গৌরনদীতে মামলার বাদীই ভাঙ্গলেন আদালতের নিষেধাজ্ঞা

শামীম আহমেদ:
বিরোধীয় জমি নিয়ে বরিশাল জেলা বিজ্ঞ সহকারী জজ আদালতে ভাগবন্টন ও অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মামলা করে মামলার বাদীই আদালতের নির্দেশ অমান্য করে বিরোধীয় জমির উপর থাকা বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক গাছ নামমাত্র মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগি আনিসুর রহমান মোল্ল বাদী হয়ে রবিবার দুপুরে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগী আনিসুর রহমানের সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সাকোকাঠী মৌজার চার একর জমি নিয়ে তার আপন চাচা আব্দুল হক মোল্লার সাথে বিরোধ চলে আসছে। এনিয়ে তার চাচা আব্দুল হক মোল্লা বরিশাল বিজ্ঞ সহকারী জজ আদালতে ভাগবন্টন ও অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মামলা দায়ের করেন। আদালত চলতি বছরের ১৪ অক্টোবর বিরোধীয় জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। যে আদেশ এখনো বলবৎ আছে।
আনিসুর রহমান অভিযোগ করে আরও জানান, এক সময়ের ফ্রিডম পার্টির প্রভাবশালী নেতা আব্দুল হক মোল্লা আইন আদালত কিছুই মানেননা। তাই আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও প্রভাব খাটিয়ে বিরোধীয় জমির উপর থাকা দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ অংশিদারদের না জানিয়ে আগরপুর এলাকার হাবিবুর রহমান নামের এক গাছ ব্যবসায়ীর কাছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি করে দেয়। রবিবার সকালে গাছ বিক্রেতা হাবিবুর রহমান বিরোধীয় জমির গাছ কাটতে গেলে তিনি (আনিসুর রহমান) গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন।

এব্যাপারে থানা ইনচার্জ অফিসার গোলাম সরোয়ার জানান থানায় লিখিত দিলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করি তবে এবিষয়ে কোন মামলা দেয়া হয়নি।

ভুল বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক:

প্রকাশিত রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম চলে আসায় দুঃখ প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ভুলের পরিমাণ বেশি হলে তালিকা প্রত্যাহার করা হবে। আর ভুলভ্রান্তির পরিমাণ কম হলে ভুলবশত যাদের নাম তালিকায় এসেছে, সে নামগুলো প্রত্যাহার করা হবে।

মঙ্গলবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তাকে উৎসর্গকৃত মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নুরুল ইসলাম খানের ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, এ তালিকার ভুলের দায় আমরা এড়াতে পারি না। যেসব অভিযোগ পাব, যাচাই করে সেসব নাম প্রত্যাহার করে নেওয়া হবে। আগামীতে আগে যাচাই-বাছাই করে পরে তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পেয়েছি, হুবহু তা প্রকাশ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সে সময়ের সরকারি রেকর্ড দিয়েছে, নতুন তালিকা করেনি।

মহান বিজয় দিবসের আগের দিন রোববার একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬ তলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তালিকার প্রথম পর্ব প্রকাশ করা হয়।

‘আনসারুল্লাহ বাংলা টিমের’ চার সদস্য গ্রেফতার

নোয়াখালীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ চার সদস্যকে গ্রেফতারে দাবি করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রোববার (৮ ডিসেম্বর) রাতে নোয়াখালী সদর উপজেলার ৩নং নোয়ান্নাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে তাদের হাজির করে প্রত্যেকের বিরুদ্ধে ১০দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক মো. সোয়েব উদ্দিন খান শুনানি শেষে প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হলেন- ওই ইউনিয়নের পূর্ব দূর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সোহেল ওরফে মোহন (২৬), একই গ্রামের মো. নুর আলমের ছেলে মো. আবদুল্ল্যাহ কবির (২৫), হুমায়ন কবিরের ছেলে আরিফ হোসেন হৃদয় (২৩) এবং কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০)।

পুলিশের এটিইউ টিম লিডার ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন জানান , গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের আসসাফ ইসলামি কিতাব একাডেমিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, মোবাইল ডিভাইস জব্দ করা হয়।

তিনি আরও জানান, পরে প্রাথমিক জিজ্ঞাসাদ শেষে রোববার রাতেই এটিইউ পরিদর্শক রাশেদ হোসেন হোসেন বাদী হয়ে সুধারাম থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন। এছাড়া আজ দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাতেই তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।

বরিশালে ৫ পা ওয়ালা অদ্ভুত গরুর বাছুর

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি গাভী ৫ পা বিশিষ্ট বাছুর প্রসব করেছে। অদ্ভুত প্রকৃতির এই বাছুরটি দেখতে প্রতিদিন অনেক লোক ভিড় জমাচ্ছেন গাভী মালিকের বাড়িতে। সম্প্রতি বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভাণ্ডারীকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

গাভীর মালিক স্বপন নিপতি জানান, তিনি দীর্ঘদিন যাবৎ গাভীটি পালন করে আসছেন। তার খামারের অন্যান্য গাভীর মতো এই গাভীটিও স্বাভাবিকভাবে পালিত হয়েছে। গর্ভবতী গাভীটির প্রসবের মেয়াদ অতিবাহিত হলেও প্রসব না করায় তারা হতাশ হয়ে পড়েন।
একপর্যায়ে গত মাসে গাভীটি পাঁচ পা বিশিষ্ট বাছুর প্রসব করে। প্রসবের পর থেকে গাভী ও বাছুর সুস্থ রয়েছে।
স্থানীয়রা জানান, এটি একটি অদ্ভুত ঘটনা। আমাদের এলাকায় আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

বরিশাল মহানগর আ’লীগের ৪ ওয়ার্ডের কমিটি ঘোষনা

বরিশাল মহানগর আওয়ামীলীগ ঢেলে সাজানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় পর্যায়েক্রমে ঘোষনা করা হচ্ছে বরিশাল মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ের কমিটি।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে বরিশাল মহানগর আওয়ামলীগের উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক সাক্ষরিত এক প্রেস রিলিজে বরিশাল মহানগরের ৪ ওয়ার্ডের কমিটি ঘোষনা করা হয়।

এর মধ্যে ৪ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে মোঃ মজিবুর রহমান (পনু)কে আর সাধারন সম্পাদক করা হয়েছে মুরাদ হোসেন রিন্টুকে। বরিশাল মহানগরের ৫ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে মোঃ চান মিয়াকে সাধারন সম্পাদক করা হয়েছে মোঃ মোহাম্মাদ আলী হাওলাদারকে।

৬ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ জাহাঙ্গীর হোসেনকে আর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে লিটন ঘােষকে এবং ৭ নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছে মোঃ আবুল ফারুক হুমায়ুন আর সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আসলাম।

শ্রীলংকার সঙ্গে ৪ দিনের ম্যাচ খেলতে বরিশালে অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ সফরকারী শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সাথে ৪ দিনের ম্যাচ খেলতে বরিশাল এসে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বুধবার সকালে আকাশ পথে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছান তারা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে নগরীর হোটেল স্যাডেনা ইন্টারন্যাশনালে নিয়ে যাওয়া হয় তাদের।

বিকেলে আকাশ পথে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বরিশাল পৌঁছার কথা। সেখান থেকে নগরীর বান্দ রোডের গ্র্যান্ডপার্ক হোটেলে উঠবেন তারা।
১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর ৫৩ বছরে এই প্রথম কোন বিদেশি দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আসছে বরিশালে। এতে খুশি বরিশালের ক্রিকেটপ্রেমী ও উদীয়মান ক্রিকেটাররা।

আগামী ২৬ অক্টোবর বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শ্রীলংকা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের ম্যাচ শুরু হবে। এর আগের দুই দিন স্টেডিয়ামে অনুশীলন করবেন দুই দেশের খেলোয়াড়রা।

এদিকে, বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের ম্যাচ উপলক্ষ্যে বিস্তারিত জানাতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার সম্রাট-আরমান, সিনেমাপাড়ায় আতঙ্ক!

অনলাইন ডেস্ক:

ক্যাসিনোকাণ্ডে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ রোববার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে। চলছে মামলার প্রস্তুতি। তাদের আটক হওয়ার খবরে দেশজুড়ে স্বস্তির বাতাস বইছে।

তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চলচ্চিত্রপাড়ায়। কেন? কারণটা হলো দুজনই সাম্প্রতিককালে সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রযোজক হিসেবে। প্রথমদিকে বেনামে অর্থলগ্নি করলেও চলতি বছর ‘দেশবাংলা মাল্টিমিডিয়া’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করা হয়। যার কর্ণধার হিসেবে প্রকাশ্যে থাকেন আরমান। তবে এর মূল মালিক হিসেবে সম্রাটের নামই শোনা গেছে।

সম্প্রতি মন্ত্রী-এমপি অতিথি করে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রতিষ্ঠানটি জমকালো আয়োজনে ‘আগুন’ নামে একটি ছবির মহরত করে। বদিউল আলম খোকন পরিচালিত এই ছবির নায়ক শাকিব খান ও নায়িকা নবাগতা জাহরা মিতু। এর আগে গত কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তাদের প্রথম সিনেমা ‘মনের মতো মানুষ পাইলাম না’। জাকির হোসেন রাজু নির্মিত ছবিটিতে শাকিব খান ও বুবলী জুটি হয়ে পর্দায় হাজির হন। ছবিটি দারুণভাবে ব্যর্থ হয়। লোকসানের মুখ দেখে।

তবুও সিনেমা নির্মাণের উদ্যম কমেনি দেশবাংলার। বেশ ঘটা করেই আরও কিছু নতুন ছবির ঘোষণা দেয়া হয় প্রতিষ্ঠানটির ব্যানারে। চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ইন্ডাস্ট্রি চাঙ্গা করার ঘোষণাও দেন দেশবাংলার মালিক আরমান। কিন্তু তার আগেই থেমে গেল নিজেদের রাজকীয় জীবনের রথ। ‘আগুন’ ছবির শুটিং শুরু হলেও সেটি এখন অনিশ্চয়তার হুমকিতে। অনিশ্চয়তায় পড়েছে দেশবাংলার কার্যক্রমও।

খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাপাড়া নিয়ে ফ্যান্টাসি ছিলে সম্রাটের মধ্যে। তিনি সিনেমার মানুষদের সাথে মিশতে পছন্দ করতেন। অনেকেই সম্রাট ও তার সহযোগীদের টাকায় নিজেদের প্রভাবশালী প্রযোজক হিসেবে সিনেমাপাড়ায় পরিচিত করে তুলেছেন। ইন্ডাস্ট্রির শীর্ষ এক নায়কও নিজের নামে সেই সব টাকা সিনেমায় লগ্নি করে ক্রান্তিলগ্নের প্রযোজক হিসেবে বাহবা কুড়িয়েছেন। তার সঙ্গে সহযোগী হিসেবে থাকতেন আরও দু-একজন প্রযোজক।

সেই টাকা আসতো কাকরাইলে সম্রাটের কার্যালয় থেকে। প্রথমদিকে এসব টাকার জোগানদাতা হিসেবে শোনা যেত ক্যাসিনোকাণ্ডে আটক হওয়া যুবলীগ নেতা খালেদের নাম। তিনি বেনামে সিনেমায় টাকা লগ্নি করতেন বলে শোনা যায়। দেশের সেরা তারকাদের অনেক ছবিতেই তার অর্থ বিনিয়োগের খবর চলচ্চিত্রপাড়ায় উড়ে বেড়ায়। সম্রাটের ছত্রচ্ছায়ায় এসব ছবিতে টাকা ঢেলে কালো টাকা সাদা করার পাশাপাশি সিনেমার উঠতি নায়িকাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন খালেদ।

মূলত খালেদের পরামর্শ ও আগ্রহেই পরবর্তীতে সিনেমার দিকে অধিক মনোযোগী হন সম্রাট। শোনা যায়, তার ক্যাশিয়ার হিসেবে পরিচিত আরমানের মাধ্যমে বেনামে সিনেমায় টাকা লগ্নি করতেন তিনি।

সেই সুবাদে চলচ্চিত্রের মানুষদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। অনেক নামি দামি নায়ক-পরিচালক তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন সিনেমার টাকার জন্য। দু-একজন প্রথম সারির নায়িকার সঙ্গেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তার, এমন গুঞ্জন ছড়িয়েছে বহুবার।

নানাজনের আবদার রক্ষার্থে মাঝে মধ্যে বাইকে চড়া শতাধিক কর্মী নিয়ে এফডিসিতে শোডাউন করতেন তিনি। কারও কোনো দরকার হলেই ছুটে যেতেন সম্রাটের দরবারে। চলচ্চিত্রের নানা বিচার-সালিশেও প্রভাব ছিল তার। চলচ্চিত্রসংশ্লিষ্ট বেশকিছু শীর্ষস্থানীয় সমিতির ক্ষমতায় কে বসবে না বসবেও সেগুলোও নিজের অফিসে বসে নিয়ন্ত্রণের চেষ্টা করতেন সম্রাট। চলচ্চিত্রের অনেক নেতাকর্মীকে দেখা গেছে সম্রাটের অফিসে গিয়ে ফুল দিতে। অনেকটা যেন এফডিসিরও অঘোষিত সম্রাট হয়ে উঠেছিলেন তিনি।

খালেদের পর এবার সেই সম্রাট ও তার অন্যতম সহযোগী আরমান গ্রেফতার হওয়ায় আতঙ্কিত চলচ্চিত্রপাড়ার অনেকেই। সেই সঙ্গে বিপদে পড়েছেন সেই সব প্রযোজক, যারা সম্রাট-আরমানের টাকায় নিজেদের প্রযোজক হিসেবে বাঁচিয়ে রেখেছিলেন।

 

সম্রাটের ৬ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক:

বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে।

রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে এক অভিযান শেষে একথা জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি সাংবাদিকদের জানান, সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা দুটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়া গেছে। যা আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে এ ঘটনায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্রাটের ওই কার্যালয়ে অভিযানে ক্যাঙ্গারুর চামড়া ছাড়াও প্রচুর পরিমাণে বিদেশি মদ, ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান সারওয়ার।

তিনি বলেন, সম্রাটের বিরুদ্ধে মাদক উদ্ধারের ঘটনায় মাদকের একটি মামলা, অস্ত্র রাখার ঘটনায় অস্ত্রের একটি মামলা এবং ক্যাঙ্গারুর চামড়া রাখার ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণের একটি মামলা হবে।

শনিবার গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয় আওয়ামী যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। দুপুরে সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাকে।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর আলোচনার আসে যুবলীগ নেতা সম্রাটের নাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকের ধারণা ঢাকায় ক্যাসিনো ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক সম্রাট। এছাড়াও সম্রাটের বিরুদ্ধে টেন্ডারবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে নিজের ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান নেন সম্রাট। সেখানে অবস্থানকালে শতাধিক সমর্থক তাকে পাহারা দিয়ে রাখেন। এরপর সম্রাটের অবস্থান নিয়ে রহস্যের সৃষ্টি হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনী জানায় সম্রাট তাদের নজরদারিতে আছেন। এরই মাঝে গত ২২ সেপ্টেম্বর সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তলব করা হয় তার ব্যাংক হিসাবও।

এদিকে, কুমিল্লা থেকে সম্রাটের সঙ্গে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গ্রেফতারের সময় মদ্যপ থাকায় তাকে সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার:

বরিশাল জেলা ছাত্রলীগের “ছাত্রী বিষয়ক সম্পাদিকা” শারমীন কবীর বিথি এর বাবা প্রবীণ আওয়ামিলীগ নেতা” শাহজাহান কবির “আজ রাত ০৯:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শোক জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদারের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

আদালত সংশ্লিষ্ট বিভিন্ন কাজে এবং সাধারন জনগনকে হয়রানী মুক্ত বিচারিক সেবা দিতে যোগদানের পর থেকে নিরলস কাজ করে যাচ্ছেন রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার। ‘আইনী সেবা পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার এই চেতনাকে মাথায় রেখে আদালতের নানা অনিয়মকে দূর করে আদালতকে মানুষের ভরসা ও হয়রানীমুক্ত আইনী সেবা পাওয়ার আশ্রয়স্থলে পরিনত করতে তিনি নানামূখী পদক্ষেপ গ্রহন করেছ।আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠিকে আইনগত সহায়তা প্রদান করতে সরকার কর্তৃক পাশকৃত ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ কে যথাযথভাবে বাস্তবায়নেও তিনি বদ্ধপরিকরর।পাশাপাশি আদালতে জামিন নামা প্রদান,রিকল গ্রহন ,নকল কপি সংগ্রহসহ বিভিন্ন রুটিন কাজগুলোতে বিভিন্ন আদালতের কিছু অসাধু কর্মচারীরা সাধারন বিচারপ্রার্থী জনগনকে জিম্মি করে টাকা পয়সা আদায় করাটা অনেকটা রীতিতে পরিনত করে ফেলেছে কিন্ত তিনি এসকল দূর্নীতি ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন এবং তা প্রতিরোধে প্রকাশ্যে উদ্যেগ গ্রহন করেছেন। এজন্য তিনি রাজশাহী চীফ জুডিশিয়াল আদালতের চারপাশে ফেস্টুনের মাধ্যমে ব্যতিক্রমী প্রচারনা চালাচ্ছেন।উক্ত ফেস্টুন গুলোতে উল্লেখ আছে মামলায় যে কোন আদেশ, তারিখ, জামিননামা প্রদান,বিকলসহ প্রয়োজনীয় বিষয় আদালতের সংশ্লিষ্ট কর্মচারীর নিকট থেকে জেনে নিবেন বিনা খরচে। অযথা বিলম্ব, বিড়ম্বনা, হয়রানী বা অবৈধ অর্থ দাবি কাম্য নয়। এক্ষেত্র দালাল, মহুরী, কর্মচারী বা অন্য কারো দ্বারা দূর্নীতি বা হয়রানীর শিকার হলে সরাসরি তাকে জানানোর জন্য যোগাযোগ নাম্বার উল্লেখ করে দিয়েছেন।তার এমন উদ্যোগে সকল ধরনের বিচারপ্রার্থী সাধারন জনগন হয়রানীমুক্ত বিচারিক সেবা পাবেন,তার এমন উদ্যোগ সমগ্র বাংলাদেশের আদালতে গ্রহন করা এখন সময়ের দাবি।এছাড়াও তিনি নানা প্রচার, প্রচরণা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে দূর্নীতি ও হয়রানীমুক্ত বিচারিক সেবা নিশ্চিতের লক্ষে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছেন।