মিয়ানমারে বিমান হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারের সেন্ট্রাল সাগাইং অঞ্চলে সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও স্কুলছাত্রী রযেছে।

সোমবার গভীর রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন  বলেছেন, নিরাপত্তা বাহিনী পা জি গি গ্রামে কথিত সেনা শাসনের বিরোধীদের আয়োজিত একটি অনুষ্ঠানে এ হামলা চালায়।

তিনি বলেছেন, নিহতদের মধ্যে কয়েকজন ইউনিফর্ম পরিহিত অভ্যুত্থানবিরোধী যোদ্ধা ছিল। কিন্তু ‘বেসামরিক পোশাক পরা কিছু লোক থাকতে পারে’।

তিনি কিছু মানুষের মৃত্যুর জন্য অভ্যুত্থানবিরোধীদের পুঁতে রাখা মাইনকে দায়ী করেন, যে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার ভোরে সেন্ট্রাল সাগাইং অঞ্চলে একটি কমিউনিটি হলে জঙ্গিবিমানগুলো বোমা বর্ষণের মাধ্যমে এই হামলা চালায়। বোমা বর্ষণের কিছুক্ষণ পর তারা হেলিকপ্টার থেকে গুলিও চালায়। এতে ঘটনাস্থলে বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়।

এই অঞ্চলের সাবেক বিধায়ক উ নে জিন লাট স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতিকে জানিয়েছেন, শিশুসহ অনেক লোক নিহত হয়েছেন। প্রথম দিকে হতাহতের সংখ্যা ৫০ জনেরও বেশি ছিল। পরে এই সংখ্যা বাড়ে।

হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পা জি গি-এর বাসিন্দা কো অং। তিনি বলছিলেন, মাটিতে ছড়িয়ে থাকা মরদেহগুলো দেখে ‘আতঙ্কিত’ হয়েছিলাম। মোটরবাইকগুলো পুড়ছিল। বোমা হামলায় বাড়িটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানুষ তাদের স্বজনদের খুঁজতে গিয়ে কাঁদছিল।

বার্তাসংস্থা এপি বলছে, দেশটির বিরোধী গোষ্ঠীর একটি স্থানীয় কার্যালয় খোলার ঘটনাস্থলে প্রায় ১৫০ জন লোক জড়ো হয়েছিলেন এবং নিহতদের মধ্যে নারী ও ২০ থেকে ৩০ জন শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয়ভাবে গঠিত সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী এবং অন্যান্য বিরোধী সংগঠনের নেতারাও সেনাবাহিনীর এই বিমান হামলায় নিহত হয়েছেন।

সত্য হলো রাশিয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের ভূখণ্ডে শুধুমাত্র কিয়েভের সঙ্গে লড়ছে না রুশ বাহিনী, তারা লড়ছে ন্যাটোর বিরুদ্ধেও, এই অভিযোগ অনেক আগে থেকেই করে আসছিল মস্কো। এবার তাদের সেই অভিযোগ সত্য হলো। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র থেকে ফাঁস হওয়া কয়েক ডজন গোপন নথির মধ্যে একটিতে মিলেছে এই তথ্য। নথি অনুযায়ী, ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে লড়ছে ন্যাটোভুক্ত পশ্চিমাদের বিশেষ বাহিনী। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, লাটভিয়া, ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিশেষ বাহিনীর সদস্য। আজ বুধবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যুক্তরাজ্যসহ কয়েকটি ন্যাটোভুক্ত পশ্চিমা দেশের সামরিক বাহিনীর বিশেষ ইউনিট কার্যক্রম চালাচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া কয়েক ডজন গোপন নথির একটিতে এ তথ্য পাওয়া গেছে।

ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো যুদ্ধ করছে বলে অভিযোগ শোনা যাচ্ছিল। ফাঁস হওয়া নথি এখন বিষয়টি নিশ্চিত করেছে।

ফাঁস হওয়া নথির কয়েকটি ‘অতি গোপনীয়’ হিসেবে চিহ্নিত করা ছিল। এতে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন খোঁজার চেষ্টা করছেন, কোন দেশ বা ব্যক্তি এই তথ্য ফাঁস করেছে।

‘২৩ মার্চ’ লেখা ফাঁস হওয়া নথির তথ্যানুযায়ী, ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে সবচেয়ে বেশি লড়ছে যুক্তরাজ্যের বিশেষ বাহিনী। দেশটির বিশেষ বাহিনীর ৫০ সদস্য ইউক্রেনে তাদের কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া লাটভিয়ার ১৭, ফ্রান্সের ১৫, যুক্তরাষ্ট্রের ১৩ ও নেদারল্যান্ডসের একজন বিশেষ বাহিনীর সদস্য কাজ করছে।

কেন বা ইউক্রেনের কোথায় বিশেষ বাহিনীর সদস্যরা কাজ করছেন সে বিষয়ে ফাঁস হওয়া নথিতে কোনো বিবরণ ছিল না।

বিবিসি বলছে, পশ্চিমাদের বিশেষ বাহিনীর এই সেনা সংখ্যা কম মনে হতে পারে। এমনকি সে সংখ্যা কম বেশিও হতে পারে। কিন্তু, বিশেষ বাহিনী তাদের স্বভাবগতভাবে অত্যন্ত কার্যকর। ইউক্রেনে পশ্চিমা বিশেষ বাহিনীর উপস্থিতির সুবিধা নিতে পারে রাশিয়াও। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো বলে আসছে, তারা কেবল ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে না, ন্যাটোর বিরুদ্ধেও লড়ছে।

ইউক্রেনে বিশেষ বাহিনী পাঠানোর কথা ফাঁস হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তারা বলে, ‘কথিত গোপন তথ্য ফাঁস প্রমাণ করেছে, এতে গুরুতর মাত্রায় ভুল রয়েছে। পাঠকদের ভুল তথ্য ছড়ানো ও কথিত অভিযোগগুলো গ্রহণ করার বিষয়ে সতর্ক হওয়া উচিত।’

ফাঁস হওয়া নথির কোন তথ্য নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করেছে সে বিষয়টি তাদের টুইট বার্তায় স্পষ্ট করেনি। তবে, পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, ফাঁস হওয়া নথিগুলো সত্য।

ফাঁস হওয়া নথি বাস্তব হলে পরিণতি হবে ভয়াবহ

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কিছু নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বেশ কিছু নথি ‘অতি গোপনীয়’। রয়েছে যুদ্ধক্ষেত্রের মানচিত্র, তালিকা ও ছবি। যুদ্ধে ইউক্রেনকে কীভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো সহায়তা করতে পারে, তার বিস্তারিত কৌশলও রয়েছে এসব নথিতে।

মার্কিন হাউস গোয়েন্দা কমিটিকে দেশটির শীর্ষ একজন ডেমোক্র্যাট নেতা বলেছেন, ‘সাম্প্রতিক এই গোপনীয় নথি ফাঁসের তথ্য বাস্তব হলে ইউক্রেনীয়দের জন্য এর প্রভাব হবে ভয়াবহ।’ কংগ্রেসম্যান জিম হিমস সোমবার বলেন, রাশিয়ার জন্য পথ বিচ্ছিন্ন করা কঠিন হবে না। ফলে প্রতিদিন যে জীবন রক্ষা পেত এখন আর সেটা হবে না।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ফাঁসকৃত তথ্য বাস্তব।

এদিকে পেন্টাগন বলছে, তারা নথি ফাঁসের ঘটনা তদন্ত করছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেন্টাগনের মুখপাত্র ক্রিস মেগার বলেন, নথি কীভাবে অনলাইনে ছড়িয়ে পড়ল ওয়াশিংটন তা এখনও তদন্ত করছে। তিনি বলেন, সংবেদনশীল গোপন নথি শুধু আমাদের জাতীয় নিরাপত্তার জন্য নয়, মানুষকে প্রাণহানীর পথেও নিতে পারে।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ব্যাপক সংবেদনশীল গোপন নথি কীভাবে ফাঁস হলো তা তদন্ত করছে। ওই নথিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাদের বন্ধু, এবং শত্রুদেশে কীভাবে গোয়েন্দা তৎপরতা চালায় সে বিষয়ে তথ্য রয়েছে।

খবর অনুসারে, তথ্য ফাঁসের পেছনে কে আছে সে সম্পর্কে খুব সামান্যই জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বিষয়টি পর্যালোচনা করছে এবং এ ধরনের সংবেদনশীল নথির প্রবাহের নিরাপত্তা শক্ত করেছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ গোপনীয় নথি ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ইসরায়েলের গোয়েন্দা শাখাসহ অনেক বিষয়ে প্রচুর গুরুত্বপূর্ণ গোপনীয় নথি ফাঁস হয়েছে। পেন্টাগন বলছে, এটা জাতীয় নিরাপত্তার পক্ষে চিন্তার। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন খোঁজার চেষ্টা করছেন, কোন দেশ বা ব্যক্তি এই তথ্য ফাঁস করেছে।

পাবলিক অ্যাফেয়ার্সবিষয়ক প্রতিরক্ষা সচিবের সহকারী বলেছেন, এই ফাঁস দেশের নিরাপত্তার পক্ষে খুবই বিপজ্জনক। তাই বিষয়টি রীতিমতো চিন্তার।

প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় খতিয়ে দেখছে, কী ধরনের তথ্য বাইরে এসেছে এবং কোন দেশকে তা দেওয়া হয়েছে। অনেক নথি অনলাইনে পোস্ট করা হয়েছে। সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। কিন্তু পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানিয়েছেন, এই তথ্যগুলো অত্যন্ত গোপন ও স্পর্শকাতর।

গত কয়েকদিন ধরে টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব তথ্য ফাঁস হচ্ছে।

তথ্য ফাঁসের কী পরিণতি হতে পারে?

ফাঁস হওয়া তথ্যের মধ্যে ইউক্রেন যুদ্ধ, চীন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাবিষয়ক তথ্য রয়েছে। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ২৩ ফেব্রুয়ারির একটি গোপনীয় বলে চিহ্নিত করা নথিতে বলা হয়েছে, যে হারে ইউক্রেন এয়ার ডিফেন্স সিস্টেম এস ৩০০ ব্যবহার করছে, তাতে তার কার্যকারিতা আর খুব বেশিদিন থাকবে না।

ওয়াশিংটন পোস্টকে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কিছু নথিপত্র ঠিক নয়, কিন্তু কিছু নথি ঠিক। সেইসব সব গোপনীয় নথি হোয়াইট হাউস, পেন্টাগন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ স্তরে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানিয়েছে, এই সব নথি রাশিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই সব নথি থেকে দেখা যাচ্ছে, রাশিয়ার সেনা কাঠামোর মধ্যে কীভাবে যুক্তরাষ্ট্র প্রবেশ করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ‘ফাঁস হওয়া তথ্য খুবই ইন্টারেস্টিং। প্রত্যেকে এখন এই সব তথ্য বিচার-বিশ্লেষণ করছে। রাশিয়া এই তথ্য ফাঁস করেছে কি না, তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আপনারা জানেন, যাই হোক না কেন, শেষপর্যন্ত সব দোষ রাশিয়ার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। এটা একটা রোগের মতো।’

ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে, কীভাবে আমেরিকা ইউক্রেনকে অস্ত্র দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করেছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যের ফ্যাক্ট চেক হওয়াটা জরুরি।

দুবাইয়ের রাজকুমারী কাকে বিয়ে করলেন ?

আন্তর্জাতিক ডেস্ক :
দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের মেয়ে। বর একই রাজবংশের সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে। এ বাগদান ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের ২২ মার্চ।

নবদম্পতির জন্য বরের বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের লেখা একটি সুন্দর কবিতা ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের এই ঘোষণা দেন রাজকুমারী শাইখা মাহরা বিনতে রশিদ আল মাকতুম। শেখ মানাও নিজের ইনস্টাগ্রামে একই কবিতা পোস্ট করেন।

বিয়ের ঘোষণায় বলা হয়েছে, রাজপরিবারের দুই সদস্যের কাবিননামা সই অনুষ্ঠানের জন্য এই কবিতা লেখা হয়েছে। তবে কবে নাগাদ বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হবে দাপ্তরিকভাবে এখন পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি।

তাদের বাগদান অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করা হয়নি। খুব জমকালো অনুষ্ঠান করতে দেখা যায়নি। পরিবার-পরিজন এবং আশেপাশের বন্ধুবান্ধব, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিয়েই ছোট পরিসরে বাগদান সম্পন্ন করা হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের পুত্র শেখ মানা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি।

এদিকে কনে শেখা মাহরা সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন, এবং তিনি তার স্নাতক দিবসের ছবি তার ১ লাখ ৩৯ হাজার অনুসারীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাকে নানা প্রদর্শনী এবং লঞ্চ-এর অনুষ্ঠানসহ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইভেন্ট এ যোগদান করতে দেখা যায়

চীন স্বর্ণের মজুদ বাড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক :
উচ্চ মূল্যস্ফীতি ও ভূরাজনীতিতে উত্তেজনা বাড়ায় বিশ্বের অনেক দেশ স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। পিছিয়ে নেই চীনও। চলতি বছরের মার্চে অর্থাৎ ধারাবাহিকভাবে পাঁচ মাসের মতো মূল্যবান ধাতুটির মজুদ বাড়ালো দেশটি।

খবরে বলা হয়েছে, দ্য পিপলস ব্যাংক অব চায়না মার্চে স্বর্ণের মজুদ বাড়িয়েছে ১৮ টন। এতে ব্যাংকটির মোট মজুদ দাঁড়িয়েছে ২ হাজার ৬৮ টনে। মার্চের আগের চার মাসে মজুদ হয় ১০২ টন।

বিশ্ব গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২২ সালে স্বর্ণের চাহিদা বাড়ে। এ বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি স্বর্ণ কেনে তুরস্ক, চীন এবং কাজাখস্তান।

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়। এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ডলার ছাড়িয়ে গেছে। এক বছরের বেশি সময় পর সোনার আউন্স দুই হাজার ডলারের ওপরে উঠলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধার পর গত বছরের মার্চে প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলার ছাড়িয়েছিল। এরপর এই প্রথম দামি এই ধাতুটির দাম আবার ২ হাজার ডলার স্পর্শ করলো।

গত ৩ এপ্রিল লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯৯০ ডলারে উঠে যায়। পরের কার্যদিবস ৪ এপ্রিল তা আরও বেড়ে ২ হাজার ২৪ ডলারে ওঠে। পরের কার্যদিবস ৫ এপ্রিলও স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এতে ৫ এপ্রিল লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৩২ ডলারে উঠে যায়।

মিয়ানমারে বেড়েছে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র একটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ভয়াবহতা রক্ষা পেতে গত বুধবার থকে ১০ হাজারের বেশি বার্মিজ নাগরিক দেশটি ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন। থাই কর্তৃপক্ষের বরাতে আজ শুক্রবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, জান্তা সমর্থিত মিলিশিয়া গ্রুপের নিয়ন্ত্রণে থাকা শে কোক্কো শহর থেকে পালাচ্ছে সেখানকার বাসিন্দারা। যদিও সংঘর্ষের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি জান্তা বাহিনী।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি বিশৃঙ্খলায় নিমজ্জিত। সামরিক বাহিনীর শাসন ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। জান্তা সরকারের ক্ষমতার দুই বছর পেরিয়ে গেলেও তারা এখনও দেশটির বিশাল এলাকায় কর্তৃত্ব আরোপ করতে পারেনি।

সর্বশেষ কয়েক দশক ধরেই মিয়ানমারের সীমান্ত এলাকাগুলোতে সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত দেশটির সামরিক বাহিনী। সম্প্রতি অভ্যুত্থানবিরোধী সশস্ত্র গোষ্ঠী  পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) সঙ্গে সামরিক বাহিনীর লড়াই বেড়েছে।

জাতিসংঘের তথ্য মতে, জান্তা সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারের কয়েক হাজার নাগরিক নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ১৪ লাখ বাসিন্দা। দেশটির মোটর জনসংখ্যার এক তৃতীয়াংশের সাহায্যের প্রয়োজন।

বিবিসি বলছে, গত বুধবার শে কোক্কোতে অবস্থিত সামরিক বাহিনী বাহিনীর চেকপোস্টে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ক্যারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)। এরপরেই জান্তা বাহিনীর সঙ্গে তাদের নতুন সহিংসতা ছড়িয়ে পড়ে। নতুন সহিংসতায় দুপক্ষের অন্তত ৮০ যোদ্ধা নিহত হয়েছেন।

নতুন করে থাইল্যান্ডে যাওয়া বার্মিজরা দেশটির সীমান্তবর্তী মাও সেত ও মে রামাত অঞ্চলে রয়েছেন। ওই দুটি অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, মঠ ও রাবাম ফার্মগুলোতে আশ্রয় নিচ্ছেন তারা। সেখানে দ্রুত মানবিক সহায়তা পাঠানোর জন্য আহ্বান জানিয়েছে অধিকার কর্মীরা।

মাও সেত অঞ্চলের একটি মঠে ৫০০-এর বেশি মিয়ানমার নাগরিকরা আশ্রয় নিয়েছে। সেখানে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করা বার্মিজ নাগরিক থি হাতওয়ে বলেন, ‘দীর্ঘমেয়াদে আমাদের আরও দাতা প্রয়োজন।’

থাইল্যান্ডের কর্মকর্তারা বলছেন, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় কারেন প্রদেশের মায়াওয়াদ্দি শহরের আশপাশের অঞ্চলকে কেন্দ্র করে বর্তমানে তুমুল সংঘর্ষ চলছে। মিয়ানমারের এই অঞ্চলটি থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকা।

এদিকে, আগামী দুসপ্তাহের জন্য মায়াওয়াদ্দি ও কাওকারেয়িক যা এশিয়ান হাইওয়ে নামে পরিচিত সীমান্তবর্তী রাস্তাটি বন্ধ করে দিয়েছে কেএনএলএ। আর শে কোক্কোর সীমান্তবর্তী এলাকায় সামরিক বাহিনী ও বর্ডার গার্ড ফোর্স মোতায়েন করেছে জান্তা সরকার। ওই এলাকার লোকজনকে বাড়ি থেকে না বের হওয়ার জন্য পরামর্শ দিয়েছে তারা।

সম্প্রতি সময়ে বিরোধীদের দমনে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক ও গ্রামে অভিযান চালাচ্ছে জান্তা বাহিনী। গত সপ্তাহের প্রথম দিকে ভার্চুয়ালিভাবে ক্লাস নেওয়ায় ১৫ শিক্ষককে আটক করেছিল সামরিক বাহিনী। ওই স্কুলগুলো পরিচালিত হতো ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) নামে পরিচিত মিয়ানমারের ছায়া সরকারের মাধ্যমে।

১০ আরোহীকে নিয়ে জাপানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক  ডেস্ক :
অন্তত ১০ আরোহীকে নিয়ে জাপানের একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের মিয়াকোজিমার কাছে সাগরে বিধ্বস্ত হয়  উড়োজাহাজটি। এতে থাকা যাত্রীদের জীবিত উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাপানের স্থল প্রতিরক্ষা বাহিনীর (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা।

তিনি বলেছেন, ব্ল্যাক হক নামে পরিচিত জাপানের সামরিক বাহিনীর একটি ইউএইচ৬০ উড়োজাহাজ সৈন্যদের পরিবহন করছিল। মিয়াকোজিমায় জিএসডিএফের ঘাঁটি থেকে উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর এর সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি মিয়াকোজিমার চারপাশে টহল দিচ্ছিল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
পাপুয়া নিউগিনি ও রাশিয়ার পর এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। আজ সোমবার (৩ এপ্রিল) দেশটির পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক এক। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় গণমাধ্যমটি বলছে, স্থানীয় সময় আজ রাত ৯টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। গভীরতা ৮৪ কিলোমিটার (৫২ মাইল)। বড় ধরণের ভূমিকম্প হলেও সুনামির সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর সুমাত্রার পাদাং সিডেম্পুয়ান শহরের দক্ষিণ-পশ্চিমে সমুদ্রে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক এজেন্সি বলছে, ‘ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে, ভূমিকম্পের কাছাকাছি থাকা এলাকাগুলো বাসিন্দাদের সম্ভাব্য আফটার শক থেকে সতর্ক থাকতে হবে।’

ভৌগলিক অবস্থার কারণে ইন্দোনেশিয়া বেশ ভূমিকম্পপ্রবণ দেশ। এই দেশে সুনামির ঘটনাতে ব্যাপক প্রাণহানি হওয়ার নজিরও রয়েছে।

সিরিয়া থেকে উড়ে ইসরায়েলের আকাশসীমায় বিমান

আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলি সেনাবাহিনী অজ্ঞাতনামা একটি উড়োজাহাজ ভূপাতিতের দাবি করেছে। এটি সিরিয়ার আকাশসীমা পার হয়ে এসেছে বলে মনে করা হচ্ছে।

খবর অনুসারে, দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রবিবার উড়োজাহাজটি ভূপাতিত করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ভূপাতিত করা উড়োজাহাজটি আর কোনো ধরনের হুমকি তৈরি করেনি।

ইসরায়েলের বিমান বাহিনী উড়োজাহাজটি শনাক্ত করে। এরপর হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে সেটি ফাঁকা জায়গায় ভূপাতিত করা হয়।

বছরের পর বছর ধরে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। দেশটির দাবি, সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।

মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, শুধু মার্চেই সিরীয় ভূখণ্ডে ইসরায়েল ছয়টি বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হয়ে লড়তে দেশটিতে হাজারো যোদ্ধা পাঠিয়েছে হিজবুল্লাহ।