পায়রা নদীর ব্লক সরে যাচ্ছে ভয়াবহ ভাঙ্গনের মুখে আমতলী পৌর শহর

আমতলী প্রতিনিধি ।
পায়রা নদীর ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধিতে শহর রক্ষা বাঁধের সিসি ব্লক সরে যাওয়ায় ভয়াবহ হুমকির মুখে পড়েছে বরগুনার আমতলী পৌর শহর। গত ২৩ বছরেও সংস্কার হয়নি শহর রক্ষা বাঁধের সিসি ব্লক। এতে নদী গর্ভে বিলিন হয়ে গেছে অনেক স্থাপনা। দ্রুত সংস্কার করা না হলে বিলিন হয়ে যেতে পারে পাউবো অফিস, খাদ্যগুদাম, মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়, লঞ্চঘাট ও ফেরিঘাটসহ সহস্রাধীক বাড়ীঘর। ব্লক নদীতে সরে যাওয়ায় পদচারনায় মুখরিত পায়রা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড এলাকা পর্যটক প্রায় শুন্য হয়ে পরেছে। দ্রুত ব্লক নির্মাণের দাবী জানান এলাকাবাসী ও পর্যটকরা।
জানাগেছে, ১৯৯৮ সালে আমতলী পৌর শহরকে পায়রা নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষায় ফেরীঘাট এলাকা থেকে পাউবোর অফিস পর্যন্ত ১২০০ মিটার শহর রক্ষা বাঁধ প্রকল্পের অধিনে সিসি ব্লক স্থাপন করা হয়। ওই সময় নিম্নমানের কাজ করায় অল্পদিনে মধ্যেই ব্লক সরে যেতে থাকে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন ও রোয়ানু, বুলবুল ও আম্ফানের প্রভাবে আমতলী পৌর শহর সংলগ্ন পায়রা নদীর সিসি ব্লক সরে ও ভেঙ্গে যাচ্ছে। এতে ফেরিঘাট, লঞ্চঘাট, কাঠপট্রি, পুরাতন লঞ্চঘাট, শ্মশানঘাট ও পানি উন্নয়ন বোর্ড এলাকাসহ সহস্রাধীক বাড়ীঘর নদী বক্ষে বিলিন হওয়ার উপক্রম হয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ড ২০১৪ সালে সিডর প্রকল্পের আওতায় আমতলী পৌর শহরকে পায়রা নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষায় ১২০০ মিটার ব্লক মেরামতের কাজ অন্তর্ভুক্ত করে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান এমবিইএল ১১৫ মিটার পায়রা নদীর তীর সংরক্ষণে সিসি ব্লক সংস্কার করে অবশিষ্ট কাজ ফেলে রেখে চলে যায়। এতে আরো হুমকির মুখে পড়ে পৌর শহর। গত ২৩ বছরে সংস্কার না করায় পায়রার ভাঙ্গনে অধিকাংশ ব্লক নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এতে বিলিন হয়ে গেছে অনেক স্থাপনা। পায়রা নদীর ভাঙ্গন থেকে আমতলী পৌরশহরকে রক্ষায় দ্রুত শহর রক্ষা বাঁধের সিসি ব্লক সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
রবিবার পায়রা নদী সংলগ্ন শহর রক্ষা বাঁধ এলাকা ঘুরে দেখাগেছে, পায়রা নদীর অস্বাভাবিক জোয়ারের তোড়ে ঢেউ তীরে আছড়ে পড়ছে। এতে ব্লকগুলো সরে যাচ্ছে এবং দুর্বল অনেক ব্লক ভেঙ্গে নদীতে বিলিন হয়ে যাচ্ছে। আমতলী স্লুইজগেট এলাকায় দু’পাশের ব্লক সরে গেছে। বাড়ীঘর ভেঙ্গে যাচ্ছে। ফেরিঘাট, শ্বশ্মানঘাট, সবুজবাগ মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়, লঞ্চঘাট ও খাদ্যগুদামসহ সহস্রাধীক বাড়ীঘর হুমকির মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড এলাকায় ব্লক সরে নদীতে বিলিন হয়ে গেছে। অপর দিকে ব্লক সরে যাওয়ায় পায়রা নদী এলাকায় বেড়াতে আসা পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছে। সৌন্দার্য হারিয়ে যাওয়ায় আগের মত তেমন পর্যটকরা বেড়াতে আসেন না।
নারী পর্যটক মোসাঃ শাফিয়া বেগম বলেন, বিকেল বেলা বিনোদনের জন্য পায়রা নদীর ব্লকে বেড়াতে যেতাম কিন্তু সেই অবস্থা এখন আর নেই। ব্লক সরে নদীতে বিলিন হয়ে গেছে। দ্রুত ব্লক নির্মাণ করা হলে ভ্রমণ পিপাসুদের পদচারনায় মুখরিত হবে পায়রা নদী সংলগ্ন আমতলীর পান্নি উন্নয়ন বোর্ড এলাকা।
শহর রক্ষা বাঁধ এলাকায় ফার্নিচার ব্যবসায়ী শিপন মিস্ত্রি বলেন, পূর্ব থেকেই নদী ভেঙ্গে ব্লক সরে যেত। সিডরের প্রভাবে ব্লক সরে গিয়ে নদী ভাঙ্গনের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে। এতে এ এলাকায় বসবাসরত মানুষের দূর্ভোগ আরও ঘনিভূত হয়েছে। তিনি আরো বলেন, খাদ্যগুদাম ঘাটসহ এলাকার অনেক ঘরবাড়ী ভেঙ্গে নদীতে বিলিন হয়ে গেছে।
লঞ্চঘাট এলাকার শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ব্লক সরে পায়রা নদীতে বিলীন হওয়ায় লঞ্চঘাট,পানি উন্নয়ন বোর্ড এলাকাসহ পৌর শহর হুমকির মুখে পরেছে। অতিদ্রুত ব্লক সংস্কার করা না হলে তীর ভেঙ্গে বাড়ীঘর নদীতে বিলীন হয়ে যাবে। দ্রুত পায়রা নদীতে ব্লক দিয়ে সংস্কারের দাবী জানাই।
আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, পায়রা নদীর ভাঙ্গনে প্রতিদিনই পৌরশহরের আয়তন ছোট হচ্ছে। ভাঙ্গনে বহু স্থাপনা হুমকির মুখে পরেছে। পুরাতন সিসি ব্লক সরে নদীতে বিলিন হয়ে গেছে। দ্রুত শহর রক্ষা বাঁধ সংস্কার করা না হলে ভাঙ্গনের ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, এ শহরকে রক্ষায় তিন কিলোমিটার পায়রা নদীর তীরে সিসি ব্লক নির্মাণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কাছে দ্রুত সিসি ব্লক নির্মাণের দাবী জানান তিনি।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান সুজন বলেন, শহর রক্ষা বাঁধের প্রজেক্টে আমতলী পৌর শহর রক্ষায় পায়রা নদীর ব্লক সংস্কারের প্রস্তাবনা দিয়েছি।
পাউবোর বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আলম বলেন, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আমতলী পৌর শহরের শহর রক্ষা বাঁধসহ নদী ভাঙ্গন রোধে প্রস্তাবনা দেয়া হয়েছে। বাজেট পাওয়া গেলে কার্যক্রম শুরু করা হবে।

বরগুনায় শিশু ও নারী অধিকার ফোরামের মানববন্ধন পণ্ড

বরগুনায় শিশু ও নারী অধিকার ফোরামের মানববন্ধন পুলিশের বাধার মুখে পণ্ড হয়েছে। সারাদেশে সংখ্যালঘু নির্যাতন, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। ব্যানার ছিনিয়ে অংশগ্রহণকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয় পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা যুবদলের সভাপতি মো. জাহিদ হোসেন মোল্লা, জেলা শিশু ও নারী অধিকার ফোরামের সভাপতি এডভোকেট আহসান হাবীব স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াসী মতিন, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজীব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শুরু করার সাথে সাথেই বরগুনা থানার পুলিশ মানববন্ধন স্থলে উপস্থিত হয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং অংশগ্রহণকারীদের হটিয়ে দেয়।

বরগুনায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

বরগুনায় আলা-নুর (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আজ ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ ওই রায় দেন।

দন্ডপ্রাপ্ত আলানুর বরগুনা পৌর শহরের কলেজ সড়কে মিষ্টি ঘর এন্ড কনফেকশনারি নামক দোকানের মালিক দেলোয়ার হোসেন চিশতীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আলী আক্কাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শহরের কলেজ সড়কের চিশতিয়া মিষ্টি ঘর এন্ড কনফেকশনারি নামক দোকানে মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে আলানুর নামের চিহ্নিত এক মাদক ব্যাবসায়ীকে বিপুল পরিমাণে ইয়াবা সরঞ্জাম, নগদ এক হাজার টাকা ও ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

সহকারী পরিচালক জানান, আলানুর দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সরকারী চাকুরীর জন্য ৭ লক্ষ টাকা যৌতুক দাবী | টাকা না দেয়ার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে মারধর

আমতলী প্রতিনিধি।
সরকারী চাকুরীর জন্য ৭ লক্ষ টাকা প্রয়োজন স্বামী কাইয়ুম ইসলামের। এ টাকা এক কন্যা সন্তানের জননী অন্তঃস্বত্ত্বা স্ত্রী মাকসুদার কাছে যৌতুক দাবী করেন কাউয়ুম। টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছেন স্বামী। পুলিশ অন্তঃস্বত্ত্বা মাকসুদাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে বুধবার সন্ধ্যায়।
জানাগেছে, ২০১৬ মাসের মার্চ মাসে আড়পাঙ্গাশিয়া গ্রামের মোঃ মতিউর রহমানের মেয়ে মাকসুদার সাথে উত্তর টিয়াখালী গ্রামের নাশির হাওলাদারের পটুয়াখালী বিশ^বিদ্যালয়ে অনার্স পড়ুয়া ছেলে কাইয়ুমের বিয়ে হয়। বিয়ের সময় শ^শুর জামাতাকে দের ভরি স্বর্নালংকার, নগদ ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাদপত্র দেয়। কিন্তু এতে তুষ্ট নন জামাতা কাইয়ুম। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে প্রায়ই মারধর করে আসছে। গত তিন মাস পূর্বে স্বামী কাইয়ুম স্ত্রী মাকসুদার কাছে সরকারী চাকুরীতে ৭ লক্ষ টাকা প্রয়োজন বলে যৌতুক দাবী করেন এমন অভিযোগ স্ত্রী মাকসুদার। কিন্তু এ টাকা দিতে অস্বীকার করে মাকসুদা ও তার বাবা মতিউর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে কাইয়ুম তার মা শিরিনা বেগম ও বোন তাইরিনের কু-পরামর্শে বাড়ী থেকে তাকে তাড়িয়ে দেয়। এরপর থেকে মাকসুদা তার বাবার বাড়ীতে অবস্থান করছে। বুধবার সন্ধ্যায় কাইয়ুম মাকসুদার কাছে পুনরায় চাকুরীর জন্য যৌতুক টাকা দাবী করেন। এ টাকা দিতে অস্বীকার করায় চার মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী মাসকুদাকে বেধরক মারধর করেছে। মারধরে তার নাক মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেয়ে মাকসুদা ৯৯৯ ফোন দেয়। তাৎক্ষনিক পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বৃহস্পতিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে গিয়ে দেখাগেছে, মাকসুদা শরীরের অসহনীয় যন্ত্রনায় কাতরাচ্ছেন।
অন্তঃস্বত্তা মাকসুদা কান্নাজনিত কন্ঠে বলেন, সরকারী চাকুরীতে আমার স্বামীর ৭ লক্ষ টাকা প্রয়োজন। ওই টাকা আমার বাবার কাছে যৌতুক দাবী করেন। আমার বাবা এতো টাকা দিতে অস্বীকার করায় আমাকে তিন মাস পুর্বে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। বুধবার সন্ধ্যায় ওই টাকার জন্য আমার বাবার বাড়ীতে আসেন। আমি টাকা দিতে অস্বীকার করায় আমাকে বেধরক মারধর করেছে। বিয়ের পর থেকেই শ^শুরী ও ননদের কুপরামর্শে যৌতুক দাবীতে আমকে মারধর করে আসছে। আমি এ ঘটনার বিচার চাই।
স্বামী কাইয়ুম ইসলাম যৌতুক দাবীর কথা অস্বীকার করে বলেন, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি এক পর্যায় দু’একটি কিল ঘুষি দিয়েছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, অন্তঃস্বত্ত্বা মাকসুদার শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পায়রা নদীতে ইলিশ নেই | খালী হাতে ফিরছে জেলেরা

আমতলী প্রতিনিধি।
অবরোধ শেষে তিন দিনেও পায়রা নদীতে রুপালী ইলিশের দেখা নেই। খালী হাতে ফিরছে জেলেরা। ইলিশ না পাওয়ায় হতাশ তারা। জেলেদের জালে ইলিশ ধরা না পরায় তারা পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছে। দ্রুত সরকারী সহায়তা দাবী করেছেন জেলেরা। ইলিশ গবেষক ড. মোঃ আনিছুর রহমান বলেন, অক্টোবর মাসের শেষ ভাগে এবং পুরো নভেম্বর মাসে তাপমাত্রা কমে যাওয়ায় সাথে সাথে নদীতে ইলিশ কমে যায়। ওই কারনে পায়রা নদীতে ইলিশ কমে যেতে পারে।
জানাগেছে, গত ২৫ অক্টোবর মধ্যরাতে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। ওইদিন মধ্য রাত থেকেই উপকুলীয় ১৪ হাজার ৬’শ ৮৯ জন জেলে নদীতে ইলিশ শিকারে নেমে পড়েছেন। জেলেরা আশায় বুক বেঁধেছিল অবরোধ শেষে নদীতে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ ধরা পরবে। কিন্তু জেলেদের সেই স্বপ্ন ফিফে হয়ে গেছে। অবরোধ শেষের তিন দিনেও পায়রা নদীতে ইলিশের দেখা নেই। জেলেরা নদী থেকে খালী হতে ফিরে আসছে। ইলিশ না পাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে কষ্ট ও হতাশায় দিন কাটাচ্ছেন বলে জানান জেলেরা। জেলেরা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সারা বছর মাছ শিকার করেই চলে তাদের সংসার জীবন। নদী ও সাগরে ইলিশ ধরা পড়লে ভালো চলে তাদের জীবনকাল। আর মাছ ধরা না পড়লে উনুনে পাতিল উঠে না বলে জানান জেলে ছত্তার।
উপকুলীয় অঞ্চলের গভীর সাগরে, সাগরের কিনারে এবং সাগরের শাখা প্রশাখা নদীতে তিন শ্রেনীর জেলে মাছ শিকার করেন। ইলিশের ভরা মৌসুম আষাঢ়, শ্রাবন, ভাদ্র ও আশ্বিন মাস। এ চার মাসে জেলেরা মাছ শিকার করে সারা বছরের হিসেব চুকিয়ে নেয়। ইতিমধ্যে ইলিশ মৌসুম শেষ হয়েছে। ছিটে খাটে দু’একটি যা ইলিশ পড়ছে তা দিয়ে সংসার চলে না বলে জানান জেলেরা। এদিকে একেতো নদীতে ইলিশ নেই, তার উপর পায়রা নদীর প্রবেশ দ্বার সাগর মোহনায় ডুবোচর। ওই ডুবো চরের কারনে বাঁধাপ্রাপ্ত হয়ে ইলিশ উল্টো পথে ফিরে যাচ্ছে। ফলে সাগর মোহনা দিয়ে তেমন ইলিশ পায়রা নদীতে প্রবেশ করছে না। এতেও পায়রা নদীতে ইলিশ শিকারী জেলেদের জালে তেমন ইলিশ ধরা পরছে না।
বুধবার খোজ নিয়ে জানাগেছে, জেলেরা নদীতে জাল ফেললেও তেমন ইলিশ ধরা পড়ছে না। দুই একটি যা ধরা পড়ছে তা জাটকা ইলিশ।
পায়রা নদীতে ইলিশ শিকারী জেলে ছত্তার,লাল মিয়া, মোস্তফা সিকদার ও জাহিদ মোল্লা বলেন, অবরোধ শেষে জেলেরা আশা করেছিল নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মিলবে কিন্তু নদীতে কোন ইলিশ নেই। খালী হাতেই ফিরে আসছে জেলেরা। তারা আরো বলেন নদীতে ইলিশ না থাকায় জেলেরা পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছে। তারা সরকারীভাবে সহায়তার দাবী জানিয়েছেন।
নয়া বেঙ্গলী গ্রামের জেলে শহীদুল ইসলাম ও জুয়েল মিয়া বলেন, অবরোধ শেষে দুইদিন নদীতে জাল ফেলেছি। মাত্র একটি জাটকা ইলিশ পেয়েছি। তারা আরো বলেন, ইলিশ না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে আছি।
আড়ৎ মালিক মোঃ জলিল ফরাজী বলেন, অবরোধে ইলিশ গভীর সাগরে চলে গেছে। তাই পায়রা নদীতে তেমন ইলিশ নেই। দু’একজন জেলেদের জালে দুই একজন জেলেদের জালে ইলিশ ধরা পড়লেও তারা দিয়ে তাদের সংসার চলে না। নদীতে ইলিশ না থাকায় জেলেরা অতি কষ্টে দিনাতিপাত করছে।
তালতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন ও নদীতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারনে পায়রা নদীতে জেলেদের জালে তেমন ইলিশ ধরা পড়ছে না। তিনি আরো বলেন, জেলেদের জালে কিছু ইলিশ ধরা পরলেও তা অধিকাংশই জাটকা ইলিশ।
বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মোঃ আনিছুর রহমান বলেন, অক্টোবর মাসের শেষ ভাগে এবং পুরো নভেম্বর মাসে তাপমাত্রা কমে যাওয়ায় নদীতে ইলিশ কমে যায়। এছাড়া নব্যতা সংঙ্কটসহ নানাবিধ কারনে নদীতে ইলিশ কমে যেতে পারে। তিনি আরো বলেন, ইলিশ দলবদ্ধভাবে চলাচলা করে। অবরোধের কারনে সাগর ও নদীতে ইলিশ অবাধ বিচরন করেছে। পায়রা নদীতে ইলিশ ধরা না পড়লেও কোথাও না কোথাও ইলিশ ধরা পড়ছে।

বরগুনার বালিয়াতলী ইউনিয়নে প্রার্থীদের মধ্য প্রতীক বরাদ্দ

বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চেয়ারম্যান, সংরক্ষিত আসন এবং সাধারণ আসনের সদস্য প্রার্থীদের মধ্য নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে।

নির্বাচন কার্যালয়ে আজ বেলা ১১টায় প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল  ইসলাম।

চেয়ারম্যান প্রার্থী মো. নাজমুল ইসলাম নাসিরকে নৌকা, মোহাম্মদ আবদুল বারীকে আনারস এবং মো. গোলাম সরোয়ার শাহিনকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও সংরক্ষিত তিনটি মহিলা আসনের ১২ জন এবং সাধারণ সদস্য আসনের ৩৫ জনের মধ্য বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 

এসময় নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশ্য বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কোন প্রার্থীর বিরুদ্ধে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোন অপ্রীতিকর ঘটনার ব্যাপারে সতর্ক রয়েছি। সকল প্রার্থীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্বাচনী প্রচারণার আহবান জানান তিনি।

চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করায় সংঘর্ষে আমতলীতে নারীসহ ১০ জন আহত

আমতলী প্রতিনিধি।
চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার সকালে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে।
জানাগেছে, ২০০৮ সালে উপজেলার পুর্ব চিলা গ্রামের জসিম প্যাদা এক একর জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয়। ওই জমি তার চাচাতো ভাই ফোরকান প্যাদার বাড়ীর সামনে। ফোরকান প্যাদা দাবী করেন, তার চলাচলের পথ জসিম প্যাদা বন্ধ করে দিয়েছেন। সোমবার সকালে এ চলাচলের পথ বন্ধ করার বিষয়ে আমার ছেলে জাহিদুল প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম প্যাদার ছেলে সোহেল প্যাদা চাচাতো ভাই জাহিদুলকে বেধরক মারধর করে। ছেলেকে রক্ষায় মা বিউটি বেগম এগিয়ে গেছে তাকেও পিটিয়ে রক্তাক্ত যখম করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত সোহেল প্যাদা, জসিম প্যাদা, ফোরকান প্যাদা, জাহিদুল প্যাদা, বিউটি ও পিয়ারাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ফোরকান প্যাদা অভিযোগ করে বলেন, আমার চলাচলের পথ চাচাতো ভাই জসিম প্যাদা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমার ছেলে জাহিদুল প্রতিবাদ করলে তাকে পিটিয়ে গুরুতর যখম করেছে। ছেলেকে রক্ষায় আমার স্ত্রী বিউটি বেগম এগিয়ে গেলে তাকেও বেধরক পিটিয়ে রক্তাক্ত যখম করে। আমি এ ঘটনার বিচার চাই।
জসিম প্যাদা মারধরের কথা স্বীকার করে বলেন, চলাচলের পথ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মারধরের ঘটনা ঘটেছে।

আমতলীতে দুই পরিবহন গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত-৩০

আমতলী প্রতিনিধি।
দুই পরিবহন গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মা আয়শা বেগম এবং ছেলে আয়ান নিহত এবং ৩০ জন আহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার বিকেলে পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে।
জানাগেছে, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী সেবা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৭২২৯) ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী গোল্ডেন লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৩৫) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর আমড়াগাছিয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়ী দুটি দুমড়ে মুরচে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সেবা পরিবহনের যাত্রী মোসাঃ আয়শা বেগম (৩২) ও তার ছেলে আয়ান (১) মারা যায় এবং ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ইমরান, খাদিজা, মরিয়ম, চন্দন মল্লিক, রেরেকা সুলতানা, লতিফা, শাহীন ও রাজিবকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আয়শা বেগম ও ছেলে আয়ানের বাড়ী চট্রগ্রাম জেলার কাঠগড় ধুমপাড়া এলাকায়।
নিহত আয়শার মেয়ে আহত মরিয়ম বলেন, বাবা-মা ও তিন ভাই বোনে মিলে গ্রামের বাড়ী চট্রগ্রাম থেকে মহিপুর এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাচ্ছিলাম। পথিমধ্যে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও আমার ভাই মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী রুবেল হাওলাদারসহ কয়েকজন বলেন, দ্রুত গতির দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষে গাড়ী দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অনেক হতাহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কেএম তানজিরুল ইসলাম বলেন, গুরুতর আহত ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল, পটুয়াখালী ও খুলনা হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেবা পরিবহনের যাত্রী মা ও ছেলের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

অরক্ষিত টেংরাগিরি ইকোপার্ক, দেখার কেউ নেই

শাহাদাৎ হোসেন, তালতলী (বরগুনা) প্রতিনিধি:

চারদিকে সবুজ সারি সারি গাছ সামনে বিশাল সমুদ্র সৈকত এক কথায় অসাধারন একটি পর্যটক স্পর্ট তালতলী টেংরাগিরি ইকোপার্ক ও সোনাকাটা সমুদ্র সৈকত। বরগুনা জেলার তালতলী উপজেলা শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে এই বনটিতে রয়েছে বিভিন্ন বিলুপ্ত প্রজাতির অসংখ্য সারি সারি গাছ ও ইকো পার্কের পাশেই আরেকটি আকর্ষণীয় স্থান সোনাকাটা সমুদ্র সৈকত। সমুদ্রের পাড়ে দাঁড়ালে ঝিরিঝিরি বাতাসে মন মুগ্ধ হয়ে যায়। সুন্দরবনের এক অংশ নিয়ে বিশাল বনভূমির উপর টেংরাগিরি ইকো পার্ক গড়ে তোলা হয়েছে।

প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে শত শত পর্যটকরা টেংরাগিরি বন ও সোনাকাটা সমুদ্র সৈকতের একটু স্বাদ নিতে আসেন। সম্প্রতি সময়ে রাস্তাঘাট ও নিরাপত্তা নিয়ে পর্যটকদের নানান অভিযোগ রয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল এই ট্যাংরাগিরি বনটি এখন অবহেলায়, অরক্ষায় পড়ে আছে।

পর্যটনসমৃদ্ধ এসব এলাকা পরিকল্পিতভাবে গড়ে তোলা তো দূরের কথা, এখনো নিরাপদই হয়ে উঠতে পারেনি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ গত (১ এপ্রিল ২০২১) দুলাভাইয়ের সাথে বেড়াতে গিয়ে শালী সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ইকো পার্কের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয় তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়েছেন বেড়াতে আসা নারী পর্যটকরা। ইকো পার্কের সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে সতর্কীকরণ সাইনবোর্ড নেই। নেই কোনো উদ্ধারকর্মী, নেই টহলের ব্যবস্থা। টেংরাগিরি বন এর মধ্যে কুমিরের বেষ্টনী দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান মোঃ রনি নামের এক পর্যটক। সেই সময়ে উদ্ধারকর্মী ও টহল ব্যবস্থা না থাকায় প্রায় পাচ ঘণ্টা পরে লাশ উদ্ধার করে পুলিশ।

এছাড়াও দিনদিন উজাড় হয়ে যাচ্ছে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের গাছ স্থানীয় কয়েকটি সংঘবদ্ধচক্র বনে মধু সংগ্রহ ও পশু চারণে কথা বলে ঢুকে বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে এবং নির্বিচারে পাচার করে দিচ্ছে।

একাধিক পর্যটকদের সাথে আলাপকালে তারা জানান, বনের মধ্যে গহীনজঙ্গলে সংঘবদ্ধ চক্র লুকিয়ে থাকে নারী পর্যটকদের একা পেলেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে নারী পর্যটকরা এখনে অাসতে ভয় পায়। মূলত বনের মধ্যে নিরাপত্তা আরো জোরদার করতে হবে। এছাড়াও যাতায়াতের জন্য রাস্তা সংস্কার ও পর্যটক এলাকায় হোটেল-মোটেল তৈরি সহ নানা ধরনের উদ্যোগ নিলে টেংরাগিরি বন টি আবার সুনাম ছড়িয়ে পরবে।

জানা জায়, ১৯৬০ সালের ১২ ই জুলাই সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা দেয় বন বিভাগ পরে ১৯৬৭ সালের এই বনাঞ্চলটিক টেংরাগিরি বন নামকরণ করে ঘোষণা দেয়।
এর আগে স্থানীয়দের কাছে হরিণঘাটার বন, পাথরঘাটার বন ও ফাতরার বনসহ বিভিন্ন নামে পরিচিত ছিল।

সুন্দরবনের পর এটি বাংলাদেশের দ্বিতীয় ব্রিহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল ও দিনে দুইবার জোয়ার-ভাটায় প্লাবিত হয় ও লবণাক্ত ও মিষ্টি মাটির মিশ্রণের কারণে এখানে রয়েছে সারি সারি বিলুপ্ত প্রজাতির গাছ ও পশুপাখি।
টেংরাগিরি বন টি সবুজ ঘন ম্যানগ্রোভ বনাঞ্চল, সৈকতের পাড়ে লাল কাকড়ার ছুটোছুটি ও শেষ বিকেলের সূর্য অস্তের দারুণ এক দৃশ্য যে কোন পর্যটকের মুগ্ধ করার মত। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপিপাসু পর্যটকরা এখানে ব্যস্ত শহরের যানজট এড়িয়ে নিরিবিলি কোলাহল ও সমুদ্রের বিশালতার মাঝে হারিয়ে যেতে আসে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৩ হাজার ৬৩৪ একর জমির ওপর তালতলী উপকূলীয় টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে ২০১২-১৩ অর্থবছরে সকিনা বিটের আওতায় পরিবেশ ও বন মন্ত্রণালয় পর্যটকদের আকর্ষণ বাড়াতে ইকোট্যুরিজম পার্ক নির্মাণ করে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। ওই সময় ইকোট্যুরিজমে ৫টি কুমির, ৯টি হরিণ, ২৮টি শূকর ও ১টি মেছোবাঘ ছিল। খাবার সরবরাহে সংকটের কারণে ২০১৮ সালে সংরক্ষিত এলাকা থেকে শূকর, কচ্ছপ ও মেছোবাঘ বনে ছেড়ে দেয়া হয়েছে। এরপর হরিণের বেষ্টনী থেকে ৪টি হরিণও ছেড়ে দেয়া হয়। বর্তমানে ইকোপার্কের সংরক্ষিত বেষ্টনীতে ২টি কুমির ও ৩ টি হরিণ রয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, তালতলী ট্যাংরাগিরি ইকোপার্কটি পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা। ফরেস্ট বিভাগের পর্যাপ্ত লোকবল না থাকায় বর্তমানে অরক্ষিত। এটা আসলেই কাম্য নয়।
ইকোপার্কে নিরাপত্তা জোরদার করতে কি কি করনীয় এ বিষয়ে তিনি বলেন, ফরেস্ট বিভাগের চাহিদা অনুযায়ী লোকবল নিয়োগ দিলে যেমন বনটি সংরক্ষিত থাকবে তেমনি নারী ধর্ষণ, পর্যটকদের নিরাপত্তাহীনতা, বন উজাড়ের মতো কোনো ঘটনা ঘটবে না। ফরেস্ট বিভাগের পাশাপাশি পর্যটন উন্নয়ন কর্পোরেশনের বিশেষ তদারকির জন্য বিশেষ টিম রাখার সুপারিশ করেন তিনি।

সোনাকাটা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান ফরাজী জানান, ইকোপার্কে নিরাপত্তা জোরদার করতে জনবল ও রাস্তাঘাট সংস্কার সহ টেংরাগিরি বন থেকে সমুদ্র সৈকত পর্যন্ত যেতে যে ছোট ছোট খাল গুলো আছে তার উপরে কালভার্ট নির্মাণ করলে দর্শনার্থীদের সুবিধা হত ও পাশাপাশি সরকারের অনেক রাজস্ব অায় বাড়াতো।

তালতলী বন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আমরা সর্বদা চেষ্টা করি বনের মধ্যে পর্যটকদের নিরাপত্তা দেয়ার জন্য। তাছাড়া বনের মধ্যে যে সব অপরাধ সংঘটিত হয় সেসব বিষয়ে কে তিনি সামাজিক অসচেতনতা কে দায়ী মনে করছেন। তিনি অারো বলেন, রাজনৈতিক ও স্থানীয়দের সচেতনতায় টেংরাগিরি ইকো পার্কের মধ্যে অপরাধ কমিয়ে আনা সম্ভব। বনের গাছ ও বনজ সম্পদ লুটের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দুর্বত্তরা রাতের আধারে চুরি করে নিয়ে যায়।

বরগুনায় নিরাপদ সড়ক দিবস পালিত

বরগুনায় জেলা প্রশাসনের উদ্দোগে আজ সংক্ষিপ্ত আয়োজনে পালন করা হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা হাবিবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট শুভ্রা দাস, উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ মো. আমির হোসেন, প্রেস ক্লাব সভাপতি জহিরুল হাসান, সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলমসহ ১৫ থেকে ২০ জন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।