২টি প্যাকেজের মাধ্যমে এটি সম্পন্ন করা হবে। প্রতিটি প্যাকেজের বিভিন্ন অংশে কাজ করছি আমরা। আর কিছুদিন পরে বলতে পারব কবে টিভিএম মেশিনের মাধ্যমে আন্ডারগ্রউন্ডের কাজ কবে শুরু করতে পারব।’

এম এ এন ছিদ্দিক আরও বলেন, ‘আমাদের কয়েকটি জায়গায় ৩০ মিটার আবার কয়েকটি জায়গায় ৭০ মিটার নিচ দিয়ে পাতাল রেলপথ বিমানবন্দর থেকে কমলাপুর যাবে। নিচ দিয়ে যখন টিভিএম মেশিন মাটি কেটে কেটে কাজ করে এগিয়ে যাবে, তখন ওপর থেকে কোনোভাবেই বোঝা যাবে না নিচে কাজ চলছে। কিন্তু এই পথে ১২টি স্টেশন আছে, যেগুলো ওপেন কাট পদ্ধতিতে কাজ করতে হবে। এই ১২টি স্টেশন ওপেন কাট পদ্ধতিতে কাজ শেষ করে নিচে চলে যাওয়ার জন্য সর্বোচ্চ ছয় মাস সময় লাগবে। এই ছয় মাস সময়ও রাস্তার অর্ধেকটা অংশ পুরোপুরি চালু থাকবে। বাকি অংশে আমরা কাজ করব। পরে আবার সেই অংশ ভরাট করে দেওয়া হবে। যেখানে আমাদের স্টেশন আছে সেখানে সর্বোচ্চ ছয় মাস ট্রাফিক ড্রাইভারশন করতে হতে পারে। তবে অন্য কোনো জায়গায় ট্রাফিক ম্যানেজমেন্টের প্রয়োজন হবে না।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘আমরা অন্তত ৩০ মিটার নিচ দিয়ে কাজ করব। বাংলাদেশের কোনো ইউটিলিটি লাইন এত নিচ দিয়ে নেই। যার ফলে পুরো রুট অ্যালাইমেন্টে আমাদের কোনো ইউটিলিটি লাইন সরানোর প্রয়োজন পড়বে না। শুধু স্টেশন এলাকায় এটি প্রয়োজন পড়বে। সেখানে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করব এবং সেই এলাকায় যে ইউটিলিটি লাইনগুলো যেভাবে আছে ঠিক সেভাবে রেখে আমরা নিচে চলে যাব।‘

এর আগে গত সেপ্টেম্বরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ’আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এমআরটি লাইন-৬ এর উদ্বোধন করবেন।’

মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া পাঁচ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫ম

ডেস্ক রিপোর্ট :

বাতাসের মান ‘খারাপ’ হওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেস্কে (একিউআই) ১৯৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম স্থানে আছে।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে য়ায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো— ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ’ বলা হয়। বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।

পাকিস্তানের লাহোর, ইরাকের বাগদাদ এবং ভারতের দিল্লি যথাক্রমে একিউআই ৩০৬, ২৫৫ ও ২২৩ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে

আর্জেন্টিনার হার নিয়ে দুজন ছুরিকাহত হন

ডেস্ক রিপোর্ট:

দিনটি ভালোই ছিল। দেশজুড়ে বইছিল ফুটবল বিশ্বকাপের হাওয়া। আজ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম মাঠে নামা নিয়ে ছিল সমর্থকদের অন্যরকম উত্তেজনা। সেই খেলায় সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে ঢাকার সাভারে শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে দুজন ছুরিকাহত হন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।

স্থানীয়রা জানায়, বক্তারপুর এলাকায় একদল যুবক সৌদি আরব ও আর্জেন্টিনার খেলা দেখছিলেন। খেলা শেষের দিকে আর্জেন্টিনার হার নিয়ে তাচ্ছিল্য ও টিপ্পনির একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে ২০ থেকে ২২ জন মিলে বিতণ্ডায় জড়ায়। এরপর মেহেদী ও আল আমিনকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আঘাত করে। তাদেরকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, ‘দুই কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এরমধ্যে আল আমিনের শরীরের প্রায় আট থেকে ৯ জায়গায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।’

বরিশালে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

শামীম আহমেদ॥ 

ব্রাক্ষবাড়িয়ায় আওয়ামী পুলিশ কর্তৃক ছাত্রতল নেতা নয়ন মিয়াকে গুলি করে হত্যা করার প্রতিবাদে বরিশাল মহানগর ও বরিশাল জেলা (দক্ষিণ) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ মঙ্গলবার (২২) নভেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে মহানগর বিএনপি।

মহানগর বিএনপি সভাপতি মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল,মহানগর মহিলাদল সম্পাদিকা পাপিয়া পারভিন, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান,ওয়ার্ড বিএনপি নেতা কামরুল আহসান রতন, সাজ্জাদ হোসেন,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু,মহানগর ছাত্রদল সম্পাদক হুমাউন কবির।

এছাড়া প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কে.এম আলহাজ্ব শহিদুল্লাহ, সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম,সদস্য এ্যাড, আজাদ হোসাইন সহ বিভিন্ন সদস্য ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে ফারুক জাহিদের নেতৃত্বে নগরীতে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে।

অপর দিকে সকাল সাড়ে ১১ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে একই দাবীতে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি এক প্রতিবাদ সমাবেশ করে।

জেলা বিএনপি নবগঠিত কমিটির আহবায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহিনের সঞ্চলনায় এখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,বরিশাল জেলা কৃষকদল আহবায়ক এইচ.এম মহসিন,জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি জে.এম আমিনুল ইসলাম লিপন,জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড.এইচ.এম তছলিম উদ্দিন,জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু।।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ নুরুল আমিন,সদস্য আলহাজ্ব মন্টু খান, সদস্য জিয়াউল হাসান সাবু, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক নাসির হাওলাদার, জেলা স্বেচ্ছা সেবক দল স-সভাপতি আতাউর রহমান আউয়াল,জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু, সহ জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে বিনা পুলিশের বাধায় নগরীর বিভিন্ন সড়কে শান্তিপূর্ন বিক্ষোভ মিছিল করে পুনরায় সদররোড এসে শেষ হয়।

 

 

বরিশালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের মৃত্যুবার্ষিকীতে মহানগর ও জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

শামীম আহমেদ ॥

সাবেক শিক্ষা প্রতি মন্ত্রী অধ্যক্ষ মোঃ ইউনুস খানের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা বিএনপির কবর জেয়ারত দোয়া- মোনাজাত সহ পূস্পার্ঘ অর্পন করে মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২২) নভেম্বর সকাল ১০ টায় নগরীর আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ ইউনুস খানের কবর জেয়ারত করেন বরিশাল মহানগর বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চ্ঁন, মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, জাহিদুল কবির জাহিদ,সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,মহানগর যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য এ্যাড,ইমন চাকলাদার,এ্যাড, সরোয়ার হোসেন, সদস্য আরিফুর রহমান বাবু, সহ মহানগরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপর দিকে সকাল ১১ বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি সহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিনের নেতৃত্বে ইউনুস খানের কবরে ফুলের শ্রদ্ধা জানিয়ে পরে তার রুহের মাগ-ফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইউনুস খানের সন্তান সহ বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সাবেক সভাপতি এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু,নাসির হাওলাদার,সাজ্জাদ মোল্লা,জেলা যুবদল ভারপ্রাপ্ত সভপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক এ্যাড.এইচ.এম তছলিম উদ্দিন,জিয়াউল আহসান (জুয়েল) সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ফটো ক্যাপশনঃ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মৃত্যুবার্ষিতে মহানগর বিএনপির দোয়া-মোনাজাত। (২) শিক্ষা প্রতিমন্ত্রী ইউনুস খানের কবরস্থানে জেলা বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শ্রদ্ধা নিবেদন।

 

পদ্মা মেঘনা নামেই হবে নতুন বিভাগ

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন করে এই দুই প্রধান নদীর নামে বিভাগের প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, আগামী রোববার (২৭ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব উঠবে।

ওইদিন বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার আলোচ্যসূচিতে দেখা গেছে, এবারের সভায় মোট ছয়টি প্রস্তাব উঠছে। ‘পদ্মা’ ও ‘মেঘনা’ প্রশাসনিক বিভাগ সৃজন ছাড়াও রয়েছে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ‘ঝাউনিয়া পুলিশ ক্যাম্প’ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নামকরণের প্রস্তাব।

এ ছাড়া সভায় উঠছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ও বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ণ অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযোজন করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন এবং ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব।