আপাতত ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে নতুন বিভাগ হচ্ছে না

ডেস্ক রিপোর্ট :

আপাতত ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে নতুন দুই বিভাগ হচ্ছে না। বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব উঠলে তা অনুমোদন দেওয়া হয়নি।

সভা শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে পদ্মা ও মেঘনা নামে নতুন দুই বিভাগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। নিকার প্রস্তাবটি অনুমোদন দেয়নি।’

নৌযান শ্রমিকদের কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট :
নূন্যতম মজুরি ২০ হাজার টাকা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক দেওয়াসহ ১০ দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে প্রায় ২০ হাজার নৌযানের দুই লাখের বেশি শ্রমিক কর্মবিরতি পালন করছেন।

বেশ কয়েক মাস ধরে এ নিয়ে সরকার ও মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক, দাবি উত্থাপন ও আন্দোলন কর্মসূচির পরও কোনো সুরাহা হয়নি। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, তাইতো বাধ্য হয়ে ১০ দাবিতে কর্মবিরতি শুরু করেছেন তারা।

এদিকে, নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে শনিবার মধ্যরাত থেকে বরিশাল নদীবন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। বিপাকে পড়েছেন যাত্রীরা। রোববার সকালে অনেক যাত্রীই ঘাটে এসে হতাশা প্রকাশ করেন লঞ্চ চলাচল বন্ধ দেখে।

ভোলায়ও লঞ্চঘাটে দেখা গেছে যাত্রীদের ভিড়। ঝুঁকি নিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে ছুটতে হচ্ছে তাদের। চট্টগ্রাম ও মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য পরিবহণের কাজও বন্ধ রাখায় প্রভাব পড়ছে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ নিত্যপণ্যের বাজারে। নৌযান ধর্মঘটে স্থবির খুলনার সকল ঘাট ও রুজভেল্ট জেটি। দাবি আদায়ে সোচ্চার শ্রমিকরা।

জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, মালিকপক্ষ তাদের নৌযানের পণ্য পরিবহণের ভাড়াও বৃদ্ধি করেছেন। কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হয়নি বলে অভিযোগ নৌযান শ্রমিকদের।

বরিশাল সহ সারাদেশে নৌযান ধর্মঘট ও কর্মবিরতী সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল

শামীম আহমেদ ॥

নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, দূর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০১০ লক্ষ টাকা নির্ধারণ,নৌ-পথে সন্ত্রা,চাঁদাবাজী বন্ধ,সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৬ নভেম্বর মধ্য রাত ১২টা থেকে সারাদেশে ধর্মঘট ডেকেছে নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদ ।

কর্মবিরতি সফল করতে আজ (২৬) নভেম্বর শনিবার সকাল ১১টায় বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা।

বরিশাল নদী বন্দর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে নদী বন্দরে সমাবেশে বক্তারা নৌ-যান ধর্মঘট ও কর্মবিরতী সফল করার ঘোষণা করেন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের বরিশাল বিভাগীয় সভাপতি শেখ আবুল হাসেম মাস্টার,কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু সাঈদ,সহ-সভাপতি একিন আলি মাস্টার, বরিশাল শাখা যুগ্ম সম্পাদক বজলুর রহমান, জুলফিকার আলী ভূট্রো, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ, মোসলেম সিকদার,মামুন গাজি,শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার, হারুন-অর শিদ সিকদার প্রমুখ। বক্তারা নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রবিবার ২৬ নভেম্বর মধ্য রাত ১২টা থেকে বরিশাল সহ সারাদেশে লাগাতর ধর্মঘট ও কর্মবিরতির ঘোষণা করেন।

এসময় বরিশাল বিভাগীয় সভাপতি শেখ আবুল হাসেম মাস্টার গণমাধ্যমকে বলেন,আমরা নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদ আমাদের দাবী আদায়ের লক্ষে বেশ কয়েকবার কর্মবিরতী আন্দোলনে গিয়েছি।

এ বিষয়ে সরকার,মালিক ও নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের সাথে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে চুক্তি-পত্র করা হলে আজও তা নৌ-শ্রমিকদের দাবী বাস্তবায়ন করার আলোর মুখ দেখেনি। তাই এবার নৌ-যান শ্রমিকদের পুনরায় ধর্মঘট ও কর্মবিরতীতে যেতে সরকার ও মালিকপক্ষ বাধ্য করেছে।

 

আয়ান হত্যার এজাহার নিয়ে ‘বিতর্ক’

ডেস্ক রিপোর্ট :
চাঞ্চল্য সৃষ্টি করা সাত বছরের শিশু আলিনা ইসলাম আয়ানকে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়ার ঘটনায় দায়ের হওয়া মামলা নিয়ে তোলপাড় শুরু হয়েছে চট্টগ্রামে। আসামি গ্রেফতার হওয়ার দুই দিন পর দায়ের করা মামলায় আসামি ‘অজ্ঞাত’ উল্লেখ করায় সমালোচনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞ আইনজীবীদের মতে, আসামি সনাক্ত এবং গ্রেফতার হওয়ার পরও দায়ের হওয়া মামলায় অজ্ঞাত দেখানো হওয়ায় আসামি বিশেষ সুবিধা পাবে।

সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার সাকিলা সুলতানা বলেন, ‘আয়ান নিখোঁজ হওয়ার পর ইপিজেড থানায় করা সাধারণ ডায়েরিটি মামলায় রূপান্তর করা হয়েছে। মামলাটি পিবিআই তদন্ত করায় অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। ‘অজ্ঞাত’ আসামির কারণে মামলার মেরিট নষ্ট হওয়ার সুযোগ নেই।’

তবে মানবাধিকার নেতা এবং চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবী জিয়া হাবিব আহসান বলেন, ‘আসামির তথ্যের ভিত্তিতে যখন লাশ উদ্ধার এবং খুনের কাজে ব্যবহার করা অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাই তাকে আসামি করা যেত। লাশ উদ্ধারের পর মামলা দায়ের সময় নাম উল্লেখ না করার কারণে বিচারে বিশেষ সুবিধা পাবে আসামি। এমন কাজের জন্য সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

জানা যায়, শুক্রবার সকালে আয়ানের লাশ উদ্ধারের পর রাতেই নগরীর ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার বাদী হন নিহত শিশু আয়ানের বাবা সোহেল রানা। যাতে আবির মিয়ার নাম উল্লেখ না করেই অজ্ঞাতনামাদের আসামি করা হয়। অথচ গত বৃহস্পতিবার রাতে আবিরকে চিহ্নিত করে গ্রেফতার করে পিবিআই। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আয়ানের ছয় টুকরো লাশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় আয়ানের খুনের কাজে ব্যবহার করা বটি এবং এন্টিকাটার।

এদিকে, আয়ানকে খুনের সাথে জড়িত থাকার অভিযুক্ত আবির মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ বলেন, আবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় আরবি পড়তে গিয়ে নিখোঁজ হন আয়ান। এ ঘটনার পর ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করে তার বাবা সোহেল রানা। নিখোঁজের ১০ দিন পর আয়ানের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় আবির মিয়া নামে এক যুবককে।

আমাদের দেশের টাকায় পদ্মা সেতু হয়েছে

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন, এমন তথ্য গুগলেও পাওয়া যাবে না। শেখ হাসিনা বেঁচে আছেন বলেই, আমাদের দেশের টাকায় পদ্মা সেতু হয়েছে। এটা শেখ হাসিনার অবদান। আজ শেখ হাসিনা এসেছেন বলেই পদ্মা সেতু হয়েছে।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বিকেলে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির টার্গেট টাকা সরানো। বঙ্গবন্ধুর কন্যাকে তারা নিশ্চিহ্ন করতে চায়। আজকে বিএনপি নেতাদের মনে বড় ব্যথা, মনে বড় জ্বালা। জ্বালারে জ্বালা, অন্তরে বড় জ্বলা। আগামী ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধন হবে। আজ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলের একটি টিউব নির্মাণের কাজ সমাপ্তি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন, এমন তথ্য গুগলেও পাওয়া যাবে না। দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। তবে এখন একটু একটু লোডশেডিং হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা অস্বীকার করেন না।

ওবায়দুল কাদের আরও বলেন, দেশের কথা চিন্তা করতে গিয়ে প্রধানমন্ত্রীর ঘুম নেই। তিনি নির্মুঘ রাত কাটান। নেত্রী তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। দেশের জন্য, মানুষকে বাঁচাতে ও মানুষের কষ্ট সামাল দিতে, তিনি দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনা আছেন বলে সারা দেশে নারীদের গর্ব। আজকে নারীরা কত ভাগ্যবতী। আমি এক জেলার এসপি সাহেবকে ফোন করলাম, দেখলাম তিনি নারী, ডিসিকে ফোন করলাম দেখলাম নারী কণ্ঠ। ওসিকে ফোন করি, সেই ওসিও নারী। সেনাবাহিনীতে মেজর জেনারেলও নারী। সচিবালয়েও বেশ কয়েকজন সচিব নারী।

তিনি আরও বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন ও অর্জনকে বাঁচাতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

নারী পুরুষকে একসাথে এগিয়ে যেতে হবে

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম ধর্মই একমাত্র, যেখানে নারীদের অধিকার দিয়েছে। মেয়েদের বাবার বাড়ি ও স্বামীর বাড়ি দুই দিকেই ইসলাম ধর্ম অধিকার দিয়েছে। আমি ক্ষমতায় আসার পরে মেয়েদের জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করেছি, এর আগে ছিল তিন মাস। আগে সন্তানের নামের সঙ্গে বাবার নাম থাকত। কিন্তু আমি আসার পরে মায়ের নাম যুক্ত করে দিয়েছি। মায়ের নামও থাকবে। সন্তান মায়ের পরিচয়েও বড় হবে। নারী ও পুরুষকে সমানতালে এগিয়ে যেতে হবে।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বিকেলে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো অর্জনে নারীদের অবদান থাকতে হবে। সমাজের অর্ধেক নারী। তারা অচল থাকলে সমাজ এগিয়ে যাবে না। নারী-পুরুষ সমানতালে এগিয়ে যেতে হবে। আমি নারীদের বিচারপতি, সচিব, ডিসি, এসপি হিসেবে নিয়োগ পাওয়ার পথ সুগম করি। আজকে আমাদের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, সম্পদে স্বামী ও বাবার সম্পদে নারীর অধিকার দিয়েছে ইসলাম। অথচ তারা ধর্মের নামে নারীদের ঘরে রেখে দিতে চায়। মেয়েরা স্বামীদের কাছে কত কিছু দাবি করে। আমার মাকে দেখিনি কোনোদিন কিছু দাবি করতে। বরং তিনি বাবাকে বলতেন, তুমি তোমার কাজ করে যাও। সংসারসহ সব কিছু আমি দেখব। বাবাকে যখন হত্যা করে, তখনো বলেছিলেন, তাকে যেহেতু হত্যা করেছ, আমাকেও হত্যা করো।

প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘর করে দিচ্ছি। সেখানে নারী ও পুরুষকে সমান ভাগ দিচ্ছি। কেউ বউ ছেড়ে দিলে ওই বাড়ি হবে নারীর, পুরুষের নয়। যাতে নতুন ঘর পেয়ে কেউ নতুন বউ না নিয়ে আসে। আমার বাড়ি- আমার খামারে মেয়েদের ট্রেনিং দিয়েছি। দেশের সমগ্র জেলায় জেলায় লিগ্যাল এইড কমিটি করে দিয়েছি। সেখানে জজ সাহেবরা কাজ করছেন। পারিবারিক আইন ও আদালত করা হয়েছে। আমাদের মেয়েরা ঢাকা শহরে কাজ করে, তাদের থাকার জন্য কর্মজীবী হোস্টেল করে দিয়েছি। তারা নিরাপদে কাজ করতে পারে, শহরে চলতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ঢাকায় মেয়েদের চলাচলের জন্য আলাদা বাস করে দেওয়া হয়েছে। আমরা জনগণের জন্য কাজ করি। ২০০১ এর নির্বাচনের পরে বিএনপি-জামায়াত সারা দেশে যেভাবে নির্যাতন করেছে, মা মেয়েকে একসাথে ধর্ষণ করেছে। অনেক শিশুকে ধর্ষণ করেছে, তারা (সেই শিশুরা) এখনও ট্রমায় রয়েছে। ঠিক পাকিস্তানি বাহিনী যেভাবে অত্যাচার করেছে, বিএনপি-জামায়াত জয়ের পরে এমন অত্যাচার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা সন্ত্রাস চাই না। যে গ্রেনেড যুদ্ধের মধ্যে ব্যবহার করা হয়, সেই গ্রেনেড ব্যবহার করা হলো সমাবেশে। আমাকে মানবঢাল করে রক্ষা করা হলো। কিন্তু আমরা আইভী রহমানকে হারিয়েছে। খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি করেছিল। জনগণ আন্দোলন করে তখন। সে সময় আমাদের নারীদের ওপর অনেক নির্যাতন করেছে বিএনপি। তাদের মেয়েরা মিছিল, সভা করছে, আমরা তো বাধা দিচ্ছি না। কিন্তু বিএনপির অত্যাচার আমরা ভুলবো কী করে। অগ্নিসন্ত্রাস আমরা কী ভাবে ভুলবো?

প্রধানমন্ত্রী বলেন, তাই আমরা বলেছি আপনারা আন্দোলন করেন, মিছিল করেন, মিটিং করেন আমাদের আপত্তি নেই। কিন্তু একটা মানুষ মরলে আমরা আপনাদের ছাড়ব না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নারী ও শিশু নির্যাতন বিরোধী আইন পাস করেছি। বাংলাদেশের নারীরা বৃদ্ধ হয়ে গেলে তার সাথে কেউ থাকে না। কোনো মেয়ে বিধবা হয়ে গেলে তার ঠাঁই কোথাও হয় না। আমরা বৃদ্ধা ও বিধবা নির্যাতনের শিকার নারীদের একটি ভাতা দিচ্ছি। নারীর অধিকার নিশ্চিত করার জন্য আমরা এই ব্যবস্থা করেছি।  দেশে প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে, আগে যে গম আমরা ২০০ টাকায় কিনতাম তা ৬০০ টাকায় বেড়ে গেছে। বাংলাদেশে একসময় খাদ্যে ঘাটতি ছিল। আজকে আর খাদ্যে ঘাটতি নেই। এক টুকরো জমিও যেন অনাবাদী না থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। খালি জমি থাকলে কিছু না কিছু আবাদ করেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, কাদের সাথে আলোচনা করবো? কাদের সাথে ডায়লগ? যারা আমার বাবার খুনি, যারা আমাকে হত্যা করতে চায় তাদের সাথে? বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথে আলোচনা হবে। জনগণ নির্বাচনে ভোট দিবে।

মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে সোহরাওয়ার্দীতে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট :
মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি। সম্মেলন উদ্বোধন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। শাহবাগ থেকে মৎস্য ভবন ও শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাপলা চত্বর পর্যন্ত ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে।

সম্মেলন কেন্দ্র করে কয়েক দিন ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজেদের অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে মিছিল করে শক্তি প্রদর্শন করে আসছিলেন।আগামী ২৪ জানুয়ারি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে কমিটির মেয়াদ পার হয়ে যাওয়া সহযোগী ও ভ্রাতৃপ্রতিম কয়েকটি সংগঠনের সম্মেলন করার নির্দেশ দেন শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মহিলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রোজিনা নাসরিন বলেন, ‘আজ (শনিবার) আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সারা দেশ থেকে আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা, কাউন্সিলর ও ডেলিগেটরা অংশগ্রহণ করেছেন। সম্মেলন কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী নেতৃত্বে কারা আসবে–সেই বিষয়েও নেতাকর্মীদের মাঝে অনেক আগ্রহ রয়েছে, আমি তার বাইরে নই।’

এর আগে ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে করোনার কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি।

 

উন্নয়ন চোখে পড়ে না বিরোধীদলের

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চোখ থাকতেও অন্ধ বলে দেশের উন্নয়ন বিরোধীদলের চোখে পড়ে না এবং তারা ক্ষমতায় থাকলে উন্নয়ন করতে পারে না, পারে অর্থ আত্মসাৎ করতে।

আজ শনিবার বঙ্গবন্ধু টানেলে সমাপ্তি উদযাপনে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর ২১ বছর এবং ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত এই ২৯ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা কেন বাংলাদেশের উন্নতি করতে পারেনি? তারা স্বাধীনতাকে বিশ্বাস করতে পারেনি। তারা মানুষের ভাগ্য বদলাতে চায়নি। নিজেরা ভোগ বিলাসে ব্যস্ত ছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে চট্টগ্রামের সঙ্গে কথা বলছি, অনেক নেতা আমাদের মাঝে নাই। আমাদের প্রয়াত নেতারা মুক্তিযুদ্ধে বিরাট অবদার রেখেছেন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, এক টাকাও রিজার্ভ ছিল না। খাদ্য ছিল না। বাংলাদেশের মানুষ তিন বার ভোট দিয়ে আমাদের ক্ষমতা এনেছিল বলে আমরা সার্বিক উন্নয়ন করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তৃণমূলকে ক্ষমতা দিতে চেয়েছিলেন জাতির পিতা। সেই সময় জাতির পিতাকে হত্যা করা হয়। বীরমুক্তিযোদ্ধারা সে সময় পরিচয় দিতেই ভয় পেতেন।

টানেল এলাকায় সকাল থেকেই স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আশপাশের অনেক এলাকা থেকে তারা অনুষ্ঠানস্থলের আশপাশে অবস্থান নেন। যদিও আমন্ত্রিতদের ছাড়া কাউকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুরুর আধঘণ্টা আগে থেকেই আমন্ত্রিত অতিথিরা আসা শুরু করেন। দুই হাজার অতিথির উপস্থিতিতে বিপুল করতালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

এ সময় পতেঙ্গা প্রান্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী নওফেল, চীনা রাষ্ট্রদূত লি জিন মিং, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, প্রকল্প পরিচালক হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশালে অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন করায় ১০ ছাত্রকে স্ট্যান্ড রিলিজ

শামীম আহমেদ ॥ বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয়া ১০ শিক্ষার্থীকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বরখাস্ত) করা হয়েছে। তাদের দেশের বিভিন্ন স্থানের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বদলি করা হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ, যুদ্ধাপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার ভাগনে অধ্যক্ষ কারসাজি করে এই স্ট্যান্ড রিলিজ করিয়েছেন। খামারবাড়ি বলছে, উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যে কারণে আন্দোলন করেছে, সেই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি খামারবাড়ি। তদন্ত কমিটি বলছে, শিক্ষার্থীদের বদলির জন্য তারা কোনো সুপারিশ করেননি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত চিঠিতে সোমবার এ আদেশ দেয়া হলেও শিক্ষার্থীরা চিঠি হাতে পায় বৃহস্পতিবার।
চিঠিতে ১০ শিক্ষার্থীর নাম উল্লেখ করে স্ট্যান্ড রিলিজকৃত প্রতিষ্ঠানগুলো লেখা হয়। ২৪ নভেম্বর বর্তমান প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হয়ে ২৬ নভেম্বরের মধ্যে বদলির প্রতিষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে।
বদলি হওয়া শিক্ষার্থীদের মধ্যে সিয়াম সরদার রংপুরে, আরিফুল ইসলাম গাইবান্ধায়, মো. ইব্রাহিম ঝিনাইদহে, জাহিদ হাসান অন্তিম ব্রাহ্মণবাড়িয়ায়, জাবেদুর রহমান মাহি সিলেটে, তাসনিম জাহান শেহতাজ কুমিল্লা, নাজমুল হাসান ঝিনাইদহে, মারিয়া তুন ইভাকে শেরপুরে, মোজাম্মেল হককে গাজীপুর ও সজীব মিস্ত্রিকে রাঙ্গামাটিতে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
শিক্ষার্থী সিয়াম সরদার বলেন, ‘রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ও তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছিলাম আমরা। একপর্যায়ে খামারবাড়ির কর্মকর্তারা, ইউএনও এসে আমাদের আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করি। এরপর অধ্যক্ষের অনিয়ম তদন্তে ৮ নভেম্বর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার।
‘তবে হঠাৎ করে আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তাদের বদলি করা হয়েছে অনৈতিকভাবে। কিন্তু যার অনিয়ম তদন্তে কমিটি করা হয়েছে, সেই দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বহাল তবিয়তে রয়েছে। ২১ তারিখ চিঠি সাইন হলেও আমরা জানতে পেরেছি ২৪ তারিখ। আবার ২৬ তারিখের মধ্যে ইনস্টিটিউটে যোগ দিতে বলা হয়েছে। কাদের মোল্লার ভাগনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ এসব করিয়েছে। যারা আন্দোলন করেছে তাদের শায়েস্তা করা হচ্ছে। আমাদের ১০ জনের মধ্যে ছাত্রলীগের কর্মী রয়েছে অনেকে। ছাত্রলীগের রাজনীতি করায় আমাদের ওপর ক্ষিপ্ত ছিল ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
এসব বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘মন্ত্রণালয় তদন্ত করে ওদের স্ট্যান্ড রিলিজ দিয়েছে। এই বিষয়ে আমি কিছু জানি না।
তদন্ত কমিটির প্রধান ঢাকা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মকবুল আহম্মেদ বলেন, ‘এই বিষয়ে আমি ফোনে কোনো কথা বলতে পারব না। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই অনুযায়ী ওদের বদলি করা হয়েছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের অতিরিক্ত পরিচালক ফজলুল হক বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বদলিজনিত কোনো সিদ্ধান্ত দেইনি। ডিজি মহোদয়ের অফিস এ বিষয়ে ভালো বলতে পারবে।’
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার, তদন্ত কমিটি গঠনকারী ও তদন্ত কমিটির সদস্য মোসাম্মৎ মরিয়ম বলেন, ‘শিক্ষার্থীদের বদলির বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত দেইনি, কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিয়েছে। শুধু যে ওদের বদলি করা হয়েছে বিষয়টি তেমন নয়, দুজন উপসহকারী পরিচালককেও বদলি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত আসতে পারে।

 

 

 

বঙ্গবন্ধু টানেলের ৯৪ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশের প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল জানুয়ারিতে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ইতোমধ্যে টানেলের ৯৪ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। জমকালো উদ্বোধনের আগে আগামীকাল শনিবার সরকার টানেলের দক্ষিণ টিউবের নির্মাণ কাজের সমাপ্তি উদযাপন করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি  উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস চট্টগ্রামে উদযাপনের স্থান পরিদর্শন করেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমদ কায়কাউস জানান, ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ৯৪ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারিতে টানেলের সব কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারি মাসের মধ্যেই টানেলটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে কায়কাউস বলেন, ‘টানেলটি জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে শূণ্য দশমিক ১৬৬ শতাংশ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। টানেলটি চট্টগ্রামের যানজট পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।’

কায়কাউস আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ পদ্মা সেতুর পর আরেকটি মেগা প্রকল্প বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন বলেন, ‘দক্ষিণ এশিয়ার প্রথম টানেলটি বাংলাদেশের গর্ব, মর্যাদা এবং একটি মেগা কাঠামো সম্পন্ন করার সক্ষমতার প্রতিফলন ঘটাবে। এক নগর, দুই শহর নকশার ভিত্তিতে চীনের সাংহাই নগরীর মতো বন্দরনগরী চট্টগ্রামকে নির্মাণ করার প্রকল্প নিয়েছে সরকার।’

সেতু বিভাগের সচিব বলেন, ‘টানেলের কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে। কক্সবাজার, বাঁশখালী ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র এবং কর্ণফুলী টানেল দিয়ে আনোয়ারা ক্রসিং হয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।’

প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘টানেলের ভেতরের বেশিরভাগ কাজ শেষ হয়েছে এবং শুধু বৈদ্যুতিক লাইন ও কিছু কারিগরি কাজ বাকি আছে। প্রকল্পের সঙ্গে জড়িত দেশি-বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা প্রতিদিন চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্রুত কাজ এগিয়ে নিচ্ছেন।’

হারুনুর রশীদ বলেন, ‘টানেলের মাধ্যমে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বন্দর এবং পশ্চিম প্রান্তে অবস্থিত বিমানবন্দরের সঙ্গে একটি উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। পূর্বাঞ্চলের শিল্প কারখানা থেকে উৎপাদিত পণ্য ও কাঁচামাল চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরে নিয়ে যেতে সময় ও খরচ কম লাগবে।’

২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টানেল টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন এবং  ২০২০ সালের ১২ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন।