কলাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় লাকি আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলিপুর বন্দরে এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূ বাপের বাড়ির দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত গৃহবধূ আলীপুর আব্দুল হক মুন্সীর মেয়ে। পারিবারিক কলহের জের ধরে লাকি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদে সে বাবার বাড়ি আলিপুরে বেড়াতে আসে। এ পর থেকেই লাকি আক্তার চিন্তিত ছিলেন। মঙ্গলবার রাতে সে বাপের বাড়ির ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। প্রায় ৬/৭ মাস পূর্বে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মোকলেচ কাজীর ছেলে ফোরকানের সাথে পারিবারিকভাবে বিবাহ হয় তার। বিবাহের পর থেকেই যৌতুক নিয়ে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল না।

 

মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাহাদুর হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রচন্ড বৃষ্টির মধ্যে সে বাড়ির পাশের বাগান থেকে দা দিয়ে একটি কলাগাছ কাটতে ছিল।

এ সময় অসাবধানতাবশত দায়ের কোপ বিদ্যুৎ লাইনের ওপর পড়লে মুহুর্তেই সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার।

কুয়াকাটায় সুলভমূল্যে চাল ও আটা বিক্রি শুরু

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ওএমএসের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বৈরী আবহাওয়ার মধ্যে এ কর্মসূচি উদ্বোধন করেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। চলমান লকডাউনের কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে তিনটি পয়েন্টে প্রতিদিন ডিলারের মাধ্যেমে ১৮ টাকা করে ৫ কেজি আটা এবং ৩০ টাকা করে ৫ কেজি চাল বিতরণ করা হবে।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৬শ জন লোকের মধ্যে আটা ও ৯শ জন লোকের মধ্যে চাল বিতরণ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার জানান, পৌরসভার তিনজন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলবে।

কুয়াকাটায় হোটেলে মাদক নিয়ে আটক দুমকিতে আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:
কুয়াকাটায় হোটেলে মাদক ও নারীসহ মহিপুর থানা পুলিশের হাতে আটক দুমকির আংগারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার কে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক গোলাম রাজ্জাক খান ও যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন রিপন মোল্লা ওমোঃ নজরুল ইসলাম হাওলাদার স্বাক্ষরিত এক নোটিশে তাকে বহিষ্কার করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, গত ২২শে জুলাই রাতে কুয়াকাটার একটি হোটেলে মাদক নিয়ে মহিপুর থানা পুলিশ আপনাকে গ্রেফতার করার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাই আপনাকে আংগারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হল। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রদান করা হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা আওয়ামীলীগ। সভাপতি সাধারণ সম্পাদক দুমকি উপজেলা আওয়ামীলীগ।

কলাপাড়ায় মৃতদেহ নিয়ে পাওনাদারের বাড়িতে স্বজনরা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পাওনাদারের বাড়ির দড়জায় মরদেহ রেখে পাওনা টাকা আদায়ের জন্য অভিনব প্রতিবাদ করে পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরের মৃত সুনীল দাসের (৫৭) পরিবারের সদস্যরা। শনিবার সকাল ১০টার দিকে মরদেহ নিয়ে হাজির হয় পাওনাদার আলীপুরের ইউসুফ মুসুল্লীর বাড়িতে। লাশ নিয়ে বাড়িতে আসার খবর পেয়ে দ্রুতই সঠকে পড়ে ইউসুফ মুসুল্লী ও তার পরিবারের সদস্যরা। মরদেহেরে সামনে বিলাপ করতে থাকে মৃতের স্বজনরা। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রবল বৃষ্টির মধ্যেও শতশত মানুষ ভীড় করে মুসুল্লী বাড়িতে। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে আসলেও ইউসুফ মুসুল্লীকে না পাওয়ায় দুপুর পর্যন্ত এভাবেই পড়ে থাকে সুনীল দাসের মৃতদেহ। তবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি মানবিক। দ্রুতই মরদেহ সৎকার ও ঘটনা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
মৃত সুনীল দাসের স্ত্রী মাদুরী দাস বলেন, কয়েক বছর আগে নয় লাখ টাকা দিয়ে তার স্বামী আলীপুরের ইউসুফ মুসুল্লীর কাছ থেকে তিন শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের জমি বুঝিয়ে দেয়া হয়নি। এক পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে সুনীল দাস।

এতে স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে চরম আর্থিক সংকটে পড়ে। এ সময় সুনীল দাস জমি বুঝিয়ে না দিলে তার দেয়া টাকা ফেরত চায় ইউসুফ মুসুল্লীর কাছে। কিন্তু সে জমি বা টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে। এনিয়ে দুই বছর আগে স্থানীয় লতাচাপলী ইউনিয়ন পরিষদে একাধিক সালিশ বৈঠক হয়। সালিশে ইউসুফ মুসুল্লী আট লাখ দেয়ার কথা স্বীকার করলেও দুই বছরেও টাকা পাননি সুনীল। এতে টাকার অভাবে ক্যান্সার আক্রান্ত সুনীল বিনা চিকিৎসায় গত শুক্রবার রাতে বাড়িতে মৃত্যুবরণ করে। তাই পরিবারের সদস্যরা টাকা আদায় ও এই মৃত্যুর জন্য ইউসুফ মুসুল্লীকে দায়ী করে সুনীলের মরদেহ তার বাড়ির সামনে রেখে প্রতিবাদ করে।

লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার মোল্লা জানান, দুই বছর আগে তিনি এ বিষয়টি নিয়ে সালিশ করেছিলেন। সালিশে ইউসুফ মুসুল্লী টাকা পাওনার বিষয়টি স্বীকার করে ব্যাংক চেকের মাধ্যমে সাত লাখ টাকা ও ১৫ দিনের মধ্যে নগদ এক লাখ টাকা বিষয়ে একমত হন। কিন্তু অদ্যবদি টাকা পরিশোধ না করায় শনিবার সুনীলের পরিবার তার মৃতদেহ ইউসুফের বাড়ির সামনে রেখে দেয় টাকার জন্য। তারা বিষয়টি দেখছেন কিভাবে সমাধান করা যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি শোনার পরই তারা ঘটনাস্থলে এসে দুই পক্ষের সাথে কথা বলেছেন। ইউসুফ মুসুল্লীর পরিবার টাকা পাওনার বিষয়টি স্বীকার করে আপাতত কিছু টাকা দিতে রাজি হয়েছেন। তাই মৃতের স্বজনদের সাথে কথা বলে তারা মরদেহ সৎকারের উদ্যোগ নেয়া হচ্ছে। আর মৃতের স্বজনরা যদি তাদের কাছে আইনগত সহায়তা চায় তাদের সহযোগীতা করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউসুফ মুসুল্লী জানান, তার কাছে সাড়ে পাঁচ লাখ টাকা পাবেন সুনীল দাস। এর আগে ৩০ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি টাকাও শোধ করা হবে। তবে তিনি পালিয়ে যাননি, এলাকার বাইরে এক আত্মীয়ের বাড়িতে আছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বিষয়টি শোনার পরপরই স্থানীয় চেয়ারম্যান ও মহিপুর থানা পুলিশকে মানবিক দৃষ্টিকোন থেকে বিষয়টি সমাধানের জন্য বলেছেন। সেক্ষেতে মৃতদেহ সৎকারের খরচ প্রশাসন বহন করবে। আর টাকা পাওনার বিষয়টি দু পক্ষের সাথে কথা বলে সমাধানের উদ্যোগ নেয়া হবে।

গলাচিপায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে জরিমানা

গলাচিপায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে জরিমানা করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শেষে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ওই ৩০ জনকে ৩৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার চিকনিকান্দি ও রতনদী তালতলী ইউনিয়নে দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারীকে এ অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ৫ ব্যবসায়ী ও ৩ পথচারীকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা করেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ১০ ব্যবসায়ী ও ১২ পথচারীকে ২৮ হাজার  ৬০০ টাকা জরিমানা করেন।

কলাপাড়ায় ৭ গ্রামে ঈদুল আজহা উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে আজ মঙ্গলবার ৭ গ্রামের মানুষ উদযাপন করছেন ঈদুল আজহা। মঙ্গলবার সকাল ৮টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে কলাপাড়ার উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এর পর সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার জামে শরীফ মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার ৭ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদ উপযাপনকারীরা স্থানীয়ভাবে চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করেন এ চান টুপি অনুসারীরা।

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. হাবিবা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্যচম্পাপুর গ্রামে গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জের ধরে রবিবার রাতে সে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোজাহার উদ্দিন বিশ্বাস অর্নাস কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান হিরণ, কলাপাড়া পৌর শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা যুবলীগের সহ সম্পাদক রাকিবুল ইসলাম রকি,বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম, কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা ছাত্রলীগ নেতা আশিক তালুকদারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। মানববন্ধনে কলাপাড়া উপজেলার সকল ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগের নেতা কর্মীরা অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

কলাপাড়ায় কোষ্টগার্ডের অভিযানে তিনটি ট্রলারসহ ২৫ জেলে আটক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে তিনটি ট্রলারসহ ২৫ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। শুক্রবার সকাল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের টহল টিম তাদের আটক করে।
কোষ্টগার্ড নিজামপুর ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার হরি প্রসাদ সিংহ জানান, তিনটি ট্রলার, ১০ বেহুন্দী জাল ও মাছ ধরার সরঞ্জামাদিসহ ২৫ জেলেকে আটক করে কোষ্টগার্ড ক্যাম্পে নিয়ে আসা হয় এবং কলাপাড়া মৎস্য বিভাগকে অবহিত করা হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অভিযোগে সামুদ্রিক মৎস্য আইনে আটক তিন ট্রলারের মালিক আনোয়ার হোসেন, রাসেল ও সোহরাবকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং আটক জেলেদের ছেড়ে দেয়া হয়েছে। অবরোধ চলাকালীন প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।