মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুরে স্টেজ ফর ইয়ূথ এর বিতর্ক প্রতিযোগীতা

মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুর রবিবার বিকালে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে স্টেজ ফর ইয়ুথ এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে স্টেজ ফর ইয়ুথ সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম।

এসময় সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, প্রভাষক উত্তম কুমার রায়, উজ্জল কুমার হালদার, সানা উল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জারাফা আলম ছোয়া। বিতর্ক প্রতিযোগিতায় ৭ টি স্কুল অংশ নেয়।

মঠবাড়িয়ায় মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় ও পাগড়ী প্রদান

পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার বেতমোরে দারুল আরকাম হিফজুল কুরআন মাদ্রাসা ও বেতমোর আব্দুল মজিদ এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। এতিমখানার সহ-সভাপতি মোঃ ইউনুছ নেগাহবান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, গ্লোবাল এইড ট্রাস্ট (ইউকে) এর কান্ট্রি ম্যানেজার কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক হাফেজ সা’আদ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বর্ষসেরা শিক্ষক হাফেজ বেল্লাল শিকদার ক্রেস্ট প্রদান করা হয়। দুই জন হাফেজকে পাগড়ী পড়িয়ে দেয়া হয়।

দারুল আরকাম হিফজুল কুরআন মাদ্রাসা ও বেতমোর আব্দুল মজিদ এতিমখানাযর প্রতিষ্ঠা ডাঃ জিয়াউল হক নেগাহবান এর ব্যক্তিগত তহবিল থেকে চারজন হাফেজকে ৫ হাজার টাকা করে পুরষ্কার প্রদান করা হয়।

ইন্দুরকানীতে ৫ আসামি গ্রেফতার

ইন্দুরকানীতে গ্রেফতারি পরোয়ানা থাকায় ৫ আসামিকে গ্রেফতার করেছে ইন্দরকানী থানা পুলিশ । বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের মৃত মিরাজ উদ্দিন ঘরামির ছেলে হারুন ঘরামী, নুর মুহাম্মদের ছেলে সালাম ঘরামী, মোক্তার ঘরমীর ছেলে নাসির ঘরামী ,মৃত আচমত আলী সরদারের ছেলে সেলিম সরদার,আচমত আলী সরদারের ছেলে মিজান সরদার এর ০৯/১৫(ইন্দুরঃ) নামে সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় ৫জন আসামীকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা থাকায় ৫জনকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

স্বরূপকাঠিতে গ্রাম পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পিরোজপুরে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউনিয়নের গ্রাম পুলিশ কিশোর মন্ডলের বিরুদ্ধে এক স্বামী পরিত্যাক্তা ও দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। কিশোর মন্ডল বিয়ের প্রলোভন দেখিয়ে চিলতলা গ্রামের ওই নারীকে মাসের পর মাস ধর্ষন করেছেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ওই ধর্ষিতা নারী তিন মাসের অন্ত:সত্তা হলে কিশোর মন্ডল তাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন। পরে ওই নারী স্থানীয় ইউপি সদস্য মো. লিটন মৃধা ও দফাদার ইসমাইল হোসেনের কাছে বিচার দাবী করেন। গত শুক্রবার মো. লিটন মৃধাসহ গণ্যমান্য ব্যক্তিরা কিশোর মন্ডলকে বিয়ে করার জন্য বলার পরে সে গা-ঢাকা দিয়েছে। গ্রাম পুলিশ কিশোর মন্ডল বাশতলা গ্রামের কালীপদ মন্ডলের ছেলে।

শনিবার দৈহারী ইউপির সদস্য মো. লিটন মৃধা ও গ্রাম পুলিশের দফাদার ইসমাইল হোসেন জানান, চৌকিদার কিশোর বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যাক্তা ওই নারীকে ধর্ষন করে বলে শুক্রবার তাদেরকে জানানো হয়। ইউপি সদস্য লিটন মৃধা বলেন, প্রতারণার শিকার ওই নারীকে বিয়ে করার জন্য কিশোরকে বলা হলে সে বিষয়টি অস্বীকার করেন এবং আমাদের কথায় পাত্তা দিচ্ছে না। সে কারণে ধর্ষিতাকে থানায় অভিযোগ দেয়ার জন্য যেতে বলা হয়েছে।

দরিদ্র পরিবারের ওই নারী বর্তমানে খুবই অসুস্থ এবং ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এ বিষয় গ্রাম পুলিশ কিশোরের ফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন নিক্সন চৌধুরী

সদ্য ঘোষিত আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। শনিবার বিকেলে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এর আগে গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। আর কমিটির শীর্ষ পদে আসে নতুন মুখ। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো।

প্রসঙ্গত, ২০১৪ সালে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পিরোজপুরে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় ৪৮ জনকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় পিরোজপুরে ৪৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট মো. ফকরুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ মোকাবিলায় মাস্ক ব্যবহার ও নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করণে দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক ছাড়া ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রাখার দায়ে ৪৮ জনের নামে ৪৫টি মামলা দায়ের করা হয়। এ সময় তাদের মোট চার হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রিট মো. ফকরুল ইসলাম জানান, দ্বিতীয় ধাপে করোনার প্রভাব ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই জন সচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান।

মুজিব বর্ষে ৪০ পরিবার মাথা গোজার ঠাই হচ্ছে মঠবাড়িয়ায়

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় ভ’মিহীন ও গৃহহীন নিয়ে সরজমিনে খাস জমি যাচাই-বাছাই তথা অবহিত করন সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে ভূমি বরাদ্দ এবং গৃহ নির্মাণ করার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকতা ঊর্মি ভৌমিক শনিবার ভুমিহীনদের নিয়ে ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়ন ও ১১ মং বড়মাছুয়া ইউনিয়নে খাস জমি পরিদর্শন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজুল আলম ঝনো ও বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মিলন তালুকদার, সার্ভেয়ার জনাব মোঃ আসাদুল্যাহ, ইউনিয়ন পরিষদ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকত প্রমূখ।

মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীনদের থাকার জন্য ৪০টি ঘর নির্মান করা হচ্ছে নির্মান কাজ শেষ হলেই তাদের মাঝে হস্তান্তর করা হবে।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পিরোজপুরে ছাত্রলীগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্ম দিন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পিরোজপুর সদর উপজেলাকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মঠবাড়িয়া উপজেলা।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগে সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক (স্বপন), সাধারন সম্পাদক মো. রেজাউল করিম শিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মো. গোলাম মাওলা নকিব সহ সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতারা।

এ সময় পুরস্কার হিসেবে চ্যম্পিয়ান দলকে ৫০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২৫ হাজার টাকার প্রাইজমানি ও বিজয়ী ট্রফি প্রদান করা হয়। গত ৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্ম দিন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল।

মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভাণ্ডারিয়ায় বিক্ষোভ মিছিল

ফ্রান্স কর্তৃক মুহাম্মদ (স:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরের ভা-ারিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। শুক্রবার বিকালে উপজেলা পৌরসভার গাজীপুর নতুন বাজারে তৌহীদি জনতার উদ্যোগে এ মিছিল ও পথ সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন মাও: আবু হানিফ, হাফেজ শহিদুল ইসলাম, মাও: আব্দুর রহমান, মাও: শেখ ফরিদুল ইসলাম, মাহিবুল ইসলাম খন্দকার, ইসলামী আন্দোলনের নেতা এম এম রেদওয়ান, জাহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা ফ্রান্স কর্তৃক মুহাম্মদ (স:) নিয়ে কটুক্তিকারীর ফাঁসি সহ এ প্রতিবাদে ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন, ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবী জানান।

পিরোজপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে একটি বর্নাঢ্য র‌্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাবে এসে শেষ হয়।

পরে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ এর আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব সমাবেশে পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শুভ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার।বিশেষ অতিথি হিেেসবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, পৌর যুবলীগের সভাপতি মো: আবু সাঈদ সহ যুবলীগের নেতৃবৃন্দ।

পরে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ৪৮ পাউন্ড ওজনের কেক কাটা হয়।