সরকারি বিএম কলেজে ভাষার মাসে PSDA এর ব্যতিক্রমী আয়োজন

আকিব মাহমুদ:
সরকারি বিএম কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘পলিটিক্যাল সাইন্স ডিবেটিং এসেম্বলি’ এর উদ্যোগে মহান ভাষার মাস উপলক্ষ্যে আয়োজন করে একুশের দেয়ালিকা ও একুশের চিত্র প্রদর্শনী। এছাড়াও একুশের ভাষা শহীদদের স্মরণে একুশের কবিতা আবৃতি এবং প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের বৈশাখী উদ্যানে সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই অনুষ্ঠান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মুহাম্মদ গাউস মোসাদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, বিশেষ অতিথি উপাধ্যক্ষ ড.গোলাম কিবরিয়া,শিক্ষক পারিষদের সম্পাদক আল-আমিন সরোয়ার সহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকমণ্ডলী ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্পর্কে পিএসডিএ সভাপতি মোঃ সরোয়ার হোসেন বলেন ভাষা শহীদদের উৎসর্গ করে  ভাষার মাসে আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে একুশের চেতনা উজ্জীবিত করবে বলে আমাদের বিশ্বাস। শিক্ষার্থীদের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে একুশের দেয়ালিকা ও একুশের চিত্র প্রদর্শনী গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে ও সহায়ক হবে বলে মনে করছি।

অনুষ্ঠানে অংশ নেয়া আরেক শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, আমরা এখানে এসে বিগত বছরের বেশ কিছু একুশের দেয়ালিকা দেখতে পেয়েছি। এছাড়াও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কিছু দূর্লভ ছবি দেখতে পেয়েছি।

উল্লেখ্য অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মুহাম্মদ গাউস মোসাদ্দিক।

ববিতে আবাসিক হলে ছাত্র আটকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ ছাত্র আহত হওয়ার ঘটনার কয়েকঘন্টার মাথায় এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে ঘটা এ ঘটনায় বুধবার (২৬ ফেব্রয়ারি) সভা ডেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের প্রভোস্ট মোঃ ইব্রাহিম মোল্লা।

নির্যাতনের শিকার বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ শাহজালাল জানান, ঘটনার আগ মুহুর্তে তিনি শেরে বাংলা হলের ৪০১৬ নম্বর কক্ষে অবস্থান কর‌ছিলো। ওইসময় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শান্ত রুমের ভেতরে প্রবেশ করে এবং জরুরী কথা আছে বলে তাকে হলের ১০০১ নম্বর রুমে নিয়ে যায়। ওই রুমের ভেতরের প্রবেশের সাথে সাথে দরজা বন্ধ করে দেয়া হয় এবং তার মুখ বেধে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন শাহজালাল।

শাহাজালালের দাবি তখন ওইরুমে চারজন পরিচিতো সহ একই বয়সের অপরিচিতো আরো কয়েকজন হাতে রড ও ধারলো অস্ত্র নিয়ে অবস্থান করছিলো। যাদের নিজেদের মধ্যে কথোপকথন চলার একফাঁকে তিনি(শাহজালাল) দৌড়ে পালিয়ে ৪০১৪ নম্বর রুমে গিয়ে আশ্রয় নেয়। ধাওয়া দিয়ে সেখান থেকে অভিযুক্তরা শাহজালালকে আনতে গেলে অপর শিক্ষর্থীরা তাতে বাধা দেয়।

শাহজালাল জানায়, মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু হলের কক্ষ পরিবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমীদ জামান নাভিদ ও সাঈদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। যেখানে সাঈদ গ্র“পের চারজন আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তিও হয়। এর জ্বের ধরেই সাঈদের পক্ষের লোকজন তার ওপর নির্যাতন চালায়।

এ ঘটনার বিচার দাবী করেছেন শাহাজালের সহপাঠিরা। আর শেরে বাংলা হলের প্রভোস্ট মোঃ ইব্রাহিম মোল্লা জানান, বিষয়‌টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। বুধবার দিনের বেলা এ বিষয়ে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য মঙ্গলবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী ফাতাউর রাফি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জাহিদ ওরফে জিদান, ফারহান শাহরিয়ার ও উচ্ছাস আহত হয়। যাদের মধ্যে তিনজনকে বিকেলেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা জানান, ঘটনার সময় তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছিলেন। ওইসময় বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষার্থী ও প্রতিপক্ষ গ্রুপের তাহমীদ জামান নাভিদের নেতৃত্বে বেশকিছু অপরিচিতো যুবক বিকেলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, আধিপত্য কিংবা ছাত্রলীগ-ছাত্রদলের কোন বিষয় নেই এখানে। আবাসিক হলের সিটকে কেন্দ্র করে দুটি সেশনের ছাত্রদের মধ্যে ঝামেলা। যে কারনে আজকের এ ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ২ গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্স আহত ৫

ক্যাম্পাসে আধিপত্য অর্জনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের দুটি গ্রুপের মারামারি ও ধাওয়া – পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখের বরিশাল – পটুয়াখালী মহাসড়কে এ ঘটনার সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

এতে আহত হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোহাম্মদ রাফি ও রুম্মান হোসেন এবং ভুতত্ব ও খনিবিদ্যা বিভাগের জিদান হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের হাফিজুর রহমান । আহত সকলকে নগরীর শেরে বাংলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংঘাতে অংশগ্রহণকারী সকলে সরকার দলীয় ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ের নবীন নবম ব্যাচের শিক্ষার্থীদের নিজেদের গ্রুপে টানতে অষ্টম ব্যাচের দুটি গ্রুপ শুরু থেকেই মুখোমুখি অবস্থানে ছিল৷ সেই অবস্থানের জের ধরেই মঙ্গলবার সংঘাতে জড়ায় ৮ম ব্যাচের নাভিদ গ্রুপ ও রাফি গ্রুপ। আহত রুম্মান হোসেন জানান, নগর বিএনপি নেতার ছেলে নাভিদ দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়ায়।

নবীন শিক্ষার্থীরা ওর সঙ্গে রাজনীতি না করে আমাদের সঙ্গে যোগ দেওয়ায় সে ক্ষিপ্ত ছিল। তাই আজ বিকেলে সে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রথমে রাফি এবং পরে আমার ওপর হামলা চালায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ বলেন, রাফি প্রথমে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বন্ধু হাফিজের ওপর হামলা চালায় এবং তাকে আটকে রাখে৷ খবর পেয়ে হাফিজকে উদ্ধারের জন্য আমরা ক্যাম্পাসের সামনে আসি। সেসময় আমার উত্তেজিত বন্ধুদের সঙ্গে ওদের হাতাহাতি হয়।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী আপাতত ক্যাম্পাসে শান্ত পরিস্থিতি বিরাজ করছে৷ পুরো পরিস্থিতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত আছে।

ঘটনা শুনে তৎক্ষনাৎ আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি৷ এই ঘটনার সঙ্গে জড়িত সকলের পরিচয় জানার চেষ্টা চলছে৷ এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংঘাতের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না রাবিও

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশিত সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় উত্থাপন করলে সেটি সদস্যরা নাকচ করে দেন। এই পদ্ধতিতে না যাওয়ার বিষয়টি সদস্যদের কন্ঠভোটে পাস হয়েছে। ফলে পুরনো নিয়মেই আমাদের পরীক্ষা হবে।

সমন্বিত পদ্ধতির পরীক্ষায় অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটতে পারে বলে কাউন্সিলের সদস্যরা যুক্তি দিয়েছেন। তাছাড়া আমরা পাবলিক পরীক্ষাগুলোতে দেখি বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনেকেই অবৈধ সুযোগ-সুবিধা নেয়। এর ফলে রাবিতে আমরা যেমন মেধাবী বা স্বচ্ছ শিক্ষার্থী চাই তেমন না পাওয়ার ঘটনা ঘটতে পারে। সদস্যরা এখানে মেধার মানটাকে বেশি গুরুত্ব দিয়ে নাকচ করেছেন।

চলতি বছর থেকে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দিয়েছে ইউজিসি। সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন ইউজিসির চেয়ারম্যানসহ প্রতিনিধিরা। তবে রাবির আগে  বুয়েট ও ঢাবি এই পদ্ধতিতে পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছে।

বরিশাল সরকারী বিএম কলেজ মাঠে তিনদিন ব্যাপি জীবনান্দ মেলার উদ্ধোধন

শামীম আহমেদ ॥

তোমরা স্বপ্নের ঘরে চলে এসো-এখানে মুছিয়া যাবে হৃদয়ের ব্যথা” জীবনা নন্দ দাশের এ কবিতার বানি নিয়ে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তিনদিন ব্যাপি জীবনান্দ মেলা ২০২০ জীবন এক জেমিতি নামের বইয়ের মড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।

আজ রবিবার (১৬ই) ফেব্রয়ারী সকাল ১১ টায় এ মেলার প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্ধোধন করেন বিএম কলেজ উপাধাক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া।

সরকারী ব্রজমোহন কলেজ সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি মোঃ জুবায়ের হোসেন শাহেদের সভাপতিত্বে মেলা ও বই উম্মোচন আলোচনা সভা অনুষ্ঠানের বক্তব্য রাখেন সরকারী বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আলআমিন শাহরিয়ার,বরিশাল উদীচী সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন, বিএম কলেজ ইংরাজি বিভাগের প্রভাষক সংগিতা, শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক কাজী রুফকুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তব্য রাখেন কবি নাজমুল হোসেন আকাশ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক মোঃ শাকিল আহমেদ।

পরে সরকারী বিএম কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক সংগিতার লেখা জীবন এক জেমিতি নামের বইয়ের মড়ক উম্মোচন করা হয়।

সন্ধায় দ্বিতীয় পর্বে রয়েছে প্রদীপ প্রজ্জলন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মো. সাদেকুল আরেফিন, বিশেষ অতিথি ছিলেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সভাপতি এ্যাড, মানবেন্দ্র বটব্যাল,বরিশাল মহিলা পরিষদ সহ-সভাপতি অধ্যাপিকা(অবঃ) শাহ সাজেদা, বাংলাদেশ গ্র“প থিয়েটারের সভাপতি মন্ডলির সদস্য শুভংকর চক্রবর্তী,বিএম কলেজ শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক আবদুর রহিম সরদার।

এসময় আলোচক হিসাবে বক্তব্য জীবনান্দ গবেষক (কবি) অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। পরে কবিতা আবৃতি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা-১০ আসনের এমপি হতে চান সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন।

শুক্রবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বসে তা পূরণ করে জমা দেন সাঈদ খোকন। এ পর্যন্ত ঢাকা-১০ আসনে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

ঢাকা-১০ সংসদীয় আসনে আগামী ২১ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি আপিল, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার। প্রতীক বরাদ্দ ১ মার্চ।

ববি’তে দুদিন ব্যাপী বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।১৩ তারিখ সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এ মেলার উদ্বোধন করবেন বলে জানা যায়। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করবে বরিশালের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মেলায় থাকবে নাগরদোলা, খাবার , পোশাক এবং প্রসাধনীসহ তরুণ উদ্যোক্তাদের নানান স্টল।মেলার প্রথম দিন ম্যানেজমেন্ট ডে উপলক্ষে থাকছে ব্যান্ড স্যালভেশন, ফ্লেম এবং কাটাতার। তিনটি ব্যান্ড এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকাল ৩ টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি এবং সহকারী অধ্যাপক মো. আবির হোসনে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ মেলা “বঙ্গবন্ধু উদ্যোক্তা” মেলা নামকরণ করা হয়েছে।তরুণ উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা এবং তাদের এই উদ্যোগকে জনসাধারণের কাছে পৌছানোই এ মেলার উদ্দেশ্য।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ সব সময় নতুন কিছু করার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই প্রথম বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা। আমরা চাই শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক যারা দেশ ও জাতির উন্নয়নে দারুন ভূমিকা পালন করতে সক্ষম হবে।

গোপনে প্রেম করায় পবিপ্রবির সিঙ্গেল কমিটির ১৩ সদস্য বহিষ্কার!

পবিপ্রবি প্রতিনিধি:
গোপনে প্রেম করায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিঙ্গেল অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে সংগঠনের জরুরি সভায় সিদ্ধান্তক্রমে অভিযুক্ত ১৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল কমিটির সভাপতি তুহিন রায়হান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গেল কমিটির আইন ভঙ্গ করে তারা গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। প্রাথমিক তথ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার প্রমাণ মেলে। তাই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, পবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুন্দর চরিত্র গঠনের লক্ষ্য সামনে রেখে ২০১৮ সালে ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ‘সিঙ্গেল’ কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রধান শর্ত– শিক্ষাজীবনের গতি স্বাভাবিক রাখতে কোনো সদস্যই প্রেম করতে পারবে না।

 

ডাকসু নেতারা নূর-রাব্বানীকে ছাড়াই খরচ করেছেন সাড়ে ৮৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বার্ষিক বাজেট ১ কোটি ৮৯ লাখ টাকা। শনিবার ডাকসুর কার্যনির্বাহী সভায় গত ৯ মাসের ব্যয়ের হিসাব প্রকাশ করে। এতে দেখা যায়, বাজেটের ১ কোটি ৮৯ লাখ টাকার মধ্যে ৯ মাসে ৮৩ লাখ ৫১ হাজার ৩০৪ টাকা উত্তোলন করেছেন ডাকসুর বিভিন্ন পদে থাকা নেতারা। অন্যদিকে বিভিন্ন অনুষ্ঠানের স্পনসর থেকে ডাকসু ৬ লাখ ৮৭ হাজার ৫০৪ টাকা পেয়েছে। এ ছাড়া ডাকসু কার্যালয় ব্যবস্থাপনা খাতে ৩ লাখ ৬৬ হাজার ৭৩ হাজার টাকা খরচ হয়েছে।

তবে ব্যয়ের খাতে ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানীর নামে কোনো হিসাব নেই। ডাকসুর বিভিন্ন সম্পাদক ও সদস্য জিএসের অনুকূলে বরাদ্দ করা অর্থ তুলে ব্যয় করেছেন।

প্রকাশিত হিসাব অনুযায়ী, ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তহবিল থেকে সর্বোচ্চ ১৯ লাখ ৮১ হাজার টাকা, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির ১৩ লাখ ৭১ হাজার ৮৩৪ টাকা, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ১২ লাখ ৬৫ হাজার টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী ৯ লাখ ৯৯ হাজার টাকা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাহরিমা তানজিন ৬ লাখ ৭১ হাজার ৯০০ টাকা, স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ৭ লাখ ৮২ হাজার ১২০ টাকা, ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান ৫৮ হাজার ৭০০ টাকা উত্তোলন করেছেন। ভিপি নুরের সঙ্গে নির্বাচন করে জয়ী হওয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করেছেন।

হিসাব মতে, ডাকসুর সদস্যদের মধ্যে তহবিল থেকে সাইফুল ইসলাম ১ লাখ টাকা, তানভীর হাসান ৯০ হাজার টাকা, রাকিবুল হাসান ৬১ হাজার ৭০০ টাকা, রাইসা নাসের ৭৪ হাজার ৫০ টাকা, রকিবুল ইসলাম ২ লাখ ২০ হাজার টাকা, মুহা. মাহমুদুল হাসান ৯৪ হাজার ৫০০ টাকা, রফিকুল ইসলাম ৩০ হাজার টাকা, ফরিদা পারভীন ৬১ হাজার ৫০০ টাকা এবং যোশীয় সাংমা তহবিল থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন। সদস্যদের জন্য আলাদা কোনো বাজেট ছিল না। এই টাকা তারা তুলেছেন সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর তহবিল থেকে।

ডাকসু নেতাদের দায়িত্ব নেয়ার পর ৩০ মে বাজেট পাস হয়। তাতে ভিপির জন্য বরাদ্দ রাখা হয় ৫ লাখ টাকা। জিএসের জন্য তিন খাতে মোট ৫২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে অভিষেক অনুষ্ঠানের খরচ হিসেবে ৩০ লাখ, সাধারণ অনুষ্ঠানের খরচ হিসেবে ১৭ লাখ টাকা এবং আনুষঙ্গিক খরচ হিসেবে ৫ লাখ টাকা।

সম্পাদকদের মধ্যে ৭ জনের নাম বরাদ্দ রাখা হলেও এজিএস ও ১৩ জন সদস্যের জন্য বাজেটে কোনো বরাদ্দ ছিল না। জিএসের সহায়ক হিসেবে এজিএস ও ৯ জন সম্পাদকের সঙ্গে ১৩ জন সদস্যের কাজ করার কথা বলা হয়েছিল।

এই বরাদ্দ থেকে একটি টাকাও তুলতে পারেননি ভিপি নুর। এ বিষয়ে তিনি বলেন, আমার জন্য ৫ লাখ টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু গত ৯ মাসে আমি একটি টাকাও তুলতে পারিনি। নুর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাকে নামে মাত্র ডাকসুর এক্সিকিউটিভ কমিটিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত যত খরচ হয়েছে, জিএস ও এজিএসের সিদ্ধান্তেই সব হয়েছে।

ভিপি নুরুল হক জানান, তিনটি চিঠিতে তিনি ৪০ হাজার টাকা চেয়ে আবেদন করেছিলেন। এর মধ্যে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীদের র্যা গ ডে উদযাপনের জন্য ১০ হাজার, শামসুন নাহার হলের একজন অ্যাথলেটকে একটি রেসিং সাইকেল কেনার জন্য ১০ হাজার এবং একটি শিক্ষাসফরে বরাদ্দের জন্য আরও ২০ হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু তার কোনো আবেদন গ্রহণ করা হয়নি। এ জন্য তিনি জিএস ও এজিএসের অদৃশ্য প্রভাবকে দায়ী করেন।

এ বিষয়ে ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, নুরুল হক টাকা চেয়ে পাননি—এমন ঘটনা তার জানা নেই। এক ছাত্রীকে (অ্যাথলেটও) রেসিং সাইকেল কিনে দিতে যে টাকা চেয়েছিলেন নুর, তা তার ‘ব্যক্তিগত বিষয়’। এ কারণে তা দেয়া হয়নি। তিনি বলেন, ডাকসুর টাকা শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে ব্যয় হবে, ব্যক্তিগতভাবে কারও জন্য এই টাকা খরচ করা যায় না।

ডাকসুর এজিএস ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ভিপি নুরের অদৃশ্য প্রভাবের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, নুরুর ওই অভিযোগ বালখিল্য আচরণ ছাড়া আর কিছু নয়।

ডাকসুর জিএস গোলাম রাব্বানীও ডাকসুর ফান্ড থেকে কোনো টাকা তোলেননি বলে দাবি করেন। তিনি বলেন, ফান্ড থেকে আমি কোনো টাকা তুলিনি। ডাকসুর ১৩ জন সদস্যের তো কোনো বরাদ্দ নেই। তারা যেসব কাজ করেছে, সব আমার বরাদ্দ থেকে ব্যয় করেছে। আমি আমার ব্যক্তিগত কোনো কাজ বা প্রোগ্রামের জন্য টাকা তুলিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকছে না উপস্থিতি ও ইনকোর্সের নম্বর

নিজস্ব প্রতিবেদক: 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নির্ধারিত ২০ নম্বর না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। এর ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে কোর্সগুলোতে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এছাড়াও একাডেমিক কাউন্সিলের ৩৩ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

সভায় ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা, সমাজ ভাবনা ও আদর্শ’ শীর্ষক গবেষণার বিষয়বস্তুর উপর এমফিল-পিএইচডি কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত এমফিল লিডিং টু পিএইচডি রেগুলেশন ২০১৯ ও সিলেবাস অনুমোদন করা হয়। এছাড়া ইনস্টিটিউটের জন্য বিভিন্ন পর্যায়ে ২০ জন শিক্ষকের পদ সৃষ্টির অনুমোদন দেয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ পরিচালনা পর্ষদসংক্রান্ত বিদ্যমান বিধিতে সংশোধন আনা হয়েছে। এতে গভর্নিং বডির নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিধান যুক্ত করা হয়েছে।।