নকল অভিনয়ের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে সত্যিকারের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক :
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের। সেখানে পরিবারের সঙ্গে নকল বিয়ের অভিনয় করতে হবে বলে এক তরুণীকে ডেকে নিয়ে গিয়ে সত্যিকারের বউ বানানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই তরুণীকে উদ্ধার করা গেলেও অভিযুক্ত ওই যুবক পালিয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, ওই অভিনেত্রীর সঙ্গে কথা ছিল পাঁচ দিন বউ সাজার অভিনয় করতে হবে। বিনিময়ে ৫০০০ রুপিও নিয়েছিলেন ওই তরুণী। কিন্তু অভিনয় করতে গিয়ে শেষমেশ সত্যিকারের বিয়ের ফাঁদে পড়তে হবে তা ঘুণাক্ষরেও টের পাননি তরুণী। ফাঁদে পরে বিয়ে থেকে মুক্তি পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে তাকে।

জানা গেছে, ২১ বছর বয়সী ওই তরুণী পেশায় অভিনেত্রী। ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন আগে থেকেই। কাছের বান্ধবীর বরের থেকে আসা এমন প্রস্তাবে আস্থা রেখেই রাজি হয়ে গিয়েছিলেন। ঘটনার দিন বান্ধবীর বরের সাথেই বাসে চড়ে মধ্যপ্রদেশের মন্ডসৌর গ্রামে যায় তারা। সেখানে তার সঙ্গে অভিযুক্ত মুকেশের পরিচয় করিয়ে দেয়া হয়। পরিবারের জন্য কয়েক দিন তাকে বিয়ের অভিনয় করতে হবে বলেই প্রথমিক ভাবে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের চাপে পড়ে মুকেশ ওই তরুণীকে বিয়ে করার অভিনয় করতে বললেও প্রথম দেখায় নিজেই ওই তরুণীর প্রেমে পড়ে যান। মুকেশের পরিবারের জন্য তাদের মন্দিরে বিয়ে করার চিত্রনাট্যও সাজাতে হয়।

বিয়ের পর তার পরিবারের সঙ্গে বেশ কিছু দিন বৌ সেজে থাকতেও হয় ওই তরুণীকে। কিন্তু পাঁচ দিন পর যখন ওই তরুণী জানান যে, এবার তাদের সবটা জানিয়ে দেয়া উচিত, তখনই মুকেশ বেঁকে বসে।

মুকেশ দাবি করে, ওই বিয়ে বৈধ। অভিনয়ের কথা বলে বিয়ের যেসব আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে সবই সত্যি সত্যি নিয়ম মেনেই হয়েছে।

বিপদে পড়েছেন বুঝে ওই তরুণী মুম্বাইয়ের এক বন্ধুকে ঘটনাটি জানায়। তার বন্ধু মুম্বাইয়ের ধারাভি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে মুকেশের হাত থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। মুকেশ বা তার বন্ধু, কেউই ধরা পড়েনি। তাদের খোঁজে পুলিশের অভিযান চলছে। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা।

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের আরকানসাসে বড় ধরনের টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের গভর্নর টুইট করে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৩১ মার্চ) এ টর্নেডো আঘাত হানার পর উদ্ধারকর্মীরা দ্রুত কার্যক্রম শুরু করেছে।

গভর্নর সারাহ হুকাবায়ে স্যান্ডার্স টুইটারে জানান, টর্নেডোতে মধ্য আরকানসাসে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো দুর্গতদের সহায়তায় কাজ করছে। জাতীয় আবহাওয়া দপ্তর থেকে আরও ঝড়ের পূর্বাভাস দেওয়ায় তিনি বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, রাজ্যের রাজধানী লিটল রকের কাছে এ টর্নোডো আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে এবং বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৭০ হাজারের বেশি  মানুষ।

গভর্নরের কার্যালয় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর দিতে পারেনি। তবে, স্থানীয় একটি হাসপাতাল থেকে বলা হয়, তাদের কাছে আহত ব্যক্তিরা আসছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিশেষ করে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রায়ই টর্নেডো আঘাত হানে।

বিশ্বজুড়ে এখন পরমাণু অস্ত্রের সংখ্যা কত ?

আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বজুড়ে বেড়েছে অপারেশনাল পারমাণবিক ওয়ারহেডের তথা অস্ত্রের সংখ্যা। মূলত রাশিয়া ও চীনের কারণেই বেড়েছে ওয়ারহেডের সংখ্যা। বুধবার প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

বেসরকারি সংস্থা নরওয়েজিয়ান পিপলস এইড প্রকাশিত পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ৯টি পারমাণবিক শক্তিধর দেশের কাছে ২০২৩ সালে ব্যবহার করা যাবে এমন ৯ হাজার ৫৭৬টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর আগের বছর এই সংখ্যা ছিল ৯ হাজার ৪৪০।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্রগুলোর ‘সম্মিলিত ধ্বংসাত্মক শক্তি’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় আঘাত হানা এক লাখ ৩৫ হাজার আণবিক বোমার সমান।

ইউক্রেনে আক্রমণ এবং পূর্ব ইউরোপীয় দেশটিতে পশ্চিমা সামরিক সহায়তার বিরুদ্ধে মস্কো বারবার পারমাণবিক হুমকি দেওয়ায় এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।

গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় থাকা দেশ বেলারুশে ‘কৌশলগত’ পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে মিনস্কের সাথে সম্মত হয়েছেন।

রাশিয়ার কাছে এই মুহূর্তে ব্যবহার করা সম্ভব এমন পাঁচ হাজার ৮৮৯টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি ওয়ারহেড রাশিয়ার কাছেই রয়েছে। রাশিয়া ছাড়াও চীন, ভারত, উত্তর কোরিয়া এবং পাকিস্তানের কাছে কার্যক্ষম পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ পর্যবেক্ষকের সম্পাদক গ্রেথ লাউগলো অস্টার্ন এক বিবৃতিতে বলেছেন, “এই বৃদ্ধি উদ্বেগজনক, ২০১৭ সাল থেকে বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত রয়েছে।”

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, নতুন ওয়ারহেড বাড়ানোর প্রবণতা বন্ধ না হলে শিগগিরই বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যাও শীতল যুদ্ধের পর প্রথমবারের মতো আবারও বৃদ্ধি পাবে।

নিজস্ব মুদ্রায় লেনদেনে চুক্তি করল চীন ও ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক :
ডলারের ব্যবহার বাদ দিয়ে এবার নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়ে চুক্তিতে পৌঁছেছে চীন ও ব্রাজিল।

বুধবার বিষয়টি ব্রাজিল সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

এই চুক্তির ফলে ডলারের ব্যবহার বাদ দিয়ে চীন লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাথে সরাসরি নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করতে পারবে।

আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমেরিকা এবং তারা ডলারকে অনেক সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা অ্যাপেক্স-ব্রাজিল এক বিবৃতিতে আশা করেছে, চীনের সঙ্গে এই চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে খরচ কমবে এবং বাণিজ্য বাড়বে। পাশাপাশি অর্থ বিনিয়োগের পথ সহজতর করবে।

চীন হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার। গত বছর দু’ দেশের মধ্যে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।

২০ পৃথিবীর সমান গর্ত সূর্যে

আন্তর্জাতিক ডেস্ক :
সৌরজগতে পৃথিবীর কাছে সূর্যের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। আলো, তাপ, আবহাওয়াসহ প্রায় সব ধরনের শক্তির যোগান দিয়ে পৃথিবীকে প্রাণিকূলের বাসযোগ্য করে রেখেছে এই নক্ষত্রটি। তবে, এই নক্ষত্রের মধ্যেই বিশাল গর্তের অস্তিত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই গর্ত ২০টি পৃথিবীর থেকেও বড়। নিউইয়র্কভিত্তিক গণমাধ্যম ভাইস নিউজের বরাতে আজ বুধবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি বলছে, সূর্যের এই গর্তকে ‘করোনাল হোল’ বলে আখ্যায়িত করছে নাসা। তাদের মতে, সূর্যের একটি অংশ খুব দ্রুত হারিয়ে যাবে। এর জেরে সৌর বায়ু ঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসবে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্সি এনওএএ।

অস্ট্রেলিয় গণমাধ্যম নিউজ.কম.এইউ বলছে, সূর্যের গর্তের জন্য ২৯ লাখ বেগে ধেয়ে আসতে পারে সৌর বায়ু। আজকের মধ্যেই এই ঝড় পৃথিবীতে আঘাত হানবে। এই ঝড়ের আঘাতে পৃথিবী কীরকম প্রভাব ফেলবে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, স্যাটেলাইট ও জিপিএসে প্রভাব পড়বে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত ২৩ মার্চ সূর্যের উত্তরাংশের গর্তটি প্রথমবার আবিষ্কার করে নাসার সোলার ডাইমানিক ওবসেরভেটরি (এসডিও)। এসব গর্ত সৌর বায়ু উচ্চগতিতে মহাকাশে নিঃসরণ করা অনেক সহজ করে তোলে।

নাসার গডার্ড হেলিও ফিজিক্স সায়েন্স ডিভিশনের বিজ্ঞানী অ্যালেক্স ইয়াং বলেন, ‘সূর্যের বর্তমান গর্তটি তিন থেকে চার লাখ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ২০ থেকে ৩০টি পৃথিবীর সমান এটি।’

ছেলেদের সঙ্গে কথা বলতে বাধা দেয়ায় বাবা-মাকে কুপিয়ে খুন কিশোরীর!

আন্তর্জাতিক ডেস্ক :
ঘটনাটি ভারতের। দেশটির উত্তরপ্রদেশের বুলন্দশহরে বাবা-মাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে ১৬ বছরের এক কিশোরীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ১৫ মার্চ ওই শহরের ফারুখি নগর লাল দরওয়াজা এলাকায় শাব্বির (৪৫) ও তার স্ত্রী রিহানা (৪২)-এর মরদেহ তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার পুলিশ তাদের কিশোরী কন্যাকে গ্রেফতার করে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, তদন্তের সময় নিহত দম্পতির মেয়ের বয়ানে অসঙ্গতি থাকায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে সে স্বীকার করে যে, ছেলেদের সঙ্গে কথা বলার কারণে তার বাবা-মা তাকে প্রায়ই মারধর করত। তা নিয়ে অশান্তি চরমে পৌঁছলে সে তার বাবা-মাকে খুন করার সিদ্ধান্ত নেয়।

পুলিশ জানিয়েছে, এরপর ওই কিশোরী গত ১৫ মার্চ পরিচিত এক যুবকের কাছ থেকে ২০টি মাদকের বড়ি এনে বাবা-মায়ের খাবারে মিশিয়ে দেয়। তারা খাবার খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাদেরকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে।

কিশোরী গ্রেফতারের পর মাদকের বড়ির জোগান দেওয়া ওই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। খুনে ব্যবহার করা অস্ত্রটিকেও উদ্ধার করা হয়েছে।

মিয়ানমারের জান্তা সরকার সু চির দলকে বিলুপ্ত করল

আন্তর্জাতিক ডেস্ক :

নোবেলজয়ী মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত করেছে দেশটির জান্তা সরকার। একইসঙ্গে আরও ৩৯টি রাজনৈতিক দলকে বিলুপ্ত করেছে তারা। নির্বাচনের আগে সময়সীমার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় আজ মঙ্গলবার (২৮ মার্চ) এমনটি করেছে জান্তা সরকার। খবর রয়টার্সের।

জান্তা সরকারের এমন সিদ্ধান্তে তাদের ক্ষমতায় থাকার পথ আরও সুগম হয়েছে।

বিলুপ্ত করা মিয়ানমারের রাজনৈতিক দলগুলো গত এক দশকে সংসদের বেশিরভাগ আসন পেয়েছিল। তবে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি বিশৃঙ্খলায় নিমজ্জিত। সামরিক বাহিনীর শাসন ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে।

সাম্প্রতিক সময়ে নির্বাচন দেওয়ার কথা জানিয়ে আসছিল জান্তা সরকার। তবে, এ নিয়ে গড়িমসি করছে ক্ষমতাসীনরা। এবার পার্টিগুলোকে বিলুপ্ত করে বিরোধীদের মুখ বন্ধের পথে আরও একধাপ এগিয়ে গেল তারা। বিলুপ্ত করার ফলে নির্বাচনে অংশ নিতে পারবে না রাজনৈতিক দলগুলো।

মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার মাধ্যম মায়াওয়াদ্দি আজ জানিয়েছে, ৬৩টি দল নিবন্ধন করতে সক্ষম হয়েছে। এতে করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচনে অংশ নিতে পারবে তারা। আর ৪০টি দল নিবন্ধন করেনি। এতে করে স্বাভাবিকভাবে তারা বিলুপ্ত হয়ে গেছে। তবে, কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

মিয়ানমারের সামরিক বাহিনীর ঘেঁষা দল ইউএসডিপি। ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনের এনএলডির কাছে পরাজিত হয়েছিল দলটি। তবে, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি হটিয়ে দেয় দেশটির সামরিক বাহিনী। সু চিসহ এনএলডির জ্যেষ্ঠ নেতারা বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক :

সারা বিশ্বে ভূমিকম্পের রেশ যেন কাটছেই না। প্রাকৃতিক দুর্যোগটি একের পর এক আঘাত হানছে ভূখণ্ডে। এবার জাপানে আঘাত হেনেছে প্রাকৃতিক দুর্যোগটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক এক। জাপান আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির বরাতে আজ (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

জাপান আবহাওয়া সংস্থা বলছে, দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে উত্তর জাপানের আওমোরিতে ছয় দশমিক এক মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, সুনামির সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পটির গভীরতা ছিল ২০ কিলোমিটার (১২ মাইল)। এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটি ছয় দশমিক দুই মাত্রার ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

জাপানে ভূমিকম্প নতুন নয়। দেশটিতে হরহামেশায় প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে। জাপান প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত।

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার অর্ধেক মানুষের তথ্য হ্যাকারদের হাতে

আন্তর্জাতিক ডেস্ক :
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা তিন কোটি ১০ লাখ। এর মধ্যে প্রায় অর্ধেক জনসংখ্যার তথ্যই হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। একটি আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের তথ্য চুরির মাধ্যমে হ্যাকাররা এমনটি করেছে বলে জানা গেছে।

আজ সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, অস্ট্রেলিয়াভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান ল্যাটিটিউড ফিনান্সিয়ালের এক কোটি ৪০ লাখ গ্রাহকের তথ্য চুরি করেছে হ্যাকাররা। আর্থিক প্রতিষ্ঠানটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের  নাগরিকের ব্যক্তিগত তথ্য ছিল বলে জানা গেছে।

ল্যাটিটিউড ফিনান্সিয়ালের হ্যাকিংয়ের বিষয়টি সমানে আসে চলতি মাসের শুরুর দিকে। তবে, ওই সময় যতজন গ্রাহকের তথ্য চুরির কথা চাউর হয়েছিল, বর্তমান সময়ে তা অনেক বেশি। এর ফলে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রায় অর্ধেক মানুষের তথ্যই চলে গেছে হ্যাকারদের কবলে।

এক বিবৃতিতে আর্থিক প্রতিষ্ঠানটি বলে, আজকের ঘোষণাটি আমাদের গ্রাহকদের জন্য একটি দুঃখজনক ঘটনা হবে তা আমরা স্বীকার করছি। গ্রাহকদের তথ্য সঠিকভাবে সুরক্ষিত করতে না পারায় আমরা ক্ষমাপ্রার্থী।’

ল্যাটিটিউড ফিনান্সিয়ালের তথ্যানুসারে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৭৯ লাখ নাগরিকের ড্রাইভিং লাইসেন্সের তথ্য চুরি করা হয়েছে। দুদেশের ৫৩ হাজার পাসপোর্টের তথ্য চুরি করা হয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা নতুন নয়। ২০০৫ সালে দেশ দুটির ৬১ লাখ নাগরিকের তথ্য চুরি করে নেয় হ্যাকাররা। অস্ট্রেলিয়াভিত্তিক বহুজাতিক ঋণদাতা প্রতিষ্ঠানটির বিশ্বাস, তাদের তিন লাখ ৩০ হাজার গ্রাহকের তথ্য চুরি হয়েছে।

ল্যাটিটিউড ফিনান্সিয়ালের প্রধান নির্বাহী আহমেদ ফাওয়া বলেন, ‘গ্রাহকদের তথ্য চুরির বিষয়টি অত্যন্ত হতাশাজনক। গ্রাহকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

তথ্য চুরির ঘটনায় অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি। একইসঙ্গে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি কোম্পানিটির কর্মীরা কাজ করছে বলে জানা গেছে।

ওমরাহ পালন নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক :
করোনার পর রমজানে ওমরাহ পালন করতে মক্কা ও মদিনায় পাড়ি জমিয়েছেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। ফলে পবিত্র কাবাঘর প্রাঙ্গণে তৈরি হয়েছে ওমরাহযাত্রী ও মুসল্লিদের উপচে পড়া ভিড়। তাই ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে পবিত্র রমজানে একবারের বেশি ওমরাহ করা যাবে না বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, রমজান মাসে একবারই ওমরাহ পালন করা যাবে। একবারের বেশি ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। সব মুসল্লি যেন সহজে ও স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালনের সুযোগ পান মূলত সে কারণেই এই নির্দেশনা দেওয়া হয়। ‘নুসুক’ অ্যাপের সাহায্যে ওমরাহ পালনের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে। নির্ধারিত তারিখে অ্যাপয়েন্টমেন্ট না পেলে অন্য তারিখে তা খুঁজতে বলা হয়।

এর আগে সর্ববৃহত্ পরিকল্পনা অনুসারে রমজানে পবিত্র দুই মসজিদে ৩০ লাখ মুসল্লির ব্যবস্থার কথা জানান পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। তিনি জানান, রমজানে ৩০ লাখ মুসল্লির সেবা দিতে কাজ করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সংশ্লিষ্ট সব বিভাগ। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে ১২ হাজারের বেশি লোক কাজ করছে। মসজিদুল হারামে আসা-যাওয়াকে আরো সহজ করতে বাস চলাচলের ১৭টি পথ চালু করা হয়।

মুসল্লিদের জন্য বাংলাসহ বিভিন্ন ভাষায় দেড় লাখের বেশি কোরআন অনুবাদ কপি সরবরাহ, বাংলাসহ ১০ ভাষায় জুমার খুতবার তাত্ক্ষণিক অনুবাদের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, জেনারেল প্রেসিডেন্সির তথ্যমতে, রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিয়েছেন ৯ লাখ ৭৬ হাজার ১৭ জন মুসল্লি। নামাজে অংশ নিতে মসজিদের ছাদসহ সুবিস্তৃত প্রাঙ্গণ ও আশপাশ ছিল মুসল্লিদের পদচারণে মুখরিত। সূত্র : হারামাইন ওয়েবসাইট।