পিরোজপুরের কাউখালীতে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোরে ঘরের পাশে একটি কাঠাল গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।

মৃত মো. সাইফুল ইসলাম (২২) দক্ষিণ বাশুরি গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে। তিনি বরিশালের বি.এম কলেজে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

সাইফুলের পরিবারের সদস্যরা জানান, ভোর রাতে গাছের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সাইফুল। পরে বাড়ির লোকজন সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজ করতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কিন্তু কী কারণে সাইফুল আত্মহত্যা করেছে তা বলতে পারেনি সাইফুলের স্বজনরা।কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

পিরোজপুরে শহীদ নূর হোসেন দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস ও টিটো দিবস। ১৯৮৭ সালের এইদিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ হিসাবে ঢাকা অবরোধ কর্মসূচিতে যোগ দেন পিরোজপুর মঠবাড়িয়ার সন্তান ও যুবলীগ কর্মী নূর হোসেন ও কিশোরগঞ্জের বাজিতপুরের বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা আমিনুল হুদা টিটো।

অবরোধ চলাকালিন স্বৈরাচার এরশাদের পুলিশবাহিনীর গুলিতে শহিদ হন গণতন্ত্রকামী এই দুই বীর দেশপ্রেমিক।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পিরোজপুরে শহীদদের স্মরণ করছে ছাত্র ইউনিয়ন ও শহীদ নূর হোসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, সামরিক স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদ নূর হোসেন আমাদের পিরোজপুর জেলার বীর সন্তান।

স্বৈরাচার এরশাদ পতন হলেও শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি নূণ্যতম প্রদ্ধা জানায়নি কোনো সরকার। তার নিজ জেলায় নির্মাণ হয়নি কোনো স্থাপনা। আমরা ছাত্র ইউনিয়ন দাবি করছি, এই দুই বীর শহীদদের যথাযথ সরকারি ভাবে স্মামান প্রদান করা হোক।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী,সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার,শিক্ষা ও গবেষনা সম্পাদক নাজমিন তুলি,সদর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক শুকন্যাসহ আরো অনেকে।

এছাড়াও শহীদ নূর হোসেনের জন্য তার নিজ এলাকা মঠবাড়িয়ায় দোয়া ও মাহফিলের আয়োজন করেছে শহীদ নূর হোসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।

আমনে পোকা দমনে ‘পার্চিং পদ্ধতি’ কাউখালীতে ব্যাপক সাড়া

পিরোজপুরের কাউখালী উপজেলার আমন ধান ক্ষেতের পোকা দমনের পার্চিং পদ্ধতির কৃষকদের কাছে বিগত বছরগুলোর চেয়ে এবার আরো ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, এ সময়েই নানা প্রজাতির পোকার আক্রমণে ধানের গাছের ব্যাপক ক্ষতি হয়ে থাকে এবং ফলশ্রুতিতে ফলনও অনেক কম হয়। কিন্তু এলাকার কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শে ধানের চারা লাগানোর সময়ই প্রতিটি ক্ষেতে পার্চিং পদ্ধতির ব্যবস্থা করে রেখেছেন।

ফলে এখন তারা পার্চিং পদ্ধতিতে পোকা দমন করে সুফল পাচ্ছেন এবং কোন প্রকার বালাইনাশক (কীটনাশক/বিষ) ব্যবহার না করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থিক ক্ষতি থেকে রেহাই পাচ্ছেন। এ উপজেলার কৃষকরা তাদের আমন ধান ক্ষেতের বিভিন্ন স্থানে বাঁশের আগা, বাঁশের কঞ্চি, গাছের ডাল পুঁতে দিয়েছেন। এসব বাঁশের আগা, বাঁশের কঞ্চি, বাঁশের মাচাল বা আড়, গাছের ডালে নানা ধরনের পাখি বসে ক্ষতিকর পোকা খেয়ে ফেলছে এবং পাখি ওই পার্চিং-এ বসে ক্ষণিক সময়ের বিশ্রামও নিচ্ছে।
এভাবে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধান গাছ রক্ষা পাচ্ছে বলে কৃষকরা জানান এবং তারা ডেড পার্চিং পদ্ধতি ব্যবহার করে পোকা দমনে অনেকটা সফল হয়েছেন।

ফসলের জমিতে পাখি বসার উপযোগী বাঁশের আগা, বাঁশের কঞ্চি, বাঁশের মাচাল বা আড়, গাছের ডাল পুঁতে যে পার্চিংয়ের ব্যবস্থা করা হয় তাকে ডেড পার্চিং বলে। বিভিন্ন গ্রামে আমনখেতে পোকা দমনে কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শে জমিতে কিছু দূর পরপর গাছের ডাল পুঁতে দিচ্ছেন। ওই ডালগুলোতে বিভিন্ন রকমের পাখি বসছে এবং ধানখেতের পোকা খেয়ে ফেলছে। এভাবে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষা পাচ্ছে। অল্প সময়ের মধ্যে পদ্ধতিটি স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

কাউখালী উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে।

কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ বলেন, কৃষকদের কাছে পোকা দমনের পার্চিং পদ্ধতির ব্যবহার বিগত বছরগুলোর চেয়ে এবার আরো ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণত ধান গাছে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, খাটসুর, ঘাসফড়িং ও পাতাফড়িং আক্রমণ করে। পোকাখাদক পাখি জমিতে পুঁতে রাখা পার্চিংয়ে বসে এসব ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। ফলে এর মাধ্যমে অতি সহজেই ক্ষতিকর পোকা দমন করা সম্ভব হচ্ছে। এটা পরিবেশবান্ধব এবং এই পদ্ধতি ব্যবহারে জমিতে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার কমবে।

মঠবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷
অালোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বাদল, জসিম উদ্দিন ফরাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রদল নেতা আল মামুন প্রমূখ ৷ পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মঠবাড়িয়ায় শতবর্ষী বিধবা নারী পেলো প্রধানমন্ত্রীর উপহার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ সন্তানের জননী শতবর্ষী বিধবা অসুস্থ ফাতেমা বেগম মানেবেতর জীবন যাপন করছিল।

বৃদ্ধা অবহেলিত ওই নারী ছেলেদের কাছ থেকে নিয়মিত ভরন পোষন না পেয়ে পুলিশে অভিযোগ করলে আজ শুক্রবার মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেদের মুছলেকা নিয়ে মাকে ঘরে তুলে দেয়।

জানাযায়, উপজেলার কুমির মারা গ্রামের মৃত্যু আব্দুল লতীফের স্ত্রী ৫ সন্তানের জননী বৃদ্ধা ফাতিমা বেগম ছেলেদের অবহেলায় আলেদা ঘরে মানবেতর জীবন যাপন করছিল।

এ অভিযোগ পেয়ে মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন জমাদ্দারকে নিয়ে ওই বাড়িতে গিয়ে বৃদ্ধার কথা শুনে বৃদ্ধাকে খাদ্য দ্রব্য, একটি কাপড় ও নগদ অর্থ তার হাতে তুলে দেয় ।

ওই অসহায় বৃদ্ধার ছেলে মনেজ, নুর মোহাম্মাদ, দেলোয়ার, ও ছিদ্দিককে ডেকে তার মায়ের নিয়মিত ভরন পোষন ও চিকিৎসা দেয়ার কথা বলেন।

এ সময় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে ওই নারীকে নগদ ১ হাজার টাকা ও প্রতি মাসে ১৫ কেজি চাল দেয়ার কথা বলেন।

ওই মুছলেকা বৈঠকে উপস্থিত ছিলেন থানার এস আই শাহনাজ পারভীন ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, জামাল এইচ আকন ও ইউপি সদস্য আ: ছালাম প্রমূখ।

মঠবাড়িয়ায় তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানের শহীদ মোস্তফা খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার পৌর এলাকাসহ ১১ ইউনিয়নের প্রায় অর্ধলক্ষাধিক তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন। সমাবেশে উপজেলা জমিয়াতে হিযবুল্লাহ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ আবু জাফর মোহাম্মদ সালেহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা

বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমীন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ নওরোজ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব কে,এম হুমায়ূন কবির, দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওঃ শাহ জালাল, সাবেক ইউপি চেয়ারম্যান

মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ছানি ইমাম মাওঃ গোলাম কিবরিয়া, যুব হিযবুল্লাহ’র সভাপতি মাওঃ কাজী ওবায়দুল্লাহ, মাওঃ জাকির হোসেন ও সাংবাদিক তরিকুল ইসলাম তারেক প্রমুখ। পরে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে কাউখালীতে ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

কাউখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম দিন উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী পালন করে। সোমবার সকালে উপজেলার ইকো পার্কে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এর পরে জন্মদিনের কেক কাটা হয়। দুঃস্থ অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ, মিলাদ মাহাফিল ও দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ন সধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন জোমদ্দার বাবলু, ছাত্র লীগের উপজেলা সভাপতি রিছাদ হোসেন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত, ছাত্রলীগের সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক রাফছান প্রমূখ।

মঠবাড়িয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন

মুজিব শতবর্ষ উপলক্ষে রিয়াল চক্ষু হাসপাতালের উদ্যোগে মঠবাড়িয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সোশ্যাল ইসলামী ব্যাংক সাফা বন্দর শাখায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শাখা বন্দর শাখার ম্যানেজার মোঃ আসাদুজ্জামান হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়াল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান, সাফা বন্দর বণিক সমিতির চেয়ারম্যান এমএ সাঈদ, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার।

প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পিরোজপুরে দোয়া মাহফিল

পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর সদর-নেছারাবাদ) আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের মা মিসেস মাজেদা বেগমের মৃত্যুতে পিরোজপুর জেলা বড় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টোম্বর) জুমার নামাজ বাদ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া একই দিন জুমার নামাজ বাদ জেলার নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

পিরোজপুর জেলা মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন খান, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার মতিউর রহমান সর্দার, জেলা যুবলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, পৌর কমিশনার মো. জাহিদুল ইসলাম পিরুসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য গত সোমবার (২১ সেপ্টোম্বর) রাত পৌনে ১২টায় খুলনা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মন্ত্রীর মা মাজেদা বেগমে।

মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা,ধর্ষকসহ গ্রেপ্তার-২

পিরোজপুরের মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে ধর্ষক নাঈম শরীফ (২১) তার বড় ভাই মো. মহারাজ শরীফ (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। নাঈম ও মহারাজ উপজেলার তেতুঁল বাড়িয়া (ভাঙ্গাপোল) এলাকার হানিফ শরিফের ছেলে।

ধর্ষিতা ছাত্রীর পিতা অটোচালক বাদী হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) মঠবাড়িয়া থানায় ধর্ষক নাঈম শরীফ তার বড় ভাই মহারাজ ও মা তহমিনা বেগমের বিরুদ্ধে এ মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতা ওই মাদ্রাসা ছাত্রী ও ধর্ষক নাঈম শরীফ সম্পর্কে আপন খালাতো ভাই-বোন। ধর্ষক খালাতো ভাই এর আগে বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা ধর্ষক নাঈমের বড় ভাই মহারাজ ও তার মা তহমিনাকে জানাইলে তারা নাঈমকে সর্তক না করে বিয়ের প্রস্তাব দেয়। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে ওই ছাত্রীকে ফুসলিয়ে পার্শবর্তী ভান্ডারিয়া ইকো পার্কে ঘুরতে নিয়ে যায়। রাতে সেখান থেকে ফিরে ধানীসাফার ফুলঝুড়ি বাজার সড়কের পাশে মুজাম্মেল হোসেনের পরিত্যক্ত ঘরে রাত্রি যাপন করে। ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে রাত ব্যাপী ধর্ষন করে। বিষয়টি ধর্ষকের মা ও তার বড় ভাইকে জানালে তারা বিচারের আশ্বাস দিয়ে ধর্ষককে বাড়ি থেকে পালিয়ে যেতে সহায়তা করে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরিক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।