আর্জেন্টিনার হার নিয়ে দুজন ছুরিকাহত হন

ডেস্ক রিপোর্ট:

দিনটি ভালোই ছিল। দেশজুড়ে বইছিল ফুটবল বিশ্বকাপের হাওয়া। আজ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম মাঠে নামা নিয়ে ছিল সমর্থকদের অন্যরকম উত্তেজনা। সেই খেলায় সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে ঢাকার সাভারে শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে দুজন ছুরিকাহত হন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।

স্থানীয়রা জানায়, বক্তারপুর এলাকায় একদল যুবক সৌদি আরব ও আর্জেন্টিনার খেলা দেখছিলেন। খেলা শেষের দিকে আর্জেন্টিনার হার নিয়ে তাচ্ছিল্য ও টিপ্পনির একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে ২০ থেকে ২২ জন মিলে বিতণ্ডায় জড়ায়। এরপর মেহেদী ও আল আমিনকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আঘাত করে। তাদেরকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, ‘দুই কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এরমধ্যে আল আমিনের শরীরের প্রায় আট থেকে ৯ জায়গায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।’

বরিশালে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

শামীম আহমেদ॥ 

ব্রাক্ষবাড়িয়ায় আওয়ামী পুলিশ কর্তৃক ছাত্রতল নেতা নয়ন মিয়াকে গুলি করে হত্যা করার প্রতিবাদে বরিশাল মহানগর ও বরিশাল জেলা (দক্ষিণ) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ মঙ্গলবার (২২) নভেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে মহানগর বিএনপি।

মহানগর বিএনপি সভাপতি মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল,মহানগর মহিলাদল সম্পাদিকা পাপিয়া পারভিন, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান,ওয়ার্ড বিএনপি নেতা কামরুল আহসান রতন, সাজ্জাদ হোসেন,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু,মহানগর ছাত্রদল সম্পাদক হুমাউন কবির।

এছাড়া প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কে.এম আলহাজ্ব শহিদুল্লাহ, সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম,সদস্য এ্যাড, আজাদ হোসাইন সহ বিভিন্ন সদস্য ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে ফারুক জাহিদের নেতৃত্বে নগরীতে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে।

অপর দিকে সকাল সাড়ে ১১ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে একই দাবীতে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি এক প্রতিবাদ সমাবেশ করে।

জেলা বিএনপি নবগঠিত কমিটির আহবায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহিনের সঞ্চলনায় এখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,বরিশাল জেলা কৃষকদল আহবায়ক এইচ.এম মহসিন,জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি জে.এম আমিনুল ইসলাম লিপন,জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড.এইচ.এম তছলিম উদ্দিন,জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু।।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ নুরুল আমিন,সদস্য আলহাজ্ব মন্টু খান, সদস্য জিয়াউল হাসান সাবু, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক নাসির হাওলাদার, জেলা স্বেচ্ছা সেবক দল স-সভাপতি আতাউর রহমান আউয়াল,জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু, সহ জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে বিনা পুলিশের বাধায় নগরীর বিভিন্ন সড়কে শান্তিপূর্ন বিক্ষোভ মিছিল করে পুনরায় সদররোড এসে শেষ হয়।

 

 

বরিশালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের মৃত্যুবার্ষিকীতে মহানগর ও জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

শামীম আহমেদ ॥

সাবেক শিক্ষা প্রতি মন্ত্রী অধ্যক্ষ মোঃ ইউনুস খানের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা বিএনপির কবর জেয়ারত দোয়া- মোনাজাত সহ পূস্পার্ঘ অর্পন করে মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২২) নভেম্বর সকাল ১০ টায় নগরীর আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ ইউনুস খানের কবর জেয়ারত করেন বরিশাল মহানগর বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চ্ঁন, মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, জাহিদুল কবির জাহিদ,সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,মহানগর যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য এ্যাড,ইমন চাকলাদার,এ্যাড, সরোয়ার হোসেন, সদস্য আরিফুর রহমান বাবু, সহ মহানগরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপর দিকে সকাল ১১ বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি সহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিনের নেতৃত্বে ইউনুস খানের কবরে ফুলের শ্রদ্ধা জানিয়ে পরে তার রুহের মাগ-ফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইউনুস খানের সন্তান সহ বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সাবেক সভাপতি এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু,নাসির হাওলাদার,সাজ্জাদ মোল্লা,জেলা যুবদল ভারপ্রাপ্ত সভপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক এ্যাড.এইচ.এম তছলিম উদ্দিন,জিয়াউল আহসান (জুয়েল) সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ফটো ক্যাপশনঃ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মৃত্যুবার্ষিতে মহানগর বিএনপির দোয়া-মোনাজাত। (২) শিক্ষা প্রতিমন্ত্রী ইউনুস খানের কবরস্থানে জেলা বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শ্রদ্ধা নিবেদন।

 

পদ্মা মেঘনা নামেই হবে নতুন বিভাগ

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন করে এই দুই প্রধান নদীর নামে বিভাগের প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, আগামী রোববার (২৭ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব উঠবে।

ওইদিন বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার আলোচ্যসূচিতে দেখা গেছে, এবারের সভায় মোট ছয়টি প্রস্তাব উঠছে। ‘পদ্মা’ ও ‘মেঘনা’ প্রশাসনিক বিভাগ সৃজন ছাড়াও রয়েছে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ‘ঝাউনিয়া পুলিশ ক্যাম্প’ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নামকরণের প্রস্তাব।

এ ছাড়া সভায় উঠছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ও বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ণ অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযোজন করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন এবং ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৩৭ জনে দাঁড়াল। এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ২৩১ জন।

সারা দেশের পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৬৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৯ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ২৪৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৯৮৮ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৯২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫১ হাজার ৪৬০ জন

প্রকৃতিকে বিপর্যয়ে ফেলে এমন কোনো প্রকল্প করা যাবে না

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃতিকে বিপর্যয়ে ফেলে এমন কোনো প্রকল্প করা যাবে না। আর দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো বন্ধ করতে হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীতে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় এ কথা বলেন তিনি।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে একনেক সভা শুরু হয়। এতে নদীর নামে সবসময় সেতু করার কথা বলেন প্রধানমন্ত্রী।

সভাশেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রকৃতির ক্ষতি করে কোনো প্রকল্প না নিতেও একনেকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, প্রকল্প বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণেই বারবার বাড়াতে হয় মেয়াদ।

তিনি আরও জানান, মূল্যস্ফীতি আর রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক পরিস্থিতি দেখছে সরকার। সভায় ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উপকূলীয় শহরগুলো রক্ষায় আনা প্রকল্পটিসহ প্রায় ৫ হাজার কোটি টাকার মোট আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ময়মনসিংহ ও চট্টগ্রামে কারাগারের নিরাপত্তার আধুনিকায়নের জন্য ১৭ কোটি ৯৮ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়।

 

মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে গড়ে তুলছে

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলবে না উল্লেখ করে তাঁর সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে গড়ে তুলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটানা তিন বার ক্ষমতায় থাকতে পেরেছি বলেই মানুষের জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছি। পিতা-মাতা-ভাইসহ স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে, বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠায় আমার সংগ্রাম অব্যাহত থাকবে।’

আজ সোমবার সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যেসব মুক্তিযোদ্ধা একেবারে অবহেলিত পড়েছিল সরকার তাঁদের খুঁজে বের করে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তাঁদের ভাতার ব্যবস্থা, মারা গেলে রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা, এমনকি তাঁদের দাফনের ব্যবস্থাও আমরা করছি।’

শেখ হাসিনা বলেন, ‘যারা আমার বাবার ডাকে অস্ত্র তুলে নিয়ে এদেশ স্বাধীন করেছেন—তাঁদের সম্মান করা, মর্যাদা দেওয়াই আমাদের কাজ। দল-মত পৃথক থাকতে পারে কিন্তু তাঁদের অবদান আমি কখনো ছোট করে দেখিনি, অবহেলা করিনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের স্মৃতি দেখে বিজয়ের ইতিহাস জানতে পারে, তাহলে তাঁরা অনুপ্রাণিত হবে। জানবে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়। কেউ কখনও মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে না। ভবিষ্যতে কেউ মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারকে অবহেলার চোখে দেখবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০২১ থেকে ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে তার পরিপ্রেক্ষিত পরিকল্পনাও আমরা প্রণয়ন করেছি। তারই ভিত্তিতে আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। এই বদ্বীপ অঞ্চলে প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে। সেজন্য তাঁর সরকার প্রণীত শতবর্ষ মেয়াদি ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।’

সরকারপ্রধান বলেন, ‘যেসব জিনিস আমদানি করতে হয় যেমন- ভোজ্য তেল, জ্বালানি তেল, গম ভুট্টা সেগুলোর দাম যেমন বেড়েছে তেমনি পরিবহণ ব্যয়ও অনেকাংশে বেড়ে গেছে। তারপরও সরকার থেমে নেই। সরকার এগুলো অতিরিক্ত মূল্যে কিনে দেশের জনগণকে দেওয়ার চেষ্টা করছে এবং উন্নয়ন অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমরা যেন এই অর্থনৈতিক মন্দাটা কাটিয়ে উঠতে পারি।’

ছিনিয়ে নেওয়া জঙ্গিরা নজরদারিতে

ডেস্ক রিপোর্ট :

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘আদালতপাড়া থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিসহ তাদের সহযোগীদের নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। এ ছাড়া জঙ্গিদের আনা-নেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে।

রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ‘আদালতের এজলাস থেকে হাজতখানা নেওয়ার সময় প্রথম চার জনের দুই জনকে জঙ্গিরা পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে ছিটিয়ে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় দায়িত্ব পালন অবহেলার জন্য পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঘটনার পরপরই মহানগর পুলিশের ডিবি, সিটিটিসি ও থানা পুলিশসহ বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন‌। তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সকল পয়েন্টে চেকপোস্ট বসায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেছি।’

এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। জঙ্গি ছিনতাইয়ের মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ১২ জন আসামির ১০ জনকে ১০ দিনের রিমান্ডে আনা হয়েছে। সবকিছু মিলিয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ।

জঙ্গিদের আনা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয় দাবি করে ডিবি প্রধান বলেন, ‘তারপরেও গতকালের ঘটনায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির প্রতিটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া রাজধানীর সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।’

গতকালের ঘটনার পর আদালতে আইনজীবীরা আতঙ্কে রয়েছেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনজীবীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া জঙ্গি আনা-নেওয়ার ক্ষেত্রে টহল জোরদার করা হয়েছে।’

এই ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান।

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও ভালো

ডেস্ক রিপোর্ট :
বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের এতো উন্নতি। করোনা ও যুদ্ধের মধ্যেও থেমে নেই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। দুর্যোগ, দুর্বিপাকেও সশস্ত্র বাহিনীর সহায়তা পায় মানুষ।

সরকারপ্রধান বলেন, নিজেদের সামর্থ্য নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

 

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৬

হেলথ ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। করোনার শুরু থেকে এ পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৪৩১ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ জন। এ সময়ে মোট ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন। ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৯৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।