সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করছে সরকার – প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করছে সরকার।

আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিচার না পাওয়ার যন্ত্রণা কী তা আমরা বুঝি, তাই সাধারণ মানুষের জন্য বিচার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, বর্তমান সরকার এর সব করেছে।’

সমাজের সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, সেই আইনও হয়েছিল এ দেশে। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে জাতির পিতা হত্যার বিচার করতে আমরা সক্ষম হয়েছি। দেশি-বিদেশি সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি।’

বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি শুরু হয়েছিল, উচ্চ আদালতে জাতির পিতা বঙ্গবন্ধুর ও তার পরিবারের সদস্যদের হত্যার রায় ঘোষণার মাধ্যমে সেটা দূর হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘উচ্চ আদালতে বিচাপতি খায়রুল হক এবং বিচারপতি তোফাজ্জল সাহেব রায় দিয়েছিলেন বলেই আমরা সেই রায় কার্যকর করতে সক্ষম হয়েছিলাম। আদালতে রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারাটা প্রবর্তন করা সম্ভব হয়েছিল।’

শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালের নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আইনের শাসন আমরা নিশ্চিত করব। বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করব। কারণ, আমরাই ভুক্তভোগী। বিচার পাওয়ার অধিকার আমরা হারিয়েছিলাম। আমরা যখন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিয়েছিলাম সেখানে অনেক বাধা এসেছিল। সেই বাধা অতিক্রম করে, সেই অর্ডিনেন্স বাতিল করে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যার বিচারের কাজ শুরু করি। বিচারের রায় যেদিন দেওয়ার কথা সেদিন বিএনপি-জামায়াত হরতাল ডেকে ছিল। যাতে জজ সাহেব কোর্টে যেতে না পারেন, রায় দিতে না পারেন। তাছাড়া তার ওপরে অনেক জুলুম অত্যাচার করা হয়েছিল। তিনি অত্যন্ত সাহসী একজন ব্যক্তি ছিলেন। তিনি কোনো কিছু মানেননি। সেই রায় গোলাম রসুল সাহেব দিয়ে যান।‘

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০০৯ সালে আমরা যখন সরকার গঠন করি। আবার বিচার শুরু হয়। তখনও অনেক বাধা আমাদের ছিল। যা হোক আল্লাহর রহমতে বিচার করে সেই রায় আমরা পেয়েছি, রায় কার্যকর করা হয়েছে। কিছু এখনও ফিউজিটিভ আছে। অনেকের খবর আমরা জানি।’

সরকারপ্রধান বলেন, ‘ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয় পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম।’

শেখ হাসিনা আরও বলেন, ‘যারা বিচার করবে তাদের নিরাপত্তা, তাদের কাজ করার সুবিধা যাতে হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি আছে। সুপ্রিম কোর্টে বিজয় ৭১ ভবন, সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামসহ অন্যান্য অবকাঠামো করে দিয়েছি। আমরা সেটাই চাই যে, যারা বিচার করবেন এবং যারা বিচার চাইতে আসবে, সকলে যেন একটা সুষ্ঠু পরিবেশ পায়। ভালো পরিবেশ পেলে চিন্তা করারও একটা সুযোগ হয়। সঠিক চিন্তা করেই বিচার করতে হয়। এটা একটা কঠিন কাজ। কাজে সেই কাজটা যেন সহজ হয় সেই ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘সারা বিশ্ব যখন সন্ত্রাস, জঙ্গিবাদে একেবারে বিধ্বস্ত, বাংলাদেশে কিন্তু একটাই ঘটনা ঘটেছে। সেই হোলি আর্টিসান।’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ডেস্ক রিপোর্ট :

ঘনবসতিপূর্ণ ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। আজ সোমবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৮৯ নিয়ে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় ছিল।

পাকিস্তানের করাচি ও ঘানার আক্রা যথাক্রমে ২৫৮ ও ১৯১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।

২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। অন্যদিকে, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

অন্যদিকে, ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে—বস্তুকণা (পি এম ১০ এবং পি এম দুই দশমিক পাঁচ), এন (ও২), সিও, এস (ও২) এবং ওজোন (ও৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো— ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট :

ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সকাল পৌনে আটটার  দিকে নগরীর কেওয়াটখালী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রেলওয়ের সহকারী প্রকৌশলী নারায়ন চন্দ্র প্রসাদ বলেন, ‘সকাল পৌনে আটটার দিকে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হলে উদ্ধার কাজ শুরু হয় নয়টার দিকে।’

এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় শম্ভুগঞ্জ স্টেশনে ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস এবং ময়মনসিংহ স্টেশনে নেত্রকোণার জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। দুপুর নাগাদ লাইন স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ বিষয়ে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন বলেন, ‘একই বগি বার বার লাইনচ্যুত হচ্ছে। তদন্ত করে সঠিক কারণ বের করতে হবে।’

মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

আগামী বুধবার উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন মেট্রোরেলের প্রথম যাত্রী। আর এই ট্রেনটি সেদিন চালাবেন একজন নারী চালক মরিয়ম আফিজা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পরিবর্তে মেট্রোরেল উদ্বোধনের ভেন্যু ঠিক করা হয়েছে দিয়াবাড়ী মাঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহেই স্থান পরিবর্তন করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

২৮ ডিসেম্বর উদ্বোধন শেষে মেট্রোরেলের প্রথম যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী। টিকিট কেটে দিয়াবাড়ী থেকে উঠে আগারগাঁও স্টেশনে নামবেন তিনি।

উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত ২২ কিলোমিটারের বেশি দীর্ঘ মেট্রোরেলে প্রকল্পের প্রায় ১২ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। এর মধ্যে উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন হতে যাচ্ছে ২৮ ডিসেম্বর। এই অংশে থাকছে ৯টি স্টেশন। ২৯ ডিসেম্বর সকাল থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রীকে উদ্বোধনের দুটি স্পটের কথা জানিয়েছিলাম। তিনি খোলা মাঠে অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এই হিসেবে দিয়াবাড়ী মাঠে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘উদ্বোধন শেষে প্রথম ট্রেনের যাত্রী হবেন প্রধানমন্ত্রী। তিনি টিকিট কেটে উত্তরা থেকে উঠে আগারগাঁও এসে নামবেন।’

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কনকোর্স লেভেলে সংবাদ সম্মেলন করবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে উদ্বোধনী আয়োজন থেকে শুরু করে ট্রেন পরিচালনার বিস্তারিত তুলে ধরা হবে।

এসব বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘গত মঙ্গলবার একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সেখানে যার যা দায়িত্ব তা পালন করতে নির্দেশনা দেওয়া হয়। উদ্বোধন অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যাওয়ার জন্য অতিথিরা প্রধান যে সড়ক ব্যবহার করবেন, সেগুলো সুন্দর করতে বলা হয়েছে।’ এ ছাড়া সিকিউরিটি, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এসব বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক

শামীম আহমেদ ॥ রকেট নাম্বারে ভুয়া ম্যাসেজ পাঠিয়ে প্রতারনার মাধ্যমে টাকা উত্তোলণ করতে এসে জনতার হাতে আটক হয়েছে বিকাশ প্রতারক চক্রের সদস্য আলমগীর হোসেন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে।
আটককৃত আলমগীর পটুয়াখালী জেলা সদরের বাসিন্দা। সে একটি কোম্পানীর সেলসম্যান হিসেবে গৌরনদীতে কর্মরত ছিলেন। রবিবার দুপুরে বাটাজোর বন্দরের ব্যবসায়ী উত্তম কুমার জানান, শনিবার সন্ধ্যায় তার দোকানে টাকা উত্তোলণ করতে আসেন আলমগীর হোসেন নামের ওই ব্যক্তি। এসময় তার (উত্তম) রকেট নাম্বারে একটি ভুয়া ম্যাসেজ দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করে প্রতারক আলমগীর। পরবর্তীতে বন্দরের ব্যবসায়ীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অকপটে বিকাশ প্রতারক চক্রের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। গৌরনদী মডেল থানার এসআই নুর আমীন জানান, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে জনতার হাত থেকে আলমগীর হোসেনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বরিশালে উৎসবমুখর পরিবেশে ‘বড়দিন’ উদযাপন

শামীম আহমেদ ॥
বরিশালে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে পালিত হয়েছে খ্রিস্ট ধর্মের সবথেক বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উৎসব। এ উপলক্ষে শনিবার রাত থেকে বরিশাল নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথড্রিল ধর্মপল্লীতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় নগরীর বিভিন্ন স্থান থেকে খ্রিস্ট ভক্তরা সেখানে ভিড় করেন এবং প্রার্থনায় সামিল হন।
খ্রিস্ট ভক্তরা বলেন, প্রতি বছরের মতো এবারও এসেছে তাদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। করোনা মহামারীর কারণে গত দুই বছর জাকঝমক পূর্ন ভাবে অনুষ্ঠান পালন না করতে পারলেও এবার ঝমকালো আয়োজন করা হয়েছে।
ভক্তরা বলেন, সব ধর্মেই মানবতা, প্রেম, সহমর্মিতা ও অহিংসতা শেখায়। তারা অতীতের পাপ মোচনের জন্য যীশুর কাছে প্রার্থীনা করেন।
বরিশাল ক্যাথড্রিল বিশপ ইম্মান্যুয়েল কানন রোজারিও বলেন, মানুষের মধ্যে বৃদ্ধি পাক ভ্রাতৃত্ব ও বন্ধুত্ববোধ। মানুষ যেন শান্তিতে সম্প্রীতিতে ভালো ভাবে বসবাস করতে পারেন এই প্রার্থনা তার। বরিশালে ক্যাথিড্রাল ছাড়াও, অক্সফোর্ড এবং ব্যাপ্টিস্ট গোত্রের খ্রিস্টান রয়েছে।

 

যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্ক :

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর ১২টার দিকে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করেছে। এটি আরও পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ কারণে আগামী মঙ্গলবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুল রশিদ আজ রোববার রাতে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘নিম্নচাপটি এখন শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি রয়েছে। নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে এলে এর প্রভাবে মঙ্গলবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা ও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এতে সারা দেশের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।

বজলুল রশিদ আরও বলেন, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিম্নচাপ এলাকায় বিচরণ না করতে বলা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এ অবস্থার পরিবর্তন হয়ে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে।

দেশজুড়ে চলছে বড়দিন উদযাপন

ডেস্ক রিপোর্ট :

খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো দেশেও বড়দিন উদযাপন করছে।

খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন প্রতি বছর ২৫ ডিসেম্বর সারা বিশ্বে যীশু খ্রিস্টের জন্মকে স্মরণ করে উদযাপিত হয়।

এটি এমন একটি সময় যখন পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়রা বাড়িতে সজ্জিত রঙিন আলো ও ক্রিসমাস ট্রি দিয়ে দিনটি উদযাপন করতে একত্রিত হয়।

গির্জাগুলোতে প্রার্থনার আগে ও পরে বড়দিনের বিশেষ স্তুতি গান গাওয়া হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদর দপ্তর সূত্রে জানা যায়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বড়দিন উদযাপনের সময় জরুরি ও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য সংস্থার আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক র‌্যাব ইতোমধ্যেই সারা দেশে মোতায়েন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বড়দিন খ্রিস্টান সম্প্রদায়সহ সবার জন্য অফুরন্ত আনন্দ ও কল্যাণ বয়ে আনুক। সকলের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক।’

প্রধানমন্ত্রী এই উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়সহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং একটি সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ জাতি গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

এ উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি এক অভ্যর্থনার আয়োজন করবেন।

বাংলাদেশের আর্চবিশপ, রাষ্ট্রদূত, বিদেশি মিশনের প্রতিনিধি, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অতিথিদের সঙ্গে এক চা পার্টিতে যোগ দেবেন।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।

আ.লীগের প্রচেষ্টায় দেশের মানুষের ভাগ্য ফিরেছে

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ এ দেশের জনগণের জন্য কাজ করে এবং আওয়ামী লীগের প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের আজ ভাগ্য ফিরে এসেছে। প্রথমবার সরকার যখন গঠন করি, আমাদের সিদ্ধান্ত ছিল কেউ কুঁড়ে ঘরে থাকবে না। ‍আর এখন আমরা আধাপাকা ঘর তৈরি করে দিচ্ছি।’

আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি গঠনের পরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আজ রোববার দুপুরে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের জনগণের জন্য কাজ করে এবং আওয়ামী লীগের প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের আজ ভাগ্য ফিরে এসেছে। প্রথমবার সরকার যখন গঠন করি, আমাদের সিদ্ধান্ত ছিল কেউ কুঁড়ে ঘরে থাকবে না। ‍আর এখন আমরা আধাপাকা ঘর তৈরি করে দিচ্ছি। দয়া করে আপনারা আপনাদের এলাকায় খোঁজ নেবেন। রাজনৈতিক নেতা হিসেবে এটা আপনাদের দায়িত্ব যে, আপনার এলাকায় কোনো ভূমিহীন পরিবার বাদ পড়ল কি না।’

দশম বারের মতো দলের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমার মনে হয় এতবার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও যেহেতু এখন সারা বিশ্বব্যাপী একটা দুঃসময় চলছে, এ জন্যেই আমি মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে, এটাও মনে রাখতে হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘সেই ৪৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বারবার আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। একটা বাড়ির বাবা যদি জেলে যায়, সে পরিবারের যে কী কষ্ট হয়…আমরা নিজেরা তো ভুক্তভোগী, আমরা তো জানি। আমরা আজকে ১৪ বছর ক্ষমতায় আছি। কাজেই আমাদের নেতাকর্মীরা, তাদের পরিবার-পরিজন যেন ভালো থাকে। আর সেই সঙ্গে বাংলার আপামর জনগোষ্ঠী।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা ঠিক সংগঠন বলতে সারা দেশে আওয়ামী লীগই আছে। আমরা তো মাটি ও মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন। আর বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী একজন মিলিটারি শাসকের পকেট থেকে বের হওয়া। এরা ভাসমান, কাজেই এদের দায়-দায়িত্বটা জনগণের ওপর নেই। যদিও তারা দাবি করে অনেক বছর ক্ষমতায়। কিন্তু ক্ষমতায় থেকেই নিজেদের ভাগ্য গড়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আওয়ামী লীগের কাজই হচ্ছে জনগণের ভাগ্য গড়া, আর সেটাই আমরা কিন্তু করে যাচ্ছি এবং সেটা আমাদের করতে হবে। এককভাবে করলে হবে না, আওয়ামী লীগের নেতাকর্মীরা যার যার এলাকায় একেক জন যদি দায়িত্ব নেন একজনকে সহযোগিতা করবেন, তাহলেই কিন্তু সেই মানুষটার জীবন দাঁড়িয়ে যায়। সেভাবে সবাই কাজ করবেন। মানুষের আস্থা বিশ্বাস এটাই আমাদের বড় শক্তি। একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি।’

ওমিক্রনের নতুন উপধরন

হেলথ ডেস্ক :

বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র ভারতে ওমিক্রনের নতুন উপধরন শনাক্ত হয়েছে। দেশে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন এই ধরনকে ‘অত্যন্ত সংক্রামক’ উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে স্থল, নৌ ও বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা থেকে এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠি সিভিল সার্জন, স্বাস্থ্য কর্মকর্তা, নৌ, স্থল ও বিমানবন্দর বরাবর পাঠানো হয়। সেখানে নতুন এই উপধরনের নাম বলা হয়েছে বিএফ.৭।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি চীন, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব দেশে ওমিক্রন বিএফ.৭ উপধরনের কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশি দেশগুলোতে সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সেই সংক্রমণের আশঙ্কা থাকে বলে ওই চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ অত্যন্ত সংক্রামক। এ সংক্রমণ রুখতে এবং দেশের জনগোষ্ঠীর সুরক্ষার জন্য দেশের নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি এবং স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল, জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদার করতে হবে।

এমন পরিস্থিতিতে এসব দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের দেশের স্থল, নৌবন্দর ও বিমানবন্দরের ইমিগ্রেশন ও আইএইচআর হেলথ ডেস্কের সহায়তায় স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হলো।