দেশে একদিনে নতুন শনাক্ত ১১৬৬, মৃত্যু ২১

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১১৬৬ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫২২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩৬৭৫১জন।

রোববার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৪১৬টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৪৪১টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিজেই করোনা আক্রান্তের খবর জানালেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (২৪ মে) বিকেল ৫টায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছেন তিনি। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সোমবার (২৫ মে) জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোবাইল ফোনে ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত ।

শুভেচ্ছা বার্তায় যা বললেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশব্যাপী এক ভিন্ন রকমের ঈদুল ফিতর উদযাপনকালে বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার সকালে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় শেষে ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবির

রাষ্ট্রপতি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ বছর ভিন্ন আবহে ঈদ উদযাপিত হচ্ছে। এই কঠিন সময়ে আমি দেশের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

একইসঙ্গে তিনি দেশের জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান।

পাশাপাশি, রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

রাষ্ট্রপতি বলেন, ঈদের সময়ে শ্রেণি-পেশা নির্বিশেষে বড় বড় শহরে বাস করা লোকেরা গ্রামের বাড়িতে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যায় সম্প্রীতি, সখ্যতা এবং ঐক্যের বন্ধন গড়ে তোলার জন্য। ঈদুল ফিতরের এ শিক্ষা সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।

ইসলামকে শান্তি ও কল্যাণের ধর্ম হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইসলামে বিদ্বেষ ও সহিংসতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা, সাম্যতা এবং সর্বজনীন কল্যাণের চেতনাকে সমর্থন করে।

তিনি বলেন, ঈদ মানে আনন্দ। ঈদুল ফিতর মাসব্যাপী রোজা ও আত্ম-সংযম চর্চার পরে আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সারা বাংলায় ছড়িয়ে পড়ুক।

দেশে বিবর্ণ ঈদ পালন

নিজস্ব প্রতিবেদক:

করোনার কারণে কার্যত লকডাউনের মধ্যে প্রথম ঈদ উৎযাপিত হচ্ছে রাজধানীসহ সারা দেশে। অন্যান্য ঈদে ঢাকা ফাকা থাকলেও এবারের ফাকা থাকাটা একেবারেই অন্যরকম।

একে লকডাউন, তার ওপর করোনা রোধে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলায় রাজধানীর কোথাও কোনো উল্লেখযোগ্য গণজমায়েত নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে মহাসড়কগুলোতে কিছু মানুষের দেখা মিললে তা খুবই সীমিত। তবে, পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি ভেঙ্গে ঈদ উৎযাপনের চিত্রও নজরে এসেছে।


দেখা গেছে, স্বাস্থ্যবিধি না মেনে হেলমেট ছাড়া এক বাইকে তিনজনকে চড়তে দেখা গেছে। এমন চিত্র দেখা গেছে রিকশায়ও।

মোহাম্মদপুর, জিগাতলা, নিউমার্কেট, কলাবাগান ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, ঈদের নামাজ শেষে বেশ কিছু মানুষ জটলা করে ঈদের আমেজে খোশ গল্প করছেন। এসময় মোহাম্মদপুর এলাকায় র‍্যাব সদস্যরা তাদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়ে গণজামায়েত করতে নিরুৎসাহিত করে।

এদিকে বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন অনেকেই। এমনই একজন হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ। দুপুরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে রিকশাচালকসহ প্রায় ৩০০ জন দুস্থকে খাবার দিতে দেখা যায়।


এসময় তিনি বলেন, আমরা সারা মাসই ছিন্নমূল ও রিকশাচালকদের খাবার দিয়েছি। আজ ঈদের দিন, সেজন্য আজও খাবারের ব্যবস্থা করেছি। খাবার মেন্যুতে রেখেছি সেমাই, ভাত আর গরুর মাংস। যদি করোনা পরিস্থিতি এমনই থাকে, তাহলে আগামী জুমা থেকে করোনা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক জুমা বারের দুপুরে ভাত ও গরুর মাংস দিয়ে তাদের খাওয়াব।

এদিকে করোনা ঝুঁকি থাকা সত্ত্বেও টিএসসি এলাকায় ঘুরতে বের হওয়ার কারণ জানতে চাইলে মিফতাজুর রহমান পিয়াস নামে এক যুবক বলেন, প্রায় দুই মাসেরও বেশি সময় ঘরবন্দী আছি। ঘরে থেকে থেকে একঘেয়েমি এসে গেছে। করোনার শঙ্কা থাকলেও আজ ঈদের আনন্দ উৎযাপন করতে একটু বের হয়েছি। ভয়ভিতি নিয়ে যথাসাধ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি। এমন ঈদ আমরা চাই না। দ্রুত দুনিয়া ও দেশ স্বাভাবিক হোক। আমরা আবার স্বাভাবিক সময়ে ফিরে যেতে চাই।


খোশবুল নামের আরেকজন বলেন, ঈদে বাড়ি যেতে পারিনি। আর অনেক দিন ঘরের বাইরে বের হতে পারিনি, তাই বের হলাম আরকি। ঝুঁকি আছে জানি, তবে আজ তো ঢাকা শহর অনেক ফাঁকা। আর আমিও সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছি।

করোনাকে জয় করলেন এমপি শহিদুজ্জামান সরকার

দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

শনিবার (২৩ মে) নওগাঁ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার এর করোনার তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসে। এরমধ্য দিয়ে তিনি পুরোপুরি করোনামুক্ত হলেন। এর আগে গত ১৬ মে প্রথম রিপোর্ট নেগেটিভ আসে তার।

শহিদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত ৩০ এপ্রিল তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন শুক্রবার ১ মে তাকে জানিয়ে দেওয়া হয় তিনি করোনা পজিটিভ। এতদিন তিনি ন্যাম ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন। বাসায় বসে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি চিকিৎসা নিয়েছেন।

করোনা নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন তার একান্ত সচিব (পিএস) নুরুল আবছার কাজল। তিনি বলেন, আজ স্যার এর তৃতীয় রিপোর্টটিও নেগেটিভ আসছে। স্যার এখন পুরোপুরি সুস্থ। এই আইন প্রণেতার বয়স ৬৫ বছর।

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৮, শনাক্ত ১৫৩২

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৫৩২ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৭০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩৩৬১০জন।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ১৮৪টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আমির হোসেন আমু এমপি’র ঈদ শুভেচ্ছা

আরিফুর রহমান আরিফ:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঝালকাঠীবাসীসহ সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপি।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা।পরস্পর পরস্পরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে উদযাপন করার প্রত্যাশা ব্যাক্ত করেছেন তিনি।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাস্থবিধি ও সরকারী নির্দেশনা মেনে নিরাপদে থেকে এবারের ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন।তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বস্তরের জনসাধারনের জন্য দোয়া করছেন পাশাপাশি সকলের নিকট তিনিও দোয়া কামনা করছেন।

ডিআইজি-এসপিসহ পুলিশের ১০১২ কর্মকর্তা করোনায় আক্রান্ত

বাংলাদেশ পুলিশের তিন হাজার ৫৭৪ জন সদস্য ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১ হাজার ১২ জনই ডিআইজি-এসপিসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে।

পুলিশ সদরদপ্তর জানায়, পুলিশের মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ৭২২ জন সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর করোনা আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছেন।

পুলিশ সূত্র জানায়, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার পদমর্যাদার আট জন, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, পরিদর্শক পদমর্যাদার ৯৭ জন, উপ-পরিদর্শক পদমর্যাদার ৩৮৬ জন, সহকারী উপপরিদর্শক পদমর্যাদার ৪৮১ জন কর্মকর্তাসহ মোট ৩ হাজার ৫৭৪ জন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সাথে বাড়ছে সুস্থতার হার।’

দেশবাসীকে আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী এবং মুসলিম জাহানের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল ফিতরে তিনি বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি বলেন, এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দী থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে।

তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনাভাইরাসসহ সকল সংকট জয়ের সুসংহত-বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সকলে পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সকল সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যোমে এগিয়ে যাক বাংলাদেশ।

সৌদি আরবে ঈদুল ফিতর রোববার

সৌদি আরবে শুক্রবার (২২ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রোববার (২৪ মে) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

অর্থাৎ শনিবার (২৩ মে) ৩০তম রমজান পালিত হবে সৌদিতে। কাতারেও শুক্রবার কোথাও ঈদের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার রোজা রেখে রোববার ঈদ উদযাপন করবেন কাতারবাসী।

কাতার রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার আকাশে আজ কোথাও শাওয়ালের চাঁদ না দেখায় ঈদ আগামী রোববার সেখানে ঈদ হবে। এছাড়া জাপান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও এদিন চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশেও আগামী রোববার ঈদ উদযাপিত হবে।