পাঠান’ নিয়ে আর প্রতিবাদ না করার ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের

বিনোদন ডেস্ক :
আজ ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’। মঙ্গলবার মুক্তির ঠিক একদিন আগে সুখবর পেল ছবিটি। কাটল সমস্ত জটিলতার মেঘ। পাঠান’ ছবির বিরুদ্ধে যত বিরোধ, প্রতিবাদ ছিল, তা প্রত্যাহার করে নিল বিশ্ব হিন্দু পরিষদ, গুজরাট শাখা।

প্রথম থেকেই এই ছবিকে নানা বিরোধিতা সইতে হয়েছে। সেই ‘বেশরম রং’ গানটি যেদিন থেকে মুক্তি পেয়েছে, সেদিন থেকেই নানা প্রতিবাদ, বিক্ষোভের মুখে পড়েছে শাহরুখের ‘পাঠান’। এমনকি সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশন ছাড় দিলেও, প্রধানমন্ত্রী বার্তা দিলেও শুনতে নারাজ ছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। গুজরাট থেকে আসামের একাধিক হলে এই কারণে ভাঙচুর চালানো হয়, হল মালিকদের দেওয়া হয় হুমকিও। অবশেষে সেসব প্রত্যাহার করে নিল গুজরাট শাখার বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু আচমকা হলটা কী?

সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশনের পক্ষ থেকে এই ছবির যে গানটি এবং যে শব্দগুলো নিয়ে সকলের আপত্তি ছিল সেগুলো বাদ দেওয়া বা বদলে দেওয়া হয়েছে। ফলে যা নিয়ে আপত্তি ছিল অনেকের, সেটাই যখন আর রাখা হয়নি তখন আর আপত্তি করবে কী নিয়ে! তাই সব ধরনের আপত্তি প্রত্যাহার করে নেওয়া হল। এমনটাই জানিয়েছেন গুজরাটের বিশ্ব হিন্দু পরিষদের সেক্রেটারি অশোক রাভাল।

বেশরম রং গানটিতে দীপিকা পাড়ুকোনকে একটি গেরুয়া বিকিনিতে দেখা গিয়েছিল। সেই থেকেই যত বিতর্কের সূত্রপাত। একাধিক হিন্দু নেতা থেকে বিশ্ব হিন্দু পরিষদসহ অনেকেই নিষিদ্ধ করার কথা বলেছিলেন ছবিটিকে।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অশোক রাভাল জানিয়েছেন, সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশনের পক্ষ থেকে ৪০ থেকে ৪৫টা ভুল শোধরানো হয়েছে রং, গান, কাপড়, ইত্যাদি মিলিয়ে। এখন আর সমস্যা নেই। এটা হিন্দুদের জয় বলেই তিনি ঘোষণা করেন। তার কথায়, ‘বজরং দলের প্রতিবাদ দেখে সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশনের পক্ষ থেকে পাঠানে একাধিক বদল আনা হয়েছে, গান থেকে একাধিক শব্দ, রং পাল্টানো হয়েছে যা খুশির খবর। আমি সকল হিন্দুদের সাধুবাদ জানাই যারা এই লড়াইটা লড়লেন নিজের ধর্ম এবং সংস্কৃতির জন্য।”

এর আগে গুজরাটের একাধিক হলে ভাঙচুর চালায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। এমনকি রবিবারও বিশ্ব হিন্দু পরিষদের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয় প্রেক্ষাগৃহে প্রতিবাদ দেখানোর জন্য। তারা সেখানে গিয়ে এই ছবির পোস্টার ইত্যাদি ছিঁড়ে ফেলেছিলেন।

আপাতত এসব বিতর্ক থামল। দীপিকা, শাহরুখ, জন অভিনীত পাঠান গোটা ভারতজুড়ে ৫০০০টির বেশি হলে দেখানো হবে বলে জানা গেছে। ২৫ জানুয়ারি ভোর ৬টা থেকে এই ছবির স্ক্রিনিং শুরু হয়ে গেছে।

অবশেষে মুক্তি পেল ‘পাঠান’

বিনোদন ডেস্ক :
অবশেষে বহুল আলোচিত সমালোচিত সিনেমা ‘পাঠান’ বড় পর্দায় বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পাচ্ছে। সব জটিলতা পার করে এই সিনেমার মধ্য দিয়ে বিরতি শেষে বড় পর্দায় ফিরলেন শাহরুখ খান।

বেশরম রং গানটি যবে থেকে মুক্তি পেয়েছে, তখন থেকেই নানা প্রতিবাদ, বিক্ষোভের মুখে পড়েছিল শাহরুখের ‘পাঠান’। সবার সব দাবি শর্ত মেনেই পুনরায় মুক্তির জন্য প্রস্তুত করে নেয় সিনেমার পরিচালক

সেন্সর ছাড় দিলেও প্রধানমন্ত্রী বার্তা দিলেও শুনতে নারাজ ছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। গুজরাট থেকে আসামের একাধিক হলে এই কারণে ভাঙচুর চালানো হয়, হল মালিকদের দেওয়া হয় হুমকিও। অবশেষে সেসব প্রত্যাহার করে নিল গুজরাট শাখার বিশ্ব হিন্দু পরিষদ।

পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অশোক রাভাল জানিয়েছেন যে সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশনের তরফে ৪০ থেকে ৪৫টা ভুল শোধরানো হয়েছে রং, গান, কাপড়, ইত্যাদি মিলিয়ে। সব এখন আর সমস্যা নেই। এটা হিন্দুদের জয় বলেই তিনি ঘোষণা করেন।

দীপিকা, শাহরুখ, জন অভিনীত পাঠান গোটা ভারতজুড়ে ৫০০০টির বেশি হলে দেখানো হবে বলে জানা গিয়েছে। আজ ভোর ৬টা থেকে এই সিনেমার স্ক্রিনিং শুরু হয়েছে।

 

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হয়নি

বিনোদন ডেস্ক :

সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে বলিউড কিং খান শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির চেষ্টা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই ব্যাপারে আবেদন জমা দিয়েছে বাংলাদেশের এক ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান। কথা ছিল আজ বিকেলে বৈঠক করে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়।

কিন্তু সেই সিদ্ধান্ত আজ চূড়ান্ত হয়নি। সিনেমা আমদানি ও সাফটা চুক্তির বিষয়ে কিছু সমস্যা থাকায় তথ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠাবেন। বাণিজ্য মন্ত্রণালয়ই  ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাবে কি না সেই সিদ্ধান্ত নিবেন।

এই সংশ্লিষ্ট একটি সূত্র এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে।

২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘পাঠান’। বাংলাদেশের সেই ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান বলছে, মুক্তির অনুমতি পেলে ২৭ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে শাহরুখের বহুল আলোচিত এই সিনেমা।

বলিউড ভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানাচ্ছে, ছুটির দিন না হওয়া শর্তেও মুক্তির প্রথমদিনে ৩৯-৪১ কোটির বেশি রুপি আয় করতে পারে ‘পাঠান’। এমনটা হলে শাহরুখ খানের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী দিনে উপার্জনকারী সিনেমা হবে এটি। তাঁর ‘হ্যাপি নিউ ইয়ার’ সংগ্রহ করেছিল ৪৪.৯৭ কোটি রুপি।

যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি  বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

‘পাঠান’ বাংলাদেশে আনতে চিঠি

বিনোদন ডেস্ক :
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমা দিয়ে প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে।

এদিকে, শাহরুখ খানের ‘পাঠান বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি দেশে আনার চেষ্টা করছে। প্রযোজনা প্রতিষ্ঠানটি তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় এ বিষয়ে চিঠি পাঠিয়েছে।

আগামীকাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে।

ইতিবাচক সিদ্ধান্ত এলে সিনেমাটি ভারতে মুক্তির দু’দিন পরই বাংলাদেশের দর্শকদের দেখতে পারার সম্ভাবনা আছে।

‘পাঠান’ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান আর হৃতিক রোশন।

রাজ আমার জীবনের রাজা

বিনোদন ডেস্ক :

এই তো সেদিন সংসার নিয়ে টানাটানি, এখন সব ঠিকঠাক। সেটা কতটা? সেটা জানাতে, ভরা মজলিসে পরীকে চুমু খেয়েছেন রাজ। আজ এই জুটির প্রথম বিয়ে বার্ষিকীও, পারিবারিকভাবে গেল বছরের আজকের দিনে বিয়ে আনুষ্ঠানিকতা সেরেছিলেন এই তারকা দম্পতি।

এই বিশেষ দিনে একসঙ্গে সিনেমা দেখবেন রাজ-পরী। সেটা পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

রাজ প্রসঙ্গে পরী আজকের দিনে জানাচ্ছে, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি হল আজ। আমার জীবনের রাজ হলো রাজা। আমাকে সে রানির মতোই রেখেছে। রাজের মধ্যে বাচ্চাদের মতো কিছু বিষয় আছে। ভুল করলে বাচ্চাদের মতো এসে এমনভাবে সরি বলে যা খুবই সুন্দর।’

শরিফুল রাজ পরী সম্পর্কে বলছেন, ‘পরী অনেক ভালো মনের মানুষ। তাকে অনেক ভালোবাসি। তার মতো করে কেউ আমাকে এতো ভালোবাসতে পারবে না। তার ভেতরে একজন মমতাময়ীর বাস। পরী কিন্তু অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। একটু মাথা গরম আছে। কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো মনের মানুষ সে। আমার সবটুকু ভালোবাসা তার জন্য।’

গেল বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর গত বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী। গেল ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক সন্তান, নাম শাহেম মুহাম্মদ রাজ্য।

জ্যাকলিনের প্রেমিককে দিনে ১০ বার ফোন করতেন নোরা

বিনোদন ডেস্ক :

ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের প্রেম ভাঙ্গাতে বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি দিনে দশ বার ফোন দিতেন সুকেশকে। ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে দিল্লির ম্যান্ডলি জেলে থাকা সুকেশ চন্দ্রশেখর এক চিঠিতে নোরা ফাতেহির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে; সুকেশ চিঠিতে জানিয়েছেন, তিনি এবং জ্যাকলিন দুজনেই সম্পর্কে ছিলেন। এই সম্পর্ক নিয়ে নোরা হিংসা করতেন। শুধু তাই নয়, নোরা সুকেশকে দিনে দশ বার ফোন দিতেন।

সুকেশের দাবি, ‘আমি নোরাকে এড়িয়ে চলতাম। কিন্তু নোরা আমাকে বিরক্ত করতেন। এক প্রেস বিবৃতিতে সুকেশ এই কথা জানান।

সুকেশ আরও দাবি করেছেন, নোরা জ্যাকলিনের বিরুদ্ধে নানা কথা বলতেন এবং তার সঙ্গে সম্পর্কে জড়াতে চাইতেন। সুকেশকে দামী ব্যাগ এবং গহনার ছবিও পাঠাতেন। সেগুলো উপহার পেতে চাইতেন তিনি।

সুকেশ আরও জানান নোরা তার বোনের স্বামী ববির জন্য একটি মিউজিক কোম্পানিও তৈরি করতে দিতে বলেছিলেন। তিনি সেই বিষয়ে সাহায্যও করেছিলেন। একই সঙ্গে অভিনেত্রী নাকি তার থেকে বহু অর্থ নিয়েছেন মরক্কোতে জমি কেনার জন্য।

এর আগে নোরা ফাতেহি জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রায় ১৫টি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

নোরা ফাতেহির অভিযোগ, নিজের স্বার্থে জ্যাকুলিন তাঁকে নিয়ে নোংরামি করছেন জ্যাকুলিন। এখন মানসম্মান নিয়েই বিপত্তিতে পড়েছেন তিনি।

বাংলাদেশে ‘পাঠান’ দেখবে ২৫ এপ্রিল

বিনোদন ডেস্ক :

২৫ জানুয়ারি শাহরুখ খান ফেরছেন বলে ঝড় উঠেছে বিশ্ব বক্স অফিসে। ১৪৯৬ দিন পর বলিউড বাদশাহ ফিরছেন এমন ঝড়টা বেশ স্বাভাবিক। কিন্তু যেসব দেশে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে না, সে সব দেশের শাহরুখ ভক্তরা কিং খানের এই ফেরার সঙ্গী হতে পারছে না।

এই যেমন বাংলাদেশের দর্শকরাই শাহরুখের ‘পাঠান’ পারছেন না মুক্তির দিনে। তাঁদের জন্য সুখবর হচ্ছে, ২৫ এপ্রিল শাহরুখের ‘পাঠান’ দেখতে পাচ্ছেন তাঁরা। এদিন আমাজন প্রাইমে মুক্তি পেতে পারে সিনেমাটি, মানে মুক্তির তিন মাস পরই ওটিটি প্ল্যাটফর্মে আসছেন পাঠান শাহরুখ; খবর ইকোনমিক টাইমসের।

গণমাধ্যমটি প্রতিবেদনে বলছে, ওটিটির মুক্তির তারিখ এখনও অফিসিয়াল না। এটি প্রত্যাশিত যে প্রযোজনা সংস্থা এবং আমাজন প্রাইম এই তারিখের কাছাকাছি একটি অফিসিয়াল বিবৃতি দেবে, সেটা সম্ভবত এপ্রিলে।

বলিউড ভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানাচ্ছে, ছুটির দিন না হওয়া শর্তেও মুক্তির প্রথমদিনে ৩৯-৪১ কোটির বেশি রুপি আয় করতে পারে ‘পাঠান’। এমনটা হলে শাহরুখ খানের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী দিনে উপার্জনকারী সিনেমা হবে এটি। তাঁর ‘হ্যাপি নিউ ইয়ার’ সংগ্রহ করেছিল ৪৪.৯৭ কোটি রুপি।

যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি  বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

রেকর্ড গড়তে যাচ্ছেন শাহরুখ

বিনোদন ডেস্ক :

১৪৯৬ দিন পর শাহরুখ খান ফিরছেন ২৫ জানুয়ারি। বলিউড বাদশাহর ফেরার আয়োজন উৎসবে পরিণত করেছে তাঁর ভক্তরা। ‘পাঠান’ সিনেমার অগ্রিম বুকিং দেখেই ধারণা করা যায় বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে সিনেমাটি।

২০ জানুয়ারি থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ‘পাঠান’ সিনেমার। তবে বেশ কিছু জায়গায় ১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি। বলিউড বক্স অফিসের ট্রেড অ্যানালিস্টরা ধারণা করছেন, প্রথম দিনেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে যাচ্ছেন শাহরুখ।

বলিউড বক্স অফিসের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছেন, শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনলাইনে বিক্রি হয়ে এক লাখ ৭১ হাজার ৫০০ টিকিট। যার মধ্যে পিভিআর: ৭৫ হাজার ৫০০, আইএনওএক্স: ৬০ হাজার ৫০০ ও সিনেপোলিস: ৩৫ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছে। হাতে এখনো সময় আছে চারদিন।

বলিউড ভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানাচ্ছে, ছুটির দিন না হওয়া শর্তেও মুক্তির প্রথমদিনে ৩৯-৪১ কোটির বেশি রুপি আয় করতে পারে ‘পাঠান’। এমনটা হলে শাহরুখ খানের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী দিনে উপার্জনকারী সিনেমা হবে এটি। তাঁর ‘হ্যাপি নিউ ইয়ার’ সংগ্রহ করেছিল ৪৪.৯৭ কোটি রুপি।

যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি  বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

আরিফিন শুভর ডেডিকেশন ও অভিনয়ে মুগ্ধতা

বিনোদন ডেস্ক :

এমনটা ঢাকাই সিনেমার ইতিহাসে আগে কখনো হয়নি, যেটা করে দেখিয়েছেন আরিফিন শুভ। কী করেছেন?

এক সিনেমার শুটে যাওয়ার আগে নয় মাস সময় দিয়েছেন, সময় দিয়েছেন বললে অবিচার করা হবে; দিনরাত এক করে পরিশ্রম করেছেন।

সেটা কতটা? সিনেমা মুক্তির আগে এই পরিশ্রমের একটি ভিডিও প্রকাশ করেছেন নায়ক, সেটায় চোখ বুলিয়ে নিলে ঠাওর করা যাবে পরিশ্রম সম্পর্কে। এর বাইরে শুভ জানিয়েছে, সেই নয় মাস সুনিদিষ্ট একই খাবার নিয়মিত গ্রহণ করতে হয়েছে তাঁকে।

ফলাফল বাংলা সিনেমা প্রথমবার দেখেছে মেইড ইন বাংলাদেশ সিক্স প্যাক। যা এ দেশের দর্শক এতদিন টম ক্রুজ, হিউ জ্যাকম্যান, হেনরি ক্যাভিল, ঋত্বিক রোশন, শাহরুখ, আমিরদের দেখেছেন আর আফসোস করেছেন, ‘ইস! আমাদের কোনো নায়ক যদি এমন করতে পারতেন…।’

আরিফিন শুভ বাংলাদেশের দর্শকদের সেই হতাশা দূর করেছেন। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় দর্শকদের শুভুর এই সিক্স প্যাক দেখতে অপেক্ষা করতে হয়েছে শেষ দৃশ্যের জন্য। তবে যারাই দেখেছেন তাঁরা হতাশ হননি মেইড ইন বাংলাদেশ সিক্স প্যাকে।

বাজেট স্বল্পতা ও নানবিধি জটিলতার মাঝে শুভ তাঁর দর্শকদের ওই বিদেশি নায়কদের মতই সিক্স প্যাক অ্যাকশন করে দেখিয়েছেন। এই অবধি কোনো দর্শককে এই বলে হতাশ হতে শোনা যাইনি এই বলে যে, না আমির-শাহরুখদের মত সিক্স প্যাক হয়নি!

সিক্স প্যাক তো দেখালেন শুভ। অভিনয়? সিনেমা দেখে বের হওয়া দর্শকরা বলছেন, পুরো সিনেমা জুড়ে অভিনয়ে বুঁদ করে রেখেছিলেন শুভ। সংলাপ ডেলিভারি, চোখের অভিব্যক্তি, মনোজের সঙ্গে ডিবেটে সিনেমার সব আলো কেড়েছেন এই নায়ক।

অন্তর্জালে দর্শকরা সে কারণেই লিখছেন, আরিফিন শুভ ছাড়া ‘নাবিদ আল শাহরিয়ার’ কেউ হতে পারতো না।

আরিফিন শুভর বাইরে এই সিনেমায় নজর কেড়েছেন অল্প উপস্থিতির ফজলুর রহমান বাবু, সাদিয়া নাবিলা ও তাসকিন রহমান। মঈনুল আহসান নোবেলের গাওয়া ‘মা’ গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রশংসার অন্যতম দাবিদার।

সিনেমাটির আইটেম গান ও অতিরিক্ত বিজ্ঞাপনে মন খারাপ হতে পারে দর্শকদের। এটাও মনে হতে পারে, ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ দুই পার্টে মুক্তি না দিয়ে একটি সিনেমা হিসাবে মুক্তি দিলে দেশের অ্যাকশন সিনেমায় ভিন্ন মাত্রা যুক্ত করতে পারতো।

‘পাঠান’ ঝড় আসছে

বিনোদন ডেস্ক :

খাতা কলমের হিসাবে ১৪৯৬ দিন পর শাহরুখ খান ফিরছেন ২৫ জানুয়ারি। বলিউড বাদশাহর ফেরার আয়োজন উৎসবে পরিণত করেছে তাঁর ভক্তরা। ‘পাঠান’ সিনেমার অগ্রিম বুকিং দেখেই ধারণা করা যায় বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে সিনেমাটি।

বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকম প্রতিবেদনে জানাচ্ছে, ‘কেজিএফ ২’ সিনেমার রেকর্ড মুক্তির আগেই ভেঙ্গেছে শাহরুখের ‘পাঠান’।
মুক্তির আগেই জার্মানিতে এক কোটি ৩২ লক্ষ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। অগ্রিম টিকেট বিক্রি করে জার্মানিতে ‘কেজিএফ ২’ ব্যবসা করেছিল ১.২ কোটির কাছাকাছি।

শুধু জার্মানি নয়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও দুবাইতেও দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। দুবাইতে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি অগ্রিম টিকিট। অস্ট্রেলিয়াতেও তিন হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি  বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।