শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে স্বর্ণ জিতলেন সৌম্য-শান্তরা

স্পোর্টস ডেস্ক:

সব সংশয় দূর করে, সকল অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে এসএ গেমস ক্রিকেটে মেয়েদের পর স্বর্ণ জয় করলো বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররাও। এই তো ২৪ ঘন্টা আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের শোচনীয় পরাজয় রীতিমত ভাবিয়ে তুলেছিল।

রাজ্যের শঙ্কা এসে ভর করেছিল। মনে হচ্ছিল স্বর্ণপদক বুঝি ‘সোনার হরিণ’ হয়েই থাকবে। বার বার মনে হচ্ছিল ভারত আর পাকিস্তান নেই, তারপরও এস এ গেমস ক্রিকেটে স্বর্ণ থাকবে অধরা? রৌপ্য পদক নিয়েই ফিরবেন শান্ত, সাইফ, সৌম্য, আফিফ-রাব্বিরা?কিন্তু শেষ পর্যন্ত সব সংশয় ও শঙ্কা দূর করে ফাইনালে অন্য এক বাংলাদেশ। যে দলটির কাছে গ্রুপপর্বে বিধ্বস্ত হয়েছিল, সেই দলটিকেই ১২ বল আর ৭ উইকেট হাতে রেখে উড়িয়ে দিয়েছেন সৌম্য-শান্তরা।

নেপালের কির্তিপুর ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে স্বর্ণ জয়ের লড়াইয়ে অবশ্য জয়ের ভিতটা গড়ে দিয়েছেন বোলাররাই। শ্রীলঙ্কাকে ২০ ওভারে ১২২ রানেই গুটিয়ে দেন হাসান মাহমুদ-তানভীর ইসলামরা।

টস জিতে লঙ্কানদের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে দুই লঙ্কান ওপেনার কিন্তু কিছুটা ভয়ই ধরিয়ে দিয়েছিল। ২৮ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেলেছিলেন তারা।

SMOYA

পঞ্চম ওভারে সুমন খানের বলে ওপেনার নিশান মধুশাঙ্কা ফার্নান্দো ১৬ রানে আউট হয়ে যান আফিফ হোসেন ধ্রুবর হাতে ক্যাচ দিয়ে। পাথুম নিসাঙ্কা আউট হন ২৪ বলে ২২ রান করে। সর্বোচ্চ ২৫ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান শাম্মু আসান। ১২ রান আসে অধিনায়ক চারিথ আসালঙ্কার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান খরচায় ৩টি উইকেট নেন হাসান মাহমুদ। তানভির ইসলাম নেন ২ উইকেট। আর ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেন পেসার সুমন খান।জবাব দিতে নেমে বেশ দেখেশুনে এগোতে থাকেন দুই ওপেনার সৌম্য সরকার আর সাইফ হাসান। ৪৭ বলে তারা গড়েন ৪৪ রানের জুটি। ২৮ বলে ৪ বাউন্ডারিতে ২৭ রান করে সৌম্য হন মেন্ডিসের শিকার।

এরপর রানআউটের কবলে পড়েন ঝড়ো ব্যাটিং করতে থাকা সাইফ হাসান। ৩০ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৩ রান করেন ডানহাতি এই ওপেনার।

ঝড় তুলতে চেয়েছিলেন ইয়াসির শাহও। দলের রান একশ পার হবার পর ১৬ বলে ১টি করে চার ছক্কায় ১৯ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।

কিন্তু অধিনায়কের মতোই খেলেছেন শান্ত। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে একেবারে জয়ের বন্দর পর্যন্ত নিয়ে গেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২৮ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। আফিফ হোসেন সঙ্গে ছিলেন ৫ রানে।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ব্যস্ত বিসিবি, টিকিটের খবর কি?

স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানই যেন এখন টক অব দ্য কান্ট্রি। বলিউডের দুই সুপার স্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ এখানে পারফর্ম করবেন। সবচেয়ে বড় কথা, এবারের টুর্নামেন্ট উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ৭ম বিপিএল আসরের।

জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলকে বঙ্গবন্ধুর নামেই উৎসর্গ করা হলো। সে কারণেই মূলতঃ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং সে কারণেই উদ্বোধনী অনুষ্ঠানকে জমজমাটভাবে আয়োজনের সর্বোচ্চ প্রস্তুতিক চলছে এখন মিরপুরে।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গেলেই আপনার চোখে পড়বে সাজ সাজ রব। তারদিকে কর্মব্যস্ততা। অ্যাকাডেমি মাঠ কিংবা শেরে বাংলার দুই পাশে কিছু ক্রিকেটারের অনুশীলন চোখে পড়বে আপনার। তবে তার চেয়েও যেটা বেশি চোখে পড়বে তা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি।

BCB-1

আর মাত্র ৭২ ঘণ্টা পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেজে উঠবে বিপিএলের জমজমাট লড়াইয়ের নাকাড়া। যদিও টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। তার তিনদিন আগেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ছাড়াও সালমান, ক্যাটরিনা, অরিজিৎ সিং, অনুপম খের, সনু নিগমরে দিয়ে চার থেকে ৫ ঘণ্টার জমকালো উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে বোর্ড।

এখন দলগুলো মাঠে নামার কাজে ব্যাস্ত। বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল ব্যস্ত উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। তবে, উদ্বোধনী অনুষ্ঠানের ৭২ ঘণ্টা আগেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কত টিকিট ছাড়া হবে দর্শকদের জন্য এবং টিকিটের মূল্যই বা কত হবে। যদিও শোনা যাচ্ছে ১০ হাজার, ৫ হাজার ও ১ হাজার টাকার টিকিট ছাড়া হবে।

Stage

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে মাঠের পূর্ব দিকের সাধারণ গ্যালারিকে পেছনে রেখে, অথ্যাৎ পূর্ব দিকের গ্যালারির পুরোটাই ঢাকা পড়ে যাবে মঞ্চের পেছনের পর্দার কারণে। সে কারণেই সাধারণ গ্যালারিতে কোনো ধরনের কোনো টিকিট থাকছে না, কেউ যেতেও পারবে না।

যেহেতু সাধারণ গ্যালারিই পড়ে গেছে মঞ্চের পেছনে, তাই সেখান থেকে কিছুই দেখা যাবে না বিধায় উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব গ্যালারি থাকবে বন্ধ। মাঠের পূর্ব দিকে নির্মীয়মাণ মঞ্চের একদম সামনে প্রধানমন্ত্রীর বসার জন্য বিশেস ব্যবস্থা করা হবে। এবং মাঠের ভেতরেই তিন স্তরে চেয়ার বসানো হবে।

অর্থ্যাৎ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হলে হয়তো মাঠে বসেই দেখতে হবে। উল্টো দিকের ক্লাব হাউজ ও গ্র্যান্ড স্ট্যান্ড থেকে হয়তো দেখা যাবে, তবে সেটা মঞ্চ থেকে অন্তত দেড়শ গজেরও বেশি দুরে। কাজেই ১০ হাজার এবং ৫ হাজার টাকার যে টিকিট ছাড়ার কথা শোনা যাচ্ছে, সেটা নিশ্চিতভাবেই মাঠের ভেতরে যে বসার ব্যবস্থা করা হবে তাদের জন্য।

বরিশাল পলিটেকনিকে বিজয় ‍দিবস-২০১৯ উপলক্ষে আন্তঃ বিভাগ ফুটবল ও ব্যাডমিন্টন খেলার উদ্বোধন

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, ক্যাম্পাস সংবাদদাতা || বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে মহান বিজয় ‍দিবস-২০১৯ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে আন্তঃ বিভাগ ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগীতার শুভ উদ্বোধন করে অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমিন ।

আজ বিকাল ২:৪৫ এর সময় অত্র ইনস্টিটিউটের সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগের খেলার মাধ্যমে উক্ত খেলার শুভ উদ্বোধন হয় ।

এসময় খেলার মাঠে উপস্থিত ‍ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুর রাকিবসহ ইনস্টিটিউটের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সকল কর্মচারীবৃন্দ ।

এছাড়াও উপস্থিত ‍ছিলেন ইনস্টিটিউটের সকল বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ ।

ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমিন বলেন, আমরা প্রতি বছরে ন্যায় এ বছরও আমাদের এক ঘেয়ামি দুরা করার জন্য এই ফুটবল ও ব্যাটমিন্টন খেলার আয়োজন করেছি। তবে আমরা এ বছর অন্য অন্য বছর গুলো চেয়ে একটু ভিন্নতা এনেছি আমাদের  খেলাধুলায় । এর আগের বছর গুলোতে আমরা ‍ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করতাম । তাই এবছর ভিন্নতা এনে ফুটবল ও ব্যাটমিন্টন খেলার আয়োজন করেছি।

তিনি আরও বললেন, খেলাধুলা মানুষের মন ভালো রাখে ও মেধা শক্তির বিকাশ ঘটায় ।

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল,বনশ্রী ক্যাম্পাসের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন।

দেশের অন্যতম স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বনশ্রী ক্যাম্পাসের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে ২০১৯-২০ সেশনের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।২১ নভেম্বর সকাল ৯ঃ০০ঘটিকায় বেলুন উড়িয়ে উক্ত টুর্নামেন্টের উদ্ভোধন করা হয় এবং ২২ নভেম্বর বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার প্রদানের মাধ্যমে তা শেষ হয়।রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন আফতাবনগর এল ব্লকের ফুটবল মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এর সিইও জনাব আবু কায়েস জেহাদী কুন্তল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল,বনশ্রী ক্যাম্পাস পরিচালনাকারী কোম্পানীর চেয়ারম্যান আকতার হোসেন শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মোঃকাওসার হোসাইন,ভাইস চেয়ারম্যান আবু নাসের ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ক্যাম্পাসের পরিচালক কামরুজ্জামান নাঈম,খাদেমুল ইসলাম নিজাম,ফখরউদ্দীন রিমন,মনির হোসেন পাটোয়ারী ও ভাইস- প্রিন্সিপাল রেহানা পারভীনসহ ক্যাম্পাসের শিক্ষক শিক্ষিকাসহ বিপুলসংখ্যক ছাত্র- ছাত্রী ও অভিভাবকবৃন্দ। স্কুলের বিভিন্ন ক্লাশের ছয়টি টিম বাছাইপর্বের খেলায় অংশগ্রহন করে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হিসেবে স্ট্যান্ডার্ড সিক্স ও স্ট্যান্ডার্ড সেভেন দল ফাইনাল খেলায় অংশগ্রহন করে।উৎসবমুখর পরিবেশে উক্তখেলাগুলো অনুষ্ঠিত হয়।উক্তখেলাকে কেন্দ্র করে আফতাবনগরের এল ব্লকের মাঠে হর্স রাইডিং,বিভিন্নধরনের আকর্ষনীয় দোকানসহ নানাবিধ ক্রীড়াবিনোদনের আয়োজন ছিল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি আবু কায়েস জেহাদী কুন্তল তার বক্তব্যে বলেন-শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ন,উক্ত বিষয়টিকে বিবেচনায় নিয়ে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল বছরজুড়ে নানাবিধ খেলাধুলার প্রতিযোগীতার আয়োজন করে থাকে,এরই ধারাবাহিকতায় বনশ্রী ক্যাম্পাসে এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ কাওসার হোসাইন বলেন এ জাতীয় টুর্নামেন্ট শিক্ষার্থীদের শিক্ষা,সংস্কৃতি ও খেলাধুলাসহ সার্বিক সকল ক্ষেত্রে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সহায়ক।ফাইনাল খেলায় স্ট্যান্ডার্ড সেভন দল স্ট্যান্ডার্ড সিক্স দলকে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়।ম্যাচগুলোতে রেফারীর দায়িত্বপালন করেন বনশ্রী ক্যাম্পাসের শিক্ষক হাসিবুল ইসলাম,ফয়সাল ওয়াদুদ মজুমদার,ইলিয়াস কাঞ্চন,বায়েজিদ আহম্মেদ সনেট ও সাবিহা ফেরদৌসি পান্না এবং ধারাভাষ্যে ছিলেন ফাহমিদা ইসলাম,মহসিনা শারমিন নিশাদ ও মাসুমা শারমিন সুমি প্রমুখ।

বাংলাদেশ ক্রিকেট দলকে বিসিসি মেয়রের অভিনন্দন

ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ৭ উইকেটের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। পাশাপাশি মেয়র আশা করেন আগামী ম্যাচ গুলোতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে।

বরিশালে ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ

মোঃ শাহাজাদা হীরা:

আজ ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল বিকাল ৫ টায়, নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো বরিশাল বাঁশির দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও পুরস্কার বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা সভাপতি এস, এম, অজিয়র রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, ম্যাচ রেফারি সাবেক ক্রিকেটার, রকিবুল হাসানসহ উভয় দলের খেলোয়াড় এবং কোচ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনায়, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে দুপুর আড়াই টায় উভয় দলের খেলা মাঠে গড়ায়। এদিকে টসে জিতে শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য গত ২৬ তারিখ ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। গতকাল তৃতীয় দিনে খেলার বল মাঠে গড়ায়। গতকাল পর্যন্ত খেলার ফলাফল ছিলো শ্রীলঙ্কা দল ২৩ ওভারে ৩ উইকেটে ৯৩ রান সংগ্রহ করেন। আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কা দল ৭ ইউকেট হারিয়ে ৮৪ ওভার ৩ বল খেলে ৩৩১ রান করে খেলা ছেড়ে দেয়। দ্বিতীয়াধ্বে ৪৮ ওভার খেলে ৬ ইউকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দল। খেলা শেষে শ্রীলঙ্কান এম পাতিরানা ১৩ রান দিয়ে ৩ ইউকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি এস, এম, অজিয়র রহমান।

বরিশালে বাংলাদেশ ও শ্রীলংকার দ্বিতীয় দিনের খেলাও স্থগিত

স্পোর্টস ডেস্ক:

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ও শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ দলের চার দিনের ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার বেলা ১২টায় ম্যাচ রেফরি রাকিবুল হাসান এ ঘোষণা দিয়ে বলেন, বরিশালে কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা রয়েছে। এ অবস্থাতে দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়ানো সম্ভব নয়।’ আজ রোববার সকাল থেকে রোদের দেখা পাওয়া গেছে। তবে আগামীকাল সোমবার পর্যন্ত এমন আবহাওয়া থাকলে বেলা ১২ টার পর মাঠ পরিদর্শন করে বলে যাবে তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে কিনা।

বিসিবি পরিচালক আলমগীর খান আলো বলেন, প্রতিদিনই উপচে পড়া দর্শক মাঠে এসে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। আবহাওয়া এমন থাকলে আগামীকাল তাদের মুখে হাসি ফোটানো সম্ভব হবে। ’

উল্লেখ্য ১৯৬৬ সালে দেশের অন্যতম বৃহৎ বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর এই প্রথম কোন বিদেশি যুব দলের সাথে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যুব দল। এর আগে এখানে কোন পর্যায়ের আন্তর্জাতিক কোন ম্যাচ হয়নি বরিশাল স্টেডিয়ামে। এমনকি বিপিএল’র কোন ম্যাচও হয়নি বরিশালে। প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ের কোন খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বরিশালবাসী। কিন্তু এই আগ্রহের বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

এর আগে দীর্ঘ কয়েক বছর পর গত বছরের ১৫ অক্টোবর ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগের বরিশাল ও রাজশাহীর খেলা শুরু হওয়ার কথা থাকলে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রথম দুই দিন খেলা অনুষ্ঠিত হয়নি। তবে শেষের দুই দিনে মাঠে বল ব্যাটের লড়াই হলেও ম্যাচ ড্র হয়। এছাড়া একই ঘটনা ঘটে ১৯ অক্টোবর। ওই দিন ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগের বরিশাল ও খুলনা বিভাগের খেলা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বন্ধ্যাত্ব ঘুঁচবে বরিশাল স্টেডিয়ামের

নিউজ ডেস্ক:

বরূপে সাঁজছে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়াম। প্রথমবারের মতো বিদেশী কোন দলের বরিশাল স্টেডিয়ামে প্রতিযোগীতামূলক ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকে কেন্দ্র করে সাঁজ সাঁজ রব পড়েছে নির্জিব এই স্টেডিয়ামে।

বিসিবি ও স্থানীয় সংগঠক, কর্মকর্তা-প্রকৌশলী, গ্রাউন্ডসম্যানসহ ব্যস্ত সবাই। বাংলাদেশ এবং শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের প্রীতি ক্রিকেট ম্যাচ ঘিরেই এসব আয়োজন। আগামী ২৬ অক্টোবর ৪ দিনের এই ম্যাচ শুরু হলেও তার ৩ দিন আগেই ২৩ অক্টোবর বরিশাল আসছে দুই দল। তাদের থাকা-খাওয়া, অনুশীলন এবং নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রথমবারের মতো বরিশালে কোন বিদেশী দলের খেলা আয়োজন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে।
কীর্তনখোলা নদীর তীরে নগরীর চাঁদমারী এলাকায় ১৯৬৬ সালে ২৯.২৫ একর জমিতে বরিশাল স্টেডিয়াম নির্মাণের পর ২০০৬ সালে ২৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়। ৩টি আন্তর্জাতিক মানের ক্রিকেট পিচ, ৩৫ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন গ্যালারী, ড্রেসিং রুম ও ম্যাচ অফিশিয়াল রুম সহ পাঁচতলা প্যাভিলিয়ন, ৩ তলা প্রেসবক্স, ফ্লাড লাইট সবই আছে বরিশাল স্টেডিয়ামে। ছিলো না শুধু জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ। এমনকি বিপিএলও।

তবে ৫৩ বছরের বন্ধ্যাত্ব ঘুঁচিয়ে এবার বরিশাল স্টেডিয়ামে খেলতে আসছে শ্রীলংকান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ লক্ষ্যে নবরূজে সাঁজানো হচ্ছে দেশের অন্যতম বৃহত বরিশাল স্টেডিয়াম। বরিশালের ক্রিকেটপ্রেমীদের মাঝেও সৃষ্টি হয়েছে বাড়তি উন্মাদনা।

ক্ষুদে ক্রিকেটার আরিফুর রহমান বলেন, শ্রীলংকা-বাংলাদেশ দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের খেলা দেখে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। এ ধরনের ম্যাচ বেশী বেশী করে আয়োজনের দাবি তার।

সাবেক ক্রিকেটার মাসুদ সিকদার বলেন, বরিশাল স্টেডিয়ামে বিদেশী দল খেলবে, এটা ভাবতেই ভালো লাগছে। বরিশালে ভেন্যু দিয়ে বিসিবি সময়োপযোগী কাজ করেছে। আগামীতেও জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চান এই স্টেডিয়ামে।

ক্রিকেট কোচ মাহমুদুল হায়দার তামিম বলেন, প্রতিষ্ঠার পর আজ পর্যন্ত আন্তর্জাতিক কোন ম্যাচ হয়নি বরিশাল স্টেডিয়ামে। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সফর বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক ভেন্যুতে পরিণত হওয়ার একটা প্লাটফর্ম। এই ম্যাচে ভালো ব্যবস্থাপনা করে বরিশাল আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তীর্ন হওয়ার সুযোগ রয়েছে।

বিভাগীয় ক্রিকেট কোচ তাসরিকুল টোটাম বলেন, বরিশালে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ কিছু নেই’র মধ্যেও এক টুকরা আশার আলো। এই ম্যাচের মধ্যে দিয়ে বরিশালের ক্রিকেট প্রান চাঞ্চল্য ফিরে পাবে আশা তার।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী মো. মাইনুল ইসলাম জানান, বরিশাল স্টেডিয়ামের অবকাঠামো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সমতুল্য। কিন্তু ওই তুলনায় সুযোগ-সুবিধা ছিলো না। শ্রীলংকা অনূর্ধ্ব ১৯ দলের বরিশাল সফরকে কেন্দ্র স্টেডিয়ামে দুটি ড্রেসিং রুম, ম্যাচ অফিশিয়ালদের জন্য দুটি রুম, তৃতীয় তলায় আম্প্যায়ার ও স্কোরারদের জন্য একটি এবং প্রেসবক্সের জন্য একটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। আধুনিক আসবাবপত্র আনা হয়েছে এবং বাথরুম ফিটিংস নতুন করা হচ্ছে। আউট ফিল্ড নতুনভাবে মানসম্পন্ন করার কাজ চলছে। প্যাভেলিয়ন রং করা হচ্ছে।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সফরের খবরে বরিশালে বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে। ২৬ অক্টোবর ৪ দিনের ম্যাচ শুরু হলেও ২৩ তারিখ দুই দল বরিশাল এসে পৌঁছবে। তারা স্থানীয় গ্র্যান্ডপার্ক হোটেলে থাকবেন। তাদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর ম্যাচ শেষে তারা পরদিন ৩০ অক্টোবর খুলনার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন। সেখানেও স্বাগতিক দেশের বিরুদ্ধে ৪ দিনের একটি ম্যাচ খেলবে দ্বীপরাস্ট্রের এই দলটি।

আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে বরিশাল স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক:

সফরকারী শ্রীলংকা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পাচ্ছে বরিশালের শহীদ আব্দর রব সেরনিয়াবাত স্টেডিয়াম। যুবাদের মধ্যে চার দিনের ক্রিকেটের দুই ম্যাচ সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে বরিশালের এই স্টেডিয়ামটি। আগামী ২৬ অক্টোবর শুরু হবে ওই সিরিজ।

এই প্রথমবারের মত স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো ম্যাচ। কোন ধরনের সমস্যা ছাড়াই যেন সেখানে ম্যাচ আয়োজন করা যায় তার জন্য মাঠ প্রস্তুত করার জন্য কঠোর পরিশ্রম করছেন স্থানীয় আয়োজকরা। ভেন্যুটি নিয়মিত পরিদর্শন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। তারা সরেজমিনে দেখছেন স্টেডিয়াম উন্নয়ন কাজের অগ্রগতি। ম্যাচগুলোর জন্য ইতোমধ্যে স্টেডিয়ামটির অনেক উন্নতি সাধন করা হয়েছে।

স্টেডিয়ামটির দু’টি ড্রেসিংরুম আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করে যাচ্ছে বিসিবি। সেই সঙ্গে আসন্ন সিরিজকে সামনে রেখে প্যাভিলিয়নেরও সংস্কার করা হয়েছে। স্থানীয় আয়োজকরা জানান, এ স্টেডিয়ামে ঘরোয়া লিগের কিছু খেলা অনুষ্ঠিত হলেও বিদেশি কোন দল এখনো পর্যন্ত সেখানে খেলেনি। ব্যবহার না করার কারণে নষ্ট হতে বসেছে সেখানকার ফ্লাডলাইট। সেগুলো পুনঃস্থাপন করতে হবে।

বরিশালের প্রতিনিধিত্ব করা বিসিবির পরিচালক আলমগীর খান বৃহস্পতিবার বলেছেন, ‘এই ম্যাচটি আয়োজনে আইসিসি আমাদের সহায়তা করছে এবং ম্যাচগুলো যাতে সফলভাবে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে বিসিবি নিয়মিতভাবে আমাদের কর্মকান্ড তদারক করছে। বিসিবির প্রকৌশলীরা নিয়মিতভাবে স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন এবং উন্নয়ন কর্যক্রম নিয়মিতভাবে তদারক করছেন। আমরা তাদের পরামর্শ নিয়েই স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চালিয়ে যাচ্ছি।’

জন্মদিন উদযাপন আমার পছন্দ নয় : মাশরাফি

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও তার ছেলে সাহেল বিন মাশরাফির জন্মদিন উপলক্ষে নড়াইলের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার লোহাগড়া উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই সঙ্গে মাশরাফি ফাউন্ডেশনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

দুপুরে শহরের হামিদ ম্যানশন এলাকায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মাশরাফি ফাউন্ডেশনের সভাপতি মারুফ হাসানসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ১৫ জন রক্তদাতা রক্তদান করেন।

শনিবার (০৫ অক্টোবর) মাশরাফি বিন মর্তুজার ৩৭তম জন্মদিন। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আলাদাতপুরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন মাশরাফি।

masrafi-(2)

৫ অক্টোবর মাশরাফির ছেলে সাহেল বিন মাশরাফিরও জন্মদিন। নড়াইল এক্সপ্রেসখ্যাত এই ক্রিকেটার মা-বাবা ও আপনজনের কাছে কৌশিক নামেই পরিচিত। মাশরাফির বাবার নাম গোলাম মর্তুজা স্বপন এবং মায়ের নাম হামিদা বেগম বলাকা।

মাশরাফির শিক্ষাজীবন শুরু হয় নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০০১ সালে তিনি এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে ২০০৩ সালে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হন মাশরাফি।

২০০১ সালের ৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে চার ইউকেট নিয়েছিলেন তিনি। একই বছর ২৩ নভেম্বর ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়। বর্তমানে তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

৩৭তম জন্মদিন পালনের অনুভূতি জানিয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, জন্মদিনে ঘটা করে কেক কাটা বা জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান আমার পছন্দ নয়। কারণ বয়স তো কমছে, বাড়ছে না। তবে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। জন্মদিনে দেশবাসীর কাছে দোয় চাই আমরা।