সাগরে নেই ইলিশ: হতাশায় পটুয়াখালীর জেলেরা

এম এ হান্নানঃ প্রতিবছর বর্ষা মওসুম এলেই জেলে পল্লী গুলোতে ফুঁটে ওঠে খুশির ঝলক। তাঁজা ইলিশের গন্ধে মুখরিত হয়ে উঠে গোটা সাগরকূলীয় চরাঞ্চল। পাল্টে যায় জেলে পরিবারের দূর্দশার চিত্র। স্বচ্ছলতা ফিরে আসে জেলে পরিবার গুলোতে।

কিন্তু এ বছর জেলে পল্লীতে ভিন্নরূপ দেখা গেছে। চলমান বর্ষা তথা ইলিশ মওসুমে সাগর থেকে শুন্যহাতে ফিরছে জেলেরা। ইলিশের বদলে দাদনের দায় নিয়ে তীরে ফিরছে একাধিক জেলে। ফলে উপকূলের জেলে পল্লী গুলোতে নেমে এসেছে হতাশার কালো আবাস।

চলমান বর্ষা মৌসুম পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনাসহ বঙ্গোপসাগর ঘিরে কয়েক হাজার জেলের বসবাস। অন্যান্য পেশার তুলনায় এই অঞ্চলে জেলে, জেলে শ্রমিক তথা মৎস্য ব্যবসায় মানুষ প্রসারিত হয়। বলতে গেলে এই অঞ্চলটি ইলিশ তথা মৎস্য ভান্ডার হিসেবে পরিচিত। প্রতিবছর কোটি কোটি টাকার ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ এই উপজেলা থেকে রপ্তানী হয়ে থাকে দেশের বিভিন্ন এলাকায়।

গোটা ইলিশ মওসুমে উপজেলার বেশ কয়েকটি মৎস্য পয়েন্টে চলে ইলিশ কেনা-বেচার কর্মযজ্ঞ। সাধারন মানুষ অন্যন্য কাজকর্ম বাদ দিয়ে এই কাজে নিয়োজিত হয়ে থাকে। প্রতিবছরের মত এবার তেমনটাই হয়েছে। কিন্তু জেলেদের আশা নিরাস করে দিয়েছে ইলিশ শূন্য সাগর।

জেলেরা মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়ে মাছ শিকারের আশায় সাগরে গমন করলেও মাছ না নিয়ে ফিরছে তারা। ইলিশ মওসুমে ইলিশের আকাল জেলেদেরকে হতাশ করে দিয়েছে। একদিকে মহাজনের কাছ থেকে নেয়া দাদন টাকা পরিশোধের চিন্তা আরেক দিকে পরিবারকে দেখভাল করা প্রয়াস।

এই দুই দুঃচিন্তা জেলে পল্লীতে অশনীর আবাস নিয়ে এসেছে। এই মওসুমে জেলে পল্লী গুলোতে ইলিশ নিয়ে মহাকর্মযজ্ঞের রূপ এবার ভিন্ন রূপে পরিনত হয়েছে। এমনটাই জানায় রাঙ্গাবালী উপজেলার একাধিক জেলেরা। এপ্রসঙ্গে কথা হয় রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইসঘাট এলাকার জেলে আইয়ুব দফাদারের সাথে। তিনি জানান, জাটকা নিধন বন্ধ করার জন্য সরকার অবরোধ ঘোষণা করে।

কিন্তু অবরোধের সময় মৎস অফিস ও কোষ্টগার্ডের লোকদের টাকা দিয়া জাটকা শিকার করছে প্রভাবশালীরা। যার ফলে এবছর জেলেরা সাগরে গিয়ে ইলিশ পচ্ছেনা। আগামী দিন গুলোতেও পর্যাপ্ত মাছের আসা করা যাচ্ছেনা। তিনি আরো বলেন, মহাজনের কাছ থেকে ১০ লাখ টাকা দাদন এনে জালের সাবার করেছি। জালে মাছ না পরলে ঋণের টাকা পরিশোধ করবো কি করে! উপজেলার কোড়ালিয়া এলাকার মৎস্য ব্যবসায়ী কাওছার মৃধা জানান, বর্তমানে ইলিশের ভরা মৌসুমে সাগরে ইলিশের আকাল চলছে।

জেলেরা সাগর থেকে পর্যাপ্ত পরিমাণ মাছ নিয়ে ফিরতে পারছেনা। প্রতিদিনই তাদের লোকসান গুনতে হচ্ছে। যার ফলে আমাদের ব্যবসায়ও ভাঁটা পারছে। গত ৯/১০ দিন ধরে গদিতে পর্যাপ্ত পরিমাণ মাছও আসেনি। তাই গদি ফেলে ঘোরা ফোরা করছি। ঋণ নিয়ে জেলেদের দাদন দেয়া হয়েছে। সাগরে জেলেদের জালে মাছ না পরায় ঋণের বোঝা বইতে হবে। এমনকি পেশা ছাড়তে বাধ্য হবে অনেক জেলে।

রাঙ্গাবালী উপজেলার গঙ্গীপাড়া এলাকার জেলে জসিম কাজী জানান, ১৫ লাখ টাকা ব্যায় করে ইলিশের সাবার করছি। এরমধ্যে ১০ লাখ টাকা আমার নিজের ছিল, বাকি ৫ লাখ টাকা ঢাকার এক দাদনদারের কাছ থেকে ঋণ নিয়ে ইলিশের বোট সাগরে নামাইছি। ভাবছিলাম মৌসুমের শুরুতে সাগরে অনেক মাছ পরবে।

সে আশায় ট্রলার নিয়ে সাগরে জাল ফেলে, যে মাছ পেয়েছি তাতে ট্রলারের খরচই উঠেনি। সাগরে তিন-চারদিন ব্যপি একটি খেও দিতে ৬০ হাজার টাকার মত খরচ হয়, অথচ ২০ হাজার টাকার মাছ নিয়েও ঘাঁটে আসা যায়না। এভাবে আর কয়েক দিন চলতে থাকলে সাগরে একটা জেলেকেও খুঁজে পাওয়া যাবেনা। নয়াচর এলাকার আলমগীর মাঝি বলেন মোরা মহাজনের কাছে গোনে দাদন আইন্না জালসহ মাছ ধরার বিভিন্ন মাল সামানা কিন্না নদীতে ইলিশ মাছ ধরি।

জলদস্যু আইয়া আমাগো টাহা-পয়সা হগোল লইয়া যায়। এ্যাহন সাগরে এমনেতেই মাছ পরেনা, এর মধ্যে যদি জলদস্যুগোরে টাহা-পয়সা দেওয়া লাগে হ্যালে ক্যামন করমু।

রাঙ্গাবালী উপজেলা মৎস কর্মকর্তা মো: মোসলেম উদ্দিন খাঁন জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের মওসুম পাল্টিয়েছে। তাই এখন সাগরে মাছ কম পরছে। আসা করছি আগমী মাসের শুরুর দিকেই ইলিশের দেখা মিলবে।

 

বরিশাল সিটিতে সাদিককে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র মতবিনিময়

রবিবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কে বিজয়ী করার লক্ষে বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর মতবিনিময় সভা বরিশাল মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়।সংগঠনের আহবায়ক ফারুক মল্লিক এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব মোঃ মারুফ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোকলেসুর রহমান,প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা কমিটির আহবায়ক হাসান মাহামুদ বাবু,বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সদস্য সচিব শাহারিয়ার কবির রিজন,বিশেষ আলোচক হিসেবে আরো ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ,বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার কুদ্দুস মোল্লা,রবুল হক,এছাড়া বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক হাং,আলতাফ খান প্রমুখ,জেলা জাসদের সভাপতি জনাব মিরন।সভায় উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে বীর মুক্তিযোদ্ধার সন্তানগন অংশ নেয়।সভা শেষে সন্তানদের নিয়ে ২ টি ওয়ার্কিং কমিটি করা হয় এবং সবাই নৌকা মার্কার পক্ষে একযোগে কাজ করতে সম্মত হয়।

বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন

আকিব মাহমুদঃ সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের (২০১৩-১৪শিক্ষাবর্ষ) স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সরকারি ব্রজমোহন কলেজের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন করা হয়।

সকাল ১১টায় জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথী, বিশেষ অতিথীরা মোড়ক উম্মোচন করেন। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খান মোঃ গাউস মোসাদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথী প্রফেসর শফিকুর রহমান শিকদার, অধ্যক্ষ, সরকারি বিএম কলেজ, বিশেষ অতিথী স্বপন কুমার পাল,উপাধ্যাক্ষ,  সরকারি বিএম কলেজ, বিশেষ অতিথী এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, সম্পাদক, শিক্ষক পরিষদ, প্রফেসর ড.মেথিউ সরোজ বিশ্বাস, সাবেক বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,সরকারি বিএম কলেজ। আকতার উদ্দিন চৌধুরী, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এম.এম তারিকুজ্জামান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

এছাড়াও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, মোকলেসুর রাহমান মনি, বিএম কলেজ ছাত্রলীগ নেতা খাইরুল হাসান সৈকত।

বক্তব্য পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীসহ , সংস্কৃতি পরিষদ ও স্বদেশ ব্যান্ডের সদস্যরা নাচেগানে মাতিয়ে তোলেন মঞ্চ।

বরগুনার আমতলীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

আমতলী প্রতিনিধিঃ  বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজে রবিবার স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক সম্পর্কে পুলিশিং সভায় ছাত্রীদের অবহিত করা হয়।
বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য ছাত্রীদের অবহিত করে বক্তব্য রাখেন, ওসি মোঃ আলাউদ্দিন মিলন, যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, কলেজের সহকারী অধ্যাপক মোসাঃ ফেরদৌসি আক্তার, প্রভাষক বশির আহমেদ, মোঃ কবির হোসেন , মোঃ জয়নুল আবেদীন, ছাত্রী মিম আক্তার ও তৃষা।

জনগণের প্রত্যাশাই আমার ইশতেহার- সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন আমার কোন নির্বাচনী ইশতেহার নেই, জনগণের প্রত্যাশাই আমার ইশতেহার।

শনিবার রাত ৯ টায় বরিশালের পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল রিপোটার্স ইউনিটিতে মিট দ্যা প্রেসে সাংবাদিকদের সাথে মতববিনিময় সভায় একথা বলেন। বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নজরুল বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

আমি রাজনৈতিক পরিবারের সন্তান হলে বরিশালের রাজনীতিতে এক প্রকার নতুন। বরিশালের মানুষ আমাকে চেনে তারা আশা করি সব কিছু মুল্যায়ন করেই আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি বলেন বরিশালের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন বরিশালে যে উন্নয়ন করেছেন তা আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী চারবার সংসদ সদস্য এবং একবার মেয়র হয়েও করতে পারেনি।

তাছাড়া বর্তমান মেয়র বরিশালকে একটি জলাবদ্ধ ও আবর্জনার শহরে রুপান্তর করেছেন এই শহরকে আবর্জনা মুক্ত করতে হলে মরহুম শওকত হোসেন হিরনের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে হলে নৌকা মার্কার বিকল্প নেই। তিনি বর্তমান সরকারের সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়, মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়নের চিত্র তুল ধরেন।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সাংবাঁদিক আনিসুর রহমান খান, সাংবাদিক সুশান্ত ঘোষ, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার উপস্থিত ছিলেন সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিক, সুধীজন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আমায় বোঝনি বলে…

আমায় বোঝনি বলে
আমি বড়ই নিস্তেজ –
তোমার বুকে মাথা রেখেছি বলে।
আমি বড়ই বোকা –
তোমায় বিশ্বাস করেছি বলে।

আমি বড়ই বিষন্ন-
তোমার মুখটি ছিল মলিন বলে।
বড়ই লোভী-
তোমায় খুব চেয়েছি বলে।
বড়ই মূর্খ –

তোমার ওই ছলে ভুলেছি বলে।
বড়ই অশালীন –

তোমায় প্রার্থনায় ডেকেছি বলে।
বড়ই বেহিসাবী-
তোমার হিসাবের অংক বাড়াইনি বলে।
বড়ই নির্গুণী-
তোমায় বাঁধতে পারিনি বলে।

বড়ই নিলাজ-
তোমার পথো চেয়েছি বলে।

বড়ই অপরাধী গো-
তোমায় ভালবেসেছি বলে।

 

 লেখকঃ অভিমানী ছদ্দবেশী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির আশ্বাসে আন্দোলন স্থগিত করল শিক্ষার্থীরা

তানজুম তমা, বরিশাল বিশ্ববিদ্যালয়ঃ চলমান কোটা সংস্কারের সাথে তাল মিলিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হওয়া সাধারন ছাত্রছাত্রীদের দাবি আদায়ের আন্দোলন পর পর দ্বিতীয় দিনে ভাইস চ্যান্সেলরের এক আশ্বাসে স্থগিত করেছে ছাত্রছাত্রীরা।

এই নিয়ে একই সাথে ববি ক্যাম্পাসে চলছিলো একই সাথে দুটি আন্দোলন।গত বছরেন জুলাইতে শুরু হওয়া ২২ দফা আন্দোনের পূর্নাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় এবং সেমিস্টার ফি অতিরিক্ত ৫০০ টাকা বাড়ানোয় গত ৪জুলাই ২০১৮, ফের আন্দোলনের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা।

তারা জানায়, গত ১ জুলাই রেজিস্টার কার্যালয়ের এক নোটিসের মাধ্যমে তাদের চলমান সেমিস্টার ফী এর সাথে অতিরিক্ত ৫০০ টাকা বাড়ানো হয়,যা অযৌক্তিক এবং সাধারন শিক্ষার্থীদের কাছে ব্যায়সাপেক্ষও।এদিকে চলমান সেমিষ্টার ও ভর্তি ফী কমানোর জন্য গত বছর জুলাইতে ২২ দফার দাবিতে আন্দোলের ডাক দিয়েছিলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,পরে বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্র-ছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ একাধিক সংগঠন শুরু করেছিলো তাদের দাবি আদায়ের আন্দোলন, যা একপর্যায়ে ভি সি অপাসারনের দিকে নিয়ে গেলে -৩১ জুলাই ২০১৭ রেজিস্টার কার্যালয়ের এক নোটিসের মাধ্যমে ভাইস চ্যান্সেলরের সিল সাক্ষরে সকল দাবি মেনে নেবার আশ্বাসে আন্দোলন সমাপ্ত করে শিক্ষার্থীরা।

তবে ভি সি তাদের অধিকাংশ দাবি পূরন করেন নী উপরন্তু সেমিস্টার ফী কমানোর বদলে বাড়ানোর অভিযোগে ৪ জুলাই ২০১৭ ফের আন্দোলনে নামে সাধারন শিক্ষার্থীরা। তবে এবারের আন্দোলনে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের এক শিক্ষার্থী।চলমান কোটা আন্দোলনের সাথে সাথে তারা বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে তালা ঝুলিয়ে সকল ক্লাস পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দেয়।এ ব্যাপরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান “ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত নেয়া হয়েছে। ভিসি স্যারের সাথে আলোচনার মাধ্যমে খুব দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

“তার এ বক্তব্যের ৫ ঘন্টার মধ্যে ভাইস চ্যান্সেলর ইমামুল হক তিন মাসের সময় চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন স্হগিত করে পড়ার টেবিলে ফিরে যাবার আহব্বান করেন এবং অতিরিক্ত সেমিস্টার ফী বাতিলের ঘোষনা করেন।

৫ জুলাই ২০১৮ রেজিস্টার কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সেমিস্টার ফী বাতিল নিশ্চিত করা হয়। তবে সাধারন শিক্ষার্থীরা জানিয়েছে তিন মাসের মধ্যে তাদের সমুদয় যৌক্তিক দাবি পূরন না হলে তারা ফের আন্দোলনের ডাক দেবে।

বরিশালে রাতে স্কুল ছাত্রী নিখোঁজ, সকালে ঝুলন্ত লাশ উদ্ধার

বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যা নিয়ে রহস্য’র সৃষ্টি হয়েছে। উপজেলার চাখার ইউনিয়নের আশুরাইল গ্রামের মামা বাড়ি সংলগ্ন মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাগানের কাঁঠাল গাছে গলায় ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করে বলে তার মামি রিনা বেগম দাবী করেন। তবে বিশেষ একটি সূত্র থেকে জানাগেছে ৪ জুলাই বুধবার সন্ধ্যার সময় চাখার ওয়াজেদিয়া মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শেণির ছাত্রী মিম আক্তার তার মামা বাড়ির পার্শ্ববর্তী পারভেজ হোসেনের কোচিং সেন্টারে পড়তে যায়। রাত ৮ টার সময় তার শরীর খারাপ বলে শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে মামার বাড়ি আসতে পথিমধ্যে নিখোঁজ হয় মিম। ওই কোচিং সেন্টারে ওই সময় মিমের মামাত ভাই চাখার ফজলুল হক ইনষ্টিটিউশনের দশম শেণির ছাত্র সেও পড়তে ছিল। সূত্রের দাবী মিমের যদি শরীর খারাপ হবে ছুটি নিয়ে বাড়িতে যাবে তবে,শিক্ষক পারভেজ কেন তার সাথে মামাত ভাইকে পাঠালেন না। এদিকে মিমের মামি রিনা বেগম জানান শিক্ষক মিমকে তার ছেলেকে নিয়ে বাড়িতে যেতে বলেছিল। এরপরে মিমের মামাত ভাই বাড়িতে গিয়ে মিমকে না দেখে তার মায়ের কাছে জানতে চায় সে বাড়িতে এসেছে কিনা। মিম বাড়িতে ফেরেনি নিশ্চিত হলে মামি সহ বাড়ির অন্যরা খোঁজাখোঁজি করতে থাকে। যেখানে মিমের লাশ পাওয়া যায় সেখানেও নাকি মিমকে ওই রাতে কয়েকবার খোঁজ করা হয়েছে। তবে সেখানে মিমকে পাওয়া যায়নি। অবাক করার বিষয় হলো যেখানে রাতে মিমকে অনেক কয়েকবার খোঁজ করেও পায়নি,বেলা সাড়ে ১১ টায় ওই স্থানেই তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। ওই রাতে কি হয়েছিল কোমলমতি শিক্ষার্থী মিমের সাথে সে বিষয়টিও স্পষ্ট নয় অনেকের কাছে। তার মামি সহ স্থানীয় কয়েকজন মহিলা দাবী করছেন মিমের সাথে নাকি চার চারটি জীণ ছিল। ওই জীণ থেকে মিমকে মুক্ত করতে স্থানীয় মোঃ ফারুক হুজুর ও কালাম হুজুরের কাছেও তারা নিয়ে গিয়েছিল মিমকে। যখন কালাম হুজুরের কাছে নেয়া হয়েছিল তখন মিমকে ছেড়ে দিতে ওই চারটি জীণ নাকি দুটি কবুতর দাবী করেছিল। তখন কালাম হুজুর কবুতরও এনেছিল,তবে দুটি কবুতরের দাম ৮ শত টাকা হওয়ায় সে যাত্রায় মিমের মামি রিনা বেগম মিমের সাথে থাকা জীণ তাড়াতে সক্ষম হয়নি তার কাছে মাত্র ২ শত টাকা থাকার কারনে। তারা আরও জানান মিম মাঝে মাঝে জীণের কারনে অসুস্থ্য হয়ে পড়তো। এ কারনেই সে আত্মহত্যা করেছে বলে মিমের মামি সহ স্থানীয় কয়েকজন দাবী করছেন। এদিকে মিম যে কোচিং সেন্টার দিয়ে বের হয়ে প্রথমে নিখোঁজ ও পরেরদিন তার লাশ ওই কোচিং সেন্টারের প্রায় ১ শত গজ অদূরে বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়,সেই কোচিং সেন্টারের শিক্ষক পারভেজ মিমের লাশ না পাওয়ার আগেই ঢাকার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। এই বিষয়টি নিয়ে শিক্ষক পারভেজ’র সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,সে পূণরায় বাড়িতে ফিরে আসছেন। উল্লেখ্য মিমের লাশ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাগানের কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার আগেই সকাল নয়টায় শিক্ষক পারভেজ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান বলেও তিনি জানান। গাড়িতে বসেই তিনি জানতে পাড়েন মিমের লাশ পাওয়ার বিষয়টি। অপরদিকে মিমের প্রিয় বিদ্যাপিঠ ওয়াজেদিয়া মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে তার বিষয়ে জানতে চাইলে, আই সি টির শিক্ষক মোঃ দুলাল হোসেন জানান, তিনি মিমের সহপাঠিদের কাছে জিঙ্গেস করেছেন মিম সম্পর্কে তারা মিমের চলাফেরায় কোন অসংলগ্ন দেখেননি। তিনি আরও জানান মিম মঙ্গলবারও সুন্দর ভাবেই দ্বিতীয় সাময়িকীর বাংলা পরীক্ষা দিয়েছেন। পুলিশ মিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবোচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উল্লেখ্য মিম মামা বাড়ি চাখারের আশুরাইলে থেকে লেখাপড়া করতো।

আবার দেখা …

আজ আমি তোমার চোখে জল দেখিনি
আমার জন্য ভালবাসা আর অনুতাপ দেখেছি।
কই এতটা ভালবাসো আগে কখনো বলোনিতো!!

তোমায় বলেছিলাম ছেলেপক্ষ আমায় দেখতে আসবে
আমি তোমার মুখ থেকে কিছু শোনায় জন্য ঠায় তাকিয়ে ছিলাম।
নিথর হয়ে বসেছিলে, একটি কথাও বলোনি।

ওরা আমায় দেখতে এসেছিল,
হাতে টাকা গুজে দিয়ে বলে গেছে,
ভারি মিষ্টি দেখতে, মেয়ে আমাদের পছন্দ হয়েছে।

১১তারিখ বিয়ের দিন উপস্থিত হল;
সকাল থেকে শুধু তোমার মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল,
তুমি বলেছিলে আমায় বউ সাজে দেখবে!
বিয়েতে তো দাওয়াত দেইনি, তবুও বিদায় ক্ষনে এসো
জলদি এসো, নয়তো বিয়ের সাজ বদলে যাবে।

সেই তো এলে তবে এত দেরি করলে কেন?
কেঁদোনা আর আবার দেখা হবে ওপারে …

কবিঃ জোবায়দা তালুকদার

মেয়েকে হত্যা করে জামাইকে নিয়ে পালাল শাশুরি

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের বহুল আলোচিত চাঞ্চল্যকর ঘটনা নিজ মেয়েকে হত্যা করে জামাইকে নিয়ে পলায়ন করার ঘটনায় অভিযুক্ত শাশুরি নার্গিস আক্তারকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩মে -১৮ইং পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নে নিজ মায়ের সঙ্গে স্বামীর অনৈতিক সম্পর্ক দেখে ফেলে মেয়ে মালা (২০)। এরপর মেয়ে মালাকে বিষ পান করিয়ে হত্যা করে স্বামী ও নিজ মা। অবস্থা বেগতিক দেখে মা নার্গিস বেগম এবং স্বামী মামুন একত্রে পলায়ন করে। এই ঘটনায় মৃতার (মালা) বোন লিপি আক্তার বাদী হইয়া বাউফল থানায় মামলা দায়ের করে। বুধবার (৪ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রিপন হালদার অভিযুক্ত শাশুরি নার্গিস বেগমকে গ্রেফতার করে। এসময় মৃতার একমাত্র পূত্র সন্তান মোস্তাফিজ (২) কে উদ্ধার করা হয় বাউফল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত নার্গিস বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামী মামুন এখনও পলাতক।তাকে গ্রেফতারের চেস্টা অব্যাহত আছে।