১৬ জানুয়ারি বিএনপির সারা দেশে সমাবেশ ও মিছিল

ডেস্ক রিপোর্ট :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘দলের ঘোষিত ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে সারা দেশে আগামী ১৬ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বিএনপি।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে গণঅবস্থান কর্মসূচি পালন শেষে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘১০ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সারা দেশে জেলা শহর, উপজেলা, পৌরসভা, থানা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘কেরাণীগঞ্জ কারাগারে ৬০০ জন নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতন ভোগ করছে। তারা আমাদের গণআন্দোলনের দিকে তাকিয়ে আছে। তাদের মুক্ত করার জন্য, চলমান আন্দোলনে ১৫ জন নিহত হয়েছে। ‘ফরিদপুরে হামলা চালিয়ে ছাত্রলীগ, পুলিশ গুলি চালিয়েছে। ময়মসিংহে হামলা চালানো হয়েছে।’

ফখরুল বলেন, ‘দুই বার ভোট চুরি করে সরকার ক্ষমতায় আসে। জনগণ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। আন্দোলন শুরু হয়েছে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা পুলিশ, আমলাদের দিয়ে ক্ষমতায় থাকতে চায়।’

১০ দফা ও ২৭ দফা রূপরেখার কথা উল্লেখ করে ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে।  তাই আমরা রাষ্ট্র মেরামতের কথা বলছি।’

এসময় কারাগারে থাকা বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান বিএনপির এই নেতা।

লোকারণ্য নয়াপল্টন

ডেস্ক রিপোর্ট :

বিএনপির গণ অবস্থানকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠেছে। আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপির চার ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি চলছে।

গণ অবস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে সভাপতিত্ব করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এছাড়া বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন,  চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএমপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

কর্মসূচির সঞ্চালনায় রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তরের সদস্য আমিনুল হক।

গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা দলে-দলে মিছিল নিয়ে হাজির হয়েছেন। বেলা বাড়ার সঙ্গেসঙ্গে লোকে-লোকারণ্য হয়ে যায় নয়াপল্টন এলাকা।

এদিকে রাজধানীর ফকিরাপুল মোড় থেকে কাকরাইল নাইটিংগেল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এই এলাকায় সব সড়ক ও গলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিন ওই এলাকা ঘুরে দেখা যায়, দৈনিক বাংলা থেকে ফকিরা পুল, আরাম বাগ থেকে ফকিরা পুল, জিরো পয়েন্ট থেকে বিজয়নগর সড়কে তীব্র যানজটে আটকে আছে বহু গাড়ি।

বিএনপির গণ অবস্থান চলছে

ডেস্ক রিপোর্ট :
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপির চার ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি চলছে।

আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এ গণ অবস্থান কর্মসূচি শুরু হয়। দুপুর দুইটা পর্যন্ত চার ঘন্টা এ কর্মসূচি পালন করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে হাজির হয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্ত্বে উপস্থিত আছেন—বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএমপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজন প্রমুখ।

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পঞ্চমবারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান——-সাবেক সংসদ- এ্যাড,তালুকদার মোঃ ইউনুস

শামীম আহমেদ :

জাতীর জনক ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বরিশাল সিটি মেয়র,মহানগর ও জেলা আওয়ামী লীগ,শ্রমিকলীগ,কৃষক লীগ,মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুর‌্যালে পূস্পর্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।

পরে জেলা ও মহানগর দলীয় কার্যলয়ে জাতীর জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনগুলির কথা স্মরন করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,একে.এম জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে মূখ্য আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড,তালুকদার মোঃ ইউনুস বলেন, ২৫ই মার্চ কালো রাতের পূর্বেই বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা ঘোষনা করেছিলেন।

১৬ইডিসেম্বরে এদেশ পাকহানাদার মুক্ত করার মাধ্যমে স্বাধীন হলেও আমরা ১০ই জানুয়ারী জাতীর জনক বঙ্গবন্ধু বাংলার মাঠিতে পা রাখার মাধ্যমে স্বাধীনতার স্বাধীনতার পূর্ণতা অর্জন করেছিলাম।

তিনি আরো বলেন,ওই ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য,আত্বীয়-স্বজন সহ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী হত্যা করে খুনি মোস্তাক-জিয়ারা ভেবেছিল এদেশে কেহ আর মুক্তিযুদ্ধের নাম নিতে পারবে না।

বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা রাস্ট্র ক্ষমতা এসে প্রমান করে দিয়েছে খুনিরা এদেশ চালাতে পারে না। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পঞ্চমবারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য সকল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সকল মতভেদাভেদ ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষের ভালবাসা অর্জন করার আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, বিসিসি প্যানেল মেয়র, গাজী নাঈমুল হাসান লিটু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, মহানগর ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম।

এখানে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,এ্যাড, আফজাল হোসেন,জেলা শ্রমীক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর পূর্বে সকাল ১০টায় শহীদ সোহেল চত্বরের জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয় সংলগ্ম বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালে প্রথমে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে শ্রদ্ধা নিবেদন করে প্যানেল মেয়র গাজী নাঈমুল হাসান লিটু,প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম খোকন (মামা খোকন),প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনা সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দ।

এরপরে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড,তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলার বিভিন্ন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে।

পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,একে.এম জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে পূস্পার্ঘ অর্পণ করে বিভিন্ন নেতৃবৃন্দ।

পরবর্তীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানায়।

 

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক, জঙ্গিবাদী শক্তি মাঠে নেমেছে

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক, জঙ্গিবাদী শক্তি মাঠে নেমেছে। এদেরকে পরাজিত করতে হবে। দুর্নীতিবাজদের কাছে সোনার দেশের ক্ষমতার মঞ্চ ফিরিয়ে দিব, এটা হতে পারে না, হতে দিব না।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে কাদের এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষের কাছে অবশ্যই আমাদের অঙ্গীকার আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতেই হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের আদর্শ রাষ্ট্র গড়তে হবে। আইডিয়াল স্টেট গড়তে হবে। মুক্তির কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। সেটাই আমাদের শপথ।’

‘বাংলাদেশে দুজন মানুষ সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেছেন। একজনকে রাজনৈতিক স্বাধীনতার জন্য আর আরেকজনকে আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন। দিস ল্যাগাসি নেভার ডাই। শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করছেন। বাংলাদেশেকে উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন সারা বিশ্বের বিস্ময়। আমাদের রিজার্ভ স্ট্যাবল আছে। মূল্যস্ফীতি ৮ এর নিচে আছে। আমরা গর্ব করে বলতে পারি যে উন্নয়ন অভিযাত্রা শুরু হয়েছে। আমরা আরও এগিয়ে যাব। মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার। বাংলাদেশে এখন পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। ২০২৬ সালে ৪ হাজার ডলারে উন্নীত হবে।

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা বাংলার সহস্র জননীর বুক খালি করেছে। যারা বাংলার শত শত মায়ের বুক খালি করেছে। বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত পুরস্কৃত করেছে, কুখ্যাত ইনডেমনিটি জারি করেছিল। যারা গগণতন্ত্রকে ধ্বংস করেছে, জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। এই বাংলায় শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। আমরা তাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি না। তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারি না।

বিএনপি সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা এদেশে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছিল। যারা এ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তারেক রহমান অর্থপাচারের কারণে ৭ বছরের দণ্ড নিয়ে ব্রিটেনে অবস্থান করছে। জঙ্গিবাদ সৃষ্টি করেছে।’

দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘গেট রেডি। প্রস্তুত হোন। সামনে নির্বাচন। ইনশাআল্লাহ, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র ভেদ করে এগিয়ে যাব। বিজয়ের সোনালী বন্দরে নৌকার বিজয়ের অভিযাত্রা শেষ করবো।’

আ-লীগ সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় আওয়ামী লীগ অনেক বেশি সুসংগঠিত, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭১ সালে ২৩ বছরের স্বাধিকার আন্দোলন সংগ্রাম আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা পাগল মানুষ লড়াই করে, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মাসমর্পণের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। কিন্তু এই বিজয় ততক্ষণ পূর্ণতা পায়নি, যতক্ষণ না পাকিস্তানের কারাগারে বন্দি বিজয়ের মহানায়ক শেখ মুজিব দেশে ফিরেছেন। তাঁর অনুপস্থিতিতে বিজয় ছিল অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ বিজয় পূর্ণতা পেয়েছিল ১৯৭২ সালের আজকের ১০ জানুয়ারিতে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন একটি আদর্শ রাষ্ট্র। সেই আদর্শ রাষ্ট্র আমাদের অঙ্গিকার। সেই আদর্শ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণ করব। আজকের এই দিনে আমাদের শপথ—আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, তথা স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর তো গেল, আওয়ামী লীগ কী মোকাবিলা করেনি? আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের অনেক ঐক্যবদ্ধ, অনেক শক্তিশালী। আমরা যেকোনো ধরনের ষড়যন্ত্র, যেকোনো ধরনের আন্দোলনের নামে সহিংসতার  সমুচিত জবাব দিতে প্রস্তুত।

বরিশালে মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

শামীম আহমেদ :

কেন্দ্রীয় বিএনপিতে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বকুলকে ছাত্র বিষয়ক সম্পাদক মনোনিত করায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল করে বরিশাল মহানগর ছাত্রদল।

আজ সোমবার (৯) জানুয়ারী দুপুর ২টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড, রেজাউল করিম রনির নেতৃত্বে অনন্দ মিছিল বেড় হয়।

আনন্দ মিছিল সদররোড ও গ্রিজ্জা মহল্লা সড়ক প্রদক্ষিণ করে মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সভায় সভাপতি এ্যাড, রেজাউল করিম রনি বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরিয়ে আসার আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে আরো বেশি শক্তিশালি করার প্রত্যাশা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল সহ-সভাপতি লিমন সাহা কানু,সজিব কাজী,আবুল হাসানাত,নয়ন চৌধুরী,সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

 

খেলা হবে আগামী জানুয়ারিতে : কাদের

ডেস্ক রিপোর্ট :

আগামী বছরের জানুয়ারিতে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

রবিবার (৮ জানুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জাপা) ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

‘খেলা হবে’ স্লোগানকে একধরনের রাজনৈতিক হাস্যরস উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতি, মাদক, ষড়যন্ত্র, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্র রক্ষার স্বার্থে খেলা হবে।’

দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভালো মানুষ আজকাল রাজনীতিতে নেই। আমরা রাজনীতিকে আকর্ষণীয় করতে ব্যর্থ হয়েছি।’

ছাত্র রাজনীতির সুনাম নষ্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভালো, সৎ ও উজ্জ্বল ব্যক্তিদের অংশগ্রহণ ছাড়া রাজনীতি চরিত্রহীন হয়ে পড়বে।’

বাংলাদেশকে বাঁচাতে গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (৪ জানুয়ারি)। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।

শিক্ষা-শান্তি-প্রগতির স্লোগানকে ধারণ করে জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

১৯৪৮ সালে  পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আগামী ৪ জানুয়ারি ২০২২ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের একেকটি সিঁড়ি বেয়ে ৭৬ বছরে পদার্পণ করল। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা-শান্তি-প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গৌরবগাঁথা ইতিহাসকে সমুন্নত রাখতে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বায়ান্নর ভাষা আন্দোলন, চোয়ান্নর প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, আটান্নর আইয়ুববিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ছিনতাই হয়ে যায় স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক ধারা।

১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে আন্দোলনের সূচনা করেন। ছাত্রলীগ ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন এই কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ ৪ জানুয়ারি সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ৮ টায় ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। পরে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আজ বিকেল ৩টায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবে ছাত্ররাজনীতির এই সংগঠনটি।

মনোনয়নপত্র কিনলেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট :
বিএনপির ছেড়ে দেয়া বগুড়ার দুইটি সংসদীয় আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ সকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি।

দুপুর ১টা দিকে তিনি গণমাধ্যমকে বলেন, সকালে আমি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনের অফিস থেকে আজ মনোনয়নপত্র কিনেছেন। আগামী ৫ তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আমি এর আগে জমা দিয়ে দিবো।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে পান আশরাফুল আলম। ব্যাপক আলোচনার মধ্যে সিংহ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। তবে নির্বাচনের দিন নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

উল্লেখ্য, বিএনপির দলীয় সিদ্ধান্তে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে পদত্যাগ করেন। আসন দুটি শূন্য ঘোষণার পর ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। ৮ জানুয়ারি মনোনয়ন বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।