ভান্ডারিয়ায় ট্রলি ট্রাক উল্টে চালক নিহত

ভান্ডারিয়ায় পাথরবাহী ট্রলি ট্রাক উল্টে চালক হেলাল (২৮) ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছে। সে পার্শবর্তী মঠবাড়ীয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের জব্বার হাওলাদার এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি ট্রাকটি ভান্ডারিয়ায় থেকে পাথর বোঝাই করে মঠবাড়ীয়া উপজেলা তুষখালীতে যাওয়ার পথে তেলিখালি ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সামনের সড়কে উল্টে যায়। এ সময় ট্রলি চালক হেলাল গুরুতর আহত হন। পথচারীরা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুপুরে থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, চালক নিজে নিজেই উল্টে মারা যাওয়ায় মৃতের লাশ ময়না তদন্ত হয়নাই এবং এঘটনায় কোন অভিযোগ না পাওয়ায় কোন মামলা হয়নাই।

পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৩৭৫ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘর পাচ্ছে ৩৭৫টি গৃহহীন পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘরগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এ প্রকল্প উদ্বোধন করবেন বলে জানা গেছে।

এদিকে নতুন ঘর পাওয়ার খুশি ছড়িয়ে পড়েছে সুবিধাভোগীদের মাঝেও। প্রতিদিনই প্রকল্পের স্থানে আসছেন ভূমিহীন-গৃহহীন মানুষ। নিজেদের পাকা ঘরের নির্মাণ কাজ দেখে চোখ জুড়াচ্ছেন তারা।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, সাতটি উপজেলার ৩৭৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘর দেয়া হবে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরে রয়েছে বারান্দা, রান্নাঘর ও টয়লেট। এসব ঘর নির্মাণে ব্যয় হচ্ছে এক লাখ ৭১ হাজার টাকা করে। এরই মধ্যে সব কাজ শেষ হয়েছে। সামান্য কিছু কাজ বাকি আছে, যা নির্ধারিত সময়ের আগেই শেষ করা হবে। যাচাই-বাছাই শেষে এসব ঘর হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, প্রতিদিন সুবিধাভোগীরা এসে নিজ নিজ ঘরের কাজ দেখছেন। সরকারের পক্ষ থেকে মাথা গোঁজার ঠাঁই পেয়ে বেশ খুশি তারা। ২৩ তারিখের মধ্যে ৩০০ ঘর হস্তান্তর করা হবে। বাকিগুলো দেয়া হবে পর্যায়ক্রমে।

প্রথমবারের মত ইভিএম-এ ভোট হচ্ছে পিরোজপুরে

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে প্রথমবারের মত ইভিএম-এ ভোট হচ্ছে পিরোজপুর পৌরসভায়।

ইভিএম ব্যবহারে ভোটারদের প্রশিক্ষণ দিতে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নির্বাচনি এলাকার প্রতিটি কেন্দ্রে মক ভোটিং এর আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের ভোটাররা অংশ নিয়ে ইভিএম-এ ভোট দেওয়ার কৌশল আয়ত্ব করেন। এসময় ভোট গ্রহণে অংশ নেওয়া ব্যক্তিরা ভোটারদের বিষয়টি ভালো করে বুঝিয়ে দেন। তবে মক ভোটিং এ উপস্থিত ভোটারদের সংখ্যা ছিল খুবই কম।

মক ভোটিংয়ে অংশ নেওয়া ভোটাররা জানান, ইভিএম এ ভোট প্রদান খুবই সহজ বলে মনে হয়েছে তাদের। ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া হলে জাল ভোট অথবা ভোট কারচুপির কোন সুযোগ নেই বলেই মনে করেন তারা।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা জানান, ইভিএম এর মাধ্যমে সঠিকভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র এবং একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩০ জন প্রার্থী এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ পৌরসভায় ২৬টি ভোটকেন্দ্রে মোট ৪৫ হাজার ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন।

স্বরূপকাঠিতে মাদকদ্রব্যসহ আটক ২

পিরোজপুরে নেছারাবাদ স্বরূপকাঠির উপজেলার উত্তর কামারকাঠী থেকে ১০০ পিস

ইয়াবা,ও ২৫০ গ্রাম গাজা সহ ২জন কে আটক করেছে নেছারাবাদ থানা পুলিশ। সোমবার বিকালে নেছারাবাদ থানার এস আই হুমাউনের এর নেতৃত্বে এবং এ এস আই শরিফুল ,এ এস আই নাঈম ,ও মহিলা পুলিশ কনস্টেবল নুপুরসহ, উত্তর কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোসাঃ রুমা আক্তার(২৫)এবং মোঃ সোহেল (৩০) কে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য সহ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবির হোসেন জানান, মোসাঃ রুমা আক্তার এবং মোঃ সোহেল এরা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী ।অনেক দিন থেকে তাদের প্রতি নজর রাখা হয়েছিলো, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের কে পিরোজপুর কোর্টে প্রেররন করা হয়েছে।

কাউখালীতে বঙ্গবন্ধুর লেখা চিঠি শিক্ষার্থীদের কাছে পোঁছে দিয়েছে আঃ লতিফ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে মুজিবশতবর্ষ কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা চিঠি শিক্ষার্থীদের কাছে তুলে দিয়েছেন তথ্য ব্যাংকার হিসাবে পরিচিত সমাজ সেবক আঃ লতিফ খসরু। এলাকার মানুষের কাছে তিনি তথ্য ব্যাংকার হিসাবে পরিচিত। কাউখালী উপজেলার সদরে রয়েছে তার একটি ছোট্ট পরিসরে সংগ্রহশালা। মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্ট্রাল জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৯ সালের ১৬ই এপ্রিল নিজ হাতে লেখা তার সহধর্মিনী ফজিলাতুননেছা কে লেখা দূর্লভ চিঠি ও ১৯৬৯সালে জাতির জনকের নিজ হাতে লেখা তৎকালীন ইতালী প্রবাসী কন্যা শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) কে লেখা দুর্লভ দুটি চিঠির (ফটোকপি) মঙ্গলবার উপজেলার শিক্ষার্থীদের হাতে তুলে দেন। আঃ লতিফ খসরু স্বপ্রনোদিত হয়ে জাতির জনকের হাতের লেখা চিঠি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিতরন করছেন। উদ্দ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন, তরুন প্রজন্ম যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে দেখেননি তাদের কাছে এই পত্রটি পৌছে দেওয়ার মাধ্যমে কিছুটা হলেও তারা জানতে ও বুঝতে পারবে জাতির জনককে।

পিরোজপুরে শিক্ষক সমীরন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

পিরোজপুরে চাঞ্চল্যকর শিক্ষক সমীরন হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান মঙ্গলবার এ আদেশ দেন। এ ছাড়া মামলার অপর ৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলো দিপঙ্কর রায়, খোকন সেখ ও নুরুল ইসলাম সেখ। উল্লেখিত ৩ আসামিকে ভিকটিমের স্ত্রীকে আহত করার দায়ে আদালত প্রত্যেককে দশ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মার্চ রাত ২টায় জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের পশ্চিম বানিয়ারি গ্রামে স্কুল শিক্ষক সমীরণ মজুমদার (৫০) এর ঘরে সিঁদ কেটে ঢুকে ২ জন আসামি ঘরের দরজা খুলে সমীরনকে টেনে-হিঁচড়ে বের করে দিপঙ্কর রায়, খোকন সেখ ও নুরুল ইসলাম সেখ তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সমীরনের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় পাশের রুমে ঘুমানো তার স্ত্রী স্বপনা বসু ধস্তাধস্তির শব্দ পেয়ে তাকে রক্ষা করার চেষ্টা করে বাইরে বের হয়ে বাধা দিতে গেলে আসামিরা তাকেও কুপিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে লোকজন এসে আহতদের প্রথমে নাজিরপুর হেলথ কমপ্লেক্স ও পরে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সমীরন মারা যায়। পরবর্তীতে সমীরনের স্ত্রী স্বপনা নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সরকারপক্ষের আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন জানান, মামলায় মোট ৭ জন আসামি ছিল। মোট ২৩ জন স্বাক্ষী এ মামলায় স্বাক্ষ্য প্রদান করে। ফাঁসির দন্ডপ্রাপ্ত ১ নং আসামি জামিনে বের হয়ে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচারক আদেশ দেন। বাকি ৬ আসামি রায়ের সময় উপস্থিত ছিল।

ফুলে স্বাবলম্বী পিরোজপুরের চাষিরা

ক্ষুদ্র ঋণে ফুল চাষে স্বাবলম্বী হয়ে উঠেছেন পিরোজপুরের প্রায় ১৬ হাজার নারী-পুরুষ। বহির্বিশ্বে প্রায় ৩০০ বছর আগে ফুলের সূচনা ঘটে। কিন্তু এ অঞ্চলে ফুলের বাণিজ্যিক আবাদ শুরু হয় প্রায় অর্ধশত বছর আগে।

জেলার স্বরূপকাঠির ছারছিনা, অলংকারকাঠি, আরামকাঠি, জগন্নাথকাঠি, কুনিহারী, পান্নাল্লাপুর, সুলতানপুর, সঙ্গীতকাঠি, মাহামুদকাঠিসহ চারদিকে দুই শতাধিক নার্সারিতে বাহারি রঙের ফুলের সমারোহ।

পল্লীর মাঠজুড়ে ফুটে আছে- ডালিয়া, গাঁদা, বেলি, গোলাপ, রজনীগন্ধা, টিউলিপ, অ্যাস্টার গোলাপ, কলাবতী, জুঁই, জিনিয়া, চন্দ্রমল্লিকা, পদ্ম, কারনেশন, কসমস, প্যানজি, সূর্যমুখী, স্টারপিটুনিয়া, পপি, অর্কিড, সিলভিয়া, ভারবেন, লুপিংস, ফ্লক্স, পর্তুলিকা, অ্যান্টিরিনাম, মর্নিং ফুল, ক্যালেন্ডলা, গ্লোরি, সুইটপি, ন্যাস্টারশিয়ামসহ শতাধিক ফুল।

ক্ষুদ্র কুটির শিল্পের জন্য বিখ্যাত স্বরূপকাঠি। এ উপজেলায় মাটি আর আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় অর্ধশত বর্ষ আগে বাণিজ্যিকভাবে শুরু হয় এসব ফুলের চাষ।

অন্য ফসলের চেয়ে অধিক লাভের আশায় প্রতিদিন বাড়ছে ফুলের আবাদ, বাড়ছে ফুল চাষি, গ্রামজুড়ে ছড়িয়ে পড়ছে ফুলের আবাদ। সারি-সারি লাল, হলুদ, কমলা আর সাদা রঙের সমাহার দেখতে বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।

২১ ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বরসহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে দেশের বিভিন্ন অঞ্চলেও এখানকার ফুল রফতানি করা হয়। স্বরূপকাঠিতে প্রায় ১৫৩ হেক্টর জমিতে প্রায় দেড় শতাধিক নার্সারিতে ১১ হাজার শ্রমজীবী নারী-পুরুষ ফুল চাষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আয়ের পথ খুঁজে পেয়েছেন। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও নারী-পুরুষরা ফুল চাষে ঝুঁকে পড়েছেন।

এখানকার চাষিরা প্রায় ৬০-৭০ বছর ধরে বিভিন্ন ধরনের বনজ, ফলজ ওষুধি গাছের চারার কলম উৎপাদন করছেন। এসব ওষুধি চারাগুলো এখন ফুল চাষের পাশাপাশি বাগানের চারপাশের কান্দিতে ভরা।

কার্তিক মাসের প্রথম দিকেই ফুলের বীজ রোপণ করা হয়। রোপণের প্রায় ৪০ দিনেই ফুল ফোটে। কিন্তু একটি ফুলের জীবন থাকে চার-ছয়দিন। জীবন ক্ষীণ হলেও বিশ্বজুড়ে রাষ্ট্রীয় ও জাতীয় দিবসগুলোতে সৌন্দর্যের প্রতীক ফুল ছাড়া কোনো অনুষ্ঠানই সম্ভব হয় না।

কাউখালীতে ১০০জন যুবককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর ৩ মাসের প্রশিক্ষণ শুরু

কাউখালী প্রতিনিধি:

মুজিব বর্ষ উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার উদ্যোগে একশত জন বেকার যুবককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৩মাসের প্রশিক্ষন প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃজন কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫জন আইসিটি ও সহকারী শিক্ষকদের ৭দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, কাউখালী সরকারী বালক বিদ্যালয়। প্রশিক্ষণ চলবে ৩ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত। আইসিটি ও সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন কাউখালী উপজেলা সহকারী প্রোগ্রামার সুদীপ হালদার, কাউখালী মহিলা কলেজের আইসিটি প্রভাষক জগদীশ চন্দ্র কুন্ডু, এসবি সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কামাল। আইসিটি ও সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকগণ ১০০জন বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য আগামী জানুয়ারী ২০২১ইং থেকে মার্চ ২০২১ইং পর্যন্ত তিন মাসের প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ শেষে ১০০জন বেকার যুবকদের সনদপত্র প্রদান করা হবে। আগ্রহীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষণ নিতে কাউখালী উপজেলা প্রশাসনের যোগাযোগ করুন।

মঠবাড়িয়ায় ওয়াটনের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতা র‌্যালী ও ম্যাস্ক বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা পরিস্থিতিতে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে র‌্যালী ও ম্যাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আর এম ইলেক্ট্রনিক্সের আয়োজনে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের উদ্যোগে লক্ষ্য অর্জনের ২০২১ উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ এবং পথচারীদের মাঝে ম্যাস্ক বিতরণ করে। র‌্যালী শেষে এক পথসভায় করোনা পরিস্থিতে করোণীয় সম্পর্কে বক্তব্য রাখেন, ওয়াল্টনের মঠবাড়িয়া পরিবেশক মো. খলিলুর রহমান, শিক্ষানুরাগী খাইরুল ইসলাম কামাল, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক জামাল এইচ আকন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার প্রমূখ।

পৌর শহরের কেএম লতীফ সুপার মার্কেট থেকে শুরু হওয়া এ র‌্যালীতে শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের কয়েক‘শ নারী-পুরুষ সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ গ্রহণ করেন।

মঠবাড়িয়ায় ২৪ ঘন্টায় দুটি লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৪ ঘন্টায় কলেজ ছাত্র মেহেদী হাওলাদার (২০) ও নাইম ঘরামী (১৭) নামের দুই যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মেহেদী স্থানীয় ডা. রুস্তম আলী ফরাজী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও উপজেলার বেতমোর গ্রামের ইউনুচ হাওলাদারের ছেলে ও নাইম ঘরামী উপজেলার চান্দুখালী গ্রামের হারুন ঘরামীর ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, মেহেদী পৌর শহরের মামার বাসায় থেকে পড়াশুনা করত। সোমবার সকালে গ্রামের বাড়িতে যায় সন্ধ্যার পরে সকলের অজান্তে পাকা ভবনের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেয়।
নিহতের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
অপরদিকে নাঈম তার বাবার কাছে মুঠোফোন কিনে দিতে চেয়ে না পেয়ে অভিমান করে সোমবার রাতে স্থানীয় বাজারে বসে বিষপান
করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধারকৃত মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।