হলে গাঁজা খাওয়ায় দুই ছাত্রীর সিট বাতিল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গাঁজা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আবাসিক ছাত্রীর সিট বাতিল করা হয়েছে। একই কারণে ও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে হলে অবস্থান করায় এক ছাত্রীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত চিঠি টাঙানো হয়। এর আগে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ওই তিন ছাত্রীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় হল প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে আবাসিক ছাত্রী হলের প্রভোস্ট বলেন, গত ১৫ নভেম্বর হলের তিনজন আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তিন ছাত্রীকে গাঁজা সেবনকালে আটক করা হয়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তকালে ওই ছাত্রীদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

এরপর কমিটির সুপারিশের আলোকে গত ২৭ নভেম্বর জরুরি বৈঠক করে জড়িত তিন ছাত্রীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয় হল প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী হলে অবস্থানকারী দুই ছাত্রীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়। পাশাপাশি এক ছাত্রীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গার্ল গাইডসের মতবিনিময় সভা

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ এর এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ৬৩০৯ নম্বর কক্ষে আত্মউন্নয়ন এবং বিকাশের পদ্ধতি এবং উদ্দেশ্য- লক্ষ্য নিয়ে আলোচনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বরিশাল অঞ্চলের রেঞ্জার কাউন্সিলের চেয়ারম্যান এবং সুফিয়া কামাল মুক্ত রেঞ্জার ইউনিটের লিডার তানিমা রহমান খান।

আত্মনির্ভরশীলতা অর্জনের উপর গুরুত্ব দিয়ে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় তাদের শারীরিক ও মানসিক প্রস্তুতির বিষয়ে পরামর্শ দেন তানিমা রহমান ।

ব‌বির ৬ শিক্ষার্থী‌কে বৃত্তি প্রদান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রকল্যান সমিতির আয়োজনে বিভাগের ২য় বর্ষের ৬ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সা‌ড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তোমাদের নিজেদের পরিবারের প্রতি, দেশের মানুষের প্রতি এবং সর্বোপরি যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে। তোমরা যদি এ ৩টি বিষয়কে লক্ষ্য হিসেবে রেখে তোমাদের জীবনকে পরিচালনা কর তাহলে সত্যিকার অর্থেই তোমরা আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। উপাচার্য আরও বলেন তোমাদেরকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এধরনের সহশিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সক্রিয় হতে হবে। একইসাথে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও গবেষণার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমকে জোরদার এবং গতিশীল করার আহবান জানান উপাচার্য।

অনুষ্ঠানে ৬ মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ২,০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন যথাক্রমে মোঃ মাহবুবুর রহমান, মোঃ সাইফুল্লাহ, মুন্নী, সুইটি মন্ডল, মোঃ নকিবুল হাসান ও ইমরান হোসেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে লোক প্রশাসন ছাত্রকল্যান সমিতির বিদায়ী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয় এবং নবগঠিত কমিটিকে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লোকপ্রশাসন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যেকে পুরো এক সেমিস্টারে (৬ মাস) প্রতি মাসে ২০০০ টাকা করে মোট ১২,০০০ টাকা প্রদান করা হবে।

ববির ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর

ববি প্রতিনিধি:
রায় নির্ধারণ করা হয়েছে৷ যেখানে খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর ও ক ইউনিটের পরীক্ষা ২৮ ডিসেম্বর।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর ) সকাল ১১ টার দিকে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয় এবং সেখানে ভর্তি পরীক্ষার বিষয়টি আলোচনা করা হয়।

এর আগে আর্থিক ক্ষমতা না থাকায় গত ১৩ই অক্টোবর রোজ রবিবার বেলা ৫ ঘটিকায় বরিশাল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পরীক্ষা কমিটির সদস্য প্রফেসর ড. মুহাসিন উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত একটি নোটিসের মাধ্যমে ১৮ ও ১৯ অক্টোবর তারিখের পূর্বনির্ধারিত সময়সূচি ও ভর্তি পরীক্ষা স্থাগিত করা হয় এবং ভর্তি নতুন তারিখের জন্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্য থাকার কথা তিনি জানান।

গতকাল (৬ নভেম্বর) ববিতে যোগদান করেই তিনি ভর্তি পরীক্ষার বিষয়টি গুরুত্বসহকারে দেখার কথাও তিনি সকলের উদ্দেশ্য জানান।

উল্লেখ্য এবছর ববিতে ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে ছয়টি অনুষদের অধীনে ২৪ টি বিভাগের ১৪৪০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৯৯৫৬ জন যেখানে আসনপ্রতি লড়বে ৩৫ জন।

বিএম কলেজে ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর-শোভন সম্পাদক

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি ব্রজমোহন কলেজের ১৭ তম সম্মেলনের মধ্য দিয়ে কিশোর কুমার বালাকে সভাপতি, তারিকুল ইসলাম শোভনকে সাধারণ সম্পাদক এবং সুপর্ণা সাধুকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠিত।

কমিটির অন্যান্যরা হলেন :

সহ সভাপতি- রাজিব ব্যাপারী ও ফজলুল হক ফয়সাল;
সহকারী সাধারণ সম্পাদক- চন্দন দাস ও সৈকত দে;
কোষাধ্যক্ষ- সৌরভ সাহা;
দপ্তর সম্পাদক- সুমন সমাদ্দার;
শিক্ষা ও গবেষণা সম্পাদক- মারজিয়া জাহান এনি;
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- নুসরাত জাহান তাসমিম;
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মোঃ কাওসার;
সাংস্কৃতিক সম্পাদক- বাঁধন চক্রবর্তী
সমাজকল্যান সম্পাদক- রণজিৎ ;
ক্রীড়া সম্পাদক- সজল হালদার
সদস্য- সাব্বির মোহাম্মদ হৃদয় রবিউল ইসলাম।

গতকাল ৬ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলজে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী ও বর্তমান সহকারী সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ শান্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি সম্পা দাস ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস রাহুল।

সভায় সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রজমোহন কলেজের আহবায়ক কিশোর কুমার বালা।

গণমাধ্যমের ভূমিকা সবসময় ইতিবাচক হতে হয়- ববি ভিসি

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সদ্য দায়িত্ব গ্রহনকারী উপাচার্য (ভিসি) ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেছেন, আমি মনে করি বরিশাল বিশ্ববিদ্যালয়টি আমার বিশ্ববিদ্যালয়। একটি নির্দিষ্ট সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলো না, সে সময়ে একটা শুণ্যতা সৃষ্টি হয়েছিলো। সেই জায়গা থেকে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

কিন্তু আমি একটি মোটো নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছি। সেটি হলো, “শিক্ষা ও গবেষনার কার্যক্রমকে উন্নীত করার সাথে সাথে সহশিক্ষা অর্থাৎ এক্সটা কারিকুলামের যে কার্যক্রম রয়েছে তারও উন্নতি ঘটিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি দেয়া”। এজন্য আমাকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা কার্যক্রম সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে।

পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেরও সুযোগ করে দিতে হবে। আর সেই জায়গা থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পরিচিতো করতে চাই। এজন্য সকল স্তরের বরিশাল বাসীর সহযোগীতা প্রয়োজন, আর আমি তা চাই।
বুধবার (০৬ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

এসময় উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) আরো বলেন, আমার প্রথম কাজ হবে প্রথম বর্ষের স্থগিত থাকা ভর্তি পরীক্ষা সম্পন্ন করা। আমরা এরইমধ্যে একটি স্ট্যাডি করেছি, আশাকরি দ্রুতসময়ের মধ্যে আমরা ভর্তি পরীক্ষা সম্পন্ন করবো। আর যদি শিক্ষা কার্যক্রমকে যথাযথভাবে পরিচালনা করা যায় তাহলে সেশন জট কমানো সম্ভব হবে।

তিনি বলেন, আমার শক্তি হলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আর সহযোগী শক্তি আপনারা সাংবাদিকরা। এই শক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। মনে রাখতে হবে সকলের সহযোগীতায় ভালো কাজ হয়। গণমাধ্যমের ভূমিকা সবসময় ইতিবাচক হতে হয়, নেতিবাচক নয়।

বরিশালের গণমাধ্যমের কাছে আহবান করবো, এই বিশ্ববিদ্যালয়টি আপনাদের, আমি ৪ বছরের জন্য নিযুক্ত হয়েছি। আমায় আবার ফিরে যেতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি শিক্ষা-গবেষনা এবং পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করাতে চাই। সেই জায়গাতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে, আপনারা যতো ইতিবাচক সহায়তা করবেন, ততো আমরা এগিয়ে যাবো।

ভিসি বলেন, আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। কিন্তু অসৎ ও অন্যায্য লোক নিয়ে কাজ করতে চাই না। আমার স্পষ্ট একটা ম্যাসেজ সততার সাথে যারা কাজ করবে তাদের সাথে সবসময় আছি, অন্যথায় দূরে সরিয়ে দেয়া হবে।

সরকারি বিএম কলেজে জীবনানন্দ দাশের দেশ-চিন্তা ও ভাষা ভাবনা শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:

আজ সকাল ১০ টায় সরকারি বিএম কলেজের ইংরেজী বিভাগের আয়োজনে বিএম কলেজ শিক্ষক মিলনায়তন ভবনে”জীবনানন্দ দাশের দেশ- চিন্তা ও ভাষা”ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বিএম কলেজ ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কল্পনা রানী নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো:আল আমিন সরোয়ার। প্রবন্ধ উপস্থাপনা করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জনাব রণজিৎ মল্লিক।আলোচক হিসেবে ছিলেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সোমনাথ মন্ডল,ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো:মাহবুবুর রহমান,স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক অলকা রানী সরকার এছাড়া উক্ত আয়োজনে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, ছাতৃনেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জীবনানন্দ দাসের জীবন ও কর্ম সম্পকে তথ্যচিত্র প্রদর্শন করেন ইংরেজী বিভাগের প্রভাষক সংগীতা সরকার,অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শায়লা আক্তার।সেমিনারের পরে ইংরেজী বিভাগের শিক্ষার্থীগন জীবনানন্দ রচিত কবিতা ইংরেজী ও বাংলায় আবৃত্তি করে।

সরকারি বিএম কলেজে পিএসডিএ সংলাপ অনুষ্ঠিত

আকিব মাহমুদ:

“Logic is strength “এই শ্লোগানে “ফুটুক আলো যুক্তি দিয়ে, ফিরবো ঘরে মুক্তিনিয়ে”এই প্রত্যয়ে যুক্তিবাদী সমাজ তথা নাগরিক বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন Political Science Debating Assembly(PSDA) ।

তারই ধারাবাহিকতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে (২০১৯-২০ শিক্ষাবর্ষ) বিতর্ক শিল্পকে ছড়িয়ে দেয়ার জন্য আয়োজন করা হয় ১ম বর্ষ ২০১৯-২০ ও পিএসডিএ সংলাপ। Political Science Debating Assembly(PSDA) এর সভাপতি মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে সকাল ১১.০টায় কলা ভবন ২ এর ২০২ নং কক্ষে শুরু হয়ে চলে বিকেল ৩.০০ টা পর্যন্ত।

 

বিতর্ক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মোঃ গাউস মুসাদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মামুন-উর-রশিদ খান, সহকারী অধ্যাপক কানিজ ফাতিমা, সহকারী অধ্যাপক বিদিতা বেগ,সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান, সহ PSDA এর সদস্যরা উপস্থিত ছিলেন।

৬ মাস পর ভিসি পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

আকিব মাহমুদ: 

দীর্ঘ ৬ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনকে (আরেফিন মাতিন) রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ প্রদান করা হয়।

 

বিএম কলেজে জীবনানন্দ দাশের কবিতা: উপকরন ও অলঙ্করণ শৈলী শীর্ষক সেমিনার

বিএম কলেজ প্রতিনিধি:

আজ বিএম কলেজ শিক্ষক মিলনায়তন ভবনে সকাল ১১ টায় বিএম কলেজের বাংলা বিভাগের আয়োজনে “জীবনানন্দ দাশের কবিতা: উপকরন ও অলঙ্করণ শৈলী” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো:শফিকুর রহমান শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, শিক্ষক পরিষদ সম্পাদক মো:আল আমিন সরোয়ার। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব দেবাশীষ হালদার।আলোচক হিসেবে ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নুসরত জাহান,ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাফিজুর রহমান,বিএম কলেজ শিক্ষক ক্লাবের সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, ছাতৃনেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জীবনানন্দ দাসের জীবন ও কর্ম সম্পকে তথ্যচিত্র প্রদর্শন করেন বাংলা বিভাগের প্রভাষক তানভির আহমেদ সিদ্দিকী,অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম।সেমিনারের পরে বাংলা বিভাগের শিক্ষার্থীগন জীবনানন্দ রচিত কবিতা আবৃত্তি করে।