মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে:সাভারে বিএমএসএফ নেতৃবৃন্দ

সাভার ১ ডিসেম্বর ২০১৯: মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে এ দেশের জনগন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ্য হয়ে পাকহানারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযোদ্ধারা, লড়াই করে দেশ স্বাধীন করেছেন। যার কারনে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
বিএমএসএফ ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিজয়ের মাসের প্রথম দিনে রবিবার সন্ধ্যায় সাভার ও আশুলিয়া থানা কমিটির উদ্দ্যেগে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাভার থানা কমিটির আহবায়ক কামরুজ্জামান।
বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় সহ-সম্পাদক এস এম জীবন, কেন্দ্রীয় সদস্য এম এ আকরাম, কবির নেওয়াজ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুর হোসেন, আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক মৃধুল ধর ভাবন, সাখাওয়াত হোসেন, ইউসুফ আলী খান, শিফাত মাহমুদ ফাহিম প্রমুখ।

বিজয় মাসের প্রথম দিনে সাভারসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিএমএসএফ’র আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন জেলা উপজেলা কমিটি মহান বিজয় মাস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এদিকে গাজীপুর,নরসিংদী,পাবনা,ঝালকাঠি শরীয়তপুর,বরিশাল,শ্রীপুর,কুড়িগ্রাম,রাজশাহী, লালমনিরহাট, চট্টগ্রাম ও চট্টগ্রাম দক্ষিণ, বাঁশখালী, পটিয়া,শ্রীমঙ্গল ছাতক, মৌলভীবাজার,কক্সবাজার, মাধবদী,নীলফামারী,নলছিটি, রাজাপুর,বাগেরহাট পাইকগাছা শাখা কমিটির আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। এসময় বক্তারা সাংবাদিকদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।

বিএমএসএফ আশুলিয়া কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশুলিয়া থানা কমিটির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চিফ ক্রাইম রিপোর্টার সাইদুর রহমান রিমন । অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সম্পাদক এসএম জীবন, এমএম আকরাম, কবির নেওয়াজ,আবু বকর তালুকদার, শ্রমিক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ রাজ নৈতিক নেতা কর্মি বৃন্দ।
সকলের সম্মতিক্রমে আগামী ২বছরের জন্য আশুলিয়া থানা কমিটির কাউন্সিল সম্পন্ন করেন উক্ত কমিটির প্রতিষ্ঠিতা সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।

প্রধান অতিথির বক্তব্যে বলেন দ্রুত সারাদেশর পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি নাম্বার প্রদান করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের চিফ ক্রাইম রিপোর্টার সাইদুর রহমান রিমন। তিনি বলেন সাংবাদিক সত্য তথ্য তুলে ধরে সঠিক সংবাদ পরিবেশন করবেন এটাই আশাকরি। আমাদের যেন অপ-সাংবাদিক বা হলুদ সাংবাদিক শুনতে না হয়।

আশুলিয়া কমিটির সভাপতি পদে মোঃ ইয়াছিন আরাফাত ও সাধারন সম্পাদক পদে মৃদুল ধর ভাবন কে সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যরা হলেন শাহাদাৎ হোসেন সহ- সভাপতি. রিপন সহ সভাপতি, সুজন যুগ্ন সম্পাদক,মমতাজ স্বাথী যুগ্ম সম্পাদক,মোঃ আলী হোসেন যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী. অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আকরাম হোসেন. প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শিফাত মাহমুদ ফাহিম,ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মহিলা সম্পাদক হিসাবে নাসিমা আক্তার আশা, মহিলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মানছুরা আক্তার কাকলী. আইটি সম্পাদক আতিকুর রহমান রানা, কার্য নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম মোঃ শামছুল আলম. সাকিল আহম্মেদ, আবু হাসান, নুর হোসেনও এনামুল হক ।

নব নির্বাচিত কমিটির সকলেই মালা বদল সহ মিলন মেলায় রুপান্তরিত করেন। এসময় সাভারে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে একুশে টিভির কামরুজ্জামানকে আহবায়ক ও মাছরাঙা টিভির সৈয়দ হাসিবকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়।

আর কোনো হায়েনার দল বাংলার বুকে চেপে বসতে পারবে না

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের দুর্নীতি, অত্যাচার ও নির্যাতনের কথা উল্লেখ করে বলেছেন, আর কখনও কোনো হায়েনার দল বাংলাদেশের মানুষের বুকে চেপে বসতে পারবে না। রক্ত চুষে খেতে পারবে না। যারা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে তারা আর কখনও এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি ও বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এ দলগুলো সৃষ্টি হয়েছে ষড়যন্ত্র করে। ক্ষমতা দখলের মধ্য দিয়ে ক্ষমতায় বসে থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে এ দলগুলো গঠন করা হয়েছে। এ দলগুলো মাটি থেকে গড়ে ওঠেনি। কোনো বিরোধী দলে থেকেও গড়ে ওঠেনি। এ দলগুলো মানুষের কথা চিন্তা করে গড়ে ওঠেনি। মানুষের জন্য কাজ করা, মানুষের উপকার করা- এগুলো তারা বোঝে না।

শেখ হাসিনা বলেন, মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেই চিন্তা করতে হবে। জনগণকে কী দিতে পারলাম সেই চিন্তা করতে হবে। জনগণের কল্যাণ কীসে হবে সেই চিন্তা করতে হবে। আজ আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি, এটা অব্যাহত থাকবে। কারণ জনগণের কষ্টার্জিত অর্থ আমরা বিফলে যেতে দেব না। এই টাকা জনগণের কল্যাণে ব্যয় হবে। কারও ভোগবিলাসের জন্য নয়, কারও ভোগবিলাসের জন্য এই টাকা ব্যয় হবে না। কেউ অবৈধভাবে অর্থ উপার্জন করবেন আর বিলাসবহুল জীবনযাপন করবেন আর যে সৎভাবে জীবনযাপন করবে সে সাদাসিধে জীবনযাপন করে কষ্ট পাবে এটা হতে পারে না। অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি-পোলাও খাওয়া থেকে এবং কোনো নামিদামি ব্র্যান্ড পরার থেকে সাদাসিধে জীবনযাপন করা অনেক ভালো, অনেক সম্মানের।

তিনি বলেন, আসলে টাকা বানানো একটা রোগ। এটা একটা অসুস্থতার কারণ। একবার যে টাকা বানাতে থাকে তার শুধু টাকা বানাতে ইচ্ছা করে। ওই টাকার ফলে ছেলেমেয়ে বিপথে যাবে। ছেলেমেয়ের পড়াশোনা নষ্ট হবে। সেটা তার দেখারও সময় নেই। শুধু টাকার পেছনে ছুটছে তো ছুটছেই। এভাবে নিজের পরিবার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের একটা সামাজিক অবস্থা আমরা চাই না। আমরা চাই সৎভাবে জীবনযাপন করা। সৎপথে থেকে যে কামাই করে চলবে সে সম্মানের সঙ্গে চলবে। সৎভাবে কামাই করে যে চলবে সে সমাজে সম্মান পাবে। দুর্নীতির টাকা লুটপাটের টাকা অবৈধ টাকা দিয়ে যতই সে বিলাসিতা করুক মানুষ মুখে হয়তো খুব বাহবা দেবে কিন্তু পেছনে গিয়ে একটা গালি দেবে। ওই বেটা দুর্নীতিবাজ চোর। সেই গালিটা হয়তো শোনা যাবে না কিন্তু বুঝতে পারবে। এভাবে তাকে গালিটা খেতে হয়।

তিনি আরও বলেন, জাতির পিতা সারাজীবন সাদাসিধা জীবনযাপন করেছেন। আমরা তার আদর্শের সৈনিক। আমাদের সেভাবেই চলতে হবে। তিনি তার বক্তব্যে সবসময় এদেশের শ্রমিক কৃষক ও মেহনতি মানুষের কথা বলতেন। তাদের ভাগ্য আমরা কতটুকু বদল করতে পারি, কতটুকু করে দিতে পারি, এ দেশের মানুষের ভাগ্য আরও কীভাবে উন্নত করা যায় সেই চিন্তা করছি। প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, আমরা সেটাই করতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। সেগুলো নিয়ে কাজ করেছি বলেই গত এক দশকে এই বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মান পাচ্ছে। সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা যদি ওই রকম বিলাসবাসনায় ভাসাতাম তাহলে এই উন্নতি করা যেত না। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতো না। এই বাংলাদেশ এত সম্মান পেত না। আওয়ামী লীগ আসার আগে তো এ সম্মান পায়নি। আমরা ক্ষমতায় আসার পরই এ সম্মান পেয়েছি। এ সম্মানটা ধরে রাখতে হবে।

আগামী দিনের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, যারা নতুন নেতা নির্বাচিত হবেন তাদের এসব কথা মনে রাখতে হবে। অবশ্যই তাদের আদর্শ নিয়ে চলতে হবে। যে ত্যাগের মহিমা জাতির পিতা রেখে গেছেন সেই ত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আমাদের এই পথ ধরে এগিয়ে যেতে হবে। আগামীতে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব। ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ দেশ। যে দেশ হবে সোনার বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সামনে আরও কর্মসূচি নিয়েছি ডেল্টা প্ল্যান ২১০০। শত বছরের প্ল্যান আমরা দিয়ে যাচ্ছি। এই বাংলাদেশ যেন আর কখনও পেছনে ফিরে না তাকায় দেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দর এবং শান্তিময় জীবন গড়ে তুলতে পারে তারা যেন উন্নত জীবন পায় সুশৃঙ্খল জীবন পায় সেই লক্ষ্য নিয়েই আমরা এই পরিকল্পনা তৈরি করেছি এবং সে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা দেশের উন্নয়ন করা আর সেই কাজই আমরা করে যাচ্ছি। আমরা চাই প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ এগিয়ে যাবে এবং এগিয়ে যাবে আর কোনো হায়েনার দল এই বাংলার মানুষের বুকে চেপে বসতে পারবে না।

এর আগে বেলা ১১টায় অনুষ্ঠানস্থলে পৌঁছেই প্রধান অতিথি জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশরাফ উদাস ও শাহনাজ বাবু গান পরিবেশন করেন। সাইফুল ও তার দল নৃত্য পরিবেশন করেন। এরপর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজি আবুল হাসনাত। শোক প্রস্তাব পাঠ করেন উত্তরের দফতর সম্পাদক এম সাইফুল্লাহ সাইফুল ও দক্ষিণের দফতর সম্পাদক গোলাম রব্বানী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যান্যের মধ্যে উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ সাদেক খান ও দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) অষ্টাদশ শীর্ষ সম্মেলন, ১৬-১৯ নভেম্বর আরব আমিরাতের দুবাই এয়ার শো এবং ২২ নভেম্বর ভারতের কলকাতায় বাংলাদেশ-ভারত প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ উদ্বোধনী উপলক্ষে সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রেস সচিব বলেন, এ সময় প্রধানমন্ত্রী তার সফর সম্পর্কিত তিনটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অগ্রগতি এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে-অপরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক আকরাম বিএমএসএফ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মনোনীত

ঢাকা ২৭ নভেম্বর ২০১৯: নির্ভিক সাংবাদিক এম এম আকরাম হোসাইনকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়েছে। ২৭ নভেম্বর বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএম আকরাম হোসেন সম্প্রতি চ্যানেল টুয়েন্টিফোর ছেড়ে আনন্দ টেলিভিশনে চট্টগ্রাম আঞ্চলিক ইনচার্জ পদে যোগদান করেছেন।
আকরাম হোসেন সাংবাদিকতার পাশাপাশি গোটা চট্টগ্রাম বিভাগের কক্সবাজারসহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকার ১২১ জলদস্যু, ১২ অস্ত্রের কারিগর ১০২ ইয়াবা গডফাদার ও অস্ত্রকারবারীদের আত্মসমর্পণ করিয়ে দেশে ব্যাপক সুনাম অর্জণ করেছেন।
সাহসী সাংবাদিক আকরামের এরুপ কর্মকান্ডকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সম্মানণা প্রদান করেন।
সাংবাদিক আকরাম গণমাধ্যম কর্মীদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার আন্দোলনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে কাজ করতে আগ্রহ প্রকাশ করায় সংগঠনের পক্ষ থেকে তাকে এ দায়িত্বভার প্রদান করা হয়।
সংগঠন আশা করে তার নেতৃত্বে বৃহত্তর চট্টগ্রামের আওতাধীন জেলাগুলোর পেশাদার সাংবাদিকদের মাঝে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে ১৪ দফা দাবির প্রতি সাংবাদিকদের সমর্থন আরো বেড়ে যাবে।

পহেলা ডিসেম্বর আলোচনা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবে বিএমএসএফ

ঢাকা ২৫ নভেম্বর ২০১৯: প্রতি বছরের ন্যায় এ বছর ১ ডিসেম্বর বিকেলে বিএমএসএফ’র আয়োজনে দেশের সকল জেলা-উপজেলায় বিজয় মাস উপলক্ষে আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হবে। আয়োজন সফল করতে বিএমএসএফ’র সকল জেলা উপজেলা শাখাসমুহকে কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্থানীয় শাখা সমুহের আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ/শহীদ মিনার/গুরুত্বপূর্ন স্থানে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সুশীল সমাজ ও তরুনদের নেতৃবৃন্দের অংশগ্রহনে এ আয়োজন করা হবে।

মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর বিএমএসএফ’র আয়োজনে সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহনে আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রার আয়োজন করে আসছে। এ আয়োজনকে সারাদেশে ছড়িয়ে দিতে এবছর দেশের সকল শাখা সমুহ একযোগে ১ ডিসেম্বর আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবে।

এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ, র‌্যালী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় মেলা ও রচনা প্রতিযোগিতার মাসব্যাপী নানা আয়োজন থাকবে।

এতে সাধারণ মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেম বাড়বে। ফলে সাধারণ মানুষ এবং তরুনরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে।

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সাংবাদিকতায় শেরেবাংলা সম্মানণা লাভ

ঢাকা শনিবার ২৩ নভেম্বর ২০১৯: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আহমেদ আবু জাফরকে আজীবন শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার ২৩ নভেম্বর বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপমহা‌দেশে শিক্ষা বিস্তা‌রে শেরেবাংলা এ কে ফজল‌ুল হ‌কের ভূ‌মিকা শীর্ষক আ‌লোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান করা হয়। এ সময় দেশের বিভিন্ন পর্যায়ে ৩জনকে আজীবন সম্মানণা প্রদান করা হয়েছে। অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি বাংলা‌দেশ সু‌প্রিম কো‌র্টের বিচারপতি মো: আব্দুস সালাম মামুন এ সম্মানণা তুলে দেন ।

অন্য সম্মণনা প্রাপ্তরা হলেন চলচ্চিত্র পরিচালক ও গীতিকার দেওয়ান নজরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধ মিয়া মুজিবুর রহমান।

আ‌লো‌কিত মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন আ‌য়ো‌জিত অনুষ্ঠানে
ফাউ‌ন্ডেশ‌নের উপ‌দেষ্টা বীর মু‌ক্তি‌যোদ্ধা মিয়া মু‌জিবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে এসময় অন্যা‌নের ম‌ধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শ‌াহ আলম চুন্নু, মহাস‌চিব এম এইচ আরমান চৌধুরী, আই‌পি টি‌ভি ওনার্স এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি মো: আতাউল্লাহ খান ও সি‌টি‌জি ক্রাইম টি‌ভির চেয়ারম্যান আজগর আলী মা‌নিক বক্তব্য রা‌খেন।

প্রধান অতিথি বলেন, দেশে আদর্শবান মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে। আপনারা শেরেবাংলার আদর্শকে লালন করুন। শেরেবাংলা এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, আমার বাড়ি শেরেবাংলার বাড়ি একই জেলায়। এজন্য আমরা ধন্য। শেরেবাংলাকে গোটা বাঙালী জাতি স্মরণ করছেন। কিন্তু তার জন্মস্থান ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া মিঞা বাড়িটি আজো অরক্ষিত পড়ে আছে। সরকারের প্রত্নতত্ব অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় সংরক্ষনের কথা বললেও আজও পড়ে আছে অবহেলায়। বাড়িটিকে দ্রুত সংরক্ষন করা জরুরী বলেও দাবি করেন তিনি।

এ সময় বিভিন্ন পেশায় সমাজ গঠনে অবদান রাখায় বিভিন্নজনকে সম্মানণা প্রদান করেন।

সাংবাদিক আকরামের মধ্যস্থতায় আজ থেকে উপকুল জলদস্যুমুক্ত হচ্ছে…

আজ কক্সবাজার এলাকায় বিভিন্ন ব্রান্ডের ১৫৫ টি অস্ত্র, ২৭৫ টি গুলিসহ সাগর উপকূলের ১২ বাহিনীর ৯৬ সদস্য আত্মসমর্পণ করেছে। সেখান শীর্ষস্থানীয় ১২ জন অস্ত্র তৈরীর কারিগরও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এরা আত্মসমর্পন করেছেন। চট্টগ্রামের সাংবাদিক এমএম আকরাম হোসেনের মধ্যস্থতায় এরা আজ আত্মসমর্পন করায় উপকুলে এখন থেকে শান্তির পতাকা উড়বে।
২০১৮ সালের ২০ অক্টোবর মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ ৪৩ জলদস্যু আত্মসমর্পণ করে। সেখানে ৫ বাহিনীর ৩৭ জন সাংবাদিক এমএম আকরাম হোসাইনের মধ্যস্থতায় হয়েছে। তারা প্রতিজন ১ লক্ষ টাকা করে সরকারীভাবে আর্থিক অনুদান পেয়েছে। এরা সাবাই কারামুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। এছাড়া গত ১৬ ফেব্রুয়ারী ইয়াবা ও অস্ত্রসহ টেকনাফে আত্মসমর্পণ করে ১০২ জন ইয়াবা কারবারি। সেটিও এমএম আকরাম হোসাইন মধ্যস্থতায় করেছিলেন।

দেশের স্বার্থে সাংবাদিকরা কাজ করেন এমন উদাহরনই তৈরী করলেন সাংবাদিক আকরাম। তার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হবে বলেও জানিয়েছেন বিএমএসএফ।

সাহসী সাংবাদিক আকরামকে স্যালুট

চট্টগ্রামের প্রিয় সাংবাদিক আকরাম হোসেনের মধ্যস্থতায় দেশের প্রথম শীর্ষ অস্ত্রের কারিগর আত্মসমর্পণ করতে যাচ্ছে আগামিকাল শনিবার ২৩ নভেম্বর। মহেশখালী উপজেলার কালারমারছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। যা হবে এদেশের জন্য একটা ইতিহাস। কক্সবাজার জেলা পুলিশের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রধান অতিথি থাকবেন।

এতে দেশের শীর্ষ অস্ত্রের কারিগর ও জলদস্যুরা দেড় শতাধিক অবৈধ অস্ত্র, প্রায় ২ হাজার গোলাবারুদ, ধারালো ভয়ংকর অস্ত্র, অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন।

আকরাম হোসাইন এর আগে চ্যানেল টুয়েন্টিফোরে এবং বর্তমানে আনন্দ টিভির চট্টগ্রাম ব্যুরো’র দায়িত্ব পালণ করছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাহসী সাংবাদিক আকরাম হোসাইনকে। সাংবাদিকরাও দেশের স্বার্থে কাজ করছে এটাই জলন্ত উদাহরন।

এর আগেও গতবছর আকরাম হোসাইন ও বিএমএসএফ কক্সবাজারের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিহাদের মধ্যস্থতায় বিপুল সংখ্যক ইয়াবা কারবারিকে আত্ম সমর্পন করাতে সক্ষম হয়েছিলেন। কৃতজ্ঞতা আপনাদের প্রতি।

ন্যায় পরায়ন, কাজের প্রতি আন্তরিক, ত্যাগি ও সাহসী সাংবাদিক আকরাম হোসাইন অত্যন্ত সাহসিকতার সাথে জলদস্যু, মাদক কারবারি, অস্ত্রের কারিগর ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রেখে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এই কাজের স্বীকৃতিস্বরুপ শীঘ্রই বিএমএসএফ’র পক্ষ থেকে তাকে সম্মানণা প্রদান করা হবে।

দুদকের বর্তমান কার্যক্রমের বাইরে বিএমএসএফ’র আরো ৭টি প্রস্তাবনা

ঢাকা বুধবার ২০ নভেম্বর ২০১৯: দুদকের বর্তমান কার্যক্রমের বাইরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র পক্ষ থেকে ৭টি প্রস্তাবনা দাখিল করা হয়েছে। বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর স্বাক্ষরিত এই প্রস্তাবণাটি ২০ নভেম্বর বিকেলে দুদক কেন্দ্রীয় কার্যালয়ের চেয়ারম্যান বরাবরে এ প্রস্তাবনা দাখিল করা হয়।
সম্প্রতি দূর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ে দূর্নীতি দমন কমিশনের বর্তমান কার্যক্রমের বাইরেও আরো কি কি কার্যক্রম নেয়া যেতে পারে সে লক্ষে ব্যক্তি প্রতিষ্ঠানের মতামত/পরামর্শ চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করেন। এর প্রেক্ষিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরসহ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ৭টি যৌথ প্রস্তবণা তৈরী করা হয়।
প্রস্তাবনাগুলোর মধ্যে ১. প্রতিটি জেলা পর্যায়ে দুদক কার্যালয় স্থাপন করতে হবে ২. দূর্নীতি প্রতিরোধ কমিটিতে অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যের জীবন ইতিহাস তদন্ত করেই অন্তর্ভুক্ত করানো যেতে পারে। এই কমিটির নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধিতে সভা সমাবেশ ও সচিত্র প্রতিবেদন প্রচার প্রকাশ করবে। কমিটিতে স্থানীয় সংবাদপত্র ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদেরকে সংযুক্ত করা যেতে পারে ৩. পাঠ্য বইয়ে দূর্নীতি বিরোধী একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। যাতে দূর্ণীতির কুফল, পরিনতি ও দন্ডবিধি সম্পর্কিত বিশদ আলোচনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা যায় ৪. দূর্ণীতি প্রতিরোধ কমিটিতে বিশেষ করে যারা কমিটিতে থাকবেন তাদের মধ্যে মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, পুরোহিত, প্রাথমিক স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় পত্রিকার সম্পাদক, স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ঠিকাদার, আইনজীবি, ব্যবসায়ী, ছাত্র, চিকিৎসক, প্রকৌশলী, শ্রমিক নেতা, কৃষক, জনপ্রতিনিধি, নারীনেত্রী ও এনজিও প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কমিটির সদস্যদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। যাতে করে তারা দূর্ণীতি কি এবং কেন এ সম্পর্কে বিশদ জ্ঞান অর্জণ করতে পারেন ৫. স্কুল-কলেজ, মাদ্রাসায় ছাত্রছাত্রীদের মাঝে ‘দূর্ণীতি প্রতিরোধ শিক্ষার্থী সংসদ’ নামে কমিটি গঠন করা যেতে পারে। এ সকল শিক্ষার্থীরা বছরের শুরুতে দূর্ণীতি বিরোধী শপথ গ্রহনের মধ্য দিয়ে কøাশ শুরু করবে। পাশাপাশি দূর্ণীতিবিরোধী কর্মকান্ডে নিজেরা অংশ নিতে পারবে ৬. দূর্ণীতিতে আসক্ত হচ্ছেন এমন ব্যক্তিদের মাদকাসক্তদের মত প্রাথমিক তালিকা তৈরী করে দূর্ণীতির কুফল সম্পর্কে সংক্ষিপ্ত সেমিনারের আয়োজন করা যেতে পারে ও ৭. দূর্ণীতি দমন কমিশনের হটলাইন নাম্বার তৃনমূল পর্যায়ে পৌঁছাইতে হবে। যাতে দ্রুত এবং তাৎক্ষনিক দূর্ণীতির তথ্য দুদকের নিকট পৌঁছাতে পারেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে প্রস্তাবণাগুলো গৃহীত হলে সমাজের নানা পেশার সমন্বিত উদ্যোগের ফলে দেশে চলমান দূর্ণীতিরোধ সম্ভব হবে। আর এই দূর্ণীতিরোধ হলেই জাতিরজনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা লাভ হতে বাধ্য।